On Field Bipro

On Field Bipro Its all about sports related page. Here I will provide all the current news of sports such as cricket, football etc.

ক্রিকেট ও ফুটবলকে ভালোবাসি। খেলা দেখতে পছন্দ করি। খেলার নিয়ে অ্যানালাইসিস করতে পছন্দ করি।

পিএসজিতে ভাঙনের সুর 💔আসন্ন শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে পিএসজি ছাড়ার ইচ্ছার কথা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন কিলিয়ান...
12/10/2022

পিএসজিতে ভাঙনের সুর 💔

আসন্ন শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে পিএসজি ছাড়ার ইচ্ছার কথা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপে।

মূলত পিএসজির ড্রেসিংরুমে লিওনেল মেসির বেশি গুরুত্ব থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন এমবাপে। এছাড়া এমবাপের অভিযোগ- পিএসজিতে ফ্রি রোলে খেলতে পারছেন না তিনি। তাই তিনি এখানে সুখী নন।

এদিকে এমবাপেকে ধরে রাখতে নেইমারকে বিক্রী করে দেওয়ার পাশাপাশি লেওয়ানডস্কিকে সাইনিং করানোর আশ্বাস দিয়েছে পিএসজি।

তবে নেইমারকে বিক্রি করে দিলে পিএসজিকে মেসিকেও হারাতে হবে এটা প্রায় নিশ্চিত। কেননা চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। আর মেসি-নেইমারের বন্ধুত্বের কথা সবারই জানা। অর্থাৎ নেইমারকে বিক্রী করে দিলে মেসিও পিএসজি ছাড়বে এটাও প্রায় কনফার্ম।

যদি সত্যিই এমনটি হয় তাহলে এমবাপেকে ধরে রাখতে দুজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হারাবে পিএসজি।

সত্যিই খুব উচ্চাকাঙ্খী ও অহংকারী ফুটবলার এমবাপে। মেসি ও নেইমারকে ছাপিয়ে দলে আধিপত্য বিস্তার করতে চাওয়া এমন কিছুরই বহিঃপ্রকাশ।

আর্জেন্টাইন ফ্যানদের জন্য দুঃসংবাদলেসের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাওলো দিবালা।
10/10/2022

আর্জেন্টাইন ফ্যানদের জন্য দুঃসংবাদ

লেসের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাওলো দিবালা।

ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রোটিয়া হার্ডহিটার ডেভিড মিলারের মেয়ে মারা গেছে।
08/10/2022

ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রোটিয়া হার্ডহিটার ডেভিড মিলারের মেয়ে মারা গেছে।

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে মাঠে আচমকা একটি সাপ ঢুকে পরে। সে সময় ব্যাটিং করছিলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। মা...
02/10/2022

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে মাঠে আচমকা একটি সাপ ঢুকে পরে। সে সময় ব্যাটিং করছিলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল।

মাঠে সাপ ঢুকে পড়ায় ক্রিকেটারটা কিছুটা বিচলিত হয়ে যান। পরে নিরাপত্তা কর্মীরা এসে দ্রুত সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

ফুল টাইমঃ ম্যানসিটি ৬-৩ ইউনাইটেডম্যানসিটির হয়ে হ্যাটট্রিক করেছেন হ্যালান্ড ও ফোডেন। অন্যদিকে ইউনাইটেডের হয়ে ব্যবধান কমিয়...
02/10/2022

ফুল টাইমঃ ম্যানসিটি ৬-৩ ইউনাইটেড

ম্যানসিটির হয়ে হ্যাটট্রিক করেছেন হ্যালান্ড ও ফোডেন। অন্যদিকে ইউনাইটেডের হয়ে ব্যবধান কমিয়েছেন মার্শিয়াল (জোড়া) ও অ্যান্টনি।

বিগত কয়েক মৌসুম ধরে ম্যানচেস্টার ডার্বির লড়াইটা অনেকটা একতরফা হয়ে গিয়েছে। স্যার অ্যালেক্স ফার্গুসনের আমলে ইউনাইটেডের সঙ্গে কখনোই পেরে উঠতো না ম্যানসিটি।

কিন্তু বিগত কয়েক মৌসুম ধরে সেই চিত্র পুরোপুরি উল্টো। ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছ থেকে জয় ছিনিয়ে আনা ইউনাইটেডের জন্য সোনার হরিণ হয়ে গিয়েছে।

ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে ম্যানসিটি। ঘরের মাঠে প্রথমার্ধ শেষে ইতোমধ্যে ৪-০ গোলের লিড প...
02/10/2022

ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে ম্যানসিটি। ঘরের মাঠে প্রথমার্ধ শেষে ইতোমধ্যে ৪-০ গোলের লিড পেয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। সিটির হয়ে জোড়া গোল করেছেন ফিল ফোডেন ও এর্লিং হ্যালান্ড।

সিটিজেনদের গোল উৎসবে ইতোমধ্যে মাঠ থেকে বেরিয়ে যেতে শুরু করেছেন ইউনাইটেড সমর্থকরা।

প্রথমার্ধে রোনালদো ও ক্যাসেমিরোর অভাব হারে হারে টের পেয়েছে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে হয়তো মাঠে নামতে পারেন এই দুই তারকা।

ফুটবল ইতিহাসের অন্যতম কলঙ্কিত একটি দিন।ইন্দোনেশিয়ান লীগে অ্যারেমা ও পার্সবায়া এর মধ্যকার ম্যাচে ৩-২ গোলে হেরে যাওয়ার পর ...
02/10/2022

ফুটবল ইতিহাসের অন্যতম কলঙ্কিত একটি দিন।

ইন্দোনেশিয়ান লীগে অ্যারেমা ও পার্সবায়া এর মধ্যকার ম্যাচে ৩-২ গোলে হেরে যাওয়ার পর হাজার হাজার অ্যারেমা সমর্থক আক্রমণাত্মক হয়ে মাঠে ঢুকে পড়ে। তৎক্ষণাৎ পার্সবায়ার খেলোয়াড়রা মাঠ ত্যাগ করলেও অ্যারোমার কয়েকজন খেলোয়াড় মাঠে রয়ে যান। তাদেরকেও আক্রমণ করে বসে তাদের দলেরই সমর্থকগণ।

পরিস্থিতি শিথিল করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে মানুষ ছন্নছাড়া ভাবে দৌড়াতে শুরু করে। এরই মাঝে চাপে পড়ে, পদতলে পৃষ্ঠ হয়ে, শ্বাসরোধ হয়ে প্রাণ হারান ১২৭ জন সমর্থক। যার মধ্যে ২ জন পুলিশ সদস্যও রয়েছেন। এ ঘটনায় ১৮০ জন আহত হন।। (সংখ্যা বাড়তেও পারে)

এই ঘটনা সামনে রেখে ১ সপ্তাহে ইন্দোনেশিয়ান লীগ স্থগিত করা হয় এবং এ নিয়ে তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু কারণ দর্শানোর আশাব্যক্ত করেন ইন্দোনেশিয়ান ফুটবল বোর্ড।।

এছাড়াও এই ঘটনায় শোক প্রকাশ করেছে ইন্দোনেশিয়ান ফুটবল বোর্ডের কর্মকর্তারা।

 #এইমাত্র_পাওয়াপিঠের চোটে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতের পেস আক্রমণের অন্যতম হাতিয়ার জাসপ্রিত বুমরাহ। সুত্...
29/09/2022

#এইমাত্র_পাওয়া

পিঠের চোটে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতের পেস আক্রমণের অন্যতম হাতিয়ার জাসপ্রিত বুমরাহ।

সুত্রঃ Sportskeeda

24/09/2022

লেভার কাপে টিম ইউরোপের হয়ে রাফায়েল নাদালের সঙ্গে দ্বৈত জুটি বেঁধেছিলেন রজার ফেদেরার। আসরে টিম ওয়ার্ল্ডের জুটি ফ্রান্সিস তিয়াফো ও জ্যাক সকের কাছে ৪-৬, ৭-৬ (৭ /২), ১১-৯ গেমে হেরেছেন দুই কিংবদন্তী ফেদেরার নাদাল জুটি। এর মাধ্যমেই ক্যারিয়ারের শেষ ম্যাচও খেলে ফেলেছেন ফেদেরার। ম্যাচ শেষে তাকে বিদায় জানাতে উপস্হিত ছিলেন নোভাক জকোভিচের মতো তারকারাও।

এদিন বিদায়ী ভাষণ দিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি ফেদেরার। সতীর্থের বিদায়ে অঝোরে কেঁদেছেন আরেক কিংবদন্তী রাফায়েল নাদাল।

টেনিস কোর্টে আরও কত ইতিহাস লেখা হবে, আরও নতুন নতুন নক্ষত্রের আবির্ভাব হবে, হয়তো সেদিনও গ্যালারির এক কোণে বসে ফেদেরারের সেই ভক্তটা চোখের জল ফেলবে। 😞

বিদায় কিংবদন্তী💔💔

বিশ্বকাপের আগে ফ্রান্সের 🇫🇷 ইনজুরি লিস্ট 😬❌ Karim Benzema❌ Paul Pogba❌ Ngolo Kanté❌ Kingsley Coman❌ Presnel Kimpembe❌ Ib...
23/09/2022

বিশ্বকাপের আগে ফ্রান্সের 🇫🇷 ইনজুরি লিস্ট 😬

❌ Karim Benzema
❌ Paul Pogba
❌ Ngolo Kanté
❌ Kingsley Coman
❌ Presnel Kimpembe
❌ Ibrahim Konaté
❌ Lucas Hernández
❌ Hugo Lloris
❌ Adrien Rabiot
❌ Boubacar Kamara
❌ Théo Hernandez
❌ Lucas Digne
❌ Jules Koundé

পল পগবা, করিম বেনজেমা, লুকাস হার্নান্দেস, হুগো লরিস, আদ্রিয়ান রাবিয়ট, কিংস্লে কোমান, এনগোলো কান্তেসহ ফ্রান্সের মূল একাদশের প্রায় সবাই ইনজুরির কবলে। এদিকে বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ২ মাস। এমন চলতে থাকলে বিশ্বকাপে বেশ ভুগবে বর্তমান চ্যাম্পিয়নরা 🙃

 #মাদ্রিদ_ডার্বিফুল টাইম: অ্যাতলেটিকো ১-২ রিয়ালঅ্যাতলেটিকোর মাঠে জয় তুলে নেওয়ার মাধ্যমে লা লিগায় শুরুর ৯ ম্যাচেই অপরাজিত...
18/09/2022

#মাদ্রিদ_ডার্বি

ফুল টাইম: অ্যাতলেটিকো ১-২ রিয়াল

অ্যাতলেটিকোর মাঠে জয় তুলে নেওয়ার মাধ্যমে লা লিগায় শুরুর ৯ ম্যাচেই অপরাজিত রইলো রিয়াল।

সেই সঙ্গে শেষ ১৩ ডার্বির মধ্যে ১২টিতেই রিয়াল মাদ্রিদের জয়।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিওনেল মেসির গোলে অলিম্পিক লিওকে ১-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। ম্যাচের ৫ম মিনিটে নেইমারের অ্যাসিস্টে গ...
18/09/2022

ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিওনেল মেসির গোলে অলিম্পিক লিওকে ১-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। ম্যাচের ৫ম মিনিটে নেইমারের অ্যাসিস্টে গোল করেন মেসি।

টেস্ট ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন। এতে করে অক্টোবরে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লি...
18/09/2022

টেস্ট ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন। এতে করে অক্টোবরে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে তাকে পাওয়া যাবে না।

দিয়েগো ম্যারাডোনা: রোনালদো নাজারিও যদি বার বার ইঞ্জুরিতে না পড়তো তাহলে ফুটবল বিশ্ব পেলে-ম্যারাডোনার নাম ভুলে যেতো।শুভ জন...
18/09/2022

দিয়েগো ম্যারাডোনা: রোনালদো নাজারিও যদি বার বার ইঞ্জুরিতে না পড়তো তাহলে ফুটবল বিশ্ব পেলে-ম্যারাডোনার নাম ভুলে যেতো।

শুভ জন্মদিন স্ট্রাইকারদের আইকন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্ট্রাইকার "রোনালদো" 🎂

হাতে বাঘের ট্যাটু করিয়েছেন টি-টুয়েন্টি বিশ্বকাপে স্ট্যান্ডবাই দলে থাকা সৌম্য সরকার...
18/09/2022

হাতে বাঘের ট্যাটু করিয়েছেন টি-টুয়েন্টি বিশ্বকাপে স্ট্যান্ডবাই দলে থাকা সৌম্য সরকার...

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে জিম করার সময় বাঁ-পায়ে আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম। আঘাতের ফলে কেটে যাওয়ায় ৬টি ...
17/09/2022

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে জিম করার সময় বাঁ-পায়ে আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম। আঘাতের ফলে কেটে যাওয়ায় ৬টি সেলাই করতে হয়েছে।

Get well soon Mushfiq❣️

16/09/2022

Address


1219

Alerts

Be the first to know and let us send you an email when On Field Bipro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to On Field Bipro:

Videos

Share