11/11/2021
রেহানা মরিয়ম নূর - একটা না দেখা রিভিউ
ওয়াহিদ ইবনে রেজা
১০ নভেম্বর ২০২১
ভ্যাঙ্কুভার, কানাডা
টমি এডিসন বলে একজন ফিল্ম ক্রিটিক আছেন যিনি কিনা জন্ম থেকে অন্ধ। ব্লাইন্ড ফিল্ম ক্রিটিক বলে তার জনপ্রিয়তা তুঙ্গে! তিনি মুভি না দেখেই, মুভির ডায়লগ শুনে মুভির ক্রিটিসিজম করেন। রেহানা মরিয়ম নূর না দেখেই মুভিটা নিয়ে লিখতে গিয়ে নিজেকে অন্ধ ক্রিটিক মনে হচ্ছে!
শুধুমাত্র ট্রেইলার দেখে নিজের বিচার বুদ্ধিতে যা ধারনা আমার সেটাই সম্বল। তাহলে কিভাবে ভাল মন্দ বলবো? বলছি।
RMN বানিয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। আমার চোখে উনি খুবই বুদ্ধিমান একজন নির্মাতা। আপনারা যদি ওনার প্রথম ছবিটি (Live From Dhaka) দেখেন, দেখবেন সাদা কালোতে নির্মিত, খুব অল্প কাস্টিং এ উনি খুব চমৎকার গল্প বলে গেছেন। সাদা কালো নির্মাণের কারণে কারিগরি অনেক খরচ বেঁচে গেছে কিন্তু গল্পতে তার বিন্দুমাত্র প্রভাব পড়েনি। উনি যেহেতু গল্প নির্ভর চলচ্চিত্র বানাচ্ছেন, খুবই বুদ্ধিমানের মত উনি ওনার স্ট্রেন্থ এ খেলে গেছেন। যার ফলাফল আন্তর্জাতিক পুরস্কার এবং নিজের পরবর্তী চলচ্চিত্রে বিদেশী প্রোডিউসার এর সঙ্গে যুক্ত হওয়া।
এখন যদি আমরা RMN এর দিকে তাকাই। আমরা দেখবো আবারো সাদ তার স্ট্রেন্থ এর জায়গাতেই খেলেছেন। মাত্র একটা দুটো লোকেশনে নির্মিত, চলচ্চিত্রটিতে ড্রোনের প্রয়োজন হয়নি, ভিএফএক্স এর প্রয়োজন হয়নি, হাজার হাজার মানুষের প্রয়োজন হয়নি। শক্ত কিছুর চরিত্রের উপর সিনেমার গল্পটা দাঁড়িয়ে গেছে। এবং কি সাহসী একটা গল্প! সিনেমার ট্রেইলার দেখেই বোঝা যায়, এবিউসের শিকার এক ছাত্রীর পাশে তার শিক্ষিকার দাঁড়ানোর আর প্রতিবাদের গল্পটি আমরা সিনেমাতে দেখবো। এমন বিষয় কিন্তু সারা পৃথিবীতে যথেষ্ট আলোড়ন ফেলে। কিছুদিন আগের #মি_টু মুভমেন্ট কিন্তু তাই বলে। সুতরাং গল্প সনাক্তের ক্ষেত্রেও সাদ এমন একটি বিষয় বেছে নিয়েছেন যা এক সাথে সারা পৃথিবীর মানুষ রিলেট করতে পারবে। যেই কারণেই আন্তর্জাতিক ফেস্টিভ্যালে মুভিটির এতটা গ্রহণযোগ্যতা।
এবার আসি ফিল্মমেকিং এ। খুব টাইট ফ্রেমে গল্পটা বলেছেন সাদ। আসলে রেহানা চরিত্রটি যে দমবন্ধ পরিবেশে লড়াই করছে, সেটাই তিনি দর্শকের মধ্যে ঢুকিয়ে দিতে চেয়েছেন। এবং ট্রেইলারেই সেটা বোঝা হয়ে গেছে। শেষ পর্যন্ত কি হবে? রেহানা কি পারবে দমবন্ধ থেকে বের হয়ে মুক্ত আকাশের নিচে বড় করে শ্বাস নিতে? নাকি তথাকথিত সমাজের চাপে হেরে যাবে সে, যেভাবে হারে প্রতিদিন শতশত নারী?
আপনার জানার ইচ্ছা হচ্ছে? আমারো হচ্ছে! আর এখানেই নির্মাতার সাফল্য। আপনারা যদি অভিনয়ের দিকে ভাল করে লক্ষ্য করেন দেখবেন ট্রেইলার দেখলেই বোঝা যায় কি চমৎকার অভিনয় করেছেন সবাই। বিশেষ করে রেহানা চরিত্রে আজমেরী হক বাঁধনের অভিনয় ইংরেজিতে বলতে গেলে বলতে হয় পিয়ারসিং এক্টিং… সুতীক্ষ্ন, ধারালো, এফোঁড়ওফোঁড় করা! এরকম অভিনয় আমাদের চলচ্চিত্রে খুব বেশি দেখা যায় না!
রেহানা মরিয়ম নূর বাংলাদেশের সিনেমার ইতিহাসে একটা খুব শক্তিশালী সিনেমা যা মুক্তি পাচ্ছে বাংলাদেশে, ১২ নভেম্বর, মানে আগামীকাল। নিচে ছবিতে সিনেমা হলের নামগুলো দেয়া থাকলো। আশা করছি আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখবেন। কারন আমার ধারণা আপনাদের সমর্থন পেলে, উৎসাহ পেলে, আমরা এই চলচ্চিত্রের সঙ্গে জড়িত সবার কাছ থেকে ভবিষ্যতে আরো অনেক অনেক ভাল কাজ পাব।
Rehana Maryam Noor পরিবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।
Wahid Ibn Reza
Rehana Maryam Noor. Hobart Show.