23/04/2024
কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণে অনলাইন প্রাথমিক নিবন্ধন-২০২৪ (লটারি)-এ উত্তীর্ণ প্রার্থীদের অনলাইনে চূড়ান্ত নিবন্ধন সংক্রান্ত নোটিশ
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইপিএস-এর আওতায় দক্ষিণ কোরিয়ার শিল্পখাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরিতে নিয়োগের লক্ষ্যে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী প্রার্থীগণ গত ৪ মার্চ সকাল ১০ টা হতে ৫ মার্চ ২০২৪ খ্রি. তারিখ বিকাল ৫টা পর্যন্ত বোয়েসেল এর নির্ধারিত নিবন্ধন সাইটে ১,১২,১৬০ জন প্রার্থী সঠিকভাবে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেন। সেমতে দুই ধাপে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে ১২৮৯৩+৬১০৭ =১৯০০০ জন প্রার্থীকে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
চলমান কোরিয়ান ভাষা পরীক্ষা (১১তম পয়েন্ট রিক্রুটমেন্ট) ও আসন্ন স্কীল টেস্ট শুরু এবং অন্যান্য প্রেক্ষাপটের কারণে লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিবন্ধন অনলাইনে সম্পন্ন করে প্রবেশপত্র প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট প্রার্থীদের Time, Cost and Visit (TCV) নিশ্চিত হবে।
লটারিতে উত্তীর্ণ ১৯০০০ জন প্রার্থীকে চূড়ান্ত নিবন্ধনের লক্ষ্যে আগামী ২৫ এপ্রিল সকাল ৯ টা হতে বিকাল ৫টার মধ্যে প্রকাশিত নোটিশের বি কলামে প্রার্থীর Submission ID ব্যবহার করে এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত ফি স্কিলটেস্টসহ ২৮ মার্কিন ডলার সমপরিমাণ ৩২২০/- (তিন হাজার দুইশ বিশ) টাকা + বিকাশ চার্জ ৩৭.০৩ (সাইত্রিশ টাকা তিন পয়সা) অফেরতযোগ্য বিকাশ অ্যাপ-এর মাধ্যমে প্রদান সাপেক্ষে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করে বোয়েসেল এর নির্ধারিত নিবন্ধন সাইট eps.boesl.gov.bd হতে কোরিয়ান ভাষা পরীক্ষার প্রবেশপত্র গ্রহণ করতে হবে।
উল্লেখ্য যে, লটারিতে উত্তীর্ণ ১৯০০০ জন প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীর চূড়ান্ত নিবন্ধন করার সুযোগ নেই। তথ্য গড়মিল করে কোনো প্রার্থী নিবন্ধন করলে নিবন্ধন বাতিল বলে গন্য হবে এবং আগামী ৫ বছরের জন্য কোরিয়ান ভাষা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না মর্মে কালো তালিকাভুক্ত করা হবে।
আরও উল্লেখ্য যে, কোনো প্রার্থী প্রাথমিক নিবন্ধনের সময় পাসপোর্ট নম্বরসহ অন্যান্য তথ্য ভুল দিলে বা ভুল হলে এবং পরিস্কার পাসপোর্ট কপি ও পরিস্কার ছবি (ব্যকগ্রাউন্ড সাদা) না দিলে, প্রার্থীর পাসপোর্ট/ছবির স্থলে অন্য প্রার্থীর পাসপোর্ট/ছবি হলে লটারিতে নাম আসা সাপেক্ষে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করলেও নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। এ ধরনের প্রার্থীকে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করার পরামর্শ দেয়া হলো। এক্ষেত্রে কোনো ধরণের সুপারিশ বা তদবির গ্রহণযোগ্য নয়। তাছাড়া প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান হবে এবং পরীক্ষার সময় মূল সনদ উপস্থাপন করতে হবে।
বি.দ্র.: পরীক্ষা গ্রহণ ও যাবতীয় বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। দুই সরকারের সম্পাদিত চুক্তি অনুযায়ী চূড়ান্ত নিবন্ধন, কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণ ও উত্তীর্ণ, স্কিল টেস্টে উত্তীর্ণ, রোস্টারে নাম অন্তভুক্তি, শ্রম চুক্তি ইস্যু ও পাসপোর্টে ভিসা ইস্যু-কোনো কিছুই চাকরির নিশ্চয়তা বহন করে না।