Loyal zone

Loyal zone আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অর্নামেন্টস
(6)

কানের দুল আর টিকলি সেট🥰
11/11/2023

কানের দুল আর টিকলি সেট🥰

হলুদের ব্রাইডাল, নন ব্রাইডাল গহনা👇কালার কাস্টমাইজ করা যাবে 🥰
06/11/2023

হলুদের ব্রাইডাল, নন ব্রাইডাল গহনা👇
কালার কাস্টমাইজ করা যাবে 🥰

গাজরা🥰
06/11/2023

গাজরা🥰

আমার একলা আকাশ থমকে গেছেরাতের স্রোতে ভেসে,শুধু তোমায় ভালবেসে.....🥰
11/10/2023

আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে,
শুধু তোমায় ভালবেসে.....🥰

06/10/2023

Pyaar ke liye char pal kam nahin the🤍

05/10/2023

তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান🤍

কতটা হাত বাড়িয়ে দিলে তোমার মন ধরা যায়.....!!🥀কতটা পথ পাড়ি দিলে তোমার প্রেম ছোঁয়া যায়....!!🥰
03/10/2023

কতটা হাত বাড়িয়ে দিলে তোমার মন ধরা যায়.....!!🥀
কতটা পথ পাড়ি দিলে তোমার প্রেম ছোঁয়া যায়....!!🥰

কত কথা উড়ে যায়,কত কথা মুছে যায়কত কথা মন ছুয়ে, হৃদয়ে হারায়.....🥀
02/10/2023

কত কথা উড়ে যায়,কত কথা মুছে যায়
কত কথা মন ছুয়ে, হৃদয়ে হারায়.....🥀

এই বিদায়ী শীতের বাতাস আর কুয়াশা ঘেরা আকাশ জুড়ে তুমিই আছো! এক কাপ চা-তেহ্যাঁ-তে, না-তেতুমিই আছো! আমার দুলে, ভুলে, চুলে তু...
28/09/2023

এই বিদায়ী শীতের বাতাস
আর কুয়াশা ঘেরা আকাশ জুড়ে
তুমিই আছো!

এক কাপ চা-তে
হ্যাঁ-তে, না-তে
তুমিই আছো!

আমার দুলে, ভুলে, চুলে
তুমিই আছো
সিঁথিতে, স্মৃতিতে, গীতিতে
তুমিই আছো!

কমায়, দাঁড়িতে
ক্ষমায়, শাড়িতে
আদরে, চাদরে
বুকের পাঁজরে
তুমিই আছো!

লিখেছেন পুলক অনিল

বেলা যদি শেষ হয়ে যায়যদি পালকেরা অসুখী ডানায়,যদি সন্ধ্যারও আলো নিভে আসেযদি ঘর ভাঙে বোশেখী হাওয়ায়।যদি দৃশ্যের কথা ভোলে চোখ...
27/09/2023

বেলা যদি শেষ হয়ে যায়
যদি পালকেরা অসুখী ডানায়,
যদি সন্ধ্যারও আলো নিভে আসে
যদি ঘর ভাঙে বোশেখী হাওয়ায়।
যদি দৃশ্যের কথা ভোলে চোখ
যদি মাঝরাতে অচেনা কুহক
ডেকে বলে—
কোথাও থাকে না কেউ হেরে গেলে বাজি,

জেনো, তবু আমি আছি।

~ সাদাত হোসাইন

অর্ডার কনফার্মের জন্য আপুকে কল দেয়ার পর যখন বললো ভালোভাবে চেক করে দিয়েন আপু।সব যেন ঠিক থাকে।তখন আমি আবার পলি খুলে চেক কর...
25/09/2023

অর্ডার কনফার্মের জন্য আপুকে কল দেয়ার পর যখন বললো ভালোভাবে চেক করে দিয়েন আপু।
সব যেন ঠিক থাকে।

তখন আমি আবার পলি খুলে চেক করেছি।
যেকোনো বিষয় নিয়েই আমি অতিরিক্ত চিন্তা করি।
এটা আমার একটা সমস্যা ও বলা যায়।
শুধু পেইজের প্রোডাক্ট না, কাউকে কিছু গিফট করলেও আমি চিন্তায় থাকি পছন্দ হবে কি না।
যা ই হোক উনি হাতে পাওয়ার পর আমাকে একদম চিন্তামুক্ত করে দিলেন আলহামদুলিল্লাহ❤️

কন্ঠে তোমার পরাবো বালিকাহংস-সারির দুলানো মালিকাবিজলী জরীণ ফিতায় বাঁধিবমেঘ রঙ এলো চুল।মোর প্রিয়া হবে এসো রানিদেব খোঁপায...
25/09/2023

কন্ঠে তোমার পরাবো বালিকা
হংস-সারির দুলানো মালিকা
বিজলী জরীণ ফিতায় বাঁধিব
মেঘ রঙ এলো চুল।

মোর প্রিয়া হবে এসো রানি
দেব খোঁপায় তারার ফুল

চুলের খোপা যেমন আছে, তেমন করে রাখো...মেঘ কালো চুল সরিয়ে কেন সূর্যটাকে ঢাকো🥰আর্টিফিশিয়াল ফুলের গহনার বিশেষ সুবিধা হলো এগ...
22/09/2023

চুলের খোপা যেমন আছে, তেমন করে রাখো...
মেঘ কালো চুল সরিয়ে কেন সূর্যটাকে ঢাকো🥰

আর্টিফিশিয়াল ফুলের গহনার বিশেষ সুবিধা হলো এগুলো বহুবার ব্যবহার করা যায়। নষ্ট হয়না।
সেজন্যই হলুদে, পুজোয়, ফাল্গুনে, পহেলা বৈশাখে আমরা আর্টিফিশিয়াল ফুলের গহনা, ক্রাউন, খোঁপা পরি🥰

এক বেডি আমারে হু*মকি ধা*মকি দিয়া পেইজে মডারেটর হয়ছে।সে নাকি সব লাল থেকে সবুজ করে দিবে।দেখি সে কি করে🥱এখন থেকে সে নাকি পে...
12/09/2023

এক বেডি আমারে হু*মকি ধা*মকি দিয়া পেইজে মডারেটর হয়ছে।
সে নাকি সব লাল থেকে সবুজ করে দিবে।
দেখি সে কি করে🥱
এখন থেকে সে নাকি পেইজে রেগুলার থাকবে।

★★দৃষ্টি আকর্ষণের জন্য ব্যবহৃত ছবি আমাদের ক্লায়েন্টের 🤍

16/07/2023

teri aakhon ke dariya ka......🤍

10/07/2023

আমার ভীষণ পছন্দের গান এটা।
ভ্রমর কইয়ো গিয়া🤍

আলহামদুলিল্লাহ রিভিউ ❤️
09/07/2023

আলহামদুলিল্লাহ রিভিউ ❤️

আপু বলেছিলেন গহনা খুব সুন্দর হয়েছে। বলেছিলেন ফটোগ্রাফার ছবি দিলে দিবেন আমাকে। পরে আমার ও আর খেয়াল নেই।আজকে হঠাৎ ছবিগুলো ...
09/07/2023

আপু বলেছিলেন গহনা খুব সুন্দর হয়েছে। বলেছিলেন ফটোগ্রাফার ছবি দিলে দিবেন আমাকে।
পরে আমার ও আর খেয়াল নেই।
আজকে হঠাৎ ছবিগুলো আপু দিলেন। দেখে আমি তো পুরাই অবাক😱
গ্রুপ ছবিটার দিকে কতক্ষণ তাকিয়ে রইলাম আমি, কি সুন্দর লাগছে 😍

তোমার নামের প্রথম অক্ষর অনুযায়ী তুমি আমার কাছে কি চাও?A= চিপস B= ১ কাপ চাC= চকোলেট D= ১ টা গোলাপE= এন্ড্রয়েড ফোন F= ১ প্...
30/04/2023

তোমার নামের প্রথম অক্ষর অনুযায়ী তুমি আমার কাছে কি চাও?

A= চিপস
B= ১ কাপ চা
C= চকোলেট
D= ১ টা গোলাপ
E= এন্ড্রয়েড ফোন
F= ১ প্লেট ফুচকা
G= হাওয়াই মিঠাই
H= একটা হাত ঘড়ি
I= আইফোন 13
J= ডেইরি মিল্ক
K= ১ ডজন চুড়ি
L= ফোন নাম্বার
M= বেলি ফুলের মালা
N= শাড়ি
O= ১ প্লেট কাচ্চি
P= পায়েল
Q= সারপ্রাইজ গিফট
R= বন্ধুত্ব
S= ১টা ট্যুর
T= ভালোবাসা
U= থাপ্পড়
V = ১ টা ওয়ালেট
W= ১ কাপ কফি
X= কষ্ট
Y= কক্সবাজার ট্যুর
Z= এমবি রিচার্জ
😜

বেলির গাজরা টা সত্যিই দারুণ 🥰
27/04/2023

বেলির গাজরা টা সত্যিই দারুণ 🥰

08/03/2023

অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন👇

নিউমার্কেটে, আমার এক বন্ধুর একটা শাড়ির দোকান আছে

একদিন সে কথা প্রসঙ্গে বলছে, ‘দোস্ত আর বলিস না... আমার দোকানের ২০ জন কর্মচারীর মধ্যে ১৭ জনের কাজই হলো মহিলারা এসে যে শাড়িগুলো বেহুদা আউলা ঝাউলা করে যায়, সেগুলো ভাঁজ করা

মহিলারা এসে 'সেইম ডেজাইনে অন্য কালার দেখান তো' আর 'অন্য ডেজাইনে সেইম কালার দেখান তো' বলতে বলতে মিনিমাম শখানেক শাড়ি আউলা ঝাউলা করে ১ টা কিনে... দেশটা আগাইবো কেমনে দোস্ত আমারে বুঝা তো??’

আমি বললাম, “এক কাজ কর, দোকানে একটা সাইনবোর্ড লাগা, 30% discount if u select in 5 minutes ... দেখ ট্রিকটা কাজে দিলেও দিতে পারে”
.. খুশিখুশি সেদিনের আড্ডা শেষ হলো

দুইদিন পর সে ভীতসন্ত্রস্ত হয়ে ফোন দিয়ে বলল, ‘দোস্ত দেশ আগাইবো কেমনে? তোর ট্রিক তো ওমেন ব্রেইনের কাছে ফেইল মারসে’

‘’কেন?’’

‘অফার থাকার পরেও মহিলারা দোকানে আসে, এসে ৩/৪ ঘন্টা বসে হাজারখানিক শাড়ি নামায়ে মনেমনে একটা শাড়ি পছন্দ করে... পছন্দ করা শেষ করে সেটা না কিনে উঠে বের হয়ে যায়

তারপর বাইরে কিছুক্ষন হাঁটাহাঁটি করে চটপটি ফুচকা খেয়ে এসে আমার দোকানে এসে ঠোট বাঁকায়ে বলে, ‘'ভাইয়া ভাইয়া সেই 30% discount if u select in 5 minutes অফারটা কি এখনও আছে?...থাকলে কোণার মেরুন শাড়িটার নিচের হালকা জলপাই কালারের শাড়িটা কুইক দেন তো...ঝটপট নিয়ে নেই... ডিস্কাউন্টটা নিতে চাইলে সময় তো ৫ মিনিটই নাকি? ভাইয়া?’

“বুঝ অবস্থা... এখন আমার ২০ জনের মধ্যে আমি শুদ্ধা ২১জনই শাড়ি ভাঁজ করতে বিজি… দেশ আগাইবো কেমনে?”

… শাড়ির দোকানের বদৌলতে, সে মোটামুটি নারীদের উপর একটা থিসিস করে ফেলেছে

একদিন সে বলছে, দোস্ত কোন নারী যদি তোর দিখে সুরু চোখে বলে, ‘কি বললেন?’

তার মানে কিন্তু না যে সে তোর কথা শুনে নাই

তার মানে, সে তোরে একটা চান্স দিলো তোর স্টেইটমেন্ট চেইঞ্জ করার

‘ভাইয়া এই শাড়ির দাম কত?’

“এগারো হাজার টাকা”

‘কি বললেন????’

“সাড়ে ৯ হাজার টাকা”

‘হু এখন ঠিক আছে’
.. দেশ আগাইবো কেমনে?

সবাইকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে’এর ডোমেস্টিক শুভেচ্ছা

এদেশের নারীদের মত 'ধৈর্যশীল' 'রুচিশীল' 'বুদ্ধিমতী' এবং 'কি বললে?' বলে স্টেটমেন্ট চেইঞ্জ করার একটা শেষ চান্স দিয়ে রাখা নারী, পৃথিবীর আর কোথাও বোধহয় নেই

রুচিশীল কেন?

এই যে তারা আমার-আপনার 'সেইম ডেজাইনে অন্য কালার' বা, 'অন্য ডেজাইনে সেইম কালার' মার্কেটে এভেইলেবল থাকার পরেও আপনাকে-আমাকেই বেঁছে নিয়েছে হাজবেন্ড হিসেবে... বা, বয়ফ্রেন্ড হিসেবে বা, বন্ধু হিসেবে

তাই… তাদের ‘তার একদম রুচি নাই’ বলে আসুন নিজে ধরা না খাই

বিশ্বায়নের যুগে এমন চমৎকার চার কোয়ালিটি সম্পন্ন নারী দ্বারা বেষ্টিত থাকার সুযোগ, সব জাতির ভাগ্যে হয় না
.. শুভেচ্ছা সবাইকে

লিখেছেন Arif R Hossain

হ্যালো গার্লস 🙋‍♀️Loyal zone group এ আপনাদের আমন্ত্রণ❤️মাহি, মিম, পরীমনি উনারা যে পরেছেন প্রতিটা গাজরা ই আমাদের পেইজে আছ...
08/03/2023

হ্যালো গার্লস 🙋‍♀️
Loyal zone group এ আপনাদের আমন্ত্রণ❤️

মাহি, মিম, পরীমনি উনারা যে পরেছেন প্রতিটা গাজরা ই আমাদের পেইজে আছে।

এমনিতে শুধু গাজরার ছবি তুললে এতোটা ফুটে না। কিন্তু কারো পরনে ছবি তুললে বুঝা যায় কতটা সুন্দর গাজরা গুলো🥰

মিমের খোঁপায় চেরি ফুলের গাজরা টা 😍আপনারা হয়তো ভাবছেন নায়িকাদের ছবি দিচ্ছি🥴কিন্তু মিলে গেলে আমি কি করবো🤷‍♀️গোলাপ ছাড়া ও দ...
06/03/2023

মিমের খোঁপায় চেরি ফুলের গাজরা টা 😍
আপনারা হয়তো ভাবছেন নায়িকাদের ছবি দিচ্ছি🥴
কিন্তু মিলে গেলে আমি কি করবো🤷‍♀️

গোলাপ ছাড়া ও দেয়া যাবে, গোলাপ সহ ও দেয়া যাবে।

ওঁকে ঘিরেই আমার জগৎ। আমি যে ওঁকে ভালোবাসি তা ওঁর রূপের জন্য ও নয়, গুণের জন্যও নয়। ভালো না বেসে থাকতে পারিনা বলে বাসি। এই...
05/03/2023

ওঁকে ঘিরেই আমার জগৎ।
আমি যে ওঁকে ভালোবাসি তা ওঁর রূপের জন্য ও নয়, গুণের জন্যও নয়।
ভালো না বেসে থাকতে পারিনা বলে বাসি।
এই ভালোবাসাটুকুই আমার প্রাণের পিদিমকে জ্বেলে রাখে।

এসব আমি কাউকে বলতে পারবোনা। ওঁকে ও নয়। আমার শ্বাসে-প্রশ্বাসে মিশে থাকে ওঁর চিন্তা।

গয়নার বক্স 📖
শীর্ষেন্দু মুখোপাধ্যায়

এই গাজরা টা আর কারো লাগলে জানিয়ে দেন ইনবক্সে। রিস্টক করবো আবার।
05/03/2023

এই গাজরা টা আর কারো লাগলে জানিয়ে দেন ইনবক্সে।
রিস্টক করবো আবার।

পরীমনি আপুর গাজরা তো দেখলেন, এবার দেখুন মেহজাবিন আপুর গাজরা টা😍
03/03/2023

পরীমনি আপুর গাজরা তো দেখলেন,
এবার দেখুন মেহজাবিন আপুর গাজরা টা😍

এ গাজরা টা কিউট না?কারো লাগলে ইনবক্সে টোকা দিয়েন🥰
02/03/2023

এ গাজরা টা কিউট না?
কারো লাগলে ইনবক্সে টোকা দিয়েন🥰

নারী দিবস উপলক্ষে বিশেষ ছাড়😍আগামী ৮ই মার্চ নারী দিবস উপলক্ষে আমাদের পেইজের যেকোনো কেনাকাটায় ডেলিভারি চার্জে থাকছে বিশেষ ...
26/02/2023

নারী দিবস উপলক্ষে বিশেষ ছাড়😍

আগামী ৮ই মার্চ নারী দিবস উপলক্ষে আমাদের পেইজের যেকোনো কেনাকাটায় ডেলিভারি চার্জে থাকছে বিশেষ ছাড়👇

★★ডেলিভারি চার্জ ৩০ টাকা (ঢাকার ভেতরে)

★★ ডেলিভারি চার্জ ৬০ টাকা (ঢাকার বাইরে) শর্ত প্রযোজ্য।

এই অফার চলবে ৯ই মার্চ পর্যন্ত। ঢাকার বাইরে যারা ডেলিভারি চার্জের জন্য অর্ডার করতে পিছিয়ে যেতেন তাদের জন্য ও কিন্তু এটা দারুণ সুযোগ 😍😍

20/02/2023

২য় বারের চেষ্টা 😊

19/02/2023

কলকা ডিজাইন আমার ভীষণ পছন্দ কিন্তু ভালো পারিনা।
প্রথমবার ট্রাই করলাম😊

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Loyal zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Loyal zone:

Videos

Share


Other Wedding planning in Dhaka

Show All

You may also like