Arte Visiva- Wedding wing

Arte Visiva- Wedding wing We always beside to make your adorable memory, more memorable.
(6)

বিয়েতে আমরা সময় দেই অনেক, বিয়ে পরবর্তী সময়টা কতটা উদযাপন করি আমরা? বিয়ের পরে একটা নারীর জীবনে সংসার-সন্তান সহ পরিবারের স...
20/10/2024

বিয়েতে আমরা সময় দেই অনেক, বিয়ে পরবর্তী সময়টা কতটা উদযাপন করি আমরা? বিয়ের পরে একটা নারীর জীবনে সংসার-সন্তান সহ পরিবারের সবাইকে সময় দিতে দিতে নিজেদের জন্য যে সময় বের করা দরকার, তা ভুলে যায় নিজেদের অজান্তে।
কিন্তু নিজেদের জন্যও সময় বের করা প্রয়োজন।দিনের বা সপ্তাহের একটা দিন- চার দেয়ালের বাইরের মুক্ত হাওয়ার প্রয়োজন, সেটা বাসার ছাদই হোক না কেন।একসাথে গল্প করার সময় প্রয়োজন। দু'জন মিলে ঘুরতে গিয়ে এটুকু বলা উচিত,' আমি আছি তোমার পাশে'।

May your love shine brightly forever,
Fojlu & Bristi. ❤️❤️❤️

©Arte Visiva- Wedding wing

Photographers: ZILLUR / EVA
Location : Cumilla.

"অলির কথাশুনে বকুল হাসে,কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো নাতো।"নতুন মুহুর্ত গুলো আসছে...Arte Visiva- Wedding wing  ri...
27/09/2024

"অলির কথাশুনে বকুল হাসে,
কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো নাতো।"
নতুন মুহুর্ত গুলো আসছে...

Arte Visiva- Wedding wing
rights resevered.

For advance booking, inbox us.



স্বপ্নগুলো বড় করেই দেখতে হয়। সময় সুযোগ না পেলেও কাজ গুলো বের করে নিতে হয়।      For Wedding Visual Solution,Arte Visiva- ...
11/05/2024

স্বপ্নগুলো বড় করেই দেখতে হয়। সময় সুযোগ না পেলেও কাজ গুলো বের করে নিতে হয়।







For Wedding Visual Solution,
Arte Visiva- Wedding wing

সুন্দর সময় গুলোতে চোখ কতটা সুন্দরতম কথা বলে,বুঝতে হলে মূহুর্তগুলোকে অনুভব করলেই হয়ে যায়।❤️❤️চিত্রধারণ ও সম্পাদনা:©Team A...
25/12/2023

সুন্দর সময় গুলোতে চোখ কতটা সুন্দরতম কথা বলে,বুঝতে হলে মূহুর্তগুলোকে অনুভব করলেই হয়ে যায়।❤️❤️

চিত্রধারণ ও সম্পাদনা:©Team Arte Visiva- Wedding wing

For Any kind of Photography & Cinematography Call For Booking : +880 1621-496926


তাকে অল্প কাছে ডাকছিআর আগলে আগলে রাখছি,তবু অল্পেই হারাচ্ছি আবার।তাকে ছোঁবো ছোঁবো ভাবছিআর ছুঁয়েই পালাচ্ছি,ফের তাকেই ছুঁত...
03/12/2023

তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি,
তবু অল্পেই হারাচ্ছি আবার।
তাকে ছোঁবো ছোঁবো ভাবছি
আর ছুঁয়েই পালাচ্ছি,
ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার।
চিত্রধারণ ও সম্পাদনা:©Team Arte Visiva- Wedding wing

For Any kind of Photography & Cinematography Call For Booking : +880 1621-496926 | +8801521222987

সুন্দর কিছু মুহুর্তের খোঁজে, অনেক দূর চলতে চলতে বিবিধ বাঁধা পেরিয়ে অবশেষে ছবি গুলো ক্যামেরা বন্দী হয়েছিলো।ভাইয়া ভাবীর জন...
17/10/2023

সুন্দর কিছু মুহুর্তের খোঁজে,
অনেক দূর চলতে চলতে বিবিধ বাঁধা পেরিয়ে অবশেষে ছবি গুলো ক্যামেরা বন্দী হয়েছিলো।ভাইয়া ভাবীর জন্য শুভকামনা।❤️

চিত্রধারণ ও সম্পাদনা:©Team Arte Visiva- Wedding wing

For Any kind of Photography & Cinematography Call For Booking : +880 1621-496926 | +8801521222987


"তারপর ওরা হাত ধরে চুপ করে বসে রইলো। আর কোনো কথা নেই, সমস্ত কথার প্রয়োজন ফুরিয়ে গেছে। ওরা বসেই রইলো। ঘাট ক্রমশ নির্জন হয়...
30/03/2023

"তারপর ওরা হাত ধরে চুপ করে বসে রইলো। আর কোনো কথা নেই, সমস্ত কথার প্রয়োজন ফুরিয়ে গেছে। ওরা বসেই রইলো। ঘাট ক্রমশ নির্জন হয়ে আসছে। বাতাস বইছে বেশ জোরে। বজরাগুলো ও ফিরে যাচ্ছে। সবাই ঘরে ফিরছে। এই দুজনের যেন কোনো ঘরবাড়ি নেই, কোথাও ফিরতে হবেনা। এরকম একটি অনন্তকালের দৃশ্য হয়ে ওরা বসেই থাকবে।"

নয়ন এবং রেশমী দম্পতির জন্য শুভকামনা।❤️❤️❤️

"না না, কোন গল্প ন হইয়ুম।গল্প হইলে পরদি ঝামেলা হইবু।বহুত হষ্ট গরি এদ্দূর আইসসি,আর পাইরতাম ন বাজি।"হাসিমূখে বন্ধুটা আমাদে...
16/12/2021

"না না, কোন গল্প ন হইয়ুম।গল্প হইলে পরদি ঝামেলা হইবু।
বহুত হষ্ট গরি এদ্দূর আইসসি,আর পাইরতাম ন বাজি।"

হাসিমূখে বন্ধুটা আমাদের, এভাবেই তাদের গল্প থেকে বঞ্চিত
করলো।কিন্তু তাতে কি।বিয়ের দিনের তাদের কিছু গল্পতো আমাদের ক্যামেরাই ধরা পড়ে আছে।এখন অবশ্য জামাই আদরে ঘুরাঘুরি বউদিকে নিয়ে।ব্যস্ত সিডিউল।🥰

শুভকামনা রইলো দুজনের দাম্পত্য জীবনে।
বাপ্পা দা আর শতাব্দী বউদীর নতুন জীবনে Arte Visiva- Wedding wing এর পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা রইলো।

04/11/2021
04/11/2021
গল্প যখন মহেশখালী থেকে কক্সবাজার কিন্তু সুযোগ থাকে সীমিত,তখন চেষ্টা ;সাধ্যের মধ্যে যতটা গুছিয়ে নেয়া যায় । আন্তরিকতায় ভরপ...
12/10/2021

গল্প যখন মহেশখালী থেকে কক্সবাজার কিন্তু সুযোগ থাকে সীমিত,তখন চেষ্টা ;সাধ্যের মধ্যে যতটা গুছিয়ে নেয়া যায় । আন্তরিকতায় ভরপুর আরেকটা অনুষ্ঠান।❤️❤️❤️

সব গল্পের পুরোটা বলতে নেই। কিছুটা তোলা থাকুক।তবে হৃদয় জুড়ে রয়েছে স্মৃতিরা,যেমনটা থাকে ঐ বিস্তৃত নীল আকাশের তারারা।রুবেল ...
26/08/2021

সব গল্পের পুরোটা বলতে নেই। কিছুটা তোলা থাকুক।তবে হৃদয় জুড়ে রয়েছে স্মৃতিরা,যেমনটা থাকে ঐ বিস্তৃত নীল আকাশের তারারা।

রুবেল দম্পতির জন্য রইল অনিঃশেষ শুভকামনা।
❤️❤️❤️

বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য
ইনবক্সে যোগাযোগ করুন।
Arte Visiva- Wedding wing

"এক্ষন ব্যাগ প্যাক কর।কালকে দুপুরের মধ্যেই গাড়িতে উঠতে হবে।১৬ ঘন্টার জার্নি মিনিমাম।ময়মনসিংহের পর আরেকবার এতদূরে যাওয়ার ...
27/07/2021

"এক্ষন ব্যাগ প্যাক কর।কালকে দুপুরের মধ্যেই গাড়িতে উঠতে হবে।১৬ ঘন্টার জার্নি মিনিমাম।ময়মনসিংহের পর আরেকবার এতদূরে যাওয়ার সুযোগ হইছে। I don't want to miss. আমি আবার সেই রাত গুলা চাই,অনেক ঘুরাঘুরি হবে,অনেক ছবি উঠানো হবে। এবার হচ্ছে গাইবান্ধা। পরশু রাতে "সুইট ভাইয়ের" গায়ে হলুদ,এর পরদিন বিয়া।ভোরে ভোরে পৌঁছাইলে সারাদিন ঘুরাঘুরি করা যাবে।তারপর রাতে ইচ্ছা মতো আউটডোর।" এক নিঃশ্বাসে কথা গুলো শেষ করে আমার রিয়েকশনের অপেক্ষায় "নীরব ভাইয়া" ফোনের ওই পারে।

": হ্যাঁ, ওহ, আচ্ছা।সরি।আরেকবার বলো না ভাইয়া।মাথার উপর দিয়া গেলো।
: ধুর! আচ্ছা,বলতেছি..."

পুরো ঘটনা বুঝার পর আমার রিয়েকশনটা আর না বলি।তবে আফসোস নীরব ভাইয়ার জন্য। শেষমেশ অফিস ছুটি না দেয়ায় "জার্নি টু সুইট ভাইয়ার বিয়া" মিস।কিন্তু আমার আর সেতু ভাইয়ের কপাল ভালো। পরদিন দুপুরে আর রাতে সিডিউলড দুইটা ইভেন্ট শেষ করে রাতের বাসে ঢাকা,তারপর ভোরের বাসে করে গাইবান্ধা। লম্বা জার্নি। শেষ বিকেলে পৌঁছে দেখি,জামাই এখনো অফিসে।বিয়ের আগের দিন পর্যন্ত ছুটি যখন দেয় না, জালিম অফিস। আর আমি আর সেতু ভাই বের হলাম শহর ঘুরে ঘুরে চা খেতে।

সন্ধ্যায় ভাইয়া যখন আসে, ফ্রেস হয়ে আমরা আড্ডা দিলাম কিছুক্ষণ, বুঝলাম কপালে আউটডোর না জোটার সম্ভাবনা খুবই বেশি।আর পরিবেশ দেখে অনাগত সমস্যার সমাধান বেরোলোঃ স্টেইজে জামাইয়ের সিংগেল ছবি কয়টা পাওয়া যাবে সেটা অনিশ্চিত। সুতরাং করতে হবে কিডন্যাপ।আমি আর সেতু ভাই ছকটা আকঁতে বসে গেলাম।

তারপর... আসলো সেই প্রতীক্ষার সময়।
গোসল শেষ করে হলুদের পাঞ্জাবি পড়া শেষ দেখেই সবার চোখকে ফাঁকি দিয়ে ওই রাতের আঁধারেই ভাইয়াকে নিয়ে পালিয়ে যায় আমরা।দুচোখ যেখানে যায় তত দূর পর্যন্ত না পারলেও,যতটা হলে কারো চোখে আসবো না আমরা ততদূর।

এইটা হলো সুইট ভাইয়ার হলুদে আমাদের কিউট গল্প। 😁😁😁 বিয়ের গল্প না হয় অন্য একদিন করবো।

আর ভাইয়ার জন্য আমাদের টীমের পক্ষ থেকে আজীবন শুভকামনা।❤️❤️🥰

দীর্ঘ ৬ ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে "পিংকু" দাদা এসে যখন মন্ডপে পৌঁছালেন, দাদার অবস্থা দেখার মতো। মাথায় তখন আবার চিন্তা ঘুরছে...
25/07/2021

দীর্ঘ ৬ ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে "পিংকু" দাদা এসে যখন মন্ডপে পৌঁছালেন, দাদার অবস্থা দেখার মতো। মাথায় তখন আবার চিন্তা ঘুরছে আবার একই পথ পাড়ি দিতে হবে নতুন মানুষটাকে সাথে নিয়ে।চট্টগ্রাম নাকি কক্সবাজার? কোন জায়গাতে বিয়ের আসর হলে, কাদের জন্য কতটা সুবিধা কতটা হবে এই সিদ্ধান্ত নিতে নিতেই,বিয়ের আগ মূহুর্তে এসে চট্টগ্রাম সিলেকশন কিন্তু কোনটাতে কাদের লাভ কতটা, মুরুব্বীরাই জানেন।দাদা আসতে দেরী তাতে কি? দিদিকে নিয়ে যতটা কাজ করা যায়।কিন্তু নিচে যাওয়া যাবে না, দূরে একা হবে না, বাড়ির সবার সাথে আগে ছবি নিতে হবে। ফলাফল গ্রুপ ছবির ভীড়ে বৌদির ছবি তোলাই হারিয়ে গেছে। দাদা আসতে দেরী, মন্ডপে বিয়ে পড়ানো শেষ করতে আরো দেরী, সব কিছুতে দেরী সত্বেও বসে থাকলে হবে না। যখন যতটুকু সুযোগ সেটাও ছাড়বো কেন? শেষ ভালো, চায়ের লোভ দেখিয়ে দুজনের একসাথে একটা ছবিতো নেয়া গেলো।

শুভকামনা পিংকু দাদা আর সীমা দিদির জন্য।

Babies... They require constant attention, of course. They make messes and disturb the peace, but their cuteness and smi...
11/06/2021

Babies...
They require constant attention, of course.
They make messes and disturb the peace, but their cuteness and smiles are something the only reminder of God we have in the house. No doubt they make us feel the happiness of life.

She's Afrah (Arabic word, means- Happiness).

পিংকি আপুর গায়ে হলুদ অনুষ্ঠানের দাওয়াতে অল্প কিছু মূহুর্ত ধারণ করে রাখার সুযোগ হয়েছিলো আমাদের। অনেক মূহুর্তের ভীড়ে আপুর ...
06/04/2021

পিংকি আপুর গায়ে হলুদ অনুষ্ঠানের দাওয়াতে অল্প কিছু মূহুর্ত ধারণ করে রাখার সুযোগ হয়েছিলো আমাদের।
অনেক মূহুর্তের ভীড়ে আপুর একক কয়েকটা ছবি আমাদের কাছে তুলে রাখার চেষ্টা আনন্দ দিচ্ছিলো নিজেদেরকেই।

© Arte Visiva-wedding wingContact us for booking related queries✆ 01621496926
07/03/2021

© Arte Visiva-wedding wing

Contact us for booking related queries
✆ 01621496926

Address

Chittagong
4209

Telephone

+8801621496926

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arte Visiva- Wedding wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arte Visiva- Wedding wing:

Videos

Share


Other Chittagong event planning services

Show All