আয়তন ক্রিয়েশন

আয়তন ক্রিয়েশন Dear sir,
We are wedding planner & we believe in client's satisfaction. So, to give us the opportun

05/08/2024

#সেভ_দ্যা_সংখ্যালঘু
#সেভ_দ্যা_হিন্দু_সম্প্রদায়

আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে হিন্দু সম্প্রদায়।

দেশের যখন-তখন যে কোন পরিস্থিতিতে সব সময় সংখ্যালঘুুই কেনই নিপিড়ন-নির্যাতনের শিকার হবে? কেনই মন্দির ভাঙ্গচুর সহ হিন্দু সম্প্রদায়ের উপর এতো অত্যাচার-অবিচার শুরু হবে?
কেন..? কেন...?? কেন...???

স্বাধীন বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ও পরে। এই দেশে আপনাদের যেমন অধিকার আছে, তাদেরও আপনাদের মত এই দেশ ও দেশের মাটিতে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচার ঠিক একই অধিকার আছে। তারাও সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশের একটা অংশ।

হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু বলেই কি....
এতো অত্যাচার-অবিচার? এতো লাঞ্ছনা? যে কোন পরিস্থিতিতে শুধু হিন্দু সম্প্রদায়ই কেন এসবের শিকার হবে, হিন্দুদের কি এই দেশে বাঁচার অধিকার নেই?

দেশের এই চলমান পরিস্থিতির অবসান গঠিয়ে দেশ ও দেশের জনগণের জানমাল ও জীবনের রক্ষার প্রতিশ্রুতি দিয়েই দেশের এমুহূর্তে দ্বায়িত্ব নেন #বাংলাদেশ #সেনাবাহিনী #সেনাপ্রধান

#জনাব_জেনারেল_ওয়াকার_উজ_জামান
তাকে অভিনন্দন জানায় এবং প্রত্যাশা করি উনি একটা সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মানে অঙ্গীকার রাখবেন।

সেই সাথে উনাকে আহ্বান জানায়...
#বাংলাদেশের সংখ্যালঘু সহ হিন্দু সম্প্রদায়ের সর্বচ্চো নিরাপত্তা নিশ্চিত করা জন্য।

আমাদের প্রত্যেকের জীবনে..... একটা এমন মানুষ থাকা দরকার, যার কাছে আমরা নিজেকে ভালোবেসে সমর্পণ করতে পারি। আর সে "মায়াবতী" ...
16/01/2024

আমাদের প্রত্যেকের জীবনে.....
একটা এমন মানুষ থাকা দরকার, যার কাছে আমরা নিজেকে ভালোবেসে সমর্পণ করতে পারি। আর সে "মায়াবতী" আমাদের স্থান দেয় মাথার মুকুটে, আর আগলে রাখে নিজের চোখের প্রত্যেকটা পলকে....

আমার কাছে তুমি হলে...... শিশিরের মত স্নিগ্ধ, ভোরের আলোর মত কোমল, জননীর মতই সাহসী, নিজের বাসনায় দৃঢ় প্রত্যয়ী,  শ্রেয়সী, র...
23/10/2023

আমার কাছে তুমি হলে......
শিশিরের মত স্নিগ্ধ, ভোরের আলোর মত কোমল, জননীর মতই সাহসী, নিজের বাসনায় দৃঢ় প্রত্যয়ী, শ্রেয়সী, রাগী এবং বড্ড অভিমানী। তুমি হয়ত ইচ্ছে করেই অভিমান কর। কারণ তুমি মনের গভীর থেকে চাও যে, আমি তোমার এই নীরবতা ভেঙ্গে তোমার ভিতর ঘরে ঢুকে সব বন্ধ জানালা খুলে তোমাকে আরো দ্বিগুণ ভালোবাসি, আগলে রাখি, জড়িয়ে থাকি।

এটা সত্যি যে......
হয়ত সবসময় আমি তোমার অভিমানের ভাষা বুঝতে পারিনা, তবুও মান ভাঙ্গানোর তীব্র বাসনা নিয়ে প্রচন্ড গতিতে ছুটে যায় তোমার কাছে, তোমার বন্ধ করে রাখা অভিমানী দরজায় বারং বার কঁড়ানাঁড়ি, তুমি তা শুনতে পাও আমার আত্মচিৎকার, দরজার বাইরে থাকা আমার অস্তিত্ব অনূভব কর, এবং তুমিও নিজের অজন্তাতেই নিজেই খুব কষ্ট পাও ঠিক৷ দরজজার বাইরে থাকা আমিও যতটা কষ্ট পাই।

কিন্তু তবুও সহজে তুমি দরজা খোল না।
তুমি চুপিসারে অভিমানের মাত্রা আরো গাঢ় করে দাও। হয়ত তুমি এটাই ভাব যে ব্যাথারা যত তীব্র হয়, কাউকে আগলে রাখার, জড়িয়ে থাকার আগ্রহের প্রকাশেরর ভাষাটা আরো কোমল হয়, স্নিগ্ধ হয়, মলিনতা আসে সম্পর্কে, বিশ্বাসী হয় বাসনায়।

কিন্তু তুমি হয়ত........
কখনো জানতে পারনি, বা কখনো বুঝতেই চেষ্টাও করনি যে তোমার এই আদুরে অভিমান, খনিকটা দূরত্ব আমাকে এবং আমার অপ্রকাশিত কবিতারা প্রতিমূহহুর্তে অশ্রুপাত করে তোমার নামে।

আমাদের মাঝে যে প্রকৃত ব্যবধান আছে.....
তার হাহাকার প্রতিধ্বনিময় হয় আমার জীবনে, আমি শিকারী-তাড়িত হরিণের মত প্রতিমূহুর্তে কাতরতা নিয়ে বেঁচে থাকি। তোমার দূরুত্ব আমার ব্যাথা লাগে, কষ্ট হয়, টান পড়ে আত্মার শিকড়ে।

13/04/2023

Office:-
Namar Bazar, Sitakundo, Chattogram.
Call :- +8801318894690

25/02/2022
নতুন রূপে,নতুন আঙ্গিকে,নতুন ঠিকানাই! দেখা হচ্ছে খুবই শীঘ্রই।ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং  নিরাপদে থাকুন।
03/01/2022

নতুন রূপে,
নতুন আঙ্গিকে,
নতুন ঠিকানাই!

দেখা হচ্ছে খুবই শীঘ্রই।
ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিরাপদে থাকুন।

বিজয় উল্লাস...
17/12/2021

বিজয় উল্লাস...

15/11/2021
ভালোবাসলে বেশি কিছুর দরকার পড়ে না, শুধু সামান্য ইশারায় একে অপরের মন বুঝে নেওয়ার ক্ষমতার দরকার পড়ে....
08/11/2021

ভালোবাসলে বেশি কিছুর দরকার পড়ে না,
শুধু সামান্য ইশারায় একে অপরের মন বুঝে নেওয়ার ক্ষমতার দরকার পড়ে....

তোমার স্পর্শে থেমে যাক হৃদপিন্ড, বন্ধ হয়ে যাক পৃথিবীর সমস্ত ঘড়ির কাঁটা..!বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন ঃ ০১৩১৮-৮৯৪৬৯০ /...
29/10/2021

তোমার স্পর্শে থেমে যাক হৃদপিন্ড,
বন্ধ হয়ে যাক পৃথিবীর সমস্ত ঘড়ির কাঁটা..!

বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন ঃ
০১৩১৮-৮৯৪৬৯০ / ০১৮৯০৪২০৬৩০

31/08/2021
এক একটা কাজ হঠাৎ করে যেনো খুব চেনা একটা কবিতা হয়ে ওঠে। মিঠে খুনসুটি-কপট রাগ-মানিয়ে নেওয়া সব মিলে যেনো অনাবিল ভালোলাগা...
30/05/2021

এক একটা কাজ হঠাৎ করে যেনো খুব চেনা একটা কবিতা হয়ে ওঠে। মিঠে খুনসুটি-কপট রাগ-মানিয়ে নেওয়া সব মিলে যেনো অনাবিল ভালোলাগার একটা রেশ ছড়িয়ে পরে।

বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন... ইনবক্সে অথবা এই নম্বরে:-
০১৮৯০-৮২০৬৩০

একটা স্বপ্ন যখন বাস্তবের হাত ধরে পরিনতির দিকে এগিয়ে যায়, তখন সময়ের সাক্ষী হয়ে থাকে কিছু অনুভূতি,  সবার সাথে ভাগ করে ন...
04/04/2021

একটা স্বপ্ন যখন বাস্তবের হাত ধরে পরিনতির দিকে এগিয়ে যায়, তখন সময়ের সাক্ষী হয়ে থাকে কিছু অনুভূতি, সবার সাথে ভাগ করে নিলাম।

বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে: 01890-820630

একা আস্ফালন করে কত আর ভাঙা যায় হাড়, কত আর ছেঁড়া যায় বৈষম্যের সুদূর - বিস্তৃত জাল !যে কোন ধরণের কাজের বুকিং এর জন্য আজই য...
01/04/2021

একা আস্ফালন করে কত আর ভাঙা যায় হাড়, কত আর ছেঁড়া যায় বৈষম্যের সুদূর - বিস্তৃত জাল !

যে কোন ধরণের কাজের বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন ঃ ০১৮৯০৪২০৬৩০

একটা স্বপ্ন যখন বাস্তবের হাত ধরে পরিনতির দিকে এগিয়ে যায়, তখন সময়ের সাক্ষী হয়ে থাকে কিছু অনুভূতি,  সবার সাথে ভাগ করে ন...
03/03/2021

একটা স্বপ্ন যখন বাস্তবের হাত ধরে পরিনতির দিকে এগিয়ে যায়, তখন সময়ের সাক্ষী হয়ে থাকে কিছু অনুভূতি, সবার সাথে ভাগ করে নিলাম।
#বিয়ে
#গায়েহলুদ
#রিসেপন্স
#জন্মদিনের
ইন্ডোর- আউটডোর ইন্টোরিও & ফ্লাওয়ার ডেকোরেশন....

#মেহেদী
#মেকওভার
#পটোগ্রাফার
#সিনেমাট্রোগ্রাফার
#সাউন্ড
#লাইটিং

#রেন্ট_এ_কার......
বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নম্বরে: 01890-820630

কথাই নই, কাজে বিশ্বাসী। মুখে নই, কাজ কথা বললে আমাদের।

Address

Chittagong

Telephone

+8801318894690

Website

Alerts

Be the first to know and let us send you an email when আয়তন ক্রিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আয়তন ক্রিয়েশন:

Share


Other Wedding planning in Chittagong

Show All