20/10/2024
বিয়েতে আমরা সময় দেই অনেক, বিয়ে পরবর্তী সময়টা কতটা উদযাপন করি আমরা? বিয়ের পরে একটা নারীর জীবনে সংসার-সন্তান সহ পরিবারের সবাইকে সময় দিতে দিতে নিজেদের জন্য যে সময় বের করা দরকার, তা ভুলে যায় নিজেদের অজান্তে।
কিন্তু নিজেদের জন্যও সময় বের করা প্রয়োজন।দিনের বা সপ্তাহের একটা দিন- চার দেয়ালের বাইরের মুক্ত হাওয়ার প্রয়োজন, সেটা বাসার ছাদই হোক না কেন।একসাথে গল্প করার সময় প্রয়োজন। দু'জন মিলে ঘুরতে গিয়ে এটুকু বলা উচিত,' আমি আছি তোমার পাশে'।
May your love shine brightly forever,
Fojlu & Bristi. ❤️❤️❤️
©Arte Visiva- Wedding wing
Photographers: ZILLUR / EVA
Location : Cumilla.