13/09/2022
তেল নাই, গ্যাস নাই, বোর্ডে ৯০০ কোটি টাকা নাই, হাজার হাজার স্পনসর নাই, ঘুম থেকে উইঠা ভিডিও নাই, পেইন কিলার নিয়ে খেলার মতো কেও নাই, বিশ্বসেরা প্লেয়ার নাই। কি আছে? আছে আত্মবিশ্বাস, স্পৃহা। এতো এতো নাই এর মাঝেও দেশের মানুষ কে এক পশলা শান্তি এনে দেওয়ার স্পৃহা। আছে আত্মবিশ্বাস, কিছু করে দেখানোর ইচ্ছা। বাড়ি, গাড়ি, সুন্দরী পাওয়ার ইচ্ছা নাই, আছে দেশপ্রেম।
কংগ্রাচুলেশন এশিয়ার সেরা দের কে, তোমরা দেখিয়ে দিয়েছো অধ্যাবসায় কতদূর নিতে পারে। সাঙ্গাকারা, মুরালি, জয়াবর্ধনের পরবর্তী প্রজন্ম হওয়া তোমরা ডিজার্ভ করো।