22/06/2022
.
ককসবাজারের একজন আমান উল্লাহ ছিলেন। জ্ঞানী মরমী আধ্যাত্মিক সাধক সুরকার গীতিকবি দরিয়া পাড়ের বাউল। তাকে বিখ্যাত মেন্ডোলিনা বাধক বলা হয়।
তিনি একাধারে বাংলাদেশ বেতার ককসবাজারের একজন যন্ত্রশিল্পী ও তালিকাভুক্ত শিল্পী ছিলেন। অসংখ্য গানের রচয়িতা তিনি। এর উল্লেখযোগ্য কিছু গান জনপ্রিয় হয়ে আছে।
*আইচ্ছা পাগল মনরে
*ওকালা চান গলার মালা
*গুরা বউ চইল
*আইঁ ভাত না হায়ুম গুস্সা
*গুরা পুতু ঘুম যা
*মনিবের চরণ ধরি ভবে দিলাম পারিরে মুর্শিদ রইলারে কোন দেশে...........এসব গানের গীতিকার ওসুরকার (আমানউল্লাহ আমান।).
আজ তাই তাকে শ্রদ্ধা জানাচ্ছি।
আজ ২২জুন উনার ৭ম মৃত্যুবার্ষিকী।
তিনি বেঁচে থাকবেন, তাঁর সৃষ্টিকর্মে।