Mifta Boutique

Mifta Boutique Online Clothing Store.
(7)

...তোমার জীবন অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে,প্রায় প্রতিদিন কোন না কোন ভাবে অপমানিত হচ্ছো,নিজের লক্ষ্য পূরণে বার বার ব্যর...
06/04/2024

...তোমার জীবন অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে,প্রায় প্রতিদিন কোন না কোন ভাবে অপমানিত হচ্ছো,নিজের লক্ষ্য পূরণে বার বার ব্যর্থ হচ্ছো, তাহলে আজ থেকেই ছোট্ট ছোট্ট বদল আনো জীবনে!

যে জিনিস গুলোর জন্য কষ্ট পাচ্ছো,অপমানিত হচ্ছো,ব্যর্থ হচ্ছো সেই গুলোতে একটু একটু করে বদলাও! একদিনে না হোক একদিন দেখবে দামী মানুষ হয়ে যাচ্ছো!

স্বপ্ন না বদলে নিজেকে বদলাও!

শুভ সকাল
06/04/2024

শুভ সকাল

আলহামদুলিল্লাহ। সোল্ড আউট। আর কেউ ইনবক্স করবেন না দয়া করে।
05/04/2024

আলহামদুলিল্লাহ। সোল্ড আউট। আর কেউ ইনবক্স করবেন না দয়া করে।

আলহামদুলিল্লাহ। সোল্ড আউট।
05/04/2024

আলহামদুলিল্লাহ। সোল্ড আউট।

05/04/2024

মাশাআল্লাহ। আমার বাবার শপিং করতেছে।

এই ভাস্কর্যটি নাম - "Emptiness"  বা শূন্যতা।এটা তৈরীর পিছনে উদ্দেশ্য হল বৃদ্ধ অবস্থায় সন্তানদের অনুপস্থিতিতে বাবা-মা কি ...
04/04/2024

এই ভাস্কর্যটি নাম - "Emptiness" বা শূন্যতা।
এটা তৈরীর পিছনে উদ্দেশ্য হল বৃদ্ধ অবস্থায় সন্তানদের অনুপস্থিতিতে বাবা-মা কি সীমাহীন মানসিক শুন্যতায় ভোগেন তার প্রকাশ।

আজকাল সন্তানরা আলাদা থাকতে চায় বা থাকে অথবা প্রবাসী হয়।

বৃদ্ধ বয়সে বাবা-মা’রা শিশুর মতই অসহায় হয়ে যান।

এ বাবা-মা’ই একদিন সব উজাড় করে দিয়ে সন্তানকে শিশু বয়স থেকে মানুষ হিসেবে যোগ্য করে তুলে ছিলেন।

কিন্তু স্বার্থপর ভোগবাদী সমাজ ব্যবস্থায় অতি আধুনিকতার দাবীদার সন্তানেরা মানবিক মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারনে বাবা-মা'য়ের সংস্পর্শতার মুল্য বোঝেনা।

তাঁদের জন্য বৃদ্ধাশ্রম বা কেয়ার টেকার রেখে দিচ্ছেন।

ব্রোঞ্জ নির্মিত ভাস্কর্যটি সুইজারল্যান্ডের জেনেভা লেকের পারে স্থাপন করেছেন শিল্পী- এলবার্ট জর্জ।

আলহামদুলিল্লাহ সোল্ড আউট। আর এক পিস এভেলেবেল নাই। দয়া করে কেউ ইনবক্স করবেন না এই ড্রেসের জন্য।
04/04/2024

আলহামদুলিল্লাহ সোল্ড আউট। আর এক পিস এভেলেবেল নাই। দয়া করে কেউ ইনবক্স করবেন না এই ড্রেসের জন্য।

04/04/2024

লাইভ এ আসতেছি ১০টায় । সবাই পাশে থাকবেন সুপার ডিসকাউন্ট লাইভ হবে।

সোল্ড আউট
04/04/2024

সোল্ড আউট

Available collection 💕❤️এক পিস করে আছে।যার  লাগবে তাড়াতাড়ি ইনবক্স করুন।
04/04/2024

Available collection 💕❤️
এক পিস করে আছে।যার লাগবে তাড়াতাড়ি ইনবক্স করুন।

আলহামদুলিল্লাহ সোল্ড আউট
04/04/2024

আলহামদুলিল্লাহ সোল্ড আউট

😘 Available 💕 মমতাজ ব্রান্ডের শুধুমাত্র এই দুই পিস ড্রেস আছে যা লাগবে তাড়াতাড়ি ইনবক্স করবেন ডিসকাউন্টে পেয়ে যাবেন ইনশ...
04/04/2024

😘 Available 💕 মমতাজ ব্রান্ডের শুধুমাত্র এই দুই পিস ড্রেস আছে যা লাগবে তাড়াতাড়ি ইনবক্স করবেন ডিসকাউন্টে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

03/04/2024

Up to 50% discount mixed collection live

03/04/2024

লাইভ এ আসতেছি

আলহামদুলিল্লাহ এইগুলো অর্ডার কনফার্ম করা হয়েছে।আর যারা যারা নিতে চান তারাতাড়ি ইনবক্স করুন।
03/04/2024

আলহামদুলিল্লাহ এইগুলো অর্ডার কনফার্ম করা হয়েছে।আর যারা যারা নিতে চান তারাতাড়ি ইনবক্স করুন।

02/04/2024

ঈদ এক্সক্লুসিভ মিক্সড কালেকশন এবং বেস্ট শেয়ারার গিফট

02/04/2024

লাইভ এ আসতেছি ১১টায়। সবাই জয়েন করবেন। ডিসকাউন্ট লাইভ।

আলহামদুলিল্লাহ সোল্ড আউট।
02/04/2024

আলহামদুলিল্লাহ সোল্ড আউট।

শুধু মাত্র ১পিস আছে।যার ভালো লাগবে তাড়াতাড়ি ইনবক্স করে দিন।
02/04/2024

শুধু মাত্র ১পিস আছে।যার ভালো লাগবে তাড়াতাড়ি ইনবক্স করে দিন।

আলহামদুলিল্লাহ এই ড্রেসটা সোল্ড আউট। আর কেউ ইনবক্স করবেন না দয়া করে।
01/04/2024

আলহামদুলিল্লাহ এই ড্রেসটা সোল্ড আউট। আর কেউ ইনবক্স করবেন না দয়া করে।

31/03/2024

কদরের রাতে কি কি যিকর আযকার করতে পারি ? (রমদানের শেষ ১০ রাত বা বিজোড় রাতগুলোতে)

১। আস্তাগফিরুল্লাহ (কমপক্ষে ৫০০ বার, যত বেশি সম্ভব হয়)

২। বেশী বেশী দুরুদ পড়া।

اللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ، اللّٰهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَّعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ

হে আল্লাহ! আপনি (আপনার নিকটস্থ উচ্চসভায়) মুহাম্মাদকে সম্মানের সাথে স্মরণ করুন এবং তাঁর পরিবার-পরিজনকে, যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন ইবরাহীমকে ও তাঁর পরিবার-পরিজনদেরকে। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত। হে আল্লাহ! আপনি মুহাম্মাদ ও তাঁর পরিবার পরিজনের উপর বরকত নাযিল করুন যেমন আপনি বরকত নাযিল করেছিলেন ইবরাহীম ও তাঁর পরিবার-পরিজনের উপর। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত

আল্লা-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিউওয়া ‘আলা আ-লি মুহাম্মাদিন কামা সাল্লাইতা ‘আলা ইবরাহীমা ওয়া ‘আলা আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বারিক ‘আলা মুহাম্মাদিউওয়া ‘আলা আলি মুহাম্মাদিন, কামা বা-রাকতা ‘আলা ইব্রাহীমা ওয়া ‘আলা আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ

বুখারী, (ফাতহুল বারীসহ) ৬/৪০৮, নং ৩৩৭০; মুসলিম, নং ৪০৬।

৩। সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)

৪। লা ইলাহা ইল্লাল্লাহ (কমপক্ষে ১০০ বার)

৫। "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)

৬। আল্লাহুম্মা ইন্নাকা 'আফুউন তুহিব্বুল 'আফওয়া ফা'ফু 'আন্নী। (‎‏(اللهم إنك عفو تحب العفو فاعفُ عني‏ উক্ত দোয়াটি বেশি বেশি পড়বেন।

৭। দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" ।

৮। "সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) ।

৯। "সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার" (কমপক্ষে ১০০ বার) ।

১০। "লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।

১১। "সুবহানাল্লাহিল 'আযিমি ওয়াবি হামদিহ" (যত বেশি পড়া যায়)

১২। সূরা ইখলাস যত বেশি পড়া যায়।

১৩। সুবহানআল্লাহ ,আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর (১০০ বার বা তার চেয়ে বেশি)

১৪। প্রতি ওয়াক্ত এ নামাজ শেষে তিনবার এই দুআ পড়া :

اللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ

হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই।
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আ‘উযু বিকা মিনান্নার

আবূ দাউদ, নং ৭৯২; ইবন মাজাহ্‌ নং ৯১০। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ, ২/৩২৮।

যিকর আযকারের পাশাপাশি আল্লাহর কাছে বেশি বেশি দুয়া মুনাজাত করব। ক্ষমা চাইব।

আল্লাহ্‌ আমাদের আমাল করার তৌফিক দিন।
©সিরাতল মুস্তাকিম

31/03/2024

রোজা শেষের পথে এগুচ্ছে; কবর বাসিদের কান্না😭শুরু হয়ে যাবে। হে আল্লাহ সকল কবরবাসিকে আপনি ক্ষমা করে জান্নাত দান করুন। আমিন!

নকশী কাঁথা। বড়দের।
30/03/2024

নকশী কাঁথা। বড়দের।

30/03/2024

শুকরিয়া ঐ রবের প্রতি,
যিনি ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে আবার সকাল দেখান!!
আলহামদুলিল্লাহ
শুভ সকাল

30/03/2024

ঈদ এক্সক্লুসিভ মিক্সড কালেকশন

30/03/2024

লাইভ হবে রাত ১১টায় সবাই পাশে থাকবেন।কে কি দেখতে চান কমেন্ট করে জানাবেন।

30/03/2024

ঈদ কালেকশন

Address

Ground Floor, Hotel Sagar Gaon Pvt Ltd, Jhawtola Main Road, Cox;sBazar
Cox's Bazar
1200

Telephone

+8801711229661

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mifta Boutique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby event planning services


Other Cox's Bazar event planning services

Show All