26/10/2023
'বিসমিল্লাহির রাহমানির রহিম'
আসসালামুলাইকুম
🔸ঘরের রাণী চাই🔸
আমার ছায়ার পাশে আরেকটা ছায়া হোক, তার সাথে আমার বিচ্ছেদ নয়, আটকে রাখার মায়া হোক।
শুধু মাত্র নারীর ব্যাহিক সৌন্দর্য পুরুষ আটকায় না। পুরুষ আটকায় নারীর দায়িত্বে, সময়, যত্নে, বিশ্বাস,সংসারে প্রতি মনযোগী ও সুন্দর ব্যবহারে, ভালোবাসায় আর সম্মানে।এমন গুণসম্পন্ন নারীকে ঘরের রাণী করার জন্য এই পোস্ট।
⚫ নিজের_সম্পর্কেঃ
আমি সফট এবং ইমোশনাল একজন মানুষ।কখনো উপকার ছাড়া কারোর অপকার কিংবা ক্ষতি করার মানুষিকতা নাই। হালাল উপর্জান করার এবং সৎ ভাবে জীবনযাপন করার চেষ্টা করি।
আমি চাই আল্লাহ তায়ালা যেন আমাকে আমার চরিত্রের মতই একজন মানুষ জীবনসঙ্গী হিসেবে দান করুক।
⚫ পাত্রের বিবরণঃ
➡️নাম: মো: নাহিদ হোসেন ইভেন
➡ জন্ম সালঃ ১৯৯২ (আসল)
➡ বৈবাহিক অবস্থাঃ শর্ট ডিভোর্স।
➡ উচ্চতাঃ ৫ ফুট ৮ ইঞ্চি
➡ ওজনঃ ৭৬ কেজি আনুমানিক
➡ রক্তের গ্রুপঃ B+
➡ ধর্মঃ ইসলাম
➡ জাতীয়তাঃ বাংলাদেশি
➡ গায়ের রঙ ও গঠন : উজ্জ্বল শ্যামলা,গঠন আলহামদুলিল্লাহ মানানসই।
➡ নন-অ্যালকোহলিক
⚫ শিক্ষাঃ
শিক্ষাগত যোগ্যতা : MBA ( ম্যানেজমেন্ট বিভাগ)
⚫ পেশাঃ চাকরিজীবী ,স্বাস্থ্য অধিদপ্তর ( কম্পিউটার অপারেটর হিসেবে আছি ERPP প্রজেক্ট)
⚫ ঠিকানাঃ
➡ স্থায়ীঃ মাদারিপুর তবে জন্ম থেকেই ঢাকায় থাকি আমরা যাওয়া হয় না। ঢাকাতেই আলহামদুলিল্লাহ নিজেদের ফ্ল্যাট কিনেছি।
➡ বর্তমানঃ ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্ত্বর (নিজেদের ফ্ল্যাট )
⚫পারিবারিক তথ্যঃ
➡ বাবাঃ আমার বাবা অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন । তিনি ২০১১ সালে মৃত্যুবরণ করেন।
➡ মাঃ মৃত এই জানুয়ারি মাসে ইন্তেকাল করেছেন 😭
➡ ভাই-বোনঃ ভাই আমি একা আর আমার ৩ বোন। বড় আপু আমার সাথে ই থাকেন অবিবাহিত এবং জব করেন তিনি। বাকি দুই বোন বিবাহিত শশুরবাড়ি থাকেন।
⚫ অর্থনৈতিক অবস্থাঃ মধ্যবিত্ত পরিবার এ জন্ম আর বেড়ে ওঠা। নিজেদের বাসস্থান বলতে একটি ফ্ল্যাট রয়েছে।আলহামদুলিল্লাহ সচ্ছল পরিবার।
😎🙂আমি যেমনঃ👇
বন্ধুসুলভ, মিশুক,চঞ্চল,সত্যবাদী, ফ্রী আর ওপেন মাইন্ড এর, শান্তশিষ্ট, ঝগড়াঝাটি অপছন্দ করি,বাস্তবতায় বিশ্বাসী,মিথ্যা কথা অপছন্দ বলিও না সহ্য করতেও পারি না।সরাসরি কথাবার্তা পছন্দ করি।যৌতুক ও অধিক পরিমাণে কাবিনের বিরোধী অবশ্যই। কোন যৌতুক নিব না আর কাবিননামা সীমিত ভাবে ছেলের ইনকাম এর উপর ভিত্তি করে দেওয়া হবে ইনশাআল্লাহ। একটা সুন্দর সংসার এর জন্য কাবিননামা কোন মূল ভূমিকা পালন করে না আমার মতে।যাদের কাবিননামা নিয়ে প্রবলেম আছে তাদের যোগাযোগ না করার জন্য অনুরোধ করছি।
🧝♀️যেমন পাত্রী খুঁজছিঃ👇
🤲💓অবশ্যই সত্যবাদী, ভালো মন মানসিকতার ,উত্তম চরিত্রের অধিকারী, মিশুক, চঞ্চল, সব পরিবেশে মানিয়ে নিতে পারবে এবং সংসার গুছিয়ে রাখবে, স্বামী সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে ,নিজের মতো সব কিছুই গুছিয়ে নিবে। হাসিখুশি, উদার মনের মানুষ। দেখতে মানানসই, নামাজি, দ্বীনদার , বোরখা হিজাব নিকাপ পরার অভ্যাস থাকলে ভালো, না থাকলেও প্রবলেম নাই, ঈমান ঠিক থাকতে হবে এবং আল্লাহর পথে চলতে হবে এবং আমাকেও এই বিষয়ে শাসন করে উৎসাহ দিতে হবে । উচ্চাকাঙ্ক্ষা ও উচ্চাবিলাসি যাদের চিন্তাভাবনা তারা দয়া করে নক করবেন না। কম বেশি রান্নাবান্না জানা থাকলে ভালো। চাকরিজীবী হলে ভালো হয় সংসার সুন্দর করে অতিবাহিত করা যাবে নিজেদের। এক পুরুষে আসক্ত মেয়ে চাই বউ হিসেবে এবং ইসলামের নিয়ম কানুন মেনে জান্নাতে যেতে চাই তার হাত ধরে। সোস্যাল মিডিয়া অতিরিক্ত আসক্তি ও চারিত্রিক পব্লেম আছে এমন কাউকে চাই না।
🤗🤗বিয়ে না করলে অর্ধেক দ্বীন অপূর্ণ থাকে। আল্লাহ' তায়ালা রিজিকে যা রাখছেন তা আসবেই।আল্লাহর উপর ভরসা রাখি আলহামদুলিল্লাহ ।
🙂🙂যাদের ইগো, জিদ আর বেয়াদব বেশি এমন কাউকে চাচ্ছি না।
😐উত্তম চরিত্রের হতে হবে আর পরিবারের মানুষদের ভালো মন মানুসিকতার হতে হবে। উচ্চাবিলাসী ও উচ্চকাঙ্ক্ষার মানুষজন নক করবেন না। কোন প্রকার যৌতুক নেওয়া হবে না আর অধিক পরিমাণে কাবিননামা হবে না।
🥲😮💨🥲 যারা সরকারি জব করে বা উচ্চবিত্ত এমন পাত্র খুঁজতেছেন তারা নক দিবেন না দয়া করে।
🤗🤗যারা দ্রুত বিয়ে করতে অনাগ্রহী তারা ইগনোর করবেন পোস্ট টি।
🔴যেমন পাত্রী চাইঃ
➡️বয়সঃ ২৩-২৯ পর্যন্ত হলে ভালো হয়।
➡ উচ্চতাঃ নিন্মে ৫'২ ইঞ্চি বেশি হলে সমস্যা নেই।
➡ ওজনঃ মানানসই স্বাস্থ্য সচেতন
➡ ধর্মঃ ইসলাম
➡ বৈবাহিক অবস্থাঃ শর্ট ডিভোর্সি / অবিবাহিত। (অবশ্য ই সন্তান ছাড়া হতে হবে ডিভোর্স এর ক্ষেত্রে )
➡ জাতীয়তাঃ বাংলাদেশী।
🔴 ঠিকানা:
ঢাকার ভিতর বসবাসরত।
🔴শিক্ষাঃ
অর্নাস/ মাস্টার্স শেষ বা রানিং।
🔴পেশাঃ যেকোন ভালো পেশা,চাকুরীজিবি বা ব্যবসা যে কোন ই হতে পারে, বা বেকার ।
আপনার সাথে মিলে গেলে আর আমাকে ভালো লাগলে অনুগ্রহকরে বায়োডাটা মেইল করুন।
➡ evenahamed97@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন,❤️সবার প্রতি আমার দোয়া,শ্রদ্ধা, আন্তরিকতা ও শুভকামনা রইলো.. ভুল ত্রুটি মার্জনা করবেন।