MEAL Factory

MEAL Factory MEAL Factory, a new member in online food world. Feast in Fist - reaching you with
homemade Fresh & Frozen food items. We are serving kabab and snacks items.
(3)

28/09/2023
প্রহেলিকা..... ভালো ছবি ❤️
17/07/2023

প্রহেলিকা..... ভালো ছবি ❤️

Metro, Bangladesh......Feeling???????Speechless!! Long Live BANGLADESH!!
17/07/2023

Metro, Bangladesh......
Feeling???????
Speechless!!
Long Live BANGLADESH!!

30/06/2023
28/03/2023

12 new items · Memory by Farah Naz

Meal Factory's Nuggets delivered to Uttora ❤️
07/10/2022

Meal Factory's Nuggets delivered to Uttora ❤️

Just order and enjoy ❤️
29/09/2022

Just order and enjoy ❤️

মানব সন্তান জন্ম নেয়ার পর চিৎকার করে,  কেঁদে জানান দেয় পৃথিবীতে তার আগমনের কথা। কান্নাই তার অধিকার আদায়ের প্রথম ভাষা।  স...
29/07/2022

মানব সন্তান জন্ম নেয়ার পর চিৎকার করে, কেঁদে জানান দেয় পৃথিবীতে তার
আগমনের কথা। কান্নাই তার অধিকার আদায়ের প্রথম ভাষা। সে কাঁদে বলেই আদর পায়, যত্ন পায়, পায় খাদ্য। সে তার অধিকার আদায়ে সাহসিকতার পরিচয় দেয়। পরবর্তীতে ধিরে ধিরে সে ভয় পেতে শুরু করে। তার চারপাশের মানুষগুলোই তাকে ভয় পেতে শেখায়।
যে গুনাবলি সাথে নিয়েই মানুষের জন্ম তাকে সংগী করে সামনে এগিয়ে চলার নামই তো জীবন। সাহসিকতার সাথে এগিয়ে চলার নামই জীবন ❤️
আমি ফারাহ নাজ
কাজ করছি হোম মেড ফ্রেশ ফ্রোজেন ফুড নিয়ে
পেজ মিল ফ্যাক্টরি

রেগে গেলেন তো  হেরে গেলেন।অনেক কিছুই শুনতে হবে। এতো পড়াশুনা করে এই কাজে কেন নামলে? তোমার কি এতো অভাব যে এই কাজ করতে হবে?...
18/07/2022

রেগে গেলেন তো হেরে গেলেন।
অনেক কিছুই শুনতে হবে। এতো পড়াশুনা করে এই কাজে কেন নামলে? তোমার কি এতো অভাব যে এই কাজ করতে হবে? একটা ভালো চাকরি করলে যে সম্মান তা কি এখানে আছে?তোমার হাসবেন্ড কি তোমায় অভাবে রেখেছে যে এই কাজ করা লাগবে? ইত্যাদি, ইত্যাদি। যাই হোক মানুষের মানষিকতা মানুষই পরিবর্তন করার ক্ষমতা রাখে। তাই রাগ নয়, অভিমান নয় বরং আত্মবিশ্বাসের সাথে নিজের অভিষঠ লক্ষে পৌঁছাতে হবে। তাহলেই জয় করা যাবে এক মুক্ত আকাশ।

শুভেচ্ছা সবাইকে ❤️ ঈদ এর পর শুরু হলো কর্মব্যস্ততা। আলহামদুলিল্লাহ! আজ আমার প্রোডাক্টস চিকেন শামি কাবাব আর চিকেন নাগেটস র...
16/07/2022

শুভেচ্ছা সবাইকে ❤️ ঈদ এর পর শুরু হলো কর্মব্যস্ততা। আলহামদুলিল্লাহ! আজ আমার প্রোডাক্টস চিকেন শামি কাবাব আর চিকেন নাগেটস রিপিট কাস্টমার, মোহাম্মদপুর পৌঁছে গেলো ❤️

ঈদ এ বাড়ি ফেরার ঝামেলা পদ্মা সেতু কতটুকু কমালো  দক্ষিণাঞ্চলের মানুষের তা জানা নেই। কোন উন্নয়নই সবার জন্য সুবিধা নিয়ে আসে...
07/07/2022

ঈদ এ বাড়ি ফেরার ঝামেলা পদ্মা সেতু কতটুকু কমালো দক্ষিণাঞ্চলের মানুষের তা জানা নেই। কোন উন্নয়নই সবার জন্য সুবিধা নিয়ে আসে না এটা বাস্তব। সারা বাংলাদেশের মানুষের জন্য রইলো অনেক শুভকামনা যাতে তাঁরা নির্ভিঘ্নে বাড়ি যেতে পারেন এবং পরিবারের সাথে ঈদের আনন্দ নিতে পারেন। আল্লাহ সহায় হউন।

আমি ফারাহ নাজ
কাজ করছি হোম মেড ফ্রেশ ফ্রোজেন ফুডস নিয়ে।
পেজঃ মিল ফ্যাক্টরি

বিশ্বাস এ মিলায়ে বস্তু.......বিশ্বস্ততা সফলতার প্রতিক।ব্যর্থতা...  সে তো থাকবেই সেওতো সফলতার আরেক শক্তি। সামনে এগিয়ে চলা...
05/07/2022

বিশ্বাস এ মিলায়ে বস্তু.......
বিশ্বস্ততা সফলতার প্রতিক।
ব্যর্থতা... সে তো থাকবেই সেওতো সফলতার আরেক শক্তি। সামনে এগিয়ে চলার নামই জীবন।

আমি ফারাহ নাজ।
কাজ করি হোম মেড ফ্রেশ
ফ্রোজেন ফুডস নিয়ে।
পেজ: মিল ফ্যাক্টরি।

16/06/2022

তেলযুক্ত খাবার এবং তেলযুক্ত কথা
দুটোই সুস্বাদু ও মধুর

এর প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে চরিত্র

তারুণ্যের জয় হোক তারুণ্য কোন  নির্দিষট বয়স সীমায় আবদ্ধ নয়। যার মধ্যে আছে স্বপ্ন, অদম্য উৎসাহ,  সাহস ও পরিশ্রম করার দৃঢ় স...
15/06/2022

তারুণ্যের জয় হোক

তারুণ্য কোন নির্দিষট বয়স সীমায় আবদ্ধ নয়। যার মধ্যে আছে স্বপ্ন, অদম্য উৎসাহ, সাহস ও পরিশ্রম করার দৃঢ় সংকল্প সেই তরুন বা তারুণ্যের প্রতীক। এমন বহু মানুষ আছে যাদের জীবনে হঠাৎ করেই কালবৈশাখী ঝড়ের মতো নেমে এসেছে কোন তান্ডব যা সব লন্ডভন্ড করে গেছে কিন্তু সে জীবন যুদ্ধে একজন নির্ভিক যোদ্ধার মতোই তার জীবনের লড়াইটা লড়ে গেছে। নিয়তির কাছে হার না মানা এমন বহু নারী আছেন চল্লিশোর্ধ, পঞ্চাশোর্ধ এবং তার চেয়েও অধিক বয়সের যাদের তারুন্যের উদ্দীপনা আরও বহু নারীকে উজ্জীবিত করেছে, জীবন যুদ্ধে অবিচল থাকার অনুপ্রেরণা দিয়েছেন, সাহস যুগিয়েছেন ।
এমন অনেকেই আছেন যাদের জীবন যুদ্ধের গল্পটা মোটেই সুখকর নয়। সেইসব নারীদের জানাই সশ্রদ্ধ অভিবাদন। তারা সত্যিই আমাদের প্রতিনিয়ত অনুপ্রেরণা যুগিয়ে যাচ্ছেন। হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে সামনে এগিয়ে যেতে। জয় হোক সেইসব জীবন জয়ে জয়ি যোদ্ধাদের। জয় হোক এই তারুণ্যের।

আমি ফারাহ্ নাজ
কাজ করছি হোম মেড ফ্রেশ ফ্রোজেন ফুড নিয়ে।
স্বত্ত্বাধিকারি : মিল ফ্যাক্টরি

আমাদের পরিবারে সব থেকে  বয়সে ছোট যে মানুষটা মানে শিশুরা, তাদের ভালোলাগা, মন্দলাগা, তাদের চাহিদা, আবদার সবকিছুই  আমাদের ব...
14/06/2022

আমাদের পরিবারে সব থেকে বয়সে ছোট যে মানুষটা মানে শিশুরা, তাদের ভালোলাগা, মন্দলাগা, তাদের চাহিদা, আবদার সবকিছুই আমাদের বড়দের কাছে অনেক গুরুত্ত বহন করে। শিশুরা খুব বৈচিত্র্য পছন্দ করে। একঘেয়েমি কোন কাজেই তাদের আগ্রহ থাকে না। তাই প্রায় সব পরিবারের মায়েদের অভিযোগ থাকে তার বাচ্চা খেতে চায় না।
আমার বিভিন্ন প্রোডাক্টসের মধ্যে চিকেন নাগেটস, চিকেন ও বিফ পটেটো চপ বাচ্চাদের কাছে খুব পছন্দের আইটেম হিসাবে সাড়া পেয়েছি। যেহেতু প্রোডাক্টসগুলো ফ্রোজেন তাই সহজেই এক/দুই মাস রেখে প্রয়োজন মত টিফিন হিসাবে বাচ্চাদের দিতে পারবেন। তাহলে স্কুল থেকে বাড়ি ফেরার পর তাদের টিফিন বক্সটা আর ভরা পাবেন না।

আমি ফারাহ নাজ
কাজ করছি হোম মেড ফ্রেশ ফ্রোজেন ফুডস নিয়ে।
পেজঃ মিল ফ্যাক্টরি

11/06/2022

একটি দম্পতি মধ্যরাতে একটি প্রোগ্রাম থেকে বাড়িতে ফিরলেন, তারা আসার পর কেবল বাড়ির আশেপাশের গ্যাসের গন্ধ পাচ্ছিলো। তাই তারা সন্ধান করছিলো।
লোকটি রান্নাঘরে গিয়ে তীব্র গন্ধ সনাক্ত করল। অবচেতন মনে সে বাতি জ্বালিয়ে ফেলে তখনই রান্নাঘরটি বিস্ফোরিত হয়, স্বামী তাৎক্ষণিকভাবে মারা যায় এবং স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় কিছুদিন পর মারা যায়।
ঘরটি থেকে ২০০ মিটার দূর থেকেও এই বিস্ফোরণ এর আলো দেখা গেছে। যার অর্থ গ্যাস পাইপের বিস্ফোরণ বোমার চেয়ে শক্তিশালী ছিল।
অতএব,
বাসায় গ্যাসের গন্ধ পেলে সাবধানে ঘরের জানালা দরজা গুলো খুলে দিবেন। বৈদ্যুতিক বাতি জ্বালাবেন না, ফ্রিজ খুলবেন না এবং কিচেনের ফ্যান চালু করবেন না। এগুলোতে থাকা চার্জিত ইলেকট্রন স্পার্ক (আগুনের ফুলকী) তৈরি করতে পারে।
আগুনের ফুলকির কারনে ভয়াবহ বিস্ফোরণ হতে পারে।
পারলে মেইন সুইচ অফ করে দিবেন।
আপনার এই বিষয়গুলা একা পড়া উচিত নয়, যতটা সম্ভব প্রকাশ করুন, এটি অন্যকে বিপদ এড়াতে সাহায্য করবে।আশা করি অনেকেই বিষয়টি অবগত হয়ে অন্যকে অবগত হতে সাহায্য করবেন।

(সংগৃহীত)

স্বাস্থ্যই সকল সুখের মূল _বুদ্ধি হবার পর থেকেই জেনে আসছি সবাই। একবার অসুখে পড়লেই কথাটার তাতপর্য্য বুঝতে মোটেও সময় লাগে ন...
08/06/2022

স্বাস্থ্যই সকল সুখের মূল _
বুদ্ধি হবার পর থেকেই জেনে আসছি সবাই। একবার অসুখে পড়লেই কথাটার তাতপর্য্য বুঝতে মোটেও সময় লাগে না।
সুস্থভাবে বেঁচে থাকাটা নির্ভর করে স্বাস্থ্যকর খাবারের উপর।
খাদ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রস্তুত এবং পরিবেশন পর্যন্ত পুরা প্রক্রিয়ায় যথাযথভাবে হাইজিন রক্ষা করলেই তা স্বাস্থ্যকর খাবার হিসাবে বিবেচিত হয় তা আমরা সবাই জানি।
তবুও চলুন না একবার রিভিশন করে ফেলি....

🌱কাঁচা মাছ মাংশ বাজার থেকে এনে তা সরাসরি ফ্রিজে রাখা যাবে না।
বাজারের পলিথিন ফেলে সেগুলো পরিস্কার করে রাখতে হবে।
🌱কাঁচা মাছ মাংশ এবং ফ্রোজেন খাবার কখনও ফ্রিজে একসাথে সংরক্ষণ করা যাবে না।
🌱বাজারের প্রচলিত নিম্নমানের পলিথিনে কাঁচা অথবা তৈরি খাবার রাখা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
🌱রান্নার মশলা কাঁচের বোতলে সংরক্ষণ করা ভালো।
🌱গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখা উচিৎ নয়।
🌱কাঁচের বোতলে রাখা খাবার পানিই সবচেয়ে সাস্থ্যসম্মত।
🌱সবজি-ফল ২০ মিনিট লবণ পানিতে ভিজিয়ে রেখে ব্যবহার বা খাওয়া দরকার।
🌱বাঁশি খাবার খাবেন না।
🌱খাবার সবসময়ই ঢেকে রাখতে হবে ফ্রিজে এবং খাবার টেবিল এ।
🌱পরিস্কার পরিছন্নতার সাথে খাবার প্রস্তুত ও পরিবেশণ করাটা প্রয়োজনীয়।
🌱খাবার আগে হাত ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
আসুন নিজের সুস্থতা নিজেরাই নিশ্চিত করি।

আমি ফারাহ নাজ
কাজ করছি হোম মেড ফ্রেশ ফ্রোযেন ফুড নিয়ে।
সত্ত্বাধিকারি : মিল ফ্যাক্টরি

প্রবল ইচ্ছাশক্তি ই সফল হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার ইচ্ছাশক্তি ও অদম্য উৎসাহ  না থাকলে কোন কাজেই সফল হওয়া যায় না সে...
04/06/2022

প্রবল ইচ্ছাশক্তি ই সফল হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার

ইচ্ছাশক্তি ও
অদম্য উৎসাহ না থাকলে কোন কাজেই সফল হওয়া যায় না সে যে কাজই হোক। এবং এইটা একেবারেই নিজের মধ্যের ব্যাপার। যে কাজে সাচ্ছন্দ্য লাভ করা যায় তা নিয়েই সামনে অগ্রসর হতে হবে। লক্ষ্যস্থির রাখাটা খুব গুরুত্বপূর্ণ। আজ এইটা কাল সেইটা এইভাবে কখনো সাফল্যের দ্বারপ্রান্তে পৌছাঁনো সম্ভব না। ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে কাজে দক্ষ্যতা অর্জনের মাধ্যমে এগিয়ে যেতে হবে তাহলেই আগামির সম্ভাবনা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে এবং সফল হওয়া সম্ভব হবে।

আমি ফারাহ নাজ
কাজ করছি ঢাকার শান্তিনগর থেকে। হোমমেড ফ্রেশ ফ্রোজেন ফুডস নিয়ে আমার কাজ।
চিকেন শামি কাবাব
চিকেন নাগেটস
চিকেন পটেটো চপ
বিফ শামি কাবাব
বিফ পটেটো চপ
শ্রিম্প শামি কাবাব।
উপরে উল্লিখিত আইটেমগুলো নিয়ে আমি কাজ করি।

যে চ্যালেঞ্জগুলোকে সাথে নিয়ে আমাদের পথচলা :👉 আপু আমি চাকরিজীবী তাই সন্ধ্যার আগে প্রোডাক্টস রিসিভ করতে পারব না। একটু রাত ...
02/06/2022

যে চ্যালেঞ্জগুলোকে সাথে নিয়ে আমাদের পথচলা :

👉 আপু আমি
চাকরিজীবী তাই সন্ধ্যার আগে প্রোডাক্টস রিসিভ করতে পারব না। একটু রাত করে পাঠাবেন।
👉 আপু কাস্টমার কে বলেন বিল্ডিং এর নিচে নেমে প্রোডাক্টস রিসিভ করতে উপরে উঠে দেয়া সম্ভব না।
👉 প্রোডাক্টসের ওজন মেপে দিলাম ৮ কেজি। ডেলিভারি দেয়ার সময় বলা হলো প্রোডাক্টসের ওজন ১২ কেজি বাড়তি টাকা লাগবে।
👉 সারাদিন অপেক্ষায় রেখে বিকেলে জানানো হলো আজ ডেলিভারি দেয়া সম্ভব না।
👉 আপনার প্রোডাক্টসের মান ভালো কিন্তু অনেক দাম দোকানে তো এর চেয়ে সস্তায় কিনি।
👉 এত বেশি ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টস নেয়া লস এ্যাপস ব্যাবহার করলে অনেক অফার পাওয়া যায়।
👉 দ্রব্যমূল্য
প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে কিন্তু বেশি দামে প্রোডাক্টস নিতে কেও রাজি নন।
👉 ১০০ টাকার উপর ডেলিভারি চার্জ কাস্টমার দিবেন না তাই নিজেকে টাকা এ্যাড করতে হয়।
👉 ১ঘনটার কথা বলে প্রোডাক্টস ডেলিভারি করা হলো পাচঁ ঘনটা পর। কাস্টমারের কাছে রেপুটেশন শেষ।

আরও অনেক ধরনের সমস্যা সাথে নিয়ে চলতে হয়। তবে আত্মবিশ্বাস ও নিষঠার সাথে এগিয়ে যেতে পারলে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সফল হওয়া সম্ভব।

আমি ফারাহ নাজ।
ওনার অফ মিল ফ্যাক্টরি।
কাজ করছি হোমমেড ফ্রজেন ফুড নিয়ে।

সাময়িক বিরতিতে ছিলাম অর্ডার নেয়া থেকে। আজ থেকে শুরু করলাম আমার উদ্যোক্তা জীবনের পথে হাটা। আমার রিপিট কাস্টমার লালমাটিয়ার...
27/05/2022

সাময়িক বিরতিতে ছিলাম অর্ডার নেয়া থেকে। আজ থেকে শুরু করলাম আমার উদ্যোক্তা জীবনের পথে হাটা। আমার রিপিট কাস্টমার লালমাটিয়ার আপু যিনি আমার লাকি চ্যাম্প এবং যার ভালবাসার কারণে আমি উজ্জীবিত ও অনুপ্রাণিত হই তার কাছে আজ মিল ফ্যাক্টরির চিকেন সামি কাবাব ডেলিভারি হলো। আপুকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য।কাস্টমার এর সন্তুষ্টি ও ভালবাসাই একমাত্র কাম্য। সবাই ভালো থাকবেন।

কাস্টমারের সন্তুষ্টি অনলাইন বিজনেস এ অনেক গুরুত্বপূর্ণ বিষয়।  কাস্টমার কে প্রোডাক্টস সম্পর্কে একধরনের ধারনা দিলেন পরে আর...
25/05/2022

কাস্টমারের সন্তুষ্টি অনলাইন বিজনেস এ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কাস্টমার কে প্রোডাক্টস সম্পর্কে একধরনের ধারনা দিলেন পরে আরেক ধরনের প্রোডাক্টসের ডেলিভারি দেয়া হলো সেটা খুব খারাপ ফলাফল নিয়ে আসে। কাস্টমার তার ক্ষোভ অনলাইন এ প্রকাশ করলেন তাতে ক্ষতিটা সবথেকে বেশি নিজের হয়। যারা আগ্রহি ছলেন তারা নেতিবাচক কমেন্ট দেখে আগ্রহ হারালেন।
একবার রেপুটেশন হারালে তা পুনরুদ্ধারে অনেক বেগ পেতে হয়। কাজেই কথা ও কাজে মিল রেখে সততা বজায় রাখা খুব দরকার। প্রথমে ভাল মানুষ হওয়া প্রয়োজন তারপর ভাল বাবসায়ি।

প্রোডাক্টসের সাথে যেখানে যা দেয়া সম্ভব ছোটখাট কোন গিফট অতবা ক্রেতা বেশিসংখ্যক প্রোডাক্টসের অর্ডার দিলে একটা বেশি গিফট করাই যায় তাতে ক্রেতার মন জয় করা যায় ব্যাবসার ও লাভ হয় এবং রিপিট কাস্টমার পাওয়া যায়।
প্যাকেজিং কাস্টমার সন্তুষ্টি লাভের একটা গুরুত্বপূর্ণ বিষয়।প্যাকেজিং ভালো হলে আপনার সম্মন্ধে এবং আপনার প্রোডাক্টস নিয়ে কাস্টমারের শুরুতেই একটা ভালো ধারণা পাওয়া হয়ে যায়।
সঠিক সময়ে কাস্টমারের কাছে প্রোডাক্টস পৌছে দিতে পারাটাও সন্তুষ্টি লাভে অগ্রনি ভুমিকা রাখে।

সততা ও বিশ্বস্ততা নিয়ে কাজ করলে কাস্টমারের সন্তুষ্টি পেতে বেগ পেতে হয় না।
সবার জন্য শুভকামনা।
আমি ফারাহ নাজ।
কাজ করছি হোম মেড ফ্রোজেন ফুড নিয়ে।
সত্ত্বাধিকারিঃ MEAL Factory

ই কমার্সে কনটেন্ট রাইটারের ভূমিকা জীবনে যে কোন কাজে সফলতা পেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সপ্ন দেখা আর তা বাস্তবায়নে আ...
19/05/2022

ই কমার্সে কনটেন্ট রাইটারের ভূমিকা

জীবনে যে কোন কাজে সফলতা পেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সপ্ন দেখা আর তা বাস্তবায়নে আত্মবিশ্বাসের সাথে সামনে অগ্রসর হওয়া। আমার মাত্র ৬মাস বয়সি উদ্দোক্তা জীবনে যেদিন অনেক বড় একটা অডার পেলাম তার সাথে সাথে অনেক প্রতিবন্ধকতাও এসে জড়ো হলো। এমন কিছু বাঁধা যার জন্য অরডার টা সম্পন্ন করাটাই দুরুহ বেপার ছিলো। কিন্তু প্রচনড আত্নবিশ্বাসী হয়ে উঠেছিলাম। তাই কোন বাঁধাই আমাকে থামাতে পারেনি। অরডারটা শেষ করার পর যখন কাস্টুমারের সন্তুষ্টি লাভ করলাম তখন আত্নবিশ্বাস আরও বহুগুণ বেড়ে গেল এবং সপ্নটাকে আরও বিশালতায় মেলে দিলাম।

সুস্থভাবে বাঁচিয়ে রাখে যে উপাদান তা নিয়েই আমার কাজ। আল্লাহর নিয়ামক খাদ্য। নির্ভেজাল ও ফ্রেশ ফ্রোজেন ফুডের নিশ্চয়তা দিতেই আমার MEAL Factory র পথচলা। আগামির পথচলায় আপনাদের সাথে পাবো এটাই আমার একমাত্র কামনা।

Chicken Nuggets 😋
21/04/2022

Chicken Nuggets 😋

Chicken Potato Chop!
19/04/2022

Chicken Potato Chop!

Today's delivery....!!
17/04/2022

Today's delivery....!!

Available!!
24/03/2022

Available!!

Address

Shantinagar Bazar Road
Dhaka
1217

Telephone

+8801819434940

Website

Alerts

Be the first to know and let us send you an email when MEAL Factory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MEAL Factory:

Share

Category