World Beach Resort,Online Booking

World Beach Resort,Online Booking A unique Condo Resort designed for family's & corporate Gatherings. Booking-01834682762, 01648623992
(6)

21/10/2024

সতর্কতা পোস্ট
কক্সবাজার আগমনে ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শঃ

১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। অটো ওয়ালাদের কথামতো অটো নিলে ওরা আপনাকে উনাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে।

২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। কম টাকায় অফার করলেও না।

৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।

৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম। বিশেষ করে মোবাইল সাগরের পানিতে খুবই দ্রুত নষ্ট হয়ে যায়। তাই সাবধান।

৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন নাহলে কিছুক্ষণ পরেই টাকা চেয়ে বসবে। ম্যাসেজ করতে চাইলে টাকা ফিক্সড করে নিবেন।

৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।

৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন। কিনলে অবশ্যই ভালোভাবে দামাদামি করে নিবেন।

৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।

৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।

১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন। ওরা আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। তাদের নির্দেশনা মেনে চলুন।

✅কক্সবাজারে যে কোনো সমস্যা সমাধানের জন্য ট্যুরিস্ট পুলিশ খুবই তৎপর ও আন্তরিক। প্রয়োজন হলে তাদের সাহায্য নিন।

যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন
📞 ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭
📞এএসপি ০১৩২০১৫৯২০৯
📞 অন্যান্য প্রায়োজন ০১৮১০০৮২৫২৪।

Sweet duplex couple roomRoom number 123World beach resort. Kolatoli dolphin mor.Cox's Bazar
15/10/2024

Sweet duplex couple room
Room number 123
World beach resort. Kolatoli dolphin mor.Cox's Bazar

02/10/2024

আমাদের ১২৪E1 কানেক্টিং ডাবল সুইট এসি কাঁপল রুমের রাতের বেলকনির বিউ😍

ব্যালকনি থেকে আমাদের সি-ভিউ রুম!💙কক্সবাজারের সমুদ্র ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে World Beach Resort এ আপনাদের আমন্ত্র...
19/04/2024

ব্যালকনি থেকে আমাদের সি-ভিউ রুম!💙

কক্সবাজারের সমুদ্র ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে World Beach Resort এ আপনাদের আমন্ত্রণ। কক্সবাজারে আপনাদের ভ্রমনকে নান্দনিক করার লক্ষ্যে, কক্সবাজারের কলাতলী ডলফিন মোড় এ অবস্থিতWorld Beach Resort এ চলে আসুন। 🥰

ডাবল ফ্যামিলি এপার্টমেন্ট
============================
১টি ড্রইং রুম +২ জনের একটি বেড(সোফা, চেয়ার টেবিল)

২টি সেফারেট বেডরুম এসি (৪-৬ জন)
২টি ওয়াশরুম (১ টি এটাচ, ১ টি কমন)
২টি ব্যালকনি (বেডরুমের সাথে এটাচ)
মোট ৬ থেকে ৮ জন ভাল ভাবে থাকতে পারবেন।

কমপ্লিমেন্টারি হিসাবে আপনি যা পাবেন
============================

১। প্রতিদিন মিনারেল ওয়াটার।
২। সাবান, শ্যাম্পু, ব্রাশ, টুথপেস্ট, তোয়ালে,বক্স টিস্যু, টয়লেট টিস্যু, ডিটারজেন্ট পাউডার ইত্যাদি থাকবে।

অন্যান্য সেবা সমূহ >
============================

১। প্রতিটি অ্যাপার্টমেন্টে হাই-স্পীড WiFi।
২। ড্রয়িং রুমে ২৪" এলইডি TV থাকবে।
৩। ২৪ ঘন্টা সিকিউরিটি সার্ভিস
৪। সার্বক্ষণিক CCTV মনিটরিং
৭। ২৪ ঘন্টা রুম সার্ভিস সুবিধা
৮। ২৪ ঘন্টা বিদ্যুৎ এর সুবিধা এবং অটো জেনারেটর থাকবে।
৯। লিফট ২৪ ঘন্টা সার্ভিস

এছাড়াও থাকছে >
============================
১। হোটেলের ১ম তলায় কক্সবাজারের বিখ্যাত পৌষী রেস্তোরাঁ পাবেন।
২। হোটেলের নিচতলায় গ্রীনলাইন এবং লন্ডন এক্সপ্রেস এর কাউন্টার পাবেন।

Booking & information:

📱01834682762
📲01812293764(WhatsApp)

Email:-worldbeachresort762@gmail

World Beach Resort,Online Booking
Kolatoli dolphin Circle
Stay with us & feel like Home ❤️

অফার, অফার, অফার!!!! কক্সবাজারের স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে World Beach Resort এ আপনাদের স্বাগতম। কক্সবাজারে আপনাদের ভ...
14/04/2024

অফার, অফার, অফার!!!!
কক্সবাজারের স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে World Beach Resort এ আপনাদের স্বাগতম। কক্সবাজারে আপনাদের ভ্রমনকে নান্দনিক করার লক্ষ্যে, আমরা নিয়ে এসেছি কিছু ডাবল/কাপল ফ্যামিলি এপার্টমেন্ট। যাতে রয়েছে আপনাদের চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন সুযোগ সুবিধা।

ডাবল ফ্যামিলি এপার্টমেন্ট (সী ভিউ)
============================
১টি লিভিং রুম
২টি বেডরুম (এসি)
২টি ওয়াশরুম (এটাচ ও কমন)
২টি ব্যালকনি (এটাচ)
৬+জন অ্যাডাল্ট পারসন থাকতে পারবেন।

কাপল স্টুডিও এপার্টমেন্ট
============================
১টি লিভিং রুম
১টি বেডরুম (এসি)
১টি ওয়াশরুম
১টি ব্যালকনি
২-৪জন অ্যাডাল্ট পারসন থাকতে পারবেন।

কমপ্লিমেন্টারি হিসাবে আপনি যা পাবেন
============================
১। মিনারেল ওয়াটার।
২। সাবান, শ্যাম্পু, ব্রাশ, টুথপেস্ট, তোয়ালে,বক্স টিস্যু, টয়লেট টিস্যু, ডিটারজেন্ট পাউডার ইত্যাদি থাকবে।

অন্যান্য সেবা সমূহ >
============================
১। প্রতিটি অ্যাপার্টমেন্টে হাই-স্পীড ওয়াইফাই।
২। ড্রয়িং রুমে ২৪" এলইডি টিভি থাকবে।
৩। ২৪ ঘন্টা সিকিউরিটি সার্ভিস।
৪। সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং।
৫। ২৪ ঘন্টা রুম সার্ভিস সুবিধা
৬। ২৪ ঘন্টা বিদ্যুৎ এর সুবিধা এবং অটো জেনারেটর থাকবে।
৭। ৫ টি লিফট ২৪ ঘন্টা সার্ভিস

এছাড়াও থাকছে >
============================
১। হোটেলের ১ম তলায় কক্সবাজারের বিখ্যাত পৌষী রেস্তোরাঁ পাবেন।
২। হোটেলের নিচতলায় গ্রীনলাইন এবং লন্ডন এক্সপ্রেস এর কাউন্টার পাবেন।

বুকিং ও ইনফরমেশন >
====================
📞 +880 1834-682762
📞 +880 1810-082524
📲 01812293764(WhatsApp)

World Beach Resort,Online Booking

Eid Mubarak! Wishing you all joy, peace and happiness on this special day❤️Connected with us World Beach Resort,Online B...
10/04/2024

Eid Mubarak! Wishing you all joy, peace and happiness on this special day❤️

Connected with us World Beach Resort,Online Booking
For booking : +880 1834-682762, 01648623992

Address

Kolatoli Circle
Cox's Bazar

Telephone

8801675920711

Website

Alerts

Be the first to know and let us send you an email when World Beach Resort,Online Booking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to World Beach Resort,Online Booking:

Videos

Share