11/07/2022
♦️ সময় উপযোগী জরুরী আপডেট ♦️
ইসলামিক পদ্ধতিতে গরু জবাইয়ের সময় গরুর ব্যাথা অনুভব হয় কি না এ নিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল। গরু জবাইয়ের সময়ে EEG পরীক্ষা করে গরুর মস্তিষ্ক এবং ECG করে গরুর হার্ট দেখা হয়।
পরীক্ষায় দেখা গেছে ,
*জবাইয়ের প্রথম ৩ সেকেন্ডে EEG গ্রাফে কোনো পরিবর্তন দেখা যায় নাই , অর্থাৎ গরু কোনো ব্যাথা অনুভব করে নাই।
*পরের ৩ সেকেন্ডের EEG রেকর্ডে দেখা যায়, গরু গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো অচেতন হয়ে থাকে,শরীর হতে প্রচুর রক্ত বের হয়ে যাওয়ায় ব্রেইনে রক্ত সরবরাহ হয় না বলে এই অচেতন অবস্থা হয়।
*এই প্রথম ৬ সেকেন্ড পরে EEG গ্রাফে Zero level দেখাচ্ছিলো, তার মানে গরুর কোনো ব্যাথা অনুভব হচ্ছিল না।
*গরুর যে খিচুনি আমরা দেখি সেটা Spinal cord এর একটি Reflex Reaction, এটা মোটেও ব্যাথার জন্য না।
(✨এই পরীক্ষাটি করেন জার্মানির হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শুলজ এবং ডক্টর হাজিম।✨)
সুবহানাল্লাহ। ❤️
আল্লাহ রাব্বুল আল-আমীন এমন ভাবে সব কিছু সৃষ্টি করে দিয়েছেন, যা অত্যন্ত নিখুঁত। যারা ভাবেন যে পশু জবাইয়ের মাধ্যমে আমরা মুসলমানরা পশুকে কষ্ট দিচ্ছে তারা আল্লাহ রাব্বুল আল-আমীনের রহমত ও কুদরতের কথা যদি সঠিক ভাবে জানতেন এবং বুঝতেন তাহলে সেজদায় আপনাদের মাথা আল্লাহর সামনে বার বার নত হয়ে আসতো। আল্লাহ সবাইকে সঠিক পথ বুঝার তৌফিক দান করুক, আমিন!
♦️ (সংগ্রহীত) ♦️
Ref: https://www.newscientist.com/article/dn17972-animals-feel-the-pain-of-religious-slaughter/
🐂 সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা! 🐂
🌙 ঈদ মোবারক 🌙
Brain signals have shown that calves appear to feel pain when slaughtered according to Jewish and Muslim religious law, strengthening the case for making the practices more humane