ভাল বন্ধু চিরদিনের-Best Friends Forever

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ভাল বন্ধু চিরদিনের-Best Friends Forever

ভাল বন্ধু চিরদিনের-Best Friends Forever jodi valo lage . 1ta kobita likho .jodi kosto hoy 1ta sobi eko .jodi karap lage shopno dekho. jodi mone pore tobe sms dio. jodi akla thako akaser d**e taki
(14)

29/12/2016

hii all guys..... tmra sbi kmn acho????

10/09/2016

ঘুড়িটা সুতো কেটে
আজ অন্য আকাশে উরছে,

সাথে তার স্মৃতি গুলিও................

15/08/2016

যে তোমাকে বুঝতে চায় না তার কাছে নিজেকে বার বার প্রকাশ করতে যেও না কারন সে তোমাকে কখনই বুঝতে চাইবে না.......... অবুঝ মেয়ে

18/07/2016

অল্প অল্প মেঘ থেকে, হালকা হালকা বৃষ্টি হয়।আর ছোট্ট ছোট্ট গল্প নতুন অনুভুতি হয়......

15/07/2016

তাকিয়ে দেখো তুমি একটি বার হেসে,,,,
খোজে পাবে আমায় ঠিক তোমার আসে পাশে!!!!

04/07/2016

একটি সুখ মানুষকে কখনো হাসায় না
কিন্তু একটি দুঃখ মানুষকে শারা জীবন
কাঁদায় তাই নিযের সুখের জন্য
কাউকে কাঁদিও না..

29/06/2016

জীবনে চাওয়াটা বেশি,কিন্ত পাওয়াটা খুব কম.জীবনটা ছোট, কিন্ত জীবনের গল্পটা অনেক বড়.সুখ চাওয়াটা সহজ,কিন্ত সুখ পাওয়াটা অনেক কঠিন

13/06/2016

স্বপ্নে ভরা নীল আকাশটা,লিখে দিলাম 2মায়.সাজাও 2মি আপন মনে.......

04/06/2016

তোকে খুব Disturb করি তাই না? দেখিস একদিন এমন হবে, তোর কাছে সব থাকবে.কিন্তু Disturb করার মতো কেউ থাকবেনা.....

25/05/2016

মনে প্রশ্ন জাগে ♥
আচ্ছা, তোমার কি মনে আছে সেই দিনের কথা। যেদিন তুমি বূষ্টিতে ভেজার ভয়ে দোড়ে এসে একটা গাছের নিচে দাঁড়িয়েছিলে আর আমি এসে তোমাকে আমার ছাতার তলে জায়গা দেই। ছাতার আয়তন কম ছিল, তুমি ভিজে যাবে বলে আমি ছাতা থেকে বের হয়ে যাই আর বলি, আমার আজ বূষ্টিতে বিজতে ইচ্ছে করছে আর তুমি বিষয়টা বুঝতে পেরে খানিক দূরে গিয়ে ছাতা বন্ধ করে দাও।আমি অবাক হয়ে তোমার দিকে তাকিয়ে বলি, এ কি করছ! সেদিন থেকে আমি বূষ্টিকে অনুভব করতে শিখি। এরপর থেকে যখনই আকাশ কালো হয়ে আসে, আমি বূষ্টির একটি ফোটা হলেও আমার হাতে লাগাতে চাই। ভাবি,এই বূষ্টি আমার মতো তোমার মনকেও ভিজিয়েছিল কি!!

23/05/2016

ভাল বন্ধু চিরদিনের-Best Friends Forever's cover photo

18/05/2016

সম্পর্কের নাম যাই হোক না কেন .... মন খারাপের সময়
পাশে যে থাকে তাকেই সবচেয়ে কাছের মানুষ মনে হয়...

07/05/2016

যে তোমাকে ভালবাসে সে যতই তোমাকে কষ্ট দেয় না কেন তুমি কখনো তাকে কষ্ট দিও না, কারন কষ্ট দেওয়ার নাম ভালবাসা নয় কস্ট সহ্য করার নাম ভারবাসা....

03/05/2016

ভাল অনুভব করো যখন কেউ তোমাকে মিস করে; অারও ভাল অনুভব করো যখন কেউ তোমাকে ভালোবাসে ; কিন্ত সবচেয়ে ভাল অনুভব তোমার যদি কেউ তোমাকে ভুলতে না পারে....!!!

27/04/2016

মানুষ যখন
সমগ্র জীবন জগৎ সম্পর্কে করুনা অনুভব করে শুধুমাএ তখনই সে একজন মহৎ ব্যক্তি

22/04/2016

অনুভৃতি গুলো মনে মেঘের মতো ভির করে...
অামি তখন চাতকের মতো... জল পড়ার অপেক্ষায় থাকি... বাঁধ ভেঙে চখ ঝাপসা হলেই...স্মৃতিগুলো ধুয়ে রাখি....

17/04/2016

সাধারন হওয়াটাই একটা অসাধারন বিষয়, কিন্ত সবাই সাধারন হতে পারে না...

14/04/2016

নতুন সূর্য, নতুন প্রাণ। নতুন সুর, নতুন গান। নতুন ঊষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।...


02/04/2016

যারা খুব কাঁদতে পার,, তাদের সবচেয়ে বড় লাভ হচ্ছে তাদের মনে কষ্ট তেমন জমে না.. অথচ যারা মন খুলে কাঁদতে পারে না,, তাদের মনটা হল,, "কষ্টের আকাশ"
!

29/03/2016

যারা জন্ম থেকে অভাব বোঝেনি
তাদের বাস্তবতাটাই ভিন্ন.............

27/03/2016

অবশেষে শৈশবের সবচাইতে কঠিন
প্রশ্নের উওর খুজে পেলাম.........!!!

তুমি বড় হয়ে কি হতে চাও........???
উওর: আবার ছোট হতে চাই!!!

26/03/2016

Red and green isn't just a flag,it's an identity of every Bnagladeshi, wishing everyone a happy independence day!!

24/03/2016

তুমি বলেছিলে পৃথিবীর সব বদলে গেলেও
বদলাবে না তুমি, সেই কথা বোকার মত, বিশ্বাস করেছিলাম আমি, আজ পৃথিবী ঠিকই আছে, বদলে গেছ শুধই তুমি।

21/03/2016

কেউ আসবেনা জেনেও
তার জন্য অপেক্ষা করার
নামই ভালোবাসা

13/03/2016

প্রথম বাংলাদেশী ব্যাসম্যান হিসেবে,,
সেঞ্চুরী করলেন ড্যাসিং ওপেনার __
এবং বিশ্বের স্টাইলিশ ব্যাসম্যানের মধ্যে
অন্যতম BOM BOM TAMIM IQBAL! !
Congratulations Tamim Iqbal.
তামিমের যখন ৮৮ রান, তখন
এই পোস্টটি লিখা শুরু করেছিলাম!... পোস্টটি করতে পেরে ভালো লাগলো।

12/03/2016

ভালোবাসা কোনো অধিকারের মধ্যে কাউকে আটকিয়ে ফেলে না,বরং তাকে নতুন স্বাধীনতা দান করে।"""---- রবীন্দ্রনাথ ঠাকুর!!!!

09/03/2016

ভালোবাসতে বেশি কিছু
লাগেনা ,
শুধু লাগে কিছু কাল্পনিক স্বপ্ন ,
দু'টি মনের জমানো কিছু অভিমান
কিছু দুষ্ট মিষ্টি ঝগড়া ,
কিছু রোমান্টিক স্মৃতি ,
আর অফুরন্ত বিশ্বাস .....!!!

07/03/2016

এক স্ত্রী তার স্বামীকে পরীক্ষা করে দেখতে
চাইলেন । স্বামী তাকে কতটুকু পছন্দ করে এবং তাকে ছাড়া
বাঁচতে পারে কি না । তাইসে তার স্বামীর প্রতিক্রিয়া জানার
জন্য একটা চিঠি লিখল - "দেখো আমি তোমার প্রতি এবং
আমাদের লাইফ নিয়ে প্রচন্ড বিরক্ত। আমি আর তোমার
সাথে থাকতে চাই না । আমি সাড়া জীবনের জন্য চলে
গেলাম ।" স্ত্রী এই চিঠি টা লিখে টেবিলের উপর রাখল।
এবং নিজে খাটের নিচে লুকিয়ে রইলো। সন্ধ্যার সময়
স্বামী বাসায় আসল । আসার পরে স্বামী প্রথমে চিঠিটা
হাতে নিয়ে পড়ল। তার পর কলম দিয়ে চিঠিতে একটা লাইন কি
যেন লিখল। আবার চিঠিটা টেবিলে রেখে দিলো । একটু
দুঃখ ভারাক্রান্ত থেকে কয়েক মিনিট পর , স্বামীর নীরবতা
থেকে হঠাৎ খুব খুশি হলো । শিস বাজাতে লাগলো । গান
ছেড়ে ধামাক নৃত্য শুরু করলো । তারপর টেলিফোন
সেটটাকে বিছানার উপর আনল । আনার পর তার স্বামী তার
কোনো এক বান্ধবীকে ফোন দিলো। ফোনে ঐ
প্রান্তকে বলছে, " আজ অটোম্যাটিক্যাল্লি আমার লাইফ
থেকে আমার আপদ দূর হয়েছে । ডার্লিং তুমি আমার
জীবনে আগের মতই থাকবে । আমার স্ত্রী আমাদের
মাঝে আর বাঁধা হয়ে থাকবে না । তুমি এনিটাইম আমার বাসায়
চলে আসবে । বেবী, তোমাকে ছাড়া আমি বাঁচব না ।"
এমন অনেকক্ষন কথা বলার পর, স্বামী ফোন রেখে
বাসার বাইরে চলে গেলো হাসতে হাসতে . হয়তো তার
ফোনের ঐ প্রান্তের বান্ধবীকে বা অন্য কাউকে
আনতে গেছে । এদিকে তার স্ত্রী তো খাটের নিচে
থেকে কাঁদতে কাঁদতে বের হলো। এমন কুলাঙ্গার
স্বামীর সাথে সংসার করেছে এতোদিন এই ভেবে
কপাল চাপড়াচ্ছিল । হঠাত তার মনে হলো , দেখিতো
স্বামী চিঠিতে কি লিখছে । তাই তাড়াতাড়ি টেবিলের কাছে
এসে চিঠিটা হাতে নিলো । চিঠির ভাঁজ খুলে স্বামীর লেখাটা
বের করলো । স্বামী যে এক লাইন লিখে রাখছে , তা
হলো - . . . . . . . " আমার জীবন থেকে চলে
গেছো ভালো কথা, কিন্তু খাটের নিচে থেকে কেন
তোমার পা দেখা যাচ্ছে । আমি ডিম আনতে বাইরে
গেলাম.....জান পাখি

07/03/2016

যে সত্যি ভালোবাসে'তার শাসন
বারণ শুনতে হয়।
তার শাসন বারণ শুনলে জীবনে ক্ষতি
হয় না ।
বরং ভালোই হয় । কারন, যে সত্যি
ভালোবাসে।
সে কখনোই ক্ষতি চায় না, বরং
ভালোই চায,,,,,,,,

05/03/2016

যখন কেউ কারো জন্য কাঁদে ... সেটা হল আবেগ. …
যখন কেউ কাউকে কাদায়,
সেটা হল প্রতারণা…
আর যখন কেউ কাউকে
কাদিয়ে নিজেও কেঁদে ফেলে ...!! সেটাই হলো প্রকৃত ভালবাসা .....
কাউকে ভালবাসি বোঝার,

05/03/2016

কেউ Amin না লিখে যাবেন
না
ইয়া আল্লাহ এই ছোট্র বাবুটিকে
আপনি আপনার জান্নাত নসীব
করুন -আমিন

04/03/2016

ভাল বন্ধু চিরদিনের-Best Friends Forever

04/03/2016

পৃথিবিতে সবচেয়ে অসহায় সেই, যে নিজের মনের কথা তার প্রিয় মানুষ গুলোর
কাছে বলতে গিয়েও বলতে পারে না

04/03/2016

Address

Dhaka
4545

Telephone

008801962183358

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভাল বন্ধু চিরদিনের-Best Friends Forever posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Wedding planning in Dhaka

Show All