Siddik Media-সিদ্দিক মিডিয়া

Siddik Media-সিদ্দিক মিডিয়া এটি সম্পূর্ণ ব্যক্তিগত পেইজ

Permanently closed.
02/03/2023

ইশকে নবী জিন্দাবাদ

05/02/2023

ইসলামি সংগীত।
শিল্পী: আবদুল আজীম।

16/12/2022
15/12/2022

৩ নং চরএককরিয়ার ইউনিয়ন এর ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ওয়াজ মাহফিল।
প্রধান অতিথি : মুফতি সৈয়দ মুহাঃ ফয়জুল করিম শায়েখে চরমোনাই।

10/11/2022

ICC T20 World Cup 2022, India vs England 2nd Semi-Final Live | ICC T20 World Cup 2022 | England vs India Live Match Today on Pro Tv2nd Semi-Final England vs ...

17/10/2022

ফিরে দেখা, ২০২১

17/10/2022

মহাকাশ ভ্রমণ।😁
পর্ব: ০১

11/10/2022

ঢাকা নভোথিয়েটার

04/10/2022

সুন্দর ও মনোরম দৃশ্য

প্রিয় বন্ধু তাওহীদ রায়হান (অনলাইনে পরিচিত মুখ "তাওহীদ টিভি") এর ছোটভাই, মুহা. মুজাহিদ গতকাল দুপুরের পরে হারিয়েছেন।কেউ তা...
18/09/2022

প্রিয় বন্ধু তাওহীদ রায়হান (অনলাইনে পরিচিত মুখ "তাওহীদ টিভি") এর ছোটভাই, মুহা. মুজাহিদ গতকাল দুপুরের পরে হারিয়েছেন।
কেউ তার সন্ধান পেয়ে থাকলে ইনবক্সে নক করুন বা নিচের নাম্বারে যোগাযোগ করুন প্লিজ।

বিস্তারিতঃ-
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ড বদরপুর দারুল উলুম শ্বফীকিয়া মাদ্রাসার ছাত্র, মুহা. মুজাহিদ, মাদ্রাসার হুজুরদের কাছে কিছু না বলে গতকাল দুপুরে ও মাদ্রাসা থেকে বের হয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত ওকে আমরা খুজে পাই নাই😭😭😭
ওর নাম: মোঃ মুজাহিদ।
পিতা: জাহাঙ্গীর হোসেন গাজী
দয়া করে যদি কেও ওকে দেখেন বা খুঁজে পান!? তাহলে প্লিজ এই নাম্বারে যোগাযোগ করবেন 01911120565
ওর পরিবারের জানামতে ও এখন বরিশাল শহরে আছে।
তাই গ্রুপের সকলের সহযোগিতা কামনা করছি।

31/08/2022

হাফেজ জহিরুল ইসলাম এর কণ্ঠে একটা ভাটিয়ালি গান।

28/07/2022

আপনারা কি বলেন?

26/07/2022

আমার গ্রামে আমি ছিলাম স্বনামধন্য টেলিভিশন ইঞ্জিনিয়ার। কারণ একবার একজনের টিভি মিউট হয়ে যাওয়ার পর ঠিক করে দিছিলাম।

ভাবি, চাচীদের ইমো একাউন্ট খুলে দিয়ে ইমো ইঞ্জিনিয়ারের খেতাব পাইছি আরও অন্তত ১০ বছর আগে। এক চাচী তো তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাবও দিয়ে দিছিলো। এক ভাবি প্রস্তাব নিয়ে আসছিলো তার বোনের জন্য।

মুরুব্বিদের মোবাইলের রিংটোনের সাউন্ড বাড়িয়ে দেয়ায় অনেক মুরুব্বিই আমাকে মোবাইল ইঞ্জিনিয়ার হিসেবে চিনতো।

এক দাদার মোবাইলের ব্রাইটনেস বাড়িয়ে দেয়ার পর উনি বলছিলো, এই ছেলে শুধু বাংলাদেশে জন্মগ্রহন করায় ধরা খাইয়া গেছে৷ ইউরোপ-আমেরিকায় জন্মাইলে বিল গেস হইতো৷

23/07/2022

কলিজা ঠান্ডা করা তেলাওয়াত ও মনোমুগ্ধকর এক দৃশ্য।

23/07/2022

চিন্তা করতেছি দেশে আমি একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিবো।

পদসংখ্যা থাকবে ৪৬ জন। বেতন জাতীয় বেতন স্কেলের ১১ তম গ্রেড অর্থাৎ বেসিক বেতন পাবে ১২৫০০ টাকা।
আবেদন ফি থাকবে ৫০০ টাকা আর আবেদন করবে ৪ লাখ বেকার গ্রাজুয়েট।
নিয়োগ থেকে আমার আয় হবে ৪,০০,০০০x৫০০ =২০,০০,০০,০০০ টাকা।
২০ কোটি টাকা আয় হয়ে গেল!
৪৬ জন নিয়োগও পেল।

(এর মধ্যে যদি দু'চার দশ বিশ জন আমাকে চাকরি পাওয়ার জন্য চার পাঁচ লাখ টাকা করে দেয়, তাহলেও মন্দ না। এখানেও আমার আয় হয় ৫ লাখx২০=১০০ লাখ বা ১ কোটি। যাইহোক, আমি সৎ ও সমাজসেবী মানুষ হিসেবে এই ১ কোটি টাকা মনে করেন নিলাম না)

এবার ৪৬ জনকে ১২৫০০ বেসিক হিসেবে অন্যান্য ভাতাসহ ১৬০০০ টাকা বেতন দিবো।
প্রতি মাসে আমার খরচ হবে ৪৬x১৬০০০=৭,৩৬,০০০ টাকা।
১২ মাস বা এক বছরে ৪৬ জনের বেতন দিতে আমার খরচ হবে ৭৩৬০০০x১২= ৮৮৩২০০০ টাকা।

১ বছরে আমার খরচ হবে ৮৮,৩২,০০০ টাকা।
অতএব
২০বছরে খরচ হবে ২০x৮৮৩২০০০= ১৭,৬৬,৪০,০০০ টাকা।
অর্থাৎ ২০ বছর ৪৬ জনকে বেতন দিয়া চালালে আমার খরচ হবে মাত্র ১৭ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা মাত্র।
এরপরেও নিয়োগ দেওয়ার সময় যে ২০ কোটি টাকা আয় করছিলাম, সেখান থেকে আরও বাকি থাকবে =
২০,০০,০০,০০০ - ১৭,৬৬,৪০,০০০= ২,৩৩,৬০,০০০ টাকা।

বাহ! এতকিছুর পরেও আমার হাতে ২ কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকা থেকে যাবে।
কি ভাবতেছেন? এদের বেতনের increament হয়নাই কেন? ২০ বছরে বেতন বাড়েনি কেন?
হুনেন, এই যে ২০ বছর এদেরকে ফ্রি বেতন দিয়া চালাইলাম, হেইডা দেখলেন না?

বাঙ্গালির উপকার করলেও বুঝেনা, সমালোচনা করে, হুহ্!!

আমি যে ৪৬ জন বেকার যুবকের কর্মসংস্থান করলাম, এজন্য আমাকে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার জন্য পুরস্কার দেওয়া উচিত নয় কি?

কি বলেন আপ্নারা??

22/07/2022

হাফেজ HM Johirul Islam এর কণ্ঠে মরমি সংগীত

21/07/2022

Hi

বিদ্যুতের ঘাটতি পূরণে, এর বিকল্প নেই।
19/07/2022

বিদ্যুতের ঘাটতি পূরণে, এর বিকল্প নেই।

18/07/2022

সুবহানাল্লাহ

16/07/2022

আল্লাহু আকবার, কি সুন্দর স্রষ্টার সৃষ্টি।

আপনি মানেন বা না মানেন! এটাই চিরন্তন সত্য।
14/07/2022

আপনি মানেন বা না মানেন! এটাই চিরন্তন সত্য।

মন খারাপ থাকলে এটা পড়ুন আর হাসুন।
13/07/2022

মন খারাপ থাকলে এটা পড়ুন আর হাসুন।

আপনার মতামত কি???
13/07/2022

আপনার মতামত কি???

11/07/2022

বাড়ি বাড়ি হতে সংগ্রহ করা মাংস রাস্তায়, ভ্যানে আর হোটেলে বিক্রি করা হচ্ছে। এটা নিয়ে অনেকেই সমালোচনা করছেন।

যারা এই মাংসগুলো সংগ্রহ করছেন ওদের বাসায় ডিপ ফ্রিজ দূরে থাক, হয়ত সাধারণ ফ্রিজও নেই। ওরা এই মাংস কিভাবে সংরক্ষণ করবে? আর ৫ কেজি মাংস ওরা রান্না করবে কি দিয়ে, খাবে কিসের সাথে। তাই প্রয়োজন এর অতিরিক্ত মাংস বিক্রি করে দেয়াই স্বাভাবিক। তাছাড়া ৭০০ টাকার মাংস ওদের জন্য হয়ত বিলাসিতা। সেটা ৫০০ টাকায় হলেও বিক্রি করে অনেকে হয়ত ঔষধপত্র, চাল, ডাল আর আলু কিনে দুই দিন কাটিয়ে দিবেন।

আবার অনেকেই আছে এবার কুরবানি দিতে পারেনি। কেউ হয়ত এক বাটি মাংসও ওদের বাসায় পাঠায়নি। তাই ভ্যান হতে সুলভ মূল্যে মাংস কিনে নিয়ে বাসায় যাচ্ছেন। আজ রাতে হয়ত স্ত্রী, সন্তান নিয়ে হাসিমুখে কুরবানির স্বাদ টুকু উপভোগ করবেন, পুরানো সুসময় আবার ফিরিয়ে আনবেন। চালের রুটি আর অল্প ঝাল দেয়া গরুর মাংস খেয়ে অনেকেরই হয়ত মন খুব ভাল হয়ে যাবে।

এটা অনেকটা উইন উইন সিচুয়েশন। সবপক্ষই লাভবান হয় আর উপকৃত হয়। কেউ কুরবানির সওয়াব পাবেন, কারো মৌলিক চাহিদা পূরণ হবে আর কেউ সামর্থ্য না থাকলেও কুরবানির স্বাদ পাবেন৷ তাই সবকিছু নিয়ে সমালোচনা জরুরী না.... দ্বিধাবিভক্ত হওয়াও জরুরী না।

আমরা স্বত্ত্ব ত্যাগ করে দেই। এরপর ওদের মালিকানার মাংস দিয়ে ওরা কি করবে সেটা ওদের স্বাধীনতা।

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে...

05/07/2022

😜আমার পক্ষ থেকে😋
সকল😀
ছোট 😃
বড়😄
মোটা😁
পাতলা😆
কালো😅
ফর্সা 🤣
বাচ্চা 😂
বুরো🙂
যুবক🙃
পুরুষ 😉
আর 😊
মহিলা😇
ধনী🥰
গরীব 😍
শহুরে 🤩
গ্রামী😘
এবং😗
আপনাদের☺️
সবার😚
কাকা😙
কাকি😋
জেঠা😛
জেঠি😜
সালা🤪
শালি😝
পিসি🤑
পিসে🤗
মামা🤭
মামি🤫
দেওর🤔
বৌদি🤐
ননদ🤨
জামাইবাবু😐
ভাগ্নে 😑
ভাগ্নি😶
ভাইপো😏
ভাইজি😒
আর🙄
নাতি😬
নাতনি🤥
দাদু😌
দিদা😔
নানা😪
নানি🤤
দাদা😴
দাদি😷
মা💝
বাবা💕
শশুর💌
শাশুড়ি💗
ভাই💓
বোন🥱সবাইকে
জানাই 🥳অগ্ৰিম ঈদের শুভেচ্ছা🤠
💘💝💖ঈদ মোবারক💖💝💘।

05/07/2022

মনোমুগ্ধকর এক দৃশ্য।💞
আপনি দেখলে আসলেই মুগ্ধ হয়ে যাবেন, আর একটা মুচকি হাসি দিবেন নিশ্চিত।🥰

Address

Demra

Telephone

+8801720401397

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siddik Media-সিদ্দিক মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Party Entertainment Services in Demra

Show All