Ghotok-ঘটক

Ghotok-ঘটক এই ব্যস্ত জীবনে কেউ আপনার জন্যপাত্র-প?

07/01/2021

আজ থেকে ৪০/৪৫ বছর আগে যে সব শ্রদ্ধাভাজন মহিলারা যৌথ পরিবার ভেঁঙ্গে স্বামী নিয়ে আলাদা থাকার প্রচলন শুরু করেছিলেন বর্তমানে তারাই শ্বশুর-শ্বাশুড়ী হয়ে ঘরে ঘরে নাতি নাতনী ছাড়া একাকী জীবন যাপন করছেন কারন তাদের ছেলে মেয়েরাও বিয়ে শাদী করে বৌ বাচ্চা নিয়ে চাকুরী/ব্যবসার দোহাই দিয়ে সন্তানাদির পড়াশোনার দোহাই দিয়ে আলাদা থাকে।

বর্তমানে যেসব ছেলে/মেয়েরা বিয়ে শাদী করে বৌ/ স্বামী-বাচ্চা নিয়ে চাকুরী/ব্যবসার দোহাই দিয়ে সন্তানাদির পড়াশোনার দোহাই দিয়ে বৃদ্ধ/বৃদ্ধা বাবা-মা শ্বশুর-শ্বাশুড়ীকে ঈদে চাঁদেও দেখতে যায়না আগামী ২০/৩০ বছর পর তাদের মৃত্যুর পর কবর হবে সিটি কর্পোরেশনের মাধ্যমে কারন তাদের ছেলে মেয়েরা বাবা-মায়ের মৃত্যুর সংবাদ শুনেও আসার সময় পাবেনা। আমার কথা বিশ্বাস না হলে ডায়েরির পাতায় ছোট্ট করে লিখে রাখেন।

আসুন আমরা এই করোনা থেকে শিক্ষা গ্রহণ করি। অহেতুক খরচ কমিয়ে সুন্নত অনুসারে বিয়ের জন্য উৎসাহিত করি।
17/11/2020

আসুন আমরা এই করোনা থেকে শিক্ষা গ্রহণ করি। অহেতুক খরচ কমিয়ে সুন্নত অনুসারে বিয়ের জন্য উৎসাহিত করি।

10/11/2020

মেয়ের বাড়ি থেকে কি দিল......?'

মেয়ে দিল।

না মানে আর কি দিল...??

আর কি দেবে?

না মানে ঐ যে খাট বিছানা তোষক আলমারি এইসব দিতে হয় না?

কোথায় লেখা আছে দিতে হয়?
আর দিতে হবে কেন? বাড়িতে তো সবই আছে। আর না থাকলেও মেয়ের বাড়ির ঘাড় ভেঙে নেব কেন? ভিখারী নাকি? নিজেদের সামর্থ্য মত ধীরে ধীরে সব কিনব।

না তাও। যতই বল্ মেয়ের বাড়ি থেকে তো এইসব জিনিস জোর করে হলেও দেয়।

হা মেয়ের বাড়ি থেকে জোর করে সব দিতে চেয়েছিলেন। আমার বাবা তখন একটা দারুণ কথা বলেছিলেন।
"মেয়ের পরিবার ছোটো থেকে কত কষ্ট করে আদর ভালোবাসা দিয়ে মেয়েকে বড় করেছেন, টাকা পয়সা খরচ করে পড়াশোনা করিয়ে মেয়েকে স্বাবলম্বী করেছেন। সেই পরিপূর্ণ মানুষ টি কে তারা ছেলের বাড়ি পাঠাচ্ছেন। ছেলের বাড়ির তো উল্টে মেয়ের বাড়িকে তার মূল্য দেওয়া উচিত।
আপনার দুর্মূল্য মেয়ের মূল্য দেওয়ার সামর্থ্য আমাদের নেই বলে মাফ করবেন। আপনারা কিছু দেওয়ার কথা তুলে আর লজ্জা দেবেন না।"
আমাদের পাল্টানোর সময় এসেছে ...
আপনাদের কি মত?

সংগৃহীত

একটা পুরুষ; তার বউ, দুই-তিন্টা সন্তান, ক্ষেত্র বিশেষে শশুর-শাশুড়ি, এতোজনের দ্বায়িত্ব কেন নেয় ? কারণ দিন শেষে সে স্ত্রীর ...
02/11/2020

একটা পুরুষ; তার বউ, দুই-তিন্টা সন্তান, ক্ষেত্র বিশেষে শশুর-শাশুড়ি, এতোজনের দ্বায়িত্ব কেন নেয় ?
কারণ দিন শেষে সে স্ত্রীর কাছে গিয়ে মানসিক ও শারিরিক প্রশান্তি খোজে।

এখন স্ত্রী মুড অফের অজুহাত দিয়ে স্বামীর সাথে মিলিত হতে না চাইলে বা অন্য কোন ঝগড়ার জেরে "বৈবাহিক ধর্ষণ" এর মামলা ঠুকে দিলে সে পুরুষ কেন এতো কষ্ট করে সংসারের ঘানি টানবে?

সে তো বরং নিত্য-নতুন মেয়ে নিয়ে ফূর্তি করাকেই বেশী নিরাপদ মনে করবে।

এটাই আসলে সেকুলাঙ্গার এবং নারীবাদিদের আসল টার্গেট। তারা চায় বিয়ে করা কঠিন হোক, ব্যাভিচার সহজ হোক এবং পরিবার ব্যাবস্থা ভেঙ্গে পড়ুক।

28/10/2020
21/10/2020

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার বাসার ছোট-বড় সবাইকে সাক্ষাত হলে নম্র-ভদ্র ভাষায় সালাম দিয়ে ভদ্রতার সুবাস ছড়িয়ে দিন। হিংস্র,অসভ্যতা এবং উগ্রতার পথ পরিহার করুন।

ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।

আপনি কি জানেন ৫০০ টাকায় এখন কি কি পাওয়া যায়।১কেজি পেয়াজ: ১০০ টাকা ১ কেজি বেগুন.১০০ টাকা২ কেজি আলু : ১০০ টাকা ৫০০ গ্রাম ...
14/10/2020

আপনি কি জানেন ৫০০ টাকায় এখন কি কি পাওয়া যায়।

১কেজি পেয়াজ: ১০০ টাকা
১ কেজি বেগুন.১০০ টাকা
২ কেজি আলু : ১০০ টাকা
৫০০ গ্রাম কাঁচা মরিচ: ১৩০ টাকা
৫০০গ্রাম সরিষার তেল : ৭০ টাকা

১০০+১০০+১০০+১৩০+৭০= ৫০০ টাকা
মাছ গোশত বাদী দিলাম

এখন ভাবুন ভাই যারা দিনে২০০,২৫০, ৩০০ অথবা ৪০০ টাকা ইনকাম করে তাদের এখন কি অবস্থা!

07/10/2020

সকল HSC
পরীক্ষার্থীদের কে
ঈদ মোবারক 😀

❑❑ ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সুদ/ মুনাফার হার ২০% নির্ধারণঃ এবার ক্রেডিট কার্ডের সুদহার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যা...
24/09/2020

❑❑ ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সুদ/ মুনাফার হার ২০% নির্ধারণঃ
এবার ক্রেডিট কার্ডের সুদহার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে কোনো ব্যাংক ক্রেডিট কার্ডে ২০ শতাংশের বেশি সুদ নিতে পারবে না। আর ক্রেডিট কার্ডে সুদ আরোপ শুরু হবে ঋণ পরিশোধের নির্ধারিত সময়ের পর। বর্তমানে ব্যাংকগুলো ৪৫ দিন পর্যন্ত ঋণ পরিশোধের সুযোগ দেয়। আর ক্রেডিট কার্ডে ঋণসীমার বিপরীতে ৫০ শতাংশের বেশি নগদ উত্তোলন করা যাবে না।
আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে ক্রেডিট কার্ড নিয়ে নতুন এসব নির্দেশনা দিয়েছে, যা কার্যকর হবে আগামী ১ অক্টোবর, ২০২০ থেকে।

24/09/2020

এই শীতে বিয়ে ও পিকনিক না করার পরামর্শ দিলেন: স্বাস্থ্যমন্ত্রী মালেক।

23/09/2020

"বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ" !!
"কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু"
প্রলোভন কেন দেয়া হয়? যেন বিপরীত দিক থেকে কোনো ঝামেলা ছাড়াই কার্য সমাধান করা যায়, তাইতো!
আর তাছাড়া প্রলোভন মানেই তো "লোভ"
এখন কেউ যদি লোভে পরে নিজের সর্বস্ব বিকিয়ে দেয় এবং পরে যদি বলে জোর করে আমার সর্বস্ব লুট করেছে এটা কিভাবে মানা যায়!
বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করে পরে যদি সেটাকে ধর্ষণের সংজ্ঞায় সজ্ঞায়িত করা হয় সেটাকে হাস্যকর ছাড়া কিছুই বলা চলে না.....
এজন্য বিবাহ বহির্ভূত সম্পর্ককে না বলুন, বিয়ে করে সমাজকে সামাজিক অবহ্ময়ের হাত থেকে রক্ষা করূন 😊
copied

Time to leave this planet
23/09/2020

Time to leave this planet

18/09/2020

একটা সময় ছিলো, যখন বাঁশির সুর শুনে মেয়েরা প্রেমে পড়তো।
আর এখন বাঁশি শুনলে ময়লার বালতি নিয়ে বের হয়।

জানি না মানুষটি কে বা কি তবে সে অসংখ্য প্রিয়জন হারানো বাঙ্গালীর প্রতিচ্ছবি।💖
13/09/2020

জানি না মানুষটি কে বা কি তবে সে অসংখ্য প্রিয়জন হারানো বাঙ্গালীর প্রতিচ্ছবি।💖

But WHY
11/09/2020

But WHY

কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক বিদ্যালয় পুন:চালু করতে প্রয়োজনীয় প্রস্ততি গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।
08/09/2020

কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক বিদ্যালয় পুন:চালু করতে প্রয়োজনীয় প্রস্ততি গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

ভাবতেই অবাক লাগে ৷৷তিনি একজন ব্যাক্তি, যিনি চাইলেই প্রতিদিন নতুন নতুন শার্ট-প্যান্ট কেনার ক্ষমতা রাখেন ৷৷ যিনি চাইলেই মা...
08/09/2020

ভাবতেই অবাক লাগে ৷৷
তিনি একজন ব্যাক্তি, যিনি চাইলেই প্রতিদিন নতুন নতুন শার্ট-প্যান্ট কেনার ক্ষমতা রাখেন ৷৷ যিনি চাইলেই মার্সিডিজ বা বিএমডব্লিউ এর সৌখিনতা ভোগ করতে পারেন ৷৷ একসময় যার বিমান চালানোর লাইসেন্স ও ছিলো ৷৷ এমনকি '60 এর দশকে তিনি ক্রেডিট কার্ড ব্যাবহার করতেন ৷৷ ভাবা যায় !! প্রিন্স চার্লস এর স্যুট যেই কারিগর সেলাই করতো, একসময় সেই কারিগরের কাছে তারও স্যুট সেলানো হতো ৷৷
ভাবা যায় ?? সেই ব্যাক্তি এখন কতটা সাদামাটা জীবন যাপন করেন ??
সেই ব্যাক্তি গত ৩০/৩২ বছর ধরে একই সার্ট ব্যাবহার করছেন, যুক্তিতে সরল স্বিকারক্তি, "সার্ট না ছিড়লে কি ইচ্ছা করে ছিড়বো? " ৷৷ তার প্যান্ট এর কয়েক জায়গায় রিপু করা ৷৷ পুরোনো মডেলের একটি গাড়িতে চলাচল করেন ৷৷

বিলাসবহুল জীবন থেকে তিনি সাধারন মানুষের বেশে সাধারন ভাবেই নিজেকে খুজে নিয়েছেন ৷৷ বিত্ত বৈভবের থেকে তার কাছে বেশি প্রিয় হয়ে উঠেছে উপেক্ষিত সাধারন জনগন ৷৷

এই জাফরুল্লাহ স্যার দের সাথে আমি আমাদের সমাজের উপরের স্তরের মানুষদের কল্পনাতেও এক করতে পারি না ৷৷
কারন জাফরুল্লাহ স্যার রা তাদের চাইতেও অনেক উঁচুতে নিজের অবস্থান করে নিয়েছেন ৷৷

অদ্ভুত ডা.জাফরুল্লাহ চৌধুরী ! ৩০ বছর ধরে পরছেন একই শার্ট ! TipTop Mart Limited সম্পাদকীয় | পর্ব: ৩৯১ Title Sponsor: About Tip Top Mart Ltd : Skin Care Cente...

Corona fact
04/09/2020

Corona fact

04/09/2020

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বিশ্বে ১৮৪তম বাংলাদেশ!

04/09/2020

অপরাধীদের বিচার চাই বলে আমরা যতোটা জোরে চিৎকার করি, রাজনৈতিক পরিচয় পেলে ততোটাই চুপসে যাই। এমনকি বিচার চাওয়ার সাহসও হারিয়ে ফেলি। বাস্তবতা হলো, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া একটা রাষ্ট্রে খুব বেশি অপরাধ হতে পারে না। কাজেই রাজনৈতিক শুদ্ধাচার জরুরী যাতে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়।

কিন্তু আইনের শাসন কী এমনি এমনি চলে আসবে? একটা কথা মনে রাখতে হবে, রাজনীতি ঠিক না হলে কোনদিন আইনের শাসন আসবে না। আর আকাশ থেকে ফেরেশতা নেমেও একটা দেশের রাজনীতি ঠিক করে ফেলবে না। সেই কাজটাও আমাদেরই করতে হবে। আর সেখানেই আমাদের যতো অনাগ্রহ।

ভেবে দেখেন, আই হেট পলিটিক্সের এই প্রজন্মের বিসিএস ক্যাডার হওয়ার প্রতি যতো আগ্রহ, যতো পরিশ্রম, রাজনীতিকে আমরা ঠিক ততোটাই অপছন্দ করি। অথচ লাখ লাখ কোটি কোটি সরকারি চাকুরে দিয়ে দেশটা খুব একটা বদলাবে না। দেশ বদলাতে হলে রাজনীতিটাই শুদ্ধ করতে হবে। এর বাইরে আর কোন বিকল্প নেই।

Shariful hasan

02/09/2020

দেশের হিন্দু বিধবারা স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন মর্মে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত একটি মামলার চূড়ান্ত শুনানি শেষে আজ বুধবার (২ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর একক বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

02/09/2020

রাশেদ নামের সৌদি আরব প্রবাসী একটা ১৮ বছরের ছেলের সাক্ষাৎকার দেখলাম। ছেলেটা শুধু আলু আর ডাল দিয়ে ভাত খেয়ে পুরো মাসের উপার্জন ৩০ হাজার টাকার প্রায় পুরোটাই দেশে মায়ের কাছে পাঠিয়ে দেয়। সে ১৭ বছর বয়সে সৌদি গিয়েছে এবং বছরখানেক হল চাকুরী করছে। নিজের জন্য সে কিছুই কিনে না, এক বেলা মাছ-মাংস পর্যন্ত খায় না।

রাশেদের সাক্ষাতকার দেখে চারিদিকে ধন্য ধন্য পড়ে গেছে। এরকম ছেলে আর হয় না। ঘরে ঘরে রাশেদ জন্ম নিক। সবাই যেন এরকমভাবে বাবা-মা আর পরিবারের সেবা করতে পারে।

এই প্রেক্ষাপটে কিছু কথা বলি। দেশ-বিদেশ দেখার অভিজ্ঞতায় আমি এরকম রাশেদ অনেক দেখেছি, যাদের জীবনকাহিনী ফেসবুক বা অনলাইনে উঠে আসে না৷

রাশেদকে বিদেশে পাঠাতে পরিবারের নিদেনপক্ষে কয়েক লাখ টাকা খরচ হয়েছে। ছেলেটা সর্বোচ্চ এসএসসি পাশ হবে, হয়ত অতটুকুও পড়তে পারেনি বা পড়তে দেয়া হয়নি। রাশেদের আর পড়ালেখা করার সুযোগ নেই, এখন হতে ওর পুরো জীবনটা কাটবে কামলা দিয়েই। আর কয়বছর কি ছেলেটাকে পড়ার সুযোগ দিয়ে আরেকটু দাঁড়াবার সুযোগ দেয়া যেত না?

রাশেদের সম্পূর্ণ উপার্জন মায়ের কাছে যেত। রাশেদের ক্ষেত্রে কি হত, কি হবে জানা ছিলনা। কিন্তু ওর বাবা মায়ের উচিত ছিল ঋণ শোধের পর উপার্জন এর একটা অংশ রাশেদের নামে সঞ্চয় করা। কোথাও বিনিয়োগ করলে রাশেদের নামে জমি কেনা এবং রাশেদের ছেলে- মেয়েদের চিকিতসার জন্যেও অর্থ বরাদ্দ রাখা।

বহু রাশেদকে দেখেছি, সব উপার্জন পরিবারকে পাঠিয়ে সর্বস্বান্ত হতে। রাশেদদের উপার্জন দিয়ে পরিবার আরাম-আয়েশ করে, অন্য ছেলে-মেয়ের পিছনে খরচ করে, অন্য ছেলে মেয়ের বিয়ের পিছনে খরচ করে এবং নিজেদের প্রয়োজনে সব টাকা খরচ করে। এসব রাশেদরা যখন বিয়ে করে, তখন তাদের বউদেরও ঠিকভাবে হাতখরচ দেয়া হয় না। দীর্ঘসময় পরিবারের জন্য আত্মত্যাগ করে রাশেদরা যখন পরিবারের কাছে যায় তখন তাদেরকে আর কেউ চিনতেও পারে না৷ এই রাশেদ তখন বউয়ের কাছেও ছোট হয়ে যায়, যখন রাশেদের বাবা-মা তাদের সংসার থেকে বিতাড়িত করে দেয়।

আশা করব, আর কোন রাশেদের জীবনে সেরকম কিছু হবে না। রাশেদ যেমন পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করেছে, রাশেদের বাবা-মাও ছেলের আত্মত্যাগ এর যথাযথ মূল্য দিবেন।

courtesy: collected এবং কিছুটা পরিমার্জিত

 #লেট_ম্যারেজ👰দিন যত যাচ্ছে বিয়েটা ততোই কঠিন হচ্ছে। এটা বিয়েশাদি না, হয়ে গেছে যুদ্ধ।একধরনের যুদ্ধ যুদ্ধ খেলা শুরু হয়েছে।...
01/09/2020

#লেট_ম্যারেজ👰

দিন যত যাচ্ছে বিয়েটা ততোই কঠিন হচ্ছে। এটা বিয়েশাদি না, হয়ে গেছে যুদ্ধ।
একধরনের যুদ্ধ যুদ্ধ খেলা শুরু হয়েছে। মাত্র ২০ বছর, হ্যা! মাত্র ২০ বছরে তুমুল চ্যাঞ্জ এসেছে সোসাইটিতে।

একটা নোংরা অস্বাস্থ্যকর প্রতিযোগিতা শুরু হয়েছে।
স্টাবলিশ লাইফ,কালারফুল কালচার, ব্রাইট ফিউচারের পেছনে সবাই ছুটছে।
ক্যারিয়ার আর গ্ল্যামারের ঝনঝনানি বাজছে পুরো সোসাইটিতে।
২৫+ অবিবাহিতা নারী ঘরে ঘরে বসে আছে।বিয়ে হচ্ছে না, জিজ্ঞেস করলে জানবেন, ভালো যোগ্যতাসম্পন্নপাত্র পাওয়া যাচ্ছে না।

যোগ্যতাবান পাত্র খুজতে খুজতে কখন যে নিজেই অযোগ্য হয়ে যাচ্ছে তার খবর কে দিবে।
বিশ বছর আগেও ২৫+ অবিবাহিতা কয়টা মেয়ে আপনি সোসাইটিতে দেখেছেন।এখন তো সংখ্যা ৪০% ছাড়িয়ে গেছে।হিউজ সংখ্যক মেয়ে বিয়ের বাকী রয়ে গেছে।আজকাল ছেলেরাও ৩০ এর আগে বিয়ে করতে চায় না।কিভাবে করবে,যে এক্সপেক্টশনের লিস্ট তার হাতে এই সোসাইটি ধরিয়ে দিয়েছে সেটা সে চাইলেও ৩০/৩৩ এর আগে পারবে না।

একটা ছেলের স্টাডি শেষ হবার পর জবে ঢুকতে মিনিমাম ২৮/২৯ বয়স হয়ে যায়।জবে ঢুকার পর ফিউচার,ক্যারিয়ার,বিয়ের দেনমোহর, খরচ এসব যোগাতে আরো ৩/৪ বছর চলে যায়। ৩৩/৩৪ এ একটা ছেলের বিয়ে করার আগ্রহ অনেকটা কমে যায়।কি কারনে কমে যায় সেটা এই বয়সের ছেলেরা খুব ভালো জানে।
একটা পুরুষ যৌবনপ্রাপ্ত হয় ১৪;১৫ তে, সে বিয়ে করে ৩৩/৩৪ এ।
একটা নারীর নারীত্ব আসে ১২/১৪ তে, সেখানে সে বিয়ে করে ২৫/২৬ এ।

এই যে লম্বা একটা বিগেস্ট গ্যাপ এটার কারন কি।মানুষ যখন কোনো কিছু সহজ পথে না পায় তখন সে বাকা পথেই চাওয়া পুরন করতে চাইবে।
এই বাকা পথের মাধ্যম ইউজ করছে ফোন, ফেবু, হোয়াটসঅ্যাপ, ইমু, ভাইবার এসবে।
এজন্য তো লিটনের ফ্ল্যাট কালচার শুরু হয়েছে।
আর এসব যখন এভাবেই পাওয়া যাচ্ছে তাহলে বিয়ে করার দরকারটাই কি।

আর মানুষ প্রচুর অপশন পাচ্ছে।সবার হাতে ২/৪ জন করে রেডি আছে।একজন চলে গেলে কোনো ব্যাপার না।অন্যজন তো আছেই।অনেকে বলবে ভালো জব, বা টাকা ইনকাম না করলে বউকে খাওয়াবে কি?

এবিষয়ে আমার কিছু কথা আছে।
আমাদের ১/২ জেনারেশন আগেও ১২/১৪ বছরের মেয়ে ১৮/২০ বছরের ছেলের বিয়ে হয়েছে।ওদের কে ছেলের বাবা খাওয়াইছে।কই তারা কি মরে গেছিলো।
ওদের বংশ থেকেই তো আমরা বর্তমান প্রজন্ম এসেছি।
উন্নত পশ্চিমা দেশের ব্যাপার অন্যরকম।

ওখানে যেমন ক্যারিয়ার আছে, ঠিক তেমনি ২০+ বয়সে ভালো জব বা কাজের ব্যবস্থা আছে।আমরা ব্রিটিশ কলোনী গোলামী সিস্টেমের পড়াশোনা করছি,যখন মানুষের অর্ধেক জীবন পার হওয়ার পর কাজ পাওয়া যায়।এটাতো ব্রিটিশ করেছিলো, আমরা যাতে সবদিক দিয়ে অকর্মন্য থাকি।৩০ এর পর বাচ্চা জন্ম নিলে সে বাচ্চা পরিপুর্ন মানসিক বিকাশ পায় না।

যাই হোক, যা বলছিলাম, ঐ ৩৩/৩৪ বছরের ছেলে যখন বিয়ের জন্য পাত্রী খুজে তখন সে সুন্দরী খোজে।কারন সে দেখেছে, ক্যারিয়ারের ক্ষেত্রে মেয়েরা আপোস করে না। সেও গ্ল্যামারে আপোষ করে না। তখন সে বিয়ে করে ১৮/২০ বছরের মেয়েকে।

এই যে লম্বা সময় গ্যাপ, তাতে ওদের না হয় মেন্টালি ম্যাচ, না হয় ফিজিকাল ম্যাচ। তার ফলে কি হয়, বিয়ের কিছু দিন পর হয় তাদের ডিভার্স হবে, না হয় সেপারেশন না হয় পরকীয়া।

আর ওদিকে ২৮/৩০ বছরের উচ্চশিক্ষিত মেয়ে,
যে এতোদিন যোগ্যতাবান পাত্র খুজে পায় নাই বা ক্যারিয়ার নিয়ে ফোকাসড ছিলো, সেও কিন্তু এতদিনে যোগ্যতাবান পাত্র পাচ্ছে, কিন্তু তার বয়সের ছাপ, আর মলিন মুখ দেখে উল্টো রিজেক্ট হচ্ছে।

শেষমেষ অন্তত প্রাইমারী স্কুল টিচার পাত্র হলেও চলবে এমন ভাবনা ভাবছে। আসলে দোষটা কারো নয়। দোষটা হচ্ছে আমাদের চিন্তার, মানসিকতার, সামাজিকতার।
যে সমাজ একজন নিরপরাধ মানুষের হত্যা ঠেকাতে পারে না, একজন মানুষের রুজির ব্যবস্থা করতে পারে না। সেটা কিসের সমাজ। সেই সমাজের কথা কেনো শুনতে হবে?

(Collected)

Everyone talks about a mother’s love But rarely talk about a fathers sacrifice
28/08/2020

Everyone talks about a mother’s love

But rarely talk about a fathers sacrifice

🤐🤐🤐
27/08/2020

🤐🤐🤐

Tibroo nindaa janai
27/08/2020

Tibroo nindaa janai

26/08/2020

- আম্মু, মেসি বার্সা ছেড়ে দিছে !

- মাসের আজকে ২৬ তারিখ, এই সময় কেউ বাসা ছাড়ে !! 🤭

বুঝছেন বিষয়টা?
22/08/2020

বুঝছেন বিষয়টা?

খুব অবাক না হলেও, কৌতুহলবসত জিজ্ঞেস করলাম,আমিঃ ভাইজান আপনার জামাটা ছিড়ে গেছে, কিন্তু এতো সুন্দর করে কে সেলাই করলো??!রিকশ...
22/08/2020

খুব অবাক না হলেও, কৌতুহলবসত জিজ্ঞেস করলাম,
আমিঃ ভাইজান আপনার জামাটা ছিড়ে গেছে, কিন্তু এতো সুন্দর করে কে সেলাই করলো??!
রিকশাওয়ালাঃ ভাই আমার বৌ করছে। এক সাহেবের লগে ঝগরা হইছিলো, হেয় টান দিয়া ছিরসে৷ আমার শাশুরি দিছিলো জামাডা। ভাই জানেন, আমার বৌয়ের না গুন আছে। অনেক কিছু বুঝে না ৷ তবুও আমি কিছু কই না। আমি খুব ভালা পাই তারে। আসলে বুঝি তো বাপ মারে রাইখা আমার লগে তাহে। আর আমি গরীব সামান্য রিকশা চালাইয়া দুইডা টাকা কামাই ৷ দুঃখ হয় তেমন কিছুই এহনও দিতে পারিনাই। কিন্তু ভাই বিশ্বাস করেন ডাইল ভাতটাও যে কি সুন্দর কইরা রান্দে। নামাজও পড়ে ৫ ওয়াক্তোইত ৷ আমারে ফজরের সময় ডাইহা দেয় ৷ অনেক গুন আছে তার।
আমিঃ আলহামদুলিল্লাহ!!! ভাইজান আপনার সুখে আমিও সুখী হলাম ৷ এখানেই রাখেন আর যেতে হবে না, ৫০ টাকা ভাঙতি দেন।
বিঃদ্রঃ ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই সে আমাকে বুঝিয়ে দিলো বউয়ের প্রতি কতটা ভালোবাসা আর শ্রদ্ধাবোধ তার ৷ সারাদিন কাজ করে ক্লান্ত হলেও বউয়ের প্রতি কতটা নমনীয় সে ৷ হতে পারো তারা স্বামী স্ত্রী গরীব ঘরের ৷ কিন্তু তাদের মাঝে থাকা ভালোবাসার পরিসীমাটা বিলগেটসের টাকার অংকের চেয়েও সীমাহীন..........
বেঁচে থাকুক প্রিয় মানুষগুলো......
~~সংগৃহিত

রাজশাহীতে ড্রেনের পানিতে মিলছে টাকাCamera:-M. Tamim
22/08/2020

রাজশাহীতে ড্রেনের পানিতে মিলছে টাকা

Camera:-M. Tamim

Spread the loveড্রেনের পানিতে ভাসছে টাকা ,কথাটা আশ্চার্য জনক শোনালেও হ্যা আসলেই ড্রেনের পানিতে ভাসছে টাকা এবং কুড়াচ্ছেন ন....

Address

Tejgaon

Telephone

+8801737572199

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ghotok-ঘটক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ghotok-ঘটক:

Videos

Share