BCCB Matrimony: Find Life Partner

BCCB Matrimony: Find Life Partner Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BCCB Matrimony: Find Life Partner, Wedding planning service, Dhaka.

13/01/2025

আপনাকে কারাগারে যতটুকু খাবার দেয়।
তার চাইতে ৩ গুণ কম খাবার যদি দেয় মুক্তজীবনে।
তাহলে আপনি কোন জীবন টা বেছে নিবেন?

অবশ্যই মুক্ত জীবন টা বেছে নিবেন।
কারণ এখানে স্বাধীনতা আছে। অনুভূতি আছে। মায়া আছে। ইচ্ছা আছে৷
আবেগ আছে। উৎফুল্লতা আছে। প্রশান্তি আছে৷

তাহলে কারাগার জীবন কেন জীবন নয়?
৩ বেলা খাবার আর ঘুমানোর জায়গা মানেই জীবন নয়।

যৌবনের শুরুতে যেই মায়া থাকে। আবেগ থাকে। উৎফুল্লতা থাকে। অনুভূতি থাকে। চাহিদার উত্থান থাকে৷ স্বপ্ন থাকে৷ অভিমান থাকে। রাগ থাকে। ফ্যান্টাসি থাকে।

একটা সময় এসে পুঁজিবাদী ক্যারিয়ারের কারাগারে সব ম্লান হয়ে যায়। জীবন তখন নিয়ম রক্ষার। জীবন তখন যতটা অনুভূতির। ততটা ফর্মালিটি রক্ষার।

আপনি শহুরে জীবনে দেখবেন। ক্যারিয়ার পিছনে ছুটে ৩৫ ছুই ছুই বয়সে বিবাহে আবদ্ধ হওয়া অনেক জীবন।
কম বয়সী সুদর্শনী মেয়ে তখন তাদের পাওয়া হলো ভাত ছিটালে কাকের অভাব হয় না।

কিন্তু এটার সর্বশেষ পরিণতি কী?
সর্বশেষ পরিণতি হলো যৌন জীবন বর্ণিল রঙের নয়।

কারণ পাত্রের যৌবন যেখানে সূর্যাস্তের আভায় মিলে যাবার পথে।
পাত্রী যৌবন তখন সূর্যোদয়ের আভায় তাপ বাড়ছে।
একটা পর্যায়ে এত তাপ শোষণের শক্তি আর পাত্রের থাকে না।

তখন স্বামীর ফ্লাট থেকেও যৌবনের আনন্দ নাই। গাড়ি থেকেও অনুভূতি নাই।
যেই যৌবন ব্যয় করে পাত্র এই বাড়ি ও গাড়ির মালিক হয়েছে।

এই গাড়িতে করেই তার বউ যৌন চাহিদা মেটাতে ক্লাবে বা মেল স্কটের দিকে দাপিয়ে বেড়ায়।
কথা গুলো কোনো বানানো গল্প না।
আপনি শহরের অধিকাংশ প্রাইভেটকারের ড্রাইভারের জিজ্ঞেস করেন। এই উত্তর পেয়ে যাবেন। আর দুই দিন পর এরা ট্রান্স লুচ্চা লিঙ্গহীন হয়ে বের হবে

এটাই আজ বাস্তবতা। পেছনের দুর্গন্ধ কেউ দেখেনা। কারণ উপরে যে কথিত সফলতা ও ক্যারিয়ারের মলাট।

#কপি_পোস্ট

বিনা খরচে বিয়ের সুযোগ সঙ্গে ফ্রি হানিমুন প্যাকেজও:এটি এমন একটি উদ্যোগ যেখানে বিয়ের সম্পূর্ণ খরচ বহন করবে আলহাজ্ব শামসুল ...
09/01/2025

বিনা খরচে বিয়ের সুযোগ সঙ্গে ফ্রি হানিমুন প্যাকেজও:

এটি এমন একটি উদ্যোগ যেখানে বিয়ের সম্পূর্ণ খরচ বহন করবে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় থাকছে:
১. বর-কনের জন্য বিয়ের পোশাক।
২. কনের সাজসজ্জার সকল সামগ্রী।
৩. বিবাহ রেজিস্ট্রির খরচ।
৪. প্রতিটা বর-কনের ১০০ জন অতিথির জন্য বিশেষ খাবারের আয়োজন।
৫. কমিউনিটি সেন্টার ভাড়া।
৬. প্রয়োজনে পরবর্তী কাউন্সিলিং সেবা।
৭.কক্সবাজার ফ্রি হানিমুন প্যাকেজ!!
শুভ বিয়ের তারিখ: ১৮ জানুয়ারি ২০২৫
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ১০ই জানুয়ারী ২০২৫

যে শর্তগুলো মানতে হবে:
১. যৌতুক নেওয়া যাবে না।
২. ধার্য্য দেনমোহর সম্পূর্ণ আদায় করে দিতে হবে।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে অভিনব এই আয়োজন। তবে চট্টগ্রামের বাইরের পাত্র-পাত্রীদের আসা-যাওয়ার জন্য থাকবে ফ্রি এসি বাসের টিকিটও। এই সুযোগ হাত ছাড়া করতে না চাইলে বর-কনে রেজিস্ট্রেশন করতে হবে আগামী ১০ জানুয়ারির (শুক্রবার) মধ্যেই।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিয়ে আপনার, খরচ আমাদের, ইনশাআল্লাহ। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রামের বাইরে থেকে আসন্ন ‘প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভ বিবাহ" প্রোগ্রামে রেজিস্ট্রেশনের আগ্রহ দেখানো হবু বর-কনের জন্য বিশেষ সুযোগ: "চট্টগ্রাম শহরে আসা-যাওয়ার জন্য পূর্বের মতো এবারো থাকছে ফ্রি এসি বাসের টিকেট!’ দেনমোহরের বিশাল অঙ্ক ও যৌতুকের প্রথা সমাজে বহু পরিবারের জন্য বোঝা। ফাউন্ডেশন বিশ্বাস করে, সুন্নাহ অনুযায়ী সহজ বিয়ে অনেক বেশি সুখময় এবং সমাজে একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবে। এখন দায়িত্ব আপনার। কু-প্রথার বিরুদ্ধে শুধু কথা নয়, বাস্তব জীবনে তা প্রয়োগ করে ইতিহাস গড়ুন।

আগ্রহী বর-কনেকে এই ঠিকানায় রেজিস্ট্রেশন করতে হবে।
প্রয়োজনে যোগাযোগ করা যাবে: 01841040549 নম্বরেও।বর-কনে রাজী থাকলে বিনামূল্যের বিয়েতে আগ্রহীদের রেজিস্ট্রেশন লিংক:
https://ashfoundation.ngo/events/register/27/?country=Bangladesh

15/12/2024

Winter is for marriage,
not for Sleeping 😎

কত সৌভাগ্য আপুটার, একজন সৎ, অসাধারন ব্যক্তিত্ব এবং ভালো মনের মানুষকে সারা জীবনের জন্য পাশে পেয়েছে 🌿💙
03/08/2024

কত সৌভাগ্য আপুটার, একজন সৎ, অসাধারন ব্যক্তিত্ব এবং ভালো মনের মানুষকে সারা জীবনের জন্য পাশে পেয়েছে 🌿💙

21/06/2024

আপনার বয়স ৩০ মানেই আপনার অন্তত একটা মন ভাঙার গল্প আছে। হঠাৎ একদিন দেখবেন যে মানুষটা একসময় আপনাকে কষ্ট দিয়েছে,সেই মানুষটা অথবা সেই মানুষগুলো অনেক ভাল আছে। আর আপনার তখন মনে হবে দিজ ইজ নট ফেয়ার।

আমাদের সবার জীবনেই এমন একটি মুহূর্ত এসেছে যখন আমরা ভেবেছি আর বেচে থেকে লাভ কি ? তার উপর আপনি যদি একজন ৩০ বছরের অবিবাহিত নারী হন তাহলে তো আর কথাই নাই। আপনি জীবিত থাকলেও কিছু অঘোষিত নিয়ম আপনার আত্মবিশ্বাস কেড়ে নিবে।

ডিপ্রেশন ইস রিয়েল, আমাদের আসেপাশে অনেকেই এই রোগে ভুগছেন কিন্তু তারা হয়তো নিজেরাই জানেন না।ডিপ্রেশনের কোনো স্পেসিফিক সিম্পটম নেই, চোখের দেখায় বুঝা জায়না এবং এইকরণেই আমাদের প্রিয়জনদের আচারণে যদি পরিবর্তন দেখা যায় কিংবা অস্বাভাবিক লাগে তাহলে তার সাথে মন খুলে কথা বলার চেষ্টা করুন এবং ডাক্তারি পরামর্শ নিতে সহযোগিতা করুন।

Mehazabien Chowdhury

06/11/2023

#পাত্র_চাই

পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ:
বয়স : ২৩
উচ্চতা: ৫.৩"
শিক্ষা: অনার্স রানিং
বৈবাহিক অবস্থা: শর্ট ডিভোর্স

ঠিকানা: পাবনা

আগ্রহী পাত্রপক্ষ যোগাযোগ এবং বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন ❤️‍🩹

#পাত্র #পাত্রী

02/11/2023

জ্বীনা ব্যভিচার থেমে নেই।
থেমে আছে শুধু বিয়েটা !?
যৌবন ফুরিয়ে যাচ্ছে হারামেই !?
হালাল করে পাওয়াটাই নিষিদ্ধ !?

দুনিয়ার স্বার্থে বধির হয়ে যাওয়া আমাদের অভিভাবকরা !?

জ্বীনা ব্যভিচার যাই করুক, তারপরও প্রতিষ্ঠিত হোক !!? হালাল বিয়ে কে মেনে নিবে না। অবাধ যৌনতার উৎসব কে এরা নিয়ম বানিয়ে নিয়েছে !?

কিন্তু বিয়ের উচ্চারণ পর্যন্ত করা যায় না !!

30/10/2023

পাত্রী চাই 🧕

পাত্রের সংক্ষিপ্ত বিবরণ:

জন্ম তারিখ:৩৩
শিক্ষাঃ বি.এ.
গায়ের রং : ফর্সা
উচ্চতা:৫.৬"
পেশা: চাকুরী ও ব্যবসা
বৈবাহিক অবস্থা: শর্ট ডিভোর্স

পারিবারিক তথ্য :

পিতা: সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা
মা: গৃহিণী

ভাই: লন্ডন সিটিজেনশিপ ( চাকরিজীবী )
বোন: বিবাহিত

বর্তমান ও স্থায়ী ঠিকানাঃ সদর, টাঙ্গাইল ।

পাত্রীকে অবশ্যই ধার্মিক, নামাজি, শিক্ষিত হতে হবে এবং টাঙ্গাইল জেলায় হলে ভালো হয় ।

আগ্রহী পাত্রীপক্ষ যোগাযোগ এবং বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন ❤️‍🩹

#পাত্র #পাত্রী

26/10/2023

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম

#পাত্রী চাওয়ার জন্য পোস্ট (Real post)

bride

যারা বিয়ের ব্যাপারে সিরিয়াস এবং পারিবারিকভাবে কথা বলে আগাতে পারবেন শুধু তারাই যোগাযোগ করবেন।কালক্ষেপণ করার জন্য কেউ যোগাযোগ করবেন না।

যেমন #পাত্রী #প্রত্যাশী:

#অবিবাহিত, #স্বনামধন্য পাবলিক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম #অনার্স সম্পন্ন, পেশা হিসেবে #মানানসই চাকরিজীবী, যেমন- #শিক্ষিকা; #ডাক্তার; #ডেন্টিস্ট, বা অন্যান্য; #ধার্মিক, #মার্জিত, #পরিবারকেন্দ্রিক,
#বর্তমান ঠিকানা এবং কর্মস্থল-ঢাকা, #মানানসই #উচ্চতা হলে ভালো হয়। এছাড়াও #বয়সের পার্থক্য ৩-৭ বছর কম হলে ভালো হয়।

#পাবলিক বিশ্ববিদ্যালয় / #সরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন #প্রথমশ্রেণীর সরকারি চাকুরিরত পাত্রের জন্য সুশিক্ষিত, ধার্মিক এবং মার্জিত পাত্রীর সন্ধানে:

পাত্রের নাম: পরে জানানো হবে।
পাত্রের বয়স: ৩০ বছর।
পাত্রের পেশা: #৯ম গ্রেডের চাকুরিজীবী ( #সরকারি)।
পাত্রের #কর্মস্থল #ঢাকায় অবস্থিত। এছাড়াও পাত্রের জন্মস্থান, বেড়ে ওঠা এবং পড়াশোনা #ঢাকাকেন্দ্রিক।
পাত্র, ঢাকা বোর্ডের একটি স্কুল থেকে ২০১০ সালে #এসএসসি এবং ঢাকা বোর্ডের একটি কলেজ থেকে ২০১২ সালে #এইচএসসি পাশ করেছেন।
বৈবাহিক অবস্থা: #অবিবাহিত।
উচ্চতা: ৫ ফুট ৭ ইঞ্চি।
গায়ের বর্ণ: শ্যামলা।
পাত্র ও তার পরিবার ঢাকায় থাকেন।
স্থায়ী ঠিকানা: ঢাকা বিভাগের একটি জেলা।
পাত্রের তিনজন বড় ভাই আছেন। তিন ভাই বিবাহিত এবং চাকুরীজীবী। বড় দুই ভাই ইউরোপের দুই দেশে থাকেন। বোন নেই।

এছাড়াও পাত্রের অন্যান্য তথ্যাদি আগ্রহীদের জানানো হবে।

আগ্রহীরা পাত্রীর বায়োডাটাসহ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন:
.com

ধন্যবাদ।

26/10/2023

'বিসমিল্লাহির রাহমানির রহিম'
আসসালামুলাইকুম

🔸ঘরের রাণী চাই🔸
আমার ছায়ার পাশে আরেকটা ছায়া হোক, তার সাথে আমার বিচ্ছেদ নয়, আটকে রাখার মায়া হোক।
শুধু মাত্র নারীর ব্যাহিক সৌন্দর্য পুরুষ আটকায় না। পুরুষ আটকায় নারীর দায়িত্বে, সময়, যত্নে, বিশ্বাস,সংসারে প্রতি মনযোগী ও সুন্দর ব্যবহারে, ভালোবাসায় আর সম্মানে।এমন গুণসম্পন্ন নারীকে ঘরের রাণী করার জন্য এই পোস্ট।

⚫ নিজের_সম্পর্কেঃ⁣⁣⁣⁣⁣
আমি সফট এবং ইমোশনাল একজন মানুষ।কখনো উপকার ছাড়া কারোর অপকার কিংবা ক্ষতি করার মানুষিকতা নাই। হালাল উপর্জান করার এবং সৎ ভাবে জীবনযাপন করার চেষ্টা করি।
আমি চাই আল্লাহ তায়ালা যেন আমাকে আমার চরিত্রের মতই একজন মানুষ জীবনসঙ্গী হিসেবে দান করুক।
⁣⁣⁣⁣⁣⁣⁣
⚫ পাত্রের বিবরণঃ⁣⁣⁣⁣⁣
➡️নাম: মো: নাহিদ হোসেন ইভেন
➡ জন্ম সালঃ ১৯৯২ (আসল)
➡ বৈবাহিক অবস্থাঃ শর্ট ডিভোর্স।⁣⁣⁣⁣⁣
➡ উচ্চতাঃ ৫ ফুট ৮ ইঞ্চি⁣⁣⁣⁣⁣
➡ ওজনঃ ৭৬ কেজি আনুমানিক⁣⁣⁣⁣⁣
➡ রক্তের গ্রুপঃ B+⁣⁣⁣⁣⁣
➡ ধর্মঃ ইসলাম⁣⁣⁣⁣⁣
➡ জাতীয়তাঃ বাংলাদেশি⁣⁣⁣⁣⁣
➡ গায়ের রঙ ও গঠন : উজ্জ্বল শ্যামলা,গঠন আলহামদুলিল্লাহ মানানসই।
➡ নন-অ্যালকোহলিক⁣⁣⁣⁣⁣
⁣⁣⁣⁣⁣⚫ শিক্ষাঃ⁣⁣⁣⁣⁣
শিক্ষাগত যোগ্যতা : MBA ( ম্যানেজমেন্ট বিভাগ)
⁣⁣⁣⁣⁣⚫ পেশাঃ চাকরিজীবী ,স্বাস্থ্য অধিদপ্তর ( কম্পিউটার অপারেটর হিসেবে আছি ERPP প্রজেক্ট)
⁣⁣⁣⁣⁣⚫ ঠিকানাঃ⁣⁣⁣⁣⁣
➡ স্থায়ীঃ মাদারিপুর তবে জন্ম থেকেই ঢাকায় থাকি আমরা যাওয়া হয় না। ঢাকাতেই আলহামদুলিল্লাহ নিজেদের ফ্ল্যাট কিনেছি।
➡ বর্তমানঃ ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্ত্বর (নিজেদের ফ্ল্যাট )⁣⁣⁣
⁣⁣⁣⁣⁣⚫পারিবারিক তথ্যঃ⁣⁣⁣⁣⁣
➡ বাবাঃ আমার বাবা অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন । তিনি ২০১১ সালে মৃত্যুবরণ করেন।⁣⁣⁣⁣⁣
➡ মাঃ মৃত এই জানুয়ারি মাসে ইন্তেকাল করেছেন 😭
➡ ভাই-বোনঃ ভাই আমি একা আর আমার ৩ বোন। বড় আপু আমার সাথে ই থাকেন অবিবাহিত এবং জব করেন তিনি। বাকি দুই বোন বিবাহিত শশুরবাড়ি থাকেন।
⁣⁣⁣⁣⁣⚫ অর্থনৈতিক অবস্থাঃ ⁣⁣⁣⁣মধ্যবিত্ত পরিবার এ জন্ম আর বেড়ে ওঠা। নিজেদের বাসস্থান বলতে একটি ফ্ল্যাট রয়েছে।আলহামদুলিল্লাহ সচ্ছল পরিবার।
⁣⁣⁣⁣⁣

😎🙂আমি যেমনঃ👇

বন্ধুসুলভ, মিশুক,চঞ্চল,সত্যবাদী, ফ্রী আর ওপেন মাইন্ড এর, শান্তশিষ্ট, ঝগড়াঝাটি অপছন্দ করি,বাস্তবতায় বিশ্বাসী,মিথ্যা কথা অপছন্দ বলিও না সহ্য করতেও পারি না।সরাসরি কথাবার্তা পছন্দ করি।যৌতুক ও অধিক পরিমাণে কাবিনের বিরোধী অবশ্যই। কোন যৌতুক নিব না আর কাবিননামা সীমিত ভাবে ছেলের ইনকাম এর উপর ভিত্তি করে দেওয়া হবে ইনশাআল্লাহ। একটা সুন্দর সংসার এর জন্য কাবিননামা কোন মূল ভূমিকা পালন করে না আমার মতে।যাদের কাবিননামা নিয়ে প্রবলেম আছে তাদের যোগাযোগ না করার জন্য অনুরোধ করছি।

🧝‍♀️যেমন পাত্রী খুঁজছিঃ👇

🤲💓অবশ্যই সত্যবাদী, ভালো মন মানসিকতার ,উত্তম চরিত্রের অধিকারী, মিশুক, চঞ্চল, সব পরিবেশে মানিয়ে নিতে পারবে এবং সংসার গুছিয়ে রাখবে, স্বামী সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে ,নিজের মতো সব কিছুই গুছিয়ে নিবে। হাসিখুশি, উদার মনের মানুষ। দেখতে মানানসই, নামাজি, দ্বীনদার , বোরখা হিজাব নিকাপ পরার অভ্যাস থাকলে ভালো, না থাকলেও প্রবলেম নাই, ঈমান ঠিক থাকতে হবে এবং আল্লাহর পথে চলতে হবে এবং আমাকেও এই বিষয়ে শাসন করে উৎসাহ দিতে হবে । উচ্চাকাঙ্ক্ষা ও উচ্চাবিলাসি যাদের চিন্তাভাবনা তারা দয়া করে নক করবেন না। কম বেশি রান্নাবান্না জানা থাকলে ভালো। চাকরিজীবী হলে ভালো হয় সংসার সুন্দর করে অতিবাহিত করা যাবে নিজেদের। এক পুরুষে আসক্ত মেয়ে চাই বউ হিসেবে এবং ইসলামের নিয়ম কানুন মেনে জান্নাতে যেতে চাই তার হাত ধরে। সোস্যাল মিডিয়া অতিরিক্ত আসক্তি ও চারিত্রিক পব্লেম আছে এমন কাউকে চাই না।
🤗🤗বিয়ে না করলে অর্ধেক দ্বীন অপূর্ণ থাকে। আল্লাহ' তায়ালা রিজিকে যা রাখছেন তা আসবেই।আল্লাহর উপর ভরসা রাখি আলহামদুলিল্লাহ ।
🙂🙂যাদের ইগো, জিদ আর বেয়াদব বেশি এমন কাউকে চাচ্ছি না।
😐উত্তম চরিত্রের হতে হবে আর পরিবারের মানুষদের ভালো মন মানুসিকতার হতে হবে। উচ্চাবিলাসী ও উচ্চকাঙ্ক্ষার মানুষজন নক করবেন না। কোন প্রকার যৌতুক নেওয়া হবে না আর অধিক পরিমাণে কাবিননামা হবে না।
🥲😮‍💨‍🥲 যারা সরকারি জব করে বা উচ্চবিত্ত এমন পাত্র খুঁজতেছেন তারা নক দিবেন না দয়া করে।
🤗🤗যারা দ্রুত বিয়ে করতে অনাগ্রহী তারা ইগনোর করবেন পোস্ট টি।
🔴যেমন পাত্রী চাইঃ⁣⁣⁣⁣⁣
➡️বয়সঃ ২৩-২৯ পর্যন্ত হলে ভালো হয়।
➡ উচ্চতাঃ নিন্মে ৫'২ ইঞ্চি বেশি হলে সমস্যা নেই।
➡ ওজনঃ মানানসই⁣⁣⁣⁣⁣ স্বাস্থ্য সচেতন
➡ ধর্মঃ ইসলাম⁣⁣⁣⁣⁣
⁣⁣⁣⁣⁣➡ বৈবাহিক অবস্থাঃ শর্ট ডিভোর্সি / অবিবাহিত। (অবশ্য ই সন্তান ছাড়া হতে হবে ডিভোর্স এর ক্ষেত্রে )⁣
⁣⁣⁣⁣⁣➡ জাতীয়তাঃ বাংলাদেশী।
⁣⁣⁣🔴 ঠিকানা:⁣⁣⁣⁣⁣
ঢাকার ভিতর বসবাসরত।
⁣⁣⁣⁣⁣🔴শিক্ষাঃ⁣⁣⁣⁣⁣
অর্নাস/ মাস্টার্স শেষ বা রানিং।
⁣⁣⁣⁣⁣🔴পেশাঃ যেকোন ভালো পেশা,চাকুরীজিবি বা ব্যবসা যে কোন ই হতে পারে, বা বেকার ।
⁣⁣
⁣⁣⁣আপনার সাথে মিলে গেলে আর আমাকে ভালো লাগলে অনুগ্রহকরে বায়োডাটা মেইল করুন।⁣⁣⁣⁣⁣
➡ evenahamed97@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦⁣

ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন,❤️সবার প্রতি আমার দোয়া,শ্রদ্ধা, আন্তরিকতা ও শুভকামনা রইলো.. ভুল ত্রুটি মার্জনা করবেন।

26/10/2023

Looking Groom

Bride_Details
Name: Disclose Latter
B.A (Honors) English, M.A
Assistant Teacher (English Medium School Section)
& College, Uttara – Dhaka 1230
Personal Information:
© DOB :1987
© Height : 5’2”
© Blood Group : B (+ve)
@ Marital Status : Short Divorce (Only Kabin)
© Home District : Jhalokathi
Father : L.M.A Hannan Khan
MSS (DU), M.Sc (Certi), MSU Baroda – India, PGT Syeda Bilkis Jahan (B.A)
Mother :
Nutritionist
Younger Sister: Habiba Farhana Khan Younger Brother: Md. Al Imran Khan
Teacher Asst. Engineer, Pyra Thermal Power Plant LPS School, Uttara, Dhaka Kalapara, Patuakhali
Permanent Address: Present Address:
Uttara , Dhaka – 1230.
Gazipur Sadar, Dhaka.
Expectation Groom:Looking for an educated, supportive, strong bonded family. A family where she will be treated more as a daughter. And looking for a person who is supportive, honest, responsible, caring and respect family values.
Age: 35To 45 (Plz don’t send bio data Under 35 Age)
Profession: Any Job (Private or Govt)
Marital Status: Never Married/Short divorced/Divorced (without kids)
Settled Any District ( Raised In Dhaka)
How to contact
Thank you for taking the time to read. If you find this bio-data suitable and If all of these above criteria have matched with your preference, kindly send your full bio data to the below-mentioned
[email protected]

25/10/2023

Prophet Muhammad s.a.w. said,

“Marriage is part of my sunnah, and whoever does not follow my sunnah has nothing to do with me. Get married, for I am heartened by your great numbers before the nations.

#পাত্র #পাত্রী #পাত্রীচাই

24/10/2023



𝐁𝐚𝐬𝐢𝐜 𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧:

Name: ...........
Religion: Islam
Height: 5'2"
Age: 21
Marital Status: Never Married

𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧/𝐂𝐚𝐫𝐞𝐞𝐫:
BSS honours in social science from NU (1st year) Running.
- Completed HSC in 2021
- Completed SSC in 2019
- Completed JSC in 2016.

-Present Address: Feni (Town)
-permanent Address: Chagolnaiya, Feni

𝐅𝐚𝐦𝐢𝐥𝐲 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
-Father: Unfortunately, he passed away last three year ago. He was a UP Secretary (Cox'sbazer)
-Mother: She is a dedicated housewife.

-Siblings: We are three sisters & one brother, I'm the youngest.

-Elder Sister 1 : ( Happily Married)
Occupation : Masters of Pharmacy (Noakhali Science and Technology University).

-Brother-in-law: Assistant Engineer, Energy Prima Ltd (Sylhet)

-Elder Sister 2: (Happily Married)
Occupation : Post Graduate (Accounting) Feni Government College.

-Brother-in-law: Accountant at Arrow Spreed Ltd. (Dhaka)

-Elder Brother 1: (Unmarried)
Occupation : BSC ( Electric and Electronic Engineering, EEE) CUET

𝐄𝐱𝐩𝐞𝐜𝐭𝐚𝐭𝐢𝐨𝐧:

- Never married
- The groom has to be religious, non-alcoholic, family-oriented and has to be a good human being.
- Supportive and Caring.
- Age should not exceed 29 years.
- Minimum Honours or Masters
- Any halal profession that can manage a decent family life.

- Home district: Feni, Noakhali, Chittagong, Dhaka.

𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬:

If you are really interested then please do consult with Your parents first and send me your proper diodata in the mentioned email id or knock me in messenger.

📩 [email protected]

All personal information will be disclosed later if you’re highly interested base on this info’s..Thank you for your time.

24/10/2023

পাঠাও'র ভাড়া দিতে গিয়ে দেখলাম, আমার ওয়ালেটে দুইটা ৫০০ টাকার নোট। আমি খানিকটা বিস্মিত হলাম। মাথা চুলকাই আর ভাবি-- আমার ওয়ালেটে তো ৫০০ টাকার নোট ছিল মাত্র একটি। সাথে আরো খুচরা দুইএকশ টাকা। আরেকটা ৫০০টাকার নোট তাহলে কোথা থেকে আসলো?

এই পৃথিবীতে একজন পুরুষ মানুষ মোটামুটি সব ধরনের ভার নিতে পারে। কিন্তু শূন্য মানিব্যাগ!! এটা পুরুষ মানুষের মনস্তত্ত্বকে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত করে রাখে। ভালোবাসার অভাবেও পুরুষ মানুষ অতটা কাতর হয়না, যতটা অর্থাভাব তাকে ঘিরে ধরে।

একজন পুরুষ বাইরে পাগলা ঘোড়ার মত ছুটে বেড়ায়। রাজ্যের সকল চিন্তা নিয়ে মাথা ঘামায়। কেবল একজন নারীই পারে, অশান্ত ওই মানুষটাকে শান্ত রাখতে। পুরুষের রাগ, ঘাড়ত্যাড়ামি। সবকিছু পানির মত হয়ে যায়, শুধু তার ঘরটা শান্ত থাকলে। ঘরের মানুষটাই পারে তাকে আগলে রাখতে।

এই ধরুন আমি। সবার কাছে একজন রাগী মানুষ হিসেবে পরিচিত। কিন্তু, আমি জানিনা- আজ অব্দি আমি অকারণে কোথাও রাগ করেছি কিনা! আমার কাছে,, আমার সকল রাগের ব্যাখ্যা খুব স্পষ্ট। অযৌক্তিক কারণে কিংবা কারো পায়ে পড়ে আগ-বাড়িয়ে ঝগড়া করার মত মানসিকতা নিয়ে আমি পারতপক্ষে চলি না। আমার দ্বারা কারো ক্ষতি হয়েছে কিংবা কারো হক নষ্ট হয়েছে,, আমার জ্ঞাতসারে তা প্রায় অসম্ভব। শুধু অন্যায়টা মেনে নিতে পারি না,,, এই আমার দোষ। এই দোষে কত মানুষের সাথে যে সম্পর্ক নষ্ট হলো!

সবমিলিয়ে একজন অগোছালো, রাগী আর এলোমেলো স্বভাবের মানুষ আমি। মোটাদাগে এভাবেই মানুষ আমাকে চেনে। কিন্তু এই এলোমেলো মানুষটার পেছনে একজন নারী আছেন, যিনি সযত্নে আগলে রাখেন আমাকে। আমার প্রিয় সহধর্মিণী। যে নারী আমার জীবনে আসার পর থেকে আমার এলোমেলো জীবনে গোছাল ভাব শুরু হয়েছে। নিয়ম করে খাওয়াদাওয়া, স্বাস্থ্যের যত্ন, মনের যত্ন এমনকি আমার ক্যারিয়ার- সবকিছুতে যিনি অকুণ্ঠ সমর্থন দেন, তিনি আমার সহধর্মিণী। আমার স্ত্রী।

এই নারী আমার জীবনে আসার পর থেকে আমি সময়মত ঘরে ফেরা শিখেছি। অফিস শেষ হলে অযাচিত আড্ডা এখন আর আমাকে টানেনা। মনে হয়- কেউ একজন দরজার ওপারে আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাকে খুব তাড়াতাড়ি ফিরতে হবে।

আমি আর আগের মত রাত জাগি না। খুব নিয়ম করে আমাকে ঘুম পাড়িয়ে দেয়া হয়। আমি আর আগের মত খালি পেটে ঘুরি না। খুব যত্নসহকারে আমার খাবার পরিবেশন করা হয়। অসুখ হলে ডাক্তার কাছে না গিয়ে পড়ে থাকার সুযোগ আর আমার জীবনে এখন নেই। আমাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।

আমার ধারণা,, এই যে আমার ওয়ালেটে ৫০০ টাকার একটি বাড়তি নোট। এটা তিনিই রেখে দিয়েছেন গোপনে। সম্ভবত, আমার শূন্য মানিব্যাগ আমার চেয়ে তাকে বেশি উদ্বিগ্ন করে।

লেখাটি Md. Belayet Hossain ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া .

24/10/2023

মা : শোন বাবা, কখনো যদি নিজের পছন্দে বিয়ে করিস.!

তাহলে স্ত্রী হিসেবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসিমাখা মুখকে প্রাধান্য দিস। বসের বকা খেয়ে,বাজারে দর কষাকষি করে, বাসে ঝুলে, ৩০ মিনিটে রাস্তা ২ ঘন্টায় অতিক্রম করে বাসায় ফিরে দরজায় তোর সবচেয়ে বেশি প্রয়োজন একজন হাসিমাখা মুখের নারী।❤️🌸

সংগৃহীত



BCCB Matrimonial For Heavenly Match

24/10/2023

পাত্র চাই

পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ
বয়স: ২৬
উচ্চতা: ৫.১"
গায়ের রং: শ্যামলা
শিক্ষাগত যোগ্যতা: MSS.BSS ( Jagannath University)
পেশা: Lecturer

Present address: Dhaka ( For Job)

Permanent address: Gazipur

আগ্রহী পাত্রপক্ষ যোগাযোগ এবং বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন ❤️‍🩹

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BCCB Matrimony: Find Life Partner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share