RK's Cooking Studio

RK's Cooking Studio খেতে নয় খাওয়াতে ভালোবাসি❤

ফ্রোজেন খাবার আসলেই একটা দারুণ জিনিস! ব্যস্ত জীবনে হাতের কাছে যদি এমন কিছু থাকে, যা ঝামেলা ছাড়াই চটজলদি বানানো যায়, তা...
29/01/2025

ফ্রোজেন খাবার আসলেই একটা দারুণ জিনিস! ব্যস্ত জীবনে হাতের কাছে যদি এমন কিছু থাকে, যা ঝামেলা ছাড়াই চটজলদি বানানো যায়, তাহলে আর কী লাগে? যদিও আমি ফ্রোজেন খাবার নিয়ে খুব একটা আগ্রহী নই, তবুও আলহামদুলিল্লাহ, আপুরা নিজের থেকেই অর্ডার করে ফেলে। বাড়িতে যখন হুট করে ক্ষুধা লেগে যায় বা কিছু বানানোর সময় থাকে না, তখন ফ্রোজেন খাবারই হয় সবচেয়ে বড় ভরসা।

আর ফ্রোজেন খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয়? নিঃসন্দেহে *দিল খুশ পরোটা*! নাম শুনলেই মনে হয়, এটার মধ্যে বুঝি আসলেই একটা "খুশি" লুকিয়ে আছে! গরম তাওয়ায় একটু তেল মাখিয়ে ভেজে নিলেই তৈরি—নরম, মচমচে, সুগন্ধে ভরপুর। সাথে যদি একটু গরম গরম ভুনা মাংস বা টকদই থাকে, তাহলে স্বাদের আর কোনো তুলনাই হয় না!

সত্যি বলতে, ফ্রোজেন খাবার এমন একটা জিনিস, যা ঘরে থাকলে ছোটখাট ক্ষুধার জ্বালা থেকে শুরু করে হুটহাট অতিথি আপ্যায়ন পর্যন্ত সবকিছু সামলে নেয়। আর তাই, ফ্রিজে দিল খুশ পরোটা থাকলেই যেন মনে শান্তি লাগে!

শীতের হিমেল সকালে গরম গরম নেহারি আর তুলতুলে রুটি দিয়ে নাস্তা করার মজাই আলাদা। আমাদের গরুর নেহারি আর খাসির নেহারি তাজা ম...
28/01/2025

শীতের হিমেল সকালে গরম গরম নেহারি আর তুলতুলে রুটি দিয়ে নাস্তা করার মজাই আলাদা। আমাদের গরুর নেহারি আর খাসির নেহারি তাজা মসলা দিয়ে বানানো, যা খেয়ে আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন।

তন্দুরি চিকেনের কথা বলতে গেলে, এর মাখা মাখা মসলা আর আগুনে গ্রিলের খাস্তা স্বাদ আপনার রসনাকে তৃপ্তি দেবে। প্রতিটি টুকরোই এমনভাবে প্রস্তুত করা হয় যে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে।

এছাড়াও, আমাদের এই ডিশগুলো রুটি, চালের আটার রুটি, রুমালি রুটি কিংবা স্পেশাল দিল খুশ পরোটার সাথে খেলে যে মজাটা পাবেন, তা আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না। তাই আর দেরি না করে, এখনই অর্ডার করুন!





#বীফনেহারি


26/01/2025

আলহামদুলিল্লাহ!আলহামদুলিল্লাহ!!আলহামদুলিল্লাহ!!!আজ পুরা হলো ১৬০০ নম্বর অর্ডার। দেখতে দেখতে ১৬০০ টা অর্ডার ডেলিভার করা শে...
25/01/2025

আলহামদুলিল্লাহ!
আলহামদুলিল্লাহ!!
আলহামদুলিল্লাহ!!!
আজ পুরা হলো ১৬০০ নম্বর অর্ডার। দেখতে দেখতে ১৬০০ টা অর্ডার ডেলিভার করা শেষ।
আল্লাহ্‌র অশেষ রহমতে এই মাইলফলকে এসেছি। ধন্যবাদ প্রতিটি কাস্টমারকে। বিশেষ করে নিয়মিত যারা অর্ডার করে পাশে ছিলেন। আমার পরিবার এবং দলকে বিশেষ ধন্যবাদ যারা আমার সাথে এই যাত্রায় ছিলেন। এখন তো মাত্র শুরু আরও অনেক পথ পাড়ি দেওয়া বাকি। সবাই দোয়া করবেন এবং পাশেই থাকবেন।




#আলহামদুলিল্লাহ


ইয়াম ইয়াম! তন্দুরি চিকেনের সাথে কাটছে শীতকাল। অর্ডার করুন এখনই!
24/01/2025

ইয়াম ইয়াম! তন্দুরি চিকেনের সাথে কাটছে শীতকাল। অর্ডার করুন এখনই!

"আজকের ডেলিভারি কুকআপস এর জন্য, ধন্যবাদ।"
23/01/2025

"আজকের ডেলিভারি কুকআপস এর জন্য, ধন্যবাদ।"

আলহামদুলিল্লাহ, আজকে আপুর আকদ ছিল। আপু অর্ডার করেছিলেন আমাদের স্টার আইটেম "তান্দুরি চিকেন"। আরেকজন আপুর প্রি-অর্ডার ছিল ...
22/01/2025

আলহামদুলিল্লাহ, আজকে আপুর আকদ ছিল। আপু অর্ডার করেছিলেন আমাদের স্টার আইটেম "তান্দুরি চিকেন"। আরেকজন আপুর প্রি-অর্ডার ছিল দিল খুশ পরোটা আর ভেজিটেবল রোল।
এই ছোট ছোট মুহূর্তগুলোতে আপনাদের সাথে থাকতে পেরে আমরা সত্যিই কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা ও বিশ্বাস আমাদের প্রতিদিন আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগায়। আল্লাহ তায়ালা আপনাদের জীবনেও সুখ ও শান্তি বরকত দিন।

আলহামদুলিল্লাহ, আমাদের পেইজের শীতের সেরা আইটেম তন্দুরি চিকেন! এটি শুধু একটি খাবার নয়, যেনো স্বাদের এক অনন্য অভিজ্ঞতা।  ...
21/01/2025

আলহামদুলিল্লাহ, আমাদের পেইজের শীতের সেরা আইটেম তন্দুরি চিকেন! এটি শুধু একটি খাবার নয়, যেনো স্বাদের এক অনন্য অভিজ্ঞতা।

একজন আপু লিখেছেন:
**"আরেকটা স্টার আইটেম হলো আপুর চিকেন তান্দুরি। ভাই রে ভাই, এটা যে কী মজা!!! আমি খাওয়ার পর কতক্ষণ ভাবছিলাম আপু এটা কীভাবে বানালো!!! রেগুলার তান্দুরি চিকেন থেকে একদম ভিন্ন স্বাদ—চটপটা, মশলাদার এবং একেবারে পারফেক্টলি রান্না করা।
নরমালি দেখা যায়, চিকেনের ব্রেস্ট পিস রান্না বা তন্দুরি করলে খুব ড্রাই হয়ে যায়। মুখে চাবাতে চাবাতে ব্যথা লেগে যায়। কিন্তু আপু এমনভাবে বানিয়েছেন যে, এই ব্রেস্ট পিস খেতেও দারুণ মজা লেগেছে! এর সাথে আপু তেতুলের চাটনি দিয়েছিলেন, কিন্তু চিকেন এমনিতেই এত মজা ছিল যে চাটনির আর দরকার পড়েনি।"**

আমাদের তন্দুরি চিকেনের অন্যতম বিশেষত্ব হলো এর নিখুঁত রান্নার ধরণ ও মসলা মিশ্রণের সমন্বয়। প্রতিটি পিসে আপনি পাবেন সতেজ মসলার চটপটে ঘ্রাণ, আর ভিতরে থাকবে নরম আর জুসি টেক্সচার। ব্রেস্ট পিসগুলোও এমনভাবে প্রস্তুত করা হয়, যাতে খেতে একটুও শুকনো বা বিরক্তিকর মনে না হয়।

**বিশেষ ঘোষণা:**
আগামীকাল থেকে আমরা নতুন করে অর্ডার নেওয়া শুরু করছি! যারা এই স্বাদে এখনও মুগ্ধ হননি বা পুনরায় উপভোগ করতে চান, তারা যেনো দ্রুত আমাদের ইনবক্সে যোগাযোগ করেন। প্রতিদিন অর্ডার নেওয়া হবে সীমিত সংখ্যায়, তাই দেরি না করে আজই আপনার নাম লিখিয়ে রাখুন।

তেতুলের চাটনি সহ আমাদের সিগনেচার তন্দুরি চিকেনের মজা নিতে ভুলবেন না। আপনারা পাশে থাকলেই আমাদের এই যাত্রা আরও সার্থক হবে।
ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য!

বিগত দুদিন কোনো পোস্ট দিতে পারিনি। ব্যক্তিগত জীবনে ব্যস্ত থাকায় পোস্ট দেওয়া সম্ভব হয়নি। তবে আলহামদুলিল্লাহ, ডেলিভারি ...
20/01/2025

বিগত দুদিন কোনো পোস্ট দিতে পারিনি। ব্যক্তিগত জীবনে ব্যস্ত থাকায় পোস্ট দেওয়া সম্ভব হয়নি। তবে আলহামদুলিল্লাহ, ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

১। কাচ্চি বিরিয়ানি ১০ বক্স
২। শাহী চিকেন রোস্ট
৩। শাহী চিকেন বিরিয়ানি

আপনাদের ভালোবাসা আর দোয়ায় কাজগুলো সুন্দরভাবে করতে পারছি। আল্লাহর অশেষ রহমতে সবকিছু সময়মতো শেষ করতে পেরেছি। নতুন অর্ডার নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়েছি। আশা করি, সামনের দিনগুলোতেও এভাবেই সবার ভালোবাসা পাব।

আসসালামু আলাইকুম, আগামী শুক্রবার ১৭/০১/২০২৫ আমাদের কার্যক্রম বন্ধ থাকবে। শুধুমাত্র প্রি-অর্ডার গুলি ডেলিভারি দেওয়া হবে। ...
15/01/2025

আসসালামু আলাইকুম, আগামী শুক্রবার ১৭/০১/২০২৫ আমাদের কার্যক্রম বন্ধ থাকবে। শুধুমাত্র প্রি-অর্ডার গুলি ডেলিভারি দেওয়া হবে। নতুন অর্ডার নেওয়া বন্ধ থাকবে। অস্থায়ী অস্বস্তির জন্য দুঃখিত। শনিবারের জন্য অর্ডার নেওয়া হচ্ছে।

আজকের ডেলিভারি :৬ পোরশন শাহী বিফ বিরিয়ানি। ধন্যবাদ আপু অর্ডার করার জন্য। আশা করি খাবারটি ভালো লেগেছে। আমার সবচেয়ে জনপ্রি...
14/01/2025

আজকের ডেলিভারি :
৬ পোরশন শাহী বিফ বিরিয়ানি। ধন্যবাদ আপু অর্ডার করার জন্য। আশা করি খাবারটি ভালো লেগেছে।

আমার সবচেয়ে জনপ্রিয় ডিশ গুলোর একটি:শাহী বিফ বিরিয়ানি 🍽️

পূরান ঢাকার এক ঐতিহ্যবাহী খাবার শাহী বিফ বিরিয়ানি। এটি এমন একটি রেসিপি, যা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি ,আর প্রতিবার তৈরি করার সময় যেন সেই প্রাচীন ঐতিহ্যের স্বাদ ফিরে আসে।

আমার এই শাহী বিফ বিরিয়ানি আমার হৃদয়ের একটি অংশ, এবং আমি জানি, এটি আপনিও একবার খেলে আপনাদের মন ছুঁয়ে যাবে।

💫 অর্ডার করুন আজই, আর উপভোগ করুন পুরান ঢাকার রাজকীয় স্বাদ!

#শাহীবিফবিরিয়ানি #পুরানঢাকারস্বাদ #মাদারইনলসরেসিপি #বিশেষবিরিয়ানি

আলহামদুলিল্লাহ, আজকের ডেলিভারি!
13/01/2025

আলহামদুলিল্লাহ, আজকের ডেলিভারি!

আগামীকাল ফ্রোজেন ফুড, চিকেন বিরিয়ানি, মজার রোল আর সাথে থাকলে স্মোকি সাসলিক যাবে ইনশাআল্লাহ।
12/01/2025

আগামীকাল ফ্রোজেন ফুড, চিকেন বিরিয়ানি, মজার রোল আর সাথে থাকলে স্মোকি সাসলিক যাবে ইনশাআল্লাহ।

একদিন হঠাৎ করেই একটা পরি এসে আমার কাছে অর্ডার করলেন। তারপর হুট করেই গায়েব হয়ে গেলেন। পরশুদিন বিকেলে আবার সেই পরি ফিরে এল...
11/01/2025

একদিন হঠাৎ করেই একটা পরি এসে আমার কাছে অর্ডার করলেন। তারপর হুট করেই গায়েব হয়ে গেলেন। পরশুদিন বিকেলে আবার সেই পরি ফিরে এলেন। এবার তিনি বিশাল এক লিস্ট পাঠালেন। আলহামদুলিল্লাহ, আপু এতটাই আপন হয়ে গেছেন যে এখন আর দ্বিধা করেন না। নিজের মতো সুন্দর লিস্ট বানিয়ে পাঠিয়ে দেন।
সত্যিই, আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা, তিনি এমন সম্পর্ক তৈরি করে দেন যেখানে মানুষ আন্তরিকতা দিয়ে একে অপরকে আপন করে নেয়। আল্লাহ তায়ালার অসীম রহমতে আপুর মতো ভালো মানুষকে চিনতে পেরেছি, যিনি প্রতিবার নতুন কিছু নিয়ে আসেন এবং আন্তরিকতার নজির রাখেন।
আপু কখনো একই জিনিস নেন না, বরং প্রতিবার একটা ভ্যারাইটি ট্রাই করেন। আজ তিনি যা অর্ডার করেছেন তা হলো:

পোলাও - ১২ জনের

ডিম আলু চপ - ১৫টি

চিকেন শামি কাবাব - ২০টি

চিকেন শাশলিক - ১২টি

চিকেন রোস্ট - ১২টি

বিফ ভুনা - ১ কেজি

চিংড়ি মালাইকারি - ১২ জনের

চাইনিজ ভেজিটেবল - ১ বক্স

বেরেস্তা ৭৫০ গ্রাম

ডেসার্টে ছিল:

ঘন দুধের সেমাই

ফ্রুট কাস্টার্ড কেকের সাথে

শুক্রবার আসবে আর শাহি খাবার হবে না তাই কি হয়? আলহামদুলিল্লাহ আজকে ছিলো শাহি আইটেমের দিন। আজকে ডেলিভারি গিয়েছে ১. জাফরান...
10/01/2025

শুক্রবার আসবে আর শাহি খাবার হবে না তাই কি হয়?
আলহামদুলিল্লাহ আজকে ছিলো শাহি আইটেমের দিন।
আজকে ডেলিভারি গিয়েছে
১. জাফরানি পোলাও
২. শাহি চিকেন রোস্ট
৩. চিকেন শামি কাবাব
ধন্যবাদ অর্ডার করার জন্য।
আগামী কাল যাবে হরেক রকমের খাবার সব ইনশাআল্লাহ।

**আপুর জন্য ভালোবাসার আয়োজন**  আজ সকাল ১০টার সময় ফোনে একটি অর্ডার এলো। অপরপ্রান্তে ছিলেন একজন মিষ্টি স্বভাবের আপু। তিনি ...
09/01/2025

**আপুর জন্য ভালোবাসার আয়োজন**

আজ সকাল ১০টার সময় ফোনে একটি অর্ডার এলো। অপরপ্রান্তে ছিলেন একজন মিষ্টি স্বভাবের আপু। তিনি জানতে চাইলেন, দুপুরের জন্য ৩ বক্স চিকেন বিরিয়ানি দেওয়া যাবে কি না। প্রথমে ভেবেছিলাম, হয়তো আগামীকালের জন্য চাইছেন। কিন্তু পরে আপু জানালেন, আজই দরকার।

সমস্যা হলো, আজ আমার কোনো সাহায্যকারী নেই। একদম একা। তবুও আপুর মিষ্টি ব্যবহারের কারণে না বলতে পারলাম না। যেহেতু আপুর ঠিকানাটা খুব কাছেই ছিল, তাই সময় নষ্ট না করে তাড়াহুড়ো করে প্রস্তুতি শুরু করলাম। আলহামদুলিল্লাহ, দুপুর ২টার মধ্যেই আপুর কাছে খাবার পৌঁছে দিতে পেরেছি।

অর্ডারটি ছিল:
১. চিকেন বিরিয়ানি
২. চিকেন জালি কাবাব
৩. গাজরের হালুয়া

আপুর প্রতি কৃতজ্ঞ, আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য। এছাড়া আরেকজন আপু আগে থেকেই একটি অর্ডার দিয়ে রেখেছিলেন— দিল খুশ পরোটা।

আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর। এই সুন্দর দিনের গল্প আমার হৃদয়ে একটা বিশেষ জায়গা করে নিল।

আলহামদুলিল্লাহ, আমার পেইজের এইবারের স্টার ডিশ হলো এই অসাধারণ চিকেন বিরিয়ানি। রিচ ফুড হিসেবে এটি একদমই লাইট, অর্থাৎ মজাদ...
08/01/2025

আলহামদুলিল্লাহ, আমার পেইজের এইবারের স্টার ডিশ হলো এই অসাধারণ চিকেন বিরিয়ানি। রিচ ফুড হিসেবে এটি একদমই লাইট, অর্থাৎ মজাদার স্বাদ ও হালকা খেতে খুবই আরামদায়ক। ঝালের পরিমাণটা একদম নিখুঁত, এমনভাবে সঠিকভাবে ব্যালান্স করা, যাতে তাতে একদম তাজা অনুভূতি আসে। ছোট থেকে বড়, সবাই একদম মুগ্ধ হয়ে খায় এবং পছন্দ করে। আজকের ডেলিভারিতে ছিল এই চমৎকার চিকেন বিরিয়ানি, যা সবাই খুব উপভোগ করেছে।

Address

Wari
Dhaka

Telephone

+8801819154534

Website

Alerts

Be the first to know and let us send you an email when RK's Cooking Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category