01/12/2023
একটি বিয়ের পরিকল্পনা চাট্টিখানি কথা নয়। অনুষ্ঠান অনুযায়ী ভেন্যু খাবারের মেন্যু ঠিক করা, বর-কনের পাশাপাশি আত্মীয়-স্বজনের পোশাক কেনা, যানবাহনের ব্যবস্থা করা, নিমন্ত্রণপত্র ছাপানো, স্টেজ সাজানো, তত্ত্ব গোছানো, ছবি ভিডিও—আরো কত কী! বিয়ের অনুষ্ঠান যারা একটু সুন্দরভাবে করতে চান অথচ নিজেদের অত সময় নেই, তার জন্য আমরা আছি আপনার পাশে।
বিয়ের সব কাজের দায়িত্ব নিয়ে থাকি। বিয়ের কার্ডের নকশা থেকে শুরু করে বাসর ঘর পর্যন্ত যা যা দরকার, সবই সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে দেয়া হয়। হলুদ, বিয়ে, বউভাত, গানের জলসা, মেহেদি নাইট, —সব কিছুই ইভেন্টের প্যাকেজে রাখা হয়।
জীবনের এই দিনগুলো স্মরণীয় করে রাখতে চান সবাই। থিম ওয়েডিংয়ের ভাবনা, সে অনুযায়ী সব কিছু আয়োজন করতে পাশে পাবেন আমাদের কে। থিম হতে পারে ঐতিহ্যবাহী, সমসাময়িক বা অন্য কিছু। কেউ চান তাঁর বিয়ে হোক রাজা-রানীর মতো। তখন তাঁর সাজপোশাক থেকে শুরু করে আনন্দ আয়োজন—সব কিছুতে রাজকীয় ঘটনার ছাপ রাখা হয়। রাজকীয় সাজপোশাকের সঙ্গে বিয়ের আয়োজনে থাকে সুসজ্জিত ঘোড়ার গাড়ি। কখনো আবার বিশাল হাতির পিঠে চড়ে বউ আনতে চলেন রাজপুত্র বর।
যোগাযোগ করতে কল করুন:
০১৫৮১১৬২৩৯০
উত্তরা , ঢাকা।১২৩০