Eps Topik Korea

Eps Topik Korea manager

13/09/2024

৪০০+ ইস্যু হইছে ,,,শ্রম চুক্তি হয়েছে ৩৯৪ জন
ট্রেনিংয়ে এমডি স্যার বলছে

12/09/2024
01/09/2024

স্কিল টেস্ট কবে হতে পারে?

অক্টোবরের মাসের শেষের দিকে (২১ থেকে ৩০ তারিখের মধ্যে)

16/07/2024

"বেশি বেশি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন! কারন এর মধ্যে ধৈর্য্য ও শুকরিয়া দুটোই আছে!"

15/07/2024

🔥🇧🇩🔥
মেধায় আসতে চান?
BCS এর পাশাপাশি EPS এ আসুন ! কারণ এখানে কোটা নাই। শুধু মেধাকেই মূল্যায়ন করা হয়।
✌🇰🇷👌

22/05/2024

저는 방글라데시 사람이에요

26/04/2024

এ বছর কোরিয়া ইপিএস সিস্টেমের মাধ্যমে ১৬টি দেশের ভিতর থেকে বাংলাদেশ সহ ১০টি দেশ থেকে নির্মাণ খাতে নতুন ইপিএস কর্মী নিবে ৫,৪৪০ জন।

দেশ দশটি হলোঃ বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মঙ্গোলিয়া, চীন,উজবেকিস্তান,ভিয়েতনাম ও কম্বোডিয়া।

25/04/2024

ইপিএস সিস্টেমের মাধ্যমে গৃহকর্মী নিয়োগের কথা ছিলো সেটার জন্য ফিলিপাইন দেশকে নির্বাচিত করেছে কোরিয়া।

নতুন খাতের মধ্যে বাংলাদেশ
বনায়ন❌
মাইনিং ❌
আবাসিক হোটেল ❌
রেস্টুরেন্ট খাত ❌
গৃহকর্মী ❌

25/04/2024

২০২৩ সালের ১লা জানুয়ারী থেকে ৩১শে ডিসেম্বর,২০২৩ পর্যন্ত ইপিএস এর আওতাধীন ১৬টি দেশ থেকে ১লাখ ১৪৮ জন ইপিএস কর্মী প্রবেশ করেছে।
বাংলাদেশ থেকে এসেছিলো ৪৮০৮ জন।

24/04/2024

জরুরি নোটিশ

ইনশাআল্লাহ লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিবন্ধন অনলাইনে সম্পন্ন করে প্রবেশপত্র প্রদান কার্যক্রম আগামী ২৫ এপ্রিল ২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ৯ টা হতে বিকাল ৫টা পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট সকলকে নিবন্ধন সাইট eps.boesl.gov.bd এ নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো

❤️ UBT EXAM আমরা উত্তর দেই❤️
24/04/2024

❤️ UBT EXAM আমরা উত্তর দেই❤️

23/04/2024

কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণে অনলাইন প্রাথমিক নিবন্ধন-২০২৪ (লটারি)-এ উত্তীর্ণ প্রার্থীদের অনলাইনে চূড়ান্ত নিবন্ধন সংক্রান্ত নোটিশ

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইপিএস-এর আওতায় দক্ষিণ কোরিয়ার শিল্পখাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরিতে নিয়োগের লক্ষ্যে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী প্রার্থীগণ গত ৪ মার্চ সকাল ১০ টা হতে ৫ মার্চ ২০২৪ খ্রি. তারিখ বিকাল ৫টা পর্যন্ত বোয়েসেল এর নির্ধারিত নিবন্ধন সাইটে ১,১২,১৬০ জন প্রার্থী সঠিকভাবে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেন। সেমতে দুই ধাপে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে ১২৮৯৩+৬১০৭ =১৯০০০ জন প্রার্থীকে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

চলমান কোরিয়ান ভাষা পরীক্ষা (১১তম পয়েন্ট রিক্রুটমেন্ট) ও আসন্ন স্কীল টেস্ট শুরু এবং অন্যান্য প্রেক্ষাপটের কারণে লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিবন্ধন অনলাইনে সম্পন্ন করে প্রবেশপত্র প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট প্রার্থীদের Time, Cost and Visit (TCV) নিশ্চিত হবে।

লটারিতে উত্তীর্ণ ১৯০০০ জন প্রার্থীকে চূড়ান্ত নিবন্ধনের লক্ষ্যে আগামী ২৫ এপ্রিল সকাল ৯ টা হতে বিকাল ৫টার মধ্যে প্রকাশিত নোটিশের বি কলামে প্রার্থীর Submission ID ব্যবহার করে এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত ফি স্কিলটেস্টসহ ২৮ মার্কিন ডলার সমপরিমাণ ৩২২০/- (তিন হাজার দুইশ বিশ) টাকা + বিকাশ চার্জ ৩৭.০৩ (সাইত্রিশ টাকা তিন পয়সা) অফেরতযোগ্য বিকাশ অ্যাপ-এর মাধ্যমে প্রদান সাপেক্ষে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করে বোয়েসেল এর নির্ধারিত নিবন্ধন সাইট eps.boesl.gov.bd হতে কোরিয়ান ভাষা পরীক্ষার প্রবেশপত্র গ্রহণ করতে হবে।

উল্লেখ্য যে, লটারিতে উত্তীর্ণ ১৯০০০ জন প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীর চূড়ান্ত নিবন্ধন করার সুযোগ নেই। তথ্য গড়মিল করে কোনো প্রার্থী নিবন্ধন করলে নিবন্ধন বাতিল বলে গন্য হবে এবং আগামী ৫ বছরের জন্য কোরিয়ান ভাষা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না মর্মে কালো তালিকাভুক্ত করা হবে।

আরও উল্লেখ্য যে, কোনো প্রার্থী প্রাথমিক নিবন্ধনের সময় পাসপোর্ট নম্বরসহ অন্যান্য তথ্য ভুল দিলে বা ভুল হলে এবং পরিস্কার পাসপোর্ট কপি ও পরিস্কার ছবি (ব্যকগ্রাউন্ড সাদা) না দিলে, প্রার্থীর পাসপোর্ট/ছবির স্থলে অন্য প্রার্থীর পাসপোর্ট/ছবি হলে লটারিতে নাম আসা সাপেক্ষে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করলেও নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। এ ধরনের প্রার্থীকে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করার পরামর্শ দেয়া হলো। এক্ষেত্রে কোনো ধরণের সুপারিশ বা তদবির গ্রহণযোগ্য নয়। তাছাড়া প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান হবে এবং পরীক্ষার সময় মূল সনদ উপস্থাপন করতে হবে।

বি.দ্র.: পরীক্ষা গ্রহণ ও যাবতীয় বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। দুই সরকারের সম্পাদিত চুক্তি অনুযায়ী চূড়ান্ত নিবন্ধন, কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণ ও উত্তীর্ণ, স্কিল টেস্টে উত্তীর্ণ, রোস্টারে নাম অন্তভুক্তি, শ্রম চুক্তি ইস্যু ও পাসপোর্টে ভিসা ইস্যু-কোনো কিছুই চাকরির নিশ্চয়তা বহন করে না।

22/04/2024

জরুরি নোটিশ

লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিবন্ধন অনলাইনে সম্পন্ন করে প্রবেশপত্র প্রদান কার্যক্রম আগামী বৃহস্পতিবার সকাল ১০ টা হতে শুরু হওয়ার সম্ভাবনা আছে। উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে। এই সংক্রান্ত নোটিশ আগামীকাল এ পেইজে প্রচার করা হবে। সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হলো।

[TOPIK পরীক্ষা সংক্রান্ত নোটিশ]সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৪ সালে অনুষ্ঠিতব্য TOPIK পরীক্ষার জন্য নির্ধা...
22/04/2024

[TOPIK পরীক্ষা সংক্রান্ত নোটিশ]

সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৪ সালে অনুষ্ঠিতব্য TOPIK পরীক্ষার জন্য নির্ধারিত আসনের বিপরীতে সমান সংখ্যক পরীক্ষার্থীর Google Form আবেদন পত্র ইতোমধ্যেই জমা হওয়ায়, Google Form এর মাধ্যমে দূতাবাসে রিজার্ভেশনের আবেদন প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে ।

যারা Google Form পূরণ করে রিজার্ভেশন নিয়েছেন, তাদেরকে নির্ধারিত তারিখে ( ২৭ এপ্রিল, ১ লা মে, ৪ ঠা মে) রিজার্ভেশন শ্লিপে উল্লেখিত সময়ের ১০ মিনিট আগে Google Form পূরণের মাধ্যমে প্রাপ্ত কনফার্মেশন মেইলের প্রিন্ট কপিসহ দূতাবাসের সামনে উপস্থিত থাকতে হবে। দূতাবাস থেকে কোন ধরনের কনফার্মেশন মেইল পাঠানো হবে না।

** ডিপ্লোমেটিক এলাকা বিধায়; কেউ নির্ধারিত সময়ের অনেক আগে এসে অহেতুক ভীড় করলে তাকে ভিতরে ঢুকতে দেয়া হবে না।

এই TOPIK পরীক্ষা EPS TOPIK পরীক্ষার থেকে সম্পূর্ণ আলাদা।

এই TOPIK পরীক্ষার সার্টিফিকেট EPS Visa(E-9) পাওয়ার জন্য কোন কাজে আসবে না ।

EPS Visa(E-9) এর জন্য EPS TOPIK পরীক্ষার সার্টিফিকেট লাগবে।

EPS TOPIK পরীক্ষা সংক্রান্ত মে কোন তথ্যের জন্য BOESL ( https://boesl.gov.bd ) এর সাথে যোগাযোগ করতে হবে।

** আগামী ১৩ জুলাই ছাড়া ২০২৪ সালে আর কোন TOPIK পরীক্ষা অনুষ্ঠিত হইবে না।

** পরবর্তী TOPIK পরীক্ষার সময়সূচি ফেব্রুয়ারি, ২০২৫ এর পর ঘোষণা করা হবে।

সবার জন্য শুভকামনা ।

22/04/2024

আজ থেকে শুরু হলো, কোরিয়া মালিক পক্ষের শ্রমিক নিবার্চনের জন্য বছরের ২য় ধাপে আবেদন,আল্লাহ আপনি রোস্টার ভুক্তের স্বপ্ন পূর্ণ করে দেন.

21/04/2024

জরুরি নোটিশ

লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিবন্ধন অনলাইনে সম্পন্ন করে প্রবেশপত্র প্রদান কার্যক্রম এ সপ্তাহ শেষে হওয়ার সম্ভাবনা আছে। উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে। এই সংক্রান্ত নোটিশ শীঘ্রই এ পেইজে প্রচার করা হবে। সংশ্লিষ্ট সকলে প্রস্তুত আছেন?

18/04/2024

আলহামদুলিল্লাহ, বাংলাদেশের কোরিয়া ভাষার শিক্ষার মান উন্নয়ন হচ্ছে দিন দিন.. গত রেজাল্ট এবং আজ সহ ৩ দিন যে পরীক্ষা হচ্ছে আলহামদুলিল্লাহ খোঁজ খবর নিয়ে দেখলাম ১৬৫+ স্কোর হচ্ছে বেশিরভাগ.. ইনশাল্লাহ দেখা যাচ্ছে এবার স্কেল টেস্টে ডাক পেতে হলে অবশ্যই একটি ভালো মার্ক অর্জন করতে হবে.. যাদের পরীক্ষা বাকি আছে তাদের জন্য শুভকামনা রইল.. ধন্যবাদ...

Address

Dhaka Framgate
Dhaka

Telephone

+8801727375717

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eps Topik Korea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eps Topik Korea:

Share