লেভার কাপে টিম ইউরোপের হয়ে রাফায়েল নাদালের সঙ্গে দ্বৈত জুটি বেঁধেছিলেন রজার ফেদেরার। আসরে টিম ওয়ার্ল্ডের জুটি ফ্রান্সিস তিয়াফো ও জ্যাক সকের কাছে ৪-৬, ৭-৬ (৭ /২), ১১-৯ গেমে হেরেছেন দুই কিংবদন্তী ফেদেরার নাদাল জুটি। এর মাধ্যমেই ক্যারিয়ারের শেষ ম্যাচও খেলে ফেলেছেন ফেদেরার। ম্যাচ শেষে তাকে বিদায় জানাতে উপস্হিত ছিলেন নোভাক জকোভিচের মতো তারকারাও।
এদিন বিদায়ী ভাষণ দিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি ফেদেরার। সতীর্থের বিদায়ে অঝোরে কেঁদেছেন আরেক কিংবদন্তী রাফায়েল নাদাল।
টেনিস কোর্টে আরও কত ইতিহাস লেখা হবে, আরও নতুন নতুন নক্ষত্রের আবির্ভাব হবে, হয়তো সেদিনও গ্যালারির এক কোণে বসে ফেদেরারের সেই ভক্তটা চোখের জল ফেলবে। 😞
বিদায় কিংবদন্তী💔💔
অভিমানেই কি অবসরের ঘোষণা দিলেন মুশফিক
#musfiq #MR15 #bcb #papon #Shakib
এশিয়া কাপ নিয়ে ফানালোচনা....
এশিয়া কাপ কি ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ? নাকি এসিসির বিজনেস প্লান?
এশিয়া কাপ কি ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ? নাকি এসিসির বিজনেস প্লান?
বাবর আজম-বিরাট কোহলী দ্বৈরত; চোটে ছিটকে গেছে বুমরা-আফ্রিদী
বাবর আজম-বিরাট কোহলী দ্বৈরথ; চোটে ছিটকে গেছেন বুমরা-আফ্রিদী
এশিয়া কাপে রান বন্যা দেখার জন্য প্রস্তুত থাকুন: এশিয়ান ক্রিকেট কাউন্সিল দিয়েছে এমন স্ট্যাটাস।
এশিয়া কাপে রান বন্যা দেখার জন্য প্রস্তুত থাকুন: এশিয়ান ক্রিকেট কাউন্সিল দিয়েছে এমন স্ট্যাটাস।
তো এশিয়া কাপের টি টুয়েন্টি ম্যাচগুলোতে কত রান হতে পারে?
আপনি কি মনে করেন?
কেমন হলো এশিয়া কাপের দল; কারা সুযোগ পেতে পারেন মূল একাদশে?#asia cup
কেমন হলো এশিয়া কাপের দল; কারা সুযোগ পেতে পারেন মূল একাদশে? #asiacup #BCB #shakib
কাঠগড়ায় যখন রিয়াদ তামিমরা; কেন এই ভরাডুবি
কাঠগড়ায় যখন রিয়াদ তামিমরা; কেন এই ভরাডুবি
#bdcricket #BCB #Tamim
যে কারণে এবারের এশিয়া কাপ হবে টি টুয়েন্টি ফরম্যাটে #এশিয়াকাপ #ক্রিকেট
এশিয়া কাপের আগের আসর গুলি ৫০ওভারের ওডিআই ম্যাচ হলেও এবারের এশিয়া কাপটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেহেতু এ বছরের শেষের দিকে(অক্টোবর-নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে। এ কারণে এশিয়ার দেশগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো প্রস্তুতির জন্য এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে করা হয়েছে।
এবারের এশিয়া কাপ ২০২২ এ অংশগ্রহণ করবে মোট ১০ টি দল।
এর মধ্যে এশিয়ার টেস্টখেলুড়ে পাঁচটি দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্থান মূল পর্বের জন্য নির্ধারিত থাকলেও বাকি একটি দল আসবে কোয়ালিফায়ার রাউন্ডে খেলে।
মূল পর্বে অংশগ্রহণকারী দলঃ বাংলাদেশ, ভারত শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্থান।
কোয়ালিফাইং রাউন্ডে অংশগ্রহণকারী দলঃ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর ও হংকং।