24/10/2024
গতকাল ২৩.১০.২০২৪খ্রি বুধবার সকাল ১০.৩০টায় জেলা প্রশাসন চট্টগ্রাম-এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে এক যুগান্তকারী মতবিনিময় সবার আয়োজন করা হয় । উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব ফরিদা খানম । উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুজ্জামান ।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন "আমরা আলাদিন, মানুষের জন্য" এর উপদেষ্টা জনাব মোঃ হামিদুর রহমান এবং উদ্যোক্তা মোঃ আরিফ । উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তর-এর কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর-এর কর্মকর্তা, খাদ্য অধিদপ্তর-এর কর্মকর্তা, ভোক্তা অধিদপ্তর-এর কর্মকর্তা, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নবগঠিত টাস্কফোর্স সদস্যবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম-এর সমন্বয়কবৃন্দ, ক্যাব চট্টগ্রাম-এর নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠন-এর নেতৃবৃন্দ । উক্ত মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয় নৃত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জেলা প্রশাসনের অধিনে চট্টগ্রামে ছয়টি পয়েন্টে ন্যায্য মূল্যে ভ্রাম্যমাণ খোলা বাজার কার্যক্রম চালু করা হবে । আমাদের ক্ষুদ্র সংগঠনকে নিয়ে সরকারের এত বড় গুরুত্বপূর্ণ কাজে আমাদের অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসন-কে "আমরা আলাদিন, মানুষের জন্য" এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ।