Train Ticket Buy & Sell All Over Bangladesh

Train Ticket Buy & Sell All Over Bangladesh গ্রুপটি সুন্দর ভাবে সচল রাখতে আপনাদে?

Train Ticket Buy & Sell (Thakurgaon - Panchagarh )
গ্রুপে আপনাদের সু-স্বাগতম।
গ্রুপটি খোলা হয়েছে শুধুমাত্র আপনাদের সুবিধার্থে।
তাই গ্রুপটি সুন্দর ভাবে সচল রাখতে আপনাদের সহযোগিতা কামনা করছি।
গ্রুপটি যেহেতু টিকেট ক্রয়-বিক্রয় সংক্রান্ত তাই আপনারা যারা স্টেশনে গিয়ে টিকেট ফেরত বা প্রয়োজন মত টিকেট পান না তারাই টিকেট সেলিং গ্রুপে পোস্ট করে থাকেন।
টিকেট ক্রয়-বিক্রয়ে কোনপ্রকার বিড়ম্বনা যেন পোহাতে না হয় সে

লক্ষে সামান্য কিছু নির্দেশনা মানার জন্য আপনাদের অনুরোধ করছি।
১. টিকেট ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার নিজস্ব মোবাইল নাম্বার, যাত্রার তাং, যাত্রার তারিখ, টিকেটের ক্লাস, ট্রেনের নাম, টিকেটের ছবি ( অনলাইন কপি হলে অবশ্যই #পিন এবং নাম্বার মুছে দিতে হবে) উল্লেখ করে পোস্ট করতে হবে।
২. গ্রুপে টিকেট ক্রয়-বিক্রয় সংক্রান্তত পোস্ট ছাড়া অন্য পোস্ট এপ্রুভ হওয়ার সুযোগ নেই। কারো পোস্ট এডমিন কর্তক বাতিল হওয়ার পরেও যদি কন্টিনিউয়াসলি পোস্ট দিতে থাকেন তাহলে গ্রুপ থেকে রিমুভ করা হতে পারে।
৩. বিক্রয়ের কোন পোস্ট যদি এডমিন কতৃক ডিক্লাইন হয় তাহলে বুঝে নিবেন পোস্টে সংশোধন প্রয়োজন।
৪. রেলওয়ে কর্মকর্তা/করচারী #পাস টিকেট, সামরিক ওয়ারেন্টে ইস্যুকৃত টিকেট, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী টিকেট এর পোস্ট দেওয়া যাবে না।
৫. গ্রুপে অশালীন শব্দচয়ন করা বা কাউকে যাচাই না করে হেয় প্রতিপন্ন করা যাবে না।
গালি দেওয়া যাবে না।
৬. টিকেট ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আইডি যাচাই করার চেস্টা করবেন এতে প্রতারিত না হওয়ার সম্ভাবনা বেশি।
গ্রুপে দ্রুত সেল হওয়া বা প্রাপ্তি সবার জন্যই ভালো এর জন্য যতটুকু পারবেন আপনার লিস্টে থাকা বন্ধুদের ইনভাইট করুন
কোনোভাবেই যদি টিকেট সেল না করতে পারেন বা উপায় না থাকে সেই সময় এডমিনদের পরামর্শ নিতে পারেন।
যেকোন সমস্যা অথবা তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন গ্রুপের এডমিন, মডারেটরদের সাথে ।

আজ ০১-০৭-২০২২ ইং তারিখের ঠাকুরগাঁও টু ঢাকা স্নিগ্ধা ক্লাসের ২টি টিকিট আছে। কারো প্রয়োজন হলে নিতে পারেন।
30/06/2022

আজ ০১-০৭-২০২২ ইং তারিখের ঠাকুরগাঁও টু ঢাকা স্নিগ্ধা ক্লাসের ২টি টিকিট আছে। কারো প্রয়োজন হলে নিতে পারেন।

https://www.prothomalo.com/bangladesh/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%9F%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F...
08/05/2022

https://www.prothomalo.com/bangladesh/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%9F%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%A6%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%86%E0%A6%87%E0%A6%AC%E0%A6%BF

রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া তিন যাত্রীকে জরিমানা করায় ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামকে সাময়.....

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর/২০২২ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের গৃহীত কর্মপরিকল্পনাঃ১. এবার ঈদের অগ্রিম টিকিট ৫ দিনের হিসেবে আগ...
18/04/2022

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর/২০২২ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের গৃহীত কর্মপরিকল্পনাঃ

১. এবার ঈদের অগ্রিম টিকিট ৫ দিনের হিসেবে আগামী ২৩ এপ্রিল থেকে দেয়া শুরু হবে৷ যথাক্রমে,
২৩ তারিখে ২৭ তারিখের
২৪ তারিখে ২৮ তারিখের
২৫ তারিখে ২৯ তারিখের
২৬ তারিখে ৩০ তারিখের
২৭ তারিখে ১ মে তারিখের

২. উক্ত সময়ে সব রুটের টিকিট কমলাপুর বা বিমানবন্দরে পাওয়া যাবে না। ভির ও চাপ কমাতে রুট অনুযায়ী বিভিন্ন স্থান ভাগ করে দেয়া হয়েছে। তথা,
ক. কমলাপুরে শুধু পশ্চিমাঞ্চলের সব ট্রেনের টিকিট পাওয়া যাবে। খুলনা, রাজশাহী, রংপুর, নীলফামারি, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম রুটের সব ট্রেনের টিকিট শুধু মাত্র কমলাপুরেই পাওয়া যাবে।
খ. বিমানবন্দরে শুধু চট্রগ্রাম ও নোয়াখালী রুটের সব ট্রেনের টিকিট পাওয়া যাবে৷
গ. তেজগাঁও থেকে শুধু ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ রুটের সকল আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে৷
ঘ. ক্যান্টনমেন্ট স্টেশন থেকে শুধুমাত্র মোহনগঞ্জ গামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের টিকিট পাওয়া যাবে৷
ঙ. ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন) থেকে শুধুমাত্র সিলেট ও কিশোরগঞ্জগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে।
৩. এবার টিকিট কাটতে গেলে সাথে NID কপি নিতে ভুলবেন না। কারন এবার রেল ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক করার লক্ষ্যে "টিকিট যার ভ্রমণ তার" শ্লোগানে NID/Birth Certificate ইনফো ব্যাতিত কেউকে টিকিট দেয়া হবে না। সেই সাথে টিকিট হস্তান্তর যোগ্য নয়। আপনার টিকিটে অব্যশই আপনাকে ভ্রমণ করতে হবে। একজনের টিকিটে অন্যকেউ ভ্রমণ করলে অর্থ দন্ড সহ শাস্তির ব্যাবস্থা রয়েছে৷ আর একজন মানুষ সর্বোচ্চ ৪ টিকিট ক্রয় করতে পারবেন। তাই টিকিট কেটে ভ্রমণের ক্ষেত্রেও প্রমান হিসেবে মুল NID বা কপি সাথে রাখবেন।
৫. কাউন্টারের পাশাপাশি ৫০% টিকিট অনলাইনেও পাওয়া যাবে৷ তবে এবার কোন অ্যাপ থেকে টিকিট কাটার সুবিধা থাকছে না। শুধুমাত্র রেলের ই-টিকিট পোর্টাল থেকে অনলাইনে টিকিট কাটা যাবে৷ (https://eticket.railway.gov.bd)
৬. উক্ত সময়ে কাউন্টার থেকে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা ও অনলাইনে সকাল ৬ টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।
৭. আগামী ২৫ এপ্রিল থেকে সকল আন্তঃনগর ট্রেনের অফ ডে প্রত্যাহার করা হবে। অর্থাৎ ঈদের আগ পর্যন্ত ট্রেন গুলো প্রতিদিনই চলবে।
৮.সকল ট্রেন ঈদের দিন বন্ধ থাকবে। সেই সাথে ঈদ যেহেতু চাঁদ দেখার উপর নির্ভরশীল। তাই আগামী ২, ৩ ও ৪ মে তারিখের টিকিট বিক্রি বন্ধ থাকবে। ১ মে চাঁদ দেখার উপর নির্ভর করে উক্ত তারিখের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হবে।

৯. সকল আন্তঃনগর ছাড়াও কিছু রুটে ঈদ স্পেশাল/বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। রুট গুলো হলো,
ক. "চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম" রুটে ২ টি, চাঁদপুর স্পেশাল ১/২।
খ. "ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা" রুটে ১টি, দেওয়ানগঞ্জ স্পেশাল।
গ. "খুলনা-ঢাকা-খুলনা" রুটে ১টি, খুলনা স্পেশাল (মৈত্রীর রেক দিয়ে চলনো হবে তাই ফুল রেক এসি কোচ থাকবে)
উক্ত ট্রেন গুলোর মধ্যে শুধু "খুলনা স্পেশাল" আগামী ২৯ এপ্রিল থেকে ঈদের আগের দিন বা ১মে পর্যন্ত চলবে। এবং বাকি চাঁদপুর ও দেওয়ানগঞ্জ স্পেশাল ২৯ এপ্রিল থেকে ১ মে ও ৪ মে থেকে ৮ মে পর্যন্ত চলাচল করবে।
ঘ. ঈদের দিন শুধুমাত্র 'সোলাকিয়া স্পেশাল' নামে ২টি বিশেষ ট্রেন চলাচল করবে।
সোলাকিয়া স্পেশাল-১, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার, রুট দিয়ে।
শোলাকিয়া স্পেশাল-২, 'ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ' রুট দিয়ে চলাচল করবে।

১০. ফিরতি টিকিটঃ
১ মে ৫ মে তারিখের
২ মে ৬ মে তারিখের
৩ মে ৭ মে তারিখের
৪ মে ৮ মে তারিখের।

১১. এবার ঈদ যাত্রায় প্রতিটি আন্তঃনগর ট্রেনে শুধুমাত্র মহিলা ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য একটি করে স্বতন্ত্র কোচ সংযোজন করা হবে।
১২. প্রতিটি টিকেট বিক্রয় কেন্দ্রে একটি করে মহিলা ও প্রতিবন্ধীদের জন্য কাউন্টার থাকবে।
১৩. ঈদের অগ্রিম টিকিট অফেরৎযোগ্য। অর্থাৎ বিক্রিত টিকিট ফেরৎ নেয়া হবে না।
১৪. স্পেশাল ট্রেনের কোন টিকেট অনলাইনে পাওয়া যাবে না। শুধুমাত্র রুট অনুযায়ী স্টেশন কাউন্টার হতে বিক্রি করা হবে।
১৫. টিকিট কালোবাজারী ঠেকাতে রেলের বিশেষ মনিটরিং টিম, নিরাপত্তা বাহিনী, পুলিশ, আরএনবি, বিজিবি, র‍্যাব সর্বক্ষণিক প্রহরায় থাকবে। এছাড়াও জেলা প্রশাসক এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
১৬. বড় স্টেশন গুলোতে যেকোন পরিস্থিতিতে বা ইমারজেন্সিতে তৎক্ষণাৎ সিদ্ধান্ত গ্রহণ করার সুবিধার্থে কর্মকর্তা নিয়োগ করা হবে।
১৭. যাত্রীবাহী ট্রেন চলার সুবিধার্থে ঈদের ৩ দিন আগে থেকে অতিপ্রয়োজনীয় কন্টেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া সকল গুডস ট্রেন চলাচল বন্ধ থাকিবে। সেই সাথে যেকোন দুর্ঘটনা দ্রুত মোকাবেলায় নিজ নিজ অবস্থানে রিলিফট্রেন বা উদ্ধারকারী ট্রেন তৎপর থাকিবে।

ধন্যবাদ।

© Saeed Anowar

14/04/2022
ঢাকার ৫ স্টেশনে মিলবে অগ্রিম টিকিট, অগ্রিম টিকিট বিক্রি ও ব্যবস্থাপনার জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর চাপ কমাতে ঢাক...
14/04/2022

ঢাকার ৫ স্টেশনে মিলবে অগ্রিম টিকিট,

অগ্রিম টিকিট বিক্রি ও ব্যবস্থাপনার জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর চাপ কমাতে ঢাকা শহরের পাঁচটি কেন্দ্র থেকে টিকিট বিক্রি করা হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘কমলাপুরে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেন, ঢাকা বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেন, তেজগাঁও স্টেশনে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে। এছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেন, পুরান ঢাকার ফুলবাড়িয়া পুরাতন রেলওয়ে স্টেশন থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে।’

Apps Name: Rail Sheba (BD Railway)(Mediofia Ltd.)অনলাইন টিকেট ক্রয়ের সুবিধার্থে নতুন রেল সেবা এ্যাপস তৈরি করা হয়েছে যা গ...
12/04/2022

Apps Name: Rail Sheba (BD Railway)
(Mediofia Ltd.)

অনলাইন টিকেট ক্রয়ের সুবিধার্থে নতুন রেল সেবা এ্যাপস তৈরি করা হয়েছে যা গুগল প্লে-ষ্টোরে আপলোড করা হয়েছে। এ্যাপসটি আপনার স্মার্টফোনে ডাউনলোড করেন নিন এবং ঘরে বসে নির্বিঘ্নে ট্রেনের টিকেট ক্রয় করুন।
ধন্যবাদ।

28/03/2022

সন্মানিত যাত্রীবৃন্দ,
আসসালামু আলাইকুম

নতুন টিকিটং পদ্ধতিতে কিছু সমস্যার সৃস্টি হয়েছে। যা দ্রুত সমাধান করে যাত্রীদের টিকিট ক্রয় আরো সহজতর করার চেষ্টা করে যাচ্ছে সহজ। সবাইকে কিছুটা ধৈর্যের ধারন করাতে হবে।

ধন্যবাদ

14/03/2022

🟥 অনলাইন টিকিট বিক্রয় সাময়িক বন্ধ থাকা সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তিঃ

🔰সন্মানিত যাত্রীবৃন্দ

বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেমের সেবাদানাকারী প্রতিষ্ঠান সিএনএস থেকে নতুন সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ দায়িত্ব গ্রহণের সুবিধার্থে আগামী ২০ মার্চ ২০২২ ইং তারিখ মধ্যরাত থেকে ২৫ মার্চ ২০২২ ইং তারিখ মধ্যরাত পর্যন্ত ট্রেনের সকল প্রকার অনলাইন টিকেট বিক্রিয় বন্ধ থাকবে।
উক্ত সময়ে কাউন্টার থেকে শতভাগ টিকেট বিক্রয় করা হবে।

11/01/2022

কোভিড-১৯ ও ওমিক্রন ভ্যারিয়েন্ট বিস্তার রোধে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেন সমূহের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহন করছে।

সেই সিদ্ধান্ত অনুযায়ী-

✅ ১৫ জানুয়ারি ২০২২ তারিখ থেকে ৫০% টিকেট ইস্যু করা হবে।

✅ ৫০% টিকেটের ২৫% কাউন্টারে এবং ২৫% অনলাইনে পাওয়া যাবে।

🚫 আসনবিহীন ও প্ল্যাটফর্ম টিকেট বন্ধ থাকছে।

🚫 ট্রেন ভ্রমণে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। সেই সাথে টীকা সনদ/কার্ড সাথে রাখতে হবে।

11/01/2022

সন্মানিত যাত্রীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আগামী ১৩-০১-২০২২ ইং তারিখ হতে ট্রেনে ৫০% যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়নের জন্য আমাদের টিকিটিং সফটওয়্যার আপডেট করার কাজ চলছে যার কারনে আগামী ১৫-০১-২০২২ ইং তারিখের অগ্রীম টিকিট বিক্রয় সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে।
ধন্যবাদ

14/12/2021

❓ অনেকেই প্রশ্ন করছে ১৬ ই ডিসেম্বর ট্রেন চলবে কি না?

⚠️ ১৬ ই ডিসেম্বর ২০২১ যেসকল ট্রেনের সাপ্তাহিক বন্ধ রয়েছে সে সকল ট্রেন ব্যতীত সকল ট্রেন চলাচল করবে।

13/12/2021

📋 আগামী ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২১, তিনদিনের সরকারী ছুটির কারনে ঘরমুখী মানুষের ভীড়ের কথা বিবেচনায় এনে আগামী ১৫ ডিসেম্বর ২০২১ ইং তারিখের আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।

🎟️ টিকিট অনলাইন ও কাউন্টারে পাওয়া যাচ্ছে...

08/11/2021

বিজ্ঞপ্তি
গণপরিবহনের ভাড়া বৃদ্ধি পেলেও অপরিবর্তিত থাকছে রেলের ভাড়া।

Address

Mohammadpur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Train Ticket Buy & Sell All Over Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Train Ticket Buy & Sell All Over Bangladesh:

Share

Category

Nearby event planning services