05/08/2024
#সেভ_দ্যা_সংখ্যালঘু
#সেভ_দ্যা_হিন্দু_সম্প্রদায়
আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে হিন্দু সম্প্রদায়।
দেশের যখন-তখন যে কোন পরিস্থিতিতে সব সময় সংখ্যালঘুুই কেনই নিপিড়ন-নির্যাতনের শিকার হবে? কেনই মন্দির ভাঙ্গচুর সহ হিন্দু সম্প্রদায়ের উপর এতো অত্যাচার-অবিচার শুরু হবে?
কেন..? কেন...?? কেন...???
স্বাধীন বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ও পরে। এই দেশে আপনাদের যেমন অধিকার আছে, তাদেরও আপনাদের মত এই দেশ ও দেশের মাটিতে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচার ঠিক একই অধিকার আছে। তারাও সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশের একটা অংশ।
হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু বলেই কি....
এতো অত্যাচার-অবিচার? এতো লাঞ্ছনা? যে কোন পরিস্থিতিতে শুধু হিন্দু সম্প্রদায়ই কেন এসবের শিকার হবে, হিন্দুদের কি এই দেশে বাঁচার অধিকার নেই?
দেশের এই চলমান পরিস্থিতির অবসান গঠিয়ে দেশ ও দেশের জনগণের জানমাল ও জীবনের রক্ষার প্রতিশ্রুতি দিয়েই দেশের এমুহূর্তে দ্বায়িত্ব নেন #বাংলাদেশ #সেনাবাহিনী #সেনাপ্রধান
#জনাব_জেনারেল_ওয়াকার_উজ_জামান
তাকে অভিনন্দন জানায় এবং প্রত্যাশা করি উনি একটা সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মানে অঙ্গীকার রাখবেন।
সেই সাথে উনাকে আহ্বান জানায়...
#বাংলাদেশের সংখ্যালঘু সহ হিন্দু সম্প্রদায়ের সর্বচ্চো নিরাপত্তা নিশ্চিত করা জন্য।