RK's Cooking Studio

RK's Cooking Studio খেতে নয় খাওয়াতে ভালোবাসি❤

দেখতে দেখতে ৪ বছর পার করে ফেললাম!এই দীর্ঘ যাত্রায় আপনাদের ভালোবাসা আর বিশ্বাসেই আজকের RK's Cooking Studio।অনেক নতুন মুখ...
01/07/2025

দেখতে দেখতে ৪ বছর পার করে ফেললাম!
এই দীর্ঘ যাত্রায় আপনাদের ভালোবাসা আর বিশ্বাসেই আজকের RK's Cooking Studio।
অনেক নতুন মুখের সঙ্গে পরিচয়, অনেক রকম খাবার বিক্রি, আর অসংখ্য পারিবারিক অনুষ্ঠানের অংশ হতে পেরেছি এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে।
আলহামদুলিল্লাহ — সব কিছুর জন্য শুধু আল্লাহর কাছেই কৃতজ্ঞ।

এই আনন্দের উপলক্ষে, আগামী ১ সপ্তাহ ১০% ছাড় ১০০০ টাকার অধিক অর্ডারে!
দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দেন। 🤍🍽️

মানুষ বাঁচে ক’দিন? কিন্তু এই ভালবাসাগুলোর জন্যই আসলে বেঁচে থাকা সহজ হয়ে যায়… ইচ্ছেগুলো বেঁচে থাকার মানে খুঁজে পায়।
25/06/2025

মানুষ বাঁচে ক’দিন? কিন্তু এই ভালবাসাগুলোর জন্যই আসলে বেঁচে থাকা সহজ হয়ে যায়… ইচ্ছেগুলো বেঁচে থাকার মানে খুঁজে পায়।

বৃষ্টি পড়েছে টুপটাপ, তবুও থামেনি আমাদের ভালোবাসার ডেলিভারি! ☔🍱বৃষ্টি খুব প্রিয়, কিন্তু এই সময়ে ডেলিভারি দেওয়া মোটেও ...
31/05/2025

বৃষ্টি পড়েছে টুপটাপ, তবুও থামেনি আমাদের ভালোবাসার ডেলিভারি! ☔🍱
বৃষ্টি খুব প্রিয়, কিন্তু এই সময়ে ডেলিভারি দেওয়া মোটেও সহজ নয়।
রাস্তায় পানি, ডেলিভারিম্যানের সংকট, হাজারো ঝক্কি...
তবুও আলহামদুলিল্লাহ, ঠিক সময়মতো পৌঁছে দিতে পেরেছি — সকাল, দুপুর, বিকেল — তিন বেলাতেই! 🙌

গত কয়েক দিনের বৃষ্টিমাখা মুহূর্তগুলোতে যেসব মজার আইটেম পৌঁছে গেছে:

🥘 বিফ নেহারি
🥖 নান রুটি
🥟 বিফ ও চিকেন নিমকি
🍢 শাসলিক
🍛 বিফ তেহারি
🍗 বিয়েবাড়ির ফ্রাইড চিকেন
🥩 বিফ কিমা চপ
🍗 চিকেন কিমা চপ
🍯 তেঁতুলের চাটনি



বৃষ্টির মাঝে ভালোবাসার স্বাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের দোরগোড়ায়।
ভালোবাসা থাকুক, খাবারের গন্ধে মিশে থাকুক বৃষ্টিমুখর দিনগুলো। 💛

আমাদের পেজের স্টার আইটেম**"আফগানি মালাই চিকেন"**এটা সবার খুবই পছন্দের।কোরবানির ঈদে গরুর মাংস খেতে খেতে যদি একঘেয়েমি লাগে...
28/05/2025

আমাদের পেজের স্টার আইটেম
**"আফগানি মালাই চিকেন"**
এটা সবার খুবই পছন্দের।
কোরবানির ঈদে গরুর মাংস খেতে খেতে যদি একঘেয়েমি লাগে, তাহলে এই চিকেন আইটেমটা একবার ট্রাই করে দেখতেই পারেন।
স্বাদে ভরপুর, একদম রেস্টুরেন্ট স্টাইলে! 🍗✨

ঈদ মানেই তো ছুটি!আর ছুটি মানেই বিকেলের মুখরোচক খাওয়াদাওয়া।বাচ্চারা তো রোজ কিছু না কিছু খেতে চায়! তাই ঈদের ছুটির আগেই ...
27/05/2025

ঈদ মানেই তো ছুটি!
আর ছুটি মানেই বিকেলের মুখরোচক খাওয়াদাওয়া।
বাচ্চারা তো রোজ কিছু না কিছু খেতে চায়! তাই ঈদের ছুটির আগেই অপুরা অর্ডার দিয়ে রেখেছে –
১. চিকেন ভেজিটেবল রোল
২. ভেজিটেবল রোল
৩. স্প্রিং রোল

আপনিও কি রেডি ছুটির বিকেলের স্পেশাল স্ন্যাকসের জন্য?

কোরবানির ঈদ মানেই গরুর মাংস আর গরম গরম রুটি বা পরোটা!সকালের নাশতা হোক বা রাতের খাবার—গোশতের সঙ্গে রুটি-পরোটা না হলে যেন ...
26/05/2025

কোরবানির ঈদ মানেই গরুর মাংস আর গরম গরম রুটি বা পরোটা!
সকালের নাশতা হোক বা রাতের খাবার—গোশতের সঙ্গে রুটি-পরোটা না হলে যেন ঈদের আনন্দই অসম্পূর্ণ!

আর আমাদের পেজের সবচেয়ে জনপ্রিয় আইটেম হচ্ছে 'দিল খুশ পরোটা'।
যেই একবার নিয়েছে, সেই এমন খুশি হয়েছে যে নামটাই হয়ে গেছে 'দিল খুশ'!

এইবার ঈদের আগেই শুরু হয়ে গেছে রুটি-পরোটার অর্ডার।
হাইজেনিকভাবে ঘরে তৈরি নরম-মুচমুচে রুটি আর পরোটা—ঘ্রাণে ভরপুর, স্বাদে আলাদা।

চাহিদা বেশি, তাই আগেভাগেই অর্ডার কনফার্ম করে নিন।
যারা আগে অর্ডার করবেন, তারাই আগে পাবেন।

ইনবক্সে অর্ডার করুন এখনই, আর ঈদের স্বাদ বাড়িয়ে দিন 'দিল খুশ পরোটা' দিয়ে!

✨ হট করে বার্তা এলো আমেরিকা থেকে… 🇺🇸  “অপু খুব অসুস্থ, কিছু খাওয়ার আয়োজন করবেন?” – বলল তাঁর ছেলে।  দূর বসে থেকেও মা তো ম...
23/05/2025

✨ হট করে বার্তা এলো আমেরিকা থেকে… 🇺🇸
“অপু খুব অসুস্থ, কিছু খাওয়ার আয়োজন করবেন?” – বলল তাঁর ছেলে।

দূর বসে থেকেও মা তো মা, সেই মমতা পৌঁছে দেই আজকের স্পেশাল ডেলিভারিতে:

🍛 শাহী চিকেন পোলাও
🥘 বিফ ভুনা
🥗 মিক্সড ভেজিটেবল
🍗 পাকিস্তানি সোনালী মুরগ
🥒 লাউ

‘দূরে থাকুক বা কাছে, মা তো মা’ – এই মায়ার তরে আজকের প্রতিটা পোলাও, ভুনা আর মুরগীর টুকরায় ভরাবো আপনার ভালোবাসা।

অর্ডার করার জন্য ধন্যবাদ! 💌🙏

#মা_মমতা #দেশি_স্বাদ #দূরত্বের_সেতু

আমার সবচেয়ে পছন্দের খাবার?সোজা উত্তর—নেহারি।এই খাবারটার সঙ্গে শুধু স্বাদ নয়, জড়িয়ে আছে একটা বিশেষ স্মৃতি।প্রতি বছর, আমার...
22/05/2025

আমার সবচেয়ে পছন্দের খাবার?
সোজা উত্তর—নেহারি।

এই খাবারটার সঙ্গে শুধু স্বাদ নয়, জড়িয়ে আছে একটা বিশেষ স্মৃতি।
প্রতি বছর, আমার আম্মু যখন হজ থেকে ফেরেন, তার ঠিক পরের দিন সকালের একটা নিয়ম হয়ে গেছে আমাদের বাড়িতে—নাস্তায় নেহারি আর নরম নরম নান।

ওই সকালে ঘুম থেকে উঠলেই প্রথম যেটা টের পাই, সেটা কোনো শব্দ না—নেহারির সেই ঝাঁঝালো, মসলাদার গন্ধ।
রান্নাঘর থেকে ধোঁয়া বেরোয়, হাঁড়িতে ধীরে ধীরে ফুটছে নরম মাংস। আম্মু দাঁড়িয়ে আছেন, কপালে ঘাম, কিন্তু মুখে একটা প্রশান্ত হাসি।
আমার বুকটা ভরে যায়। এই দৃশ্যটাই যেন আমার ঈদের শেষ সুন্দর মুহূর্ত—একটা পরিপূর্ণতা।

এখন তো সারাবছরই নেহারির ডেলিভারি আসে।
গেলোকালও ডেলিভারি দিয়েছি—
বিফ নেহারি
নরম নরম নান।
কাস্টমাররা খুব পছন্দ করেছে, মন্তব্য করেছে যে স্বাদ তো যেমন পুরনো দিনের মতোই মজার, আর সেই সঙ্গে ভালোবাসার স্মৃতি ফিরিয়ে আনে।

এইটা আমার জন্য শুধু ব্যবসা না, একটা আনন্দ—যেভাবে নেহারি দিয়ে মানুষকে ঈদের স্মৃতি ফিরিয়ে আনি।
আর এই কারণেই, প্রতি বছর এই নেহারি আমার কাছে সবচেয়ে বড় ঈদ।

সবসময় খাবারের ছবি দিয়ে খাবার সম্পর্কিত পোস্ট দেই। তবে আজ একটু ব্যতিক্রম—একটা ছোট্ট appreciation post।  আমাদের প্রিয় আপু ...
28/04/2025

সবসময় খাবারের ছবি দিয়ে খাবার সম্পর্কিত পোস্ট দেই। তবে আজ একটু ব্যতিক্রম—একটা ছোট্ট appreciation post।
আমাদের প্রিয় আপু আমার কাছ থেকে হয়তো মাত্র ২ বার খাবার নিয়েছেন। তবুও, উনি তাঁর মূল্যবান সময় থেকে সময় বের করে এত সুন্দরভাবে রিভিউ লিখেছেন, যা আমার মন ছুঁয়ে গেছে।
এমন আন্তরিক প্রশংসা সত্যিই অনেক বড় অনুপ্রেরণা।
আপুকে অন্তরের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।
আপনার ভালোবাসা আর দোয়া নিয়েই সামনের পথে আরও এগিয়ে যেতে চাই।
আল্লাহ্‌ আপনাকে সুখে রাখুন, সুস্থ রাখুন।

আজও এক ব্যস্ত ও রোস্টময় দিন!  আমার স্পেশাল আইটেম — **শাহী চিকেন রোস্ট**, আলহামদুলিল্লাহ, দারুণ প্রশংসা পাচ্ছে।  আজকের ড...
27/04/2025

আজও এক ব্যস্ত ও রোস্টময় দিন!
আমার স্পেশাল আইটেম — **শাহী চিকেন রোস্ট**, আলহামদুলিল্লাহ, দারুণ প্রশংসা পাচ্ছে।
আজকের ডেলিভারি মেনুতে রয়েছে:

✨ শাহী চিকেন রোস্ট
✨ চিকেন কিমা চপ
✨ বিয়ে বাড়ির ফ্রাইড চিকেন
✨ দিলখুশ পরোটা

আলহামদুলিল্লাহ!আজ সব ফ্রোজেন খাবারের ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে!  আপনাদের ভালোবাসা ও আস্থাই আমার প্রেরণা।  আজকের ডেল...
23/04/2025

আলহামদুলিল্লাহ!
আজ সব ফ্রোজেন খাবারের ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে!
আপনাদের ভালোবাসা ও আস্থাই আমার প্রেরণা।

আজকের ডেলিভারিতে যা ছিল:
– আলু পরোটা
– দিল খুশ পরোটা
– বিফ সামোসা
– ভেজিটেবল রোল
– বেরেস্তা

সব আইটেম হোমমেড, হাইজেনিক এবং ১০০% ফ্রেশ!
শুধু গরম করলেই পরিবেশনযোগ্য — সময় বাঁচায়, স্বাদ বাড়ায়!

যারা অর্ডার করেছেন, আপনাদের অন্তর থেকে ধন্যবাদ।
আর যারা এখনও করেননি, দেরি না করে ইনবক্স করুন এখনই!

ঘরে বসেই পেয়ে যান দারুণ স্বাদের হোমমেড ফ্রোজেন খাবার।
শেয়ার করুন, অর্ডার করুন, আবারও আসুন!

Address

Wari

Telephone

+8801819154534

Website

Alerts

Be the first to know and let us send you an email when RK's Cooking Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category