01/01/2025
Happy new year 2025. (জানুয়ারি মাস জুড়েই আপনাদের জন্য পজেটিভ নিউজ থাকবে)
২০২৭ সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত টানা ৫ মাসব্যাপী সার্বিয়াতে অনুষ্ঠিত হবে ইউরোপের সবচেয়ে বড় বানিজ্যিক ইভেন্ট "ইউরো-এক্সপো-২০২৭"। আর ইউরো-এক্সপো কে কেন্দ্র করে দক্ষিণ এশিয়া, দক্ষিণ আমেরিকা, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া থেকে ব্যাপক শ্রমিক নিবে নির্মাণ ও হসপিটালিটি সেক্টরে লাইক কাতার বিশ্বকাপ ফুটবল আয়োজনের আগে যেমন লোক নিয়ে ছিলো। বিস্তারিত সংখ্যা সহ খুব শীঘ্রই একটি আর্টিকেল প্রকাশ করবো ইনশাআল্লাহ।
সার্বিয়া সম্পর্কে টুকিটাকি কিছু তথ্য-
ইতিহাসে মধ্য ও দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থান এর। রাজধানীর নাম বেলগ্রেড।
বিংশ শতাব্দীর বেশিরভাগ সময় সার্বিয়া ছিল সাবেক যুগোস্লোভিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার আগে এটি দীর্ঘদিন উসমানীয় সাম্রাজ্যের অন্তর্গত ছিল।
২০০৬ সালে যুগোস্লোভিয়া রাষ্ট্রে ভাঙ্গন ধরে এবং তা থেকে আধুনিক সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, কসোভো, উত্তর মেসিডোনিয়া এবং মন্টিনিগ্রোর সৃষ্টি হয়।
প্রথমদিকে কসোভো সার্বিয়ার অংশ ছিল। কিন্তু রক্তক্ষয়ী গৃহযুদ্ধ ও ন্যাটোর হস্তক্ষেপের মাধ্যমে ২০১২ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যায় সেটি। তবে আজও কসোভোকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি সার্বিয়া।
সার্বিয়ার উত্তরে রয়েছে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও উত্তর মেসিডোনিয়া, এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনা।
সার্বিয়ার জনসংখ্যা মোটমাট ৬৯ লাখের মতো। দেশটিতে বহু ভাষার বহু জাতির লোক বসবাস করে। সেখানে মোট জনসংখ্যার ৯০ শতাংশই খ্রিস্টান ধর্মাবলম্বী, তিন শতাংশ রয়েছে মুসলিম, পাঁচ শতাংশ অন্যান্য ধর্ম এবং এক শতাংশ কোনো ধর্মের অনুসারী নয়।
সার্বিয়ার মোট জিডিপি ১৫ হাজার ৭৪০ কোটি মার্কিন ডলার। মাথাপিছু আয় প্রায় ২১ হাজার ডলার। যেখানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২ দুই হাজার ৭ শত মার্কিন ডলার।