Alhulwaa

Alhulwaa Alhulwaa is an Arabic word means "Dessert" in English.We are specialised in homemade dessert items.

কত্তোওও দিন বাংলা খাবারের সেট মেন্যু করি নাহ। 😔২ জনের জন্য আরো করি নাহ। যারা ২ জনের জন্য নিতে চান, মিস দিয়েন নাহ প্লিজ। ...
26/01/2025

কত্তোওও দিন বাংলা খাবারের সেট মেন্যু করি নাহ। 😔

২ জনের জন্য আরো করি নাহ। যারা ২ জনের জন্য নিতে চান, মিস দিয়েন নাহ প্লিজ।

এই বুধবার করবো ইনশাআল্লাহ।

এই বুধবার ২৯তারিখা লাঞ্চের জন্য থাকবে - ১:২ (মানে ২ জনের জন্য সেট মেন্যু)

আস্ত কবুতর ভুনা ১ টা
শোল মাছ ভুনা ২ পিস
ঝাল ঝাল ডাল ভর্তা ২ জনের

গরম গরম ভাতটা একটু রান্না করে নিয়েন, উক্কে??😜

বুধবার দুপুরে একটু মায়ের হাতের খাবার খান, ডায়েট ভুলে যান😁

ফুল এডভান্সড পেমেন্ট দিয়ে বুকিং কনফার্ম করতে হবে।
ডেলিভারি চার্জ দূরত্ব অনুযায়ী।

25/01/2025

প্রতিদিন ঘুম থেকে উঠা নিয়ে চিৎকার করতে হয়🙄।
"মিঠাই উঠো,স্কুল আছে, মিঠাই উঠো, মিঠাইইইইইইই....😣😣

মুচি দিয়ে বড়ই ভর্তা 🤤🤤আপনারা কিভাবে ভর্তা করেন, রেসিপি দেন প্লিজ 😋😋
24/01/2025

মুচি দিয়ে বড়ই ভর্তা 🤤🤤

আপনারা কিভাবে ভর্তা করেন, রেসিপি দেন প্লিজ 😋😋

আমার কাছে, আমার সবচেয়ে পছন্দের তরকারি হলো, আম্মুর হাতের খাসির মাথার তরকারি ছোট ছোট আলু দিয়ে। উফফফফ আমি ৩ বেলাই খেতে পারব...
24/01/2025

আমার কাছে, আমার সবচেয়ে পছন্দের তরকারি হলো,
আম্মুর হাতের খাসির মাথার তরকারি ছোট ছোট আলু দিয়ে।

উফফফফ আমি ৩ বেলাই খেতে পারবো,এতো ভালো লাগে।

আমি পারি না বাবা, এই রান্না।
আনবো নাকি মায়ের হাতের এই মজার তরকারি??

প্রাইস বা কস্টিং কিছুই জানি নাহ, আপনারা বললেই তবে করবো।
কে কে খান খাসির মাথা ভুনা?

কোনে এলাকায় কি বলেন একে?

ভালো পিকচার নেই,কাল ডিপে রাখার আগে চট করে ছবি তুলেছি😔😔সরি

22/01/2025
বৃহস্পতিবার এর জন্য অর্ডার নেয়া হচ্ছে ইনশাআল্লাহ গুড়ের ফিরনি হাফ কেজি ৪৫০৳এক কেজি ৮০০৳দুধ সেমাই হাফ কেজি ৪০০৳দুধ সেমাই এ...
21/01/2025

বৃহস্পতিবার এর জন্য অর্ডার নেয়া হচ্ছে ইনশাআল্লাহ

গুড়ের ফিরনি হাফ কেজি ৪৫০৳
এক কেজি ৮০০৳

দুধ সেমাই হাফ কেজি ৪০০৳
দুধ সেমাই এক কেজি ৭৮০৳

অবশ্যই ফুল এডভান্সড পেমেন্ট দিয়ে বুকিং কনফার্ম করতে হবে।
ডেলিভারি চার্জ দূরত্ব অনুযায়ী।

গেস্ট, দাওয়াত সব মিলিয়ে হযবরল অবস্থা। বাসায় আজ ৭০-৮০ জনের দাওয়াত। আমরা ক্লায়েন্টদের দাওয়াতের খাবার কি ডেলিভারি দিবো, নিজ...
18/01/2025

গেস্ট, দাওয়াত সব মিলিয়ে হযবরল অবস্থা।

বাসায় আজ ৭০-৮০ জনের দাওয়াত।

আমরা ক্লায়েন্টদের দাওয়াতের খাবার কি ডেলিভারি দিবো, নিজেরাই দাওয়াত পর্ব শেষ করতে পারছি নাহ।

আমার মাকে স্যালুট, এই বয়সে, এই শরীর নিয়ে সে সব কিছু পার্ফেক্টলি করে মাশা-আল্লাহ তাবারাক আল্লাহ।
আল্লাহ হুম্মা বারিক লাহু।
মাশা-আল্লাহ মাশা-আল্লাহ।
আল্লাহ পাক আমার হায়াতও আমার মাকে দিয়ে দেক। সে ছাড়া আমি অন্ধকার, এই ঘর অন্ধকার।

মাশা-আল্লাহ মাশা-আল্লাহ মাশা-আল্লাহ।

ইনশাআল্লাহ ২২ তারিখ থেকে ডেলিভারি শুরু করবো।

আমরা একটা জঘন্য জাতি,আমার সাথে অনেকের‍ই মতামত মিলবে নাহ,কিন্তু এটাই সত্যি।আমরা পরে থাকি, কার সাথে কার বিয়ে হলো, কি হলো ন...
17/01/2025

আমরা একটা জঘন্য জাতি,
আমার সাথে অনেকের‍ই মতামত মিলবে নাহ,কিন্তু এটাই সত্যি।

আমরা পরে থাকি, কার সাথে কার বিয়ে হলো, কি হলো নাহ, ডিভোর্স হলো কি হলো নাহ, কে কোথায় গেল, কার কি ড্রেস পরা আছে, এইসব নিয়ে দুনিয়ার পোস্ট করা, কমেন্ট করে ঝগড়া করা।
পায়ে পারা দিয়ে ঝগড়া করা। ট্রল করা। পেয়েছে একটা ট্রল, মানে, যা ইচ্ছে তাই বানিয়ে ফেলেছে ফেসবুককে।

বিয়ের মতো হালাল জিনিসকে নিয়ে ট্রল করা। আরে কে,কোন বয়সে, কতো গ্যাপে বিয়ে করবে, সেটা তাদের,একান্তই তাদের ব্যক্তিগত বিষয়, এইটা নিয়ে আবার ট্রল করার কি আছে??? এতো সময় কই পায়?? এমন হলে, আমাদের মা খালাদের, নানু দাদুদের যে ২০ ২৫ বছর গ্যাপে বিয়ে হয়েছে, বা ১৫/১৬ বছর বয়সে বিয়ে হয়েছে, তখন কি করতো।

কেউ আবার পাবলিক প্লেসে এসে লিভ টু গেদারকে প্রোমট করে, আবার কিছু মানুষ বিয়ে করা নিয়ে ট্রল করে। কারো হাসব্যান্ড মারা গিয়েছে, সেই মুহুর্তেও ট্রল শেষ হয় নাহ।
এই জন্যই তোহ এতো খারাপ অবস্থা আমাদের, ময়লার ডাস্টবিনে এতো সুন্দর ফুটফুটে বাচ্চা ফেলে রেখে যায়।

আমরা হারামকে হালাল করেছি, হালালকে মজা বানিয়ে ফেলেছি।

না পারলে দত্তক দাও, ডাস্টবিনে কেন ফেলতে হবে আল্লাহর সৃষ্টিকে? আল্লাহর লানত এমনি এমনিতেই আসে নাহ।

সুস্থতা সব চেয়ে বড় নেয়ামত, বিশ্বাস করেন, শরীর সুস্থ না থাকলে, আপনি পৃথিবীর কোনো কাজ, পার্ফেক্টলি করতে পারবেন নাহ।নিজের জ...
16/01/2025

সুস্থতা সব চেয়ে বড় নেয়ামত, বিশ্বাস করেন, শরীর সুস্থ না থাকলে, আপনি পৃথিবীর কোনো কাজ, পার্ফেক্টলি করতে পারবেন নাহ।
নিজের জন্য, নিজের সুস্থতার জন্য সাদাকা করুন।

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই।
আমাকে ভুলে গিয়েছেন??

একজন শিল্পী, তার তুলি, আর বুড়া ক্যানভাস এবং তার শিল্পকর্ম 🤦‍♀️মাশা-আল্লাহ তাবারাক আল্লাহ। আল্লাহ হুম্মা বারিক লাহু। মিঠা...
14/01/2025

একজন শিল্পী,
তার তুলি, আর বুড়া ক্যানভাস
এবং তার শিল্পকর্ম 🤦‍♀️

মাশা-আল্লাহ তাবারাক আল্লাহ।
আল্লাহ হুম্মা বারিক লাহু।

মিঠাই কথন🧡

শারীরিক অসুস্থতা, বাসায় গেস্ট, সব মিলিয়ে আগামী ১৯ তারিখ পর্যন্ত পেজে অর্ডার অফ থাকবে।রিপ্লাই পেতে দেরি হলে ক্ষমাসুন্দর দ...
12/01/2025

শারীরিক অসুস্থতা, বাসায় গেস্ট, সব মিলিয়ে আগামী ১৯ তারিখ পর্যন্ত পেজে অর্ডার অফ থাকবে।
রিপ্লাই পেতে দেরি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ।

এতো দিনের ছুটিতে নিশ্চয়ই আমার মতো ক্ষুদ্র মানুষকে ভুলে যাবেন সবাই, তাই নাহ😔?

আগামীকাল এর জন্য একজন আপুর অর্ডার এর সাথে এই আইটেম গুলোর অর্ডার নেয়া হবে ইনশাআল্লাহ। চাইলে দুইজনের জন্যও নেয়া যাবে।সরিষা...
11/01/2025

আগামীকাল এর জন্য একজন আপুর অর্ডার এর সাথে এই আইটেম গুলোর অর্ডার নেয়া হবে ইনশাআল্লাহ।

চাইলে দুইজনের জন্যও নেয়া যাবে।

সরিষাতেলে রুই দোপেয়াজা পার পিস

ঘি নিরামিষ এক বাটি (১:৪) (১:২)

মালাই জর্দা হাফ কেজি ৫০০৳

ফুল এডভান্সড পেমেন্ট দিয়ে আজকেই বুকিং কনফার্ম করতে হবে।
ডেলিভারি চার্জ দূরত্ব অনুযায়ী।

09/01/2025

অনেক কিছু লিখেও, মুছে ফেললাম।

ডালায় আস্ত মুরগীর রোস্ট কিন্তু, ডালার শোভা অনেকাংশেই বাড়িয়ে দেয়।কিন্তু এটি রান্না করা পিস রোস্টের চেয়ে ভালোই ঝামেলার।
08/01/2025

ডালায় আস্ত মুরগীর রোস্ট কিন্তু, ডালার শোভা অনেকাংশেই বাড়িয়ে দেয়।

কিন্তু এটি রান্না করা পিস রোস্টের চেয়ে ভালোই ঝামেলার।

একদা ঘন কালো(পড়ুন লাল,বাদামি,বার্গেন্ডি,সোনালী ) লম্বা চুলের, সাজুগুজু করা সুন্দরী ছিলাম💅👩‍🦰👄আর এখন, ফইন্নি, বান্দরনি, ম...
08/01/2025

একদা ঘন কালো(পড়ুন লাল,বাদামি,বার্গেন্ডি,সোনালী ) লম্বা চুলের, সাজুগুজু করা সুন্দরী ছিলাম💅👩‍🦰👄

আর এখন, ফইন্নি, বান্দরনি, মুখে কি ক্রিম দিতে হয়,তাও ভুলে গিয়েছি😑😑

Address

Mohakhali DOHS
Dhaka
1206

Opening Hours

Monday 11:00 - 12:00
Tuesday 11:00 - 12:00
Wednesday 11:00 - 12:00
Thursday 11:00 - 12:00
Friday 15:00 - 12:00
Saturday 11:00 - 12:00
Sunday 11:00 - 12:00

Telephone

+8801709119652

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alhulwaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share