BUET Civil Picnic 2024

BUET Civil Picnic 2024 Welcome to the official page for BUET Civil Picnic 2024!

This is your go-to hub for all updates, announcements surrounding our annual gathering of the BUET Civil Engineering family.

অরণ্য’পুর ২৪-এর পথচলায় কো-স্পনসর হিসেবে 𝐆𝐏𝐇 𝐈𝐬𝐩𝐚𝐭 𝐋𝐭𝐝. আমাদের সঙ্গে রয়েছে।এই অমূল্য সহযোগিতার জন্য 𝐆𝐏𝐇 𝐈𝐬𝐩𝐚𝐭 𝐋𝐭𝐝.-কে আ...
04/12/2024

অরণ্য’পুর ২৪-এর পথচলায় কো-স্পনসর হিসেবে 𝐆𝐏𝐇 𝐈𝐬𝐩𝐚𝐭 𝐋𝐭𝐝. আমাদের সঙ্গে রয়েছে।এই অমূল্য সহযোগিতার জন্য 𝐆𝐏𝐇 𝐈𝐬𝐩𝐚𝐭 𝐋𝐭𝐝.-কে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।

বিশেষ ধন্যবাদ 𝐒𝐔𝐍𝐐𝐔𝐈𝐂𝐊-কে আমাদের বেভারেজ পার্টনার হিসেবে পাশে থাকার জন্য! আপনাদের সহযোগিতায় আমাদের আয়োজন এর একটি বিশেষ অ...
04/12/2024

বিশেষ ধন্যবাদ 𝐒𝐔𝐍𝐐𝐔𝐈𝐂𝐊-কে আমাদের বেভারেজ পার্টনার হিসেবে পাশে থাকার জন্য! আপনাদের সহযোগিতায় আমাদের আয়োজন এর একটি বিশেষ অংশ।

অরণ্য’পুর ২৪-এর বিশ্বস্ত স্ন্যাক্স পার্টনার হিসেবে আমাদের সঙ্গে রয়েছে অলটাইম! তাদের সহযোগিতায় আমাদের এই আয়োজন আরও প্র...
04/12/2024

অরণ্য’পুর ২৪-এর বিশ্বস্ত স্ন্যাক্স পার্টনার হিসেবে আমাদের সঙ্গে রয়েছে অলটাইম! তাদের সহযোগিতায় আমাদের এই আয়োজন আরও প্রাণবন্ত হবে বলে আমরা আশা করি।আমাদের পাশে থাকার জন্য অলটাইম-কে কৃতজ্ঞতা।

অরণ্য’পুর ২৪-এর কো-স্পনসর হিসেবে আমাদের সঙ্গে রয়েছে 𝐓𝐡𝐫𝐞𝐞 𝐀𝐧𝐠𝐥𝐞 𝐌𝐚𝐫𝐢𝐧𝐞 𝐋𝐭𝐝. ।এই যাত্রায় আমাদের পাশে থাকার জন্য 𝐓𝐡𝐫𝐞𝐞 𝐀...
04/12/2024

অরণ্য’পুর ২৪-এর কো-স্পনসর হিসেবে আমাদের সঙ্গে রয়েছে 𝐓𝐡𝐫𝐞𝐞 𝐀𝐧𝐠𝐥𝐞 𝐌𝐚𝐫𝐢𝐧𝐞 𝐋𝐭𝐝. ।এই যাত্রায় আমাদের পাশে থাকার জন্য 𝐓𝐡𝐫𝐞𝐞 𝐀𝐧𝐠𝐥𝐞 𝐌𝐚𝐫𝐢𝐧𝐞 𝐋𝐭𝐝.-কে ধন্যবাদ।

অরণ্য'পুর ২৪-এর টি-শার্ট স্পনসর করছে 𝐒𝐭𝐞𝐞𝐥𝐦𝐚𝐫𝐤 𝐒𝐒!তাদের পাশে পেয়ে আমরা সত্যিই আনন্দিত।ধন্যবাদ 𝐒𝐭𝐞𝐞𝐥𝐦𝐚𝐫𝐤 𝐒𝐒 কে আমাদের পাশ...
03/12/2024

অরণ্য'পুর ২৪-এর টি-শার্ট স্পনসর করছে 𝐒𝐭𝐞𝐞𝐥𝐦𝐚𝐫𝐤 𝐒𝐒!
তাদের পাশে পেয়ে আমরা সত্যিই আনন্দিত।ধন্যবাদ 𝐒𝐭𝐞𝐞𝐥𝐦𝐚𝐫𝐤 𝐒𝐒 কে আমাদের পাশে থেকে এই আয়োজনকে সফল করতে সহযোগিতা করার জন্য।

অরণ্য'পুর ২৪: দিনের পূর্ণাঙ্গ  সময়সূচীসকালের কার্যক্রম: • বুয়েটে রিপোর্টিং: সকাল ৬:১৫ • বাস ছাড়ার সময়: সকাল ৬:৪৫ (বাসে ন...
02/12/2024

অরণ্য'পুর ২৪: দিনের পূর্ণাঙ্গ সময়সূচী

সকালের কার্যক্রম:

• বুয়েটে রিপোর্টিং: সকাল ৬:১৫
• বাস ছাড়ার সময়: সকাল ৬:৪৫ (বাসে নাস্তা: স্ন্যাকস + পানি)
• রিসোর্টে পৌঁছানো: সকাল ৯:৩০
• গ্রুপ ফটো সেশন: সকাল ৯:৩০ - ৯:৪০
• রিসোর্টে নাস্তা: সকাল ১০:০০ - ১০:৩০

স্পোর্টস ইভেন্টস:
•সকাল ১০:৩০ - দুপুর ১২:৪৫
• সুইমিং:
মেয়েদের জন্য: সকাল ১১:১৫ - দুপুর ১২:১৫
ছেলেদের জন্য: দুপুর ১২:৩০ - দুপুর ২:০০
• নামাজের বিরতি: দুপুর ১২:৪৫ - ১:১৫

দুপুরের কার্যক্রম:

• মধ্যাহ্নভোজ: দুপুর ১:২০ - ৩:০০
• সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব: বিকেল ৩:০০ - ৪:০০

বিকালের কার্যক্রম:

• নামাজের বিরতি: বিকেল ৪:০০ - ৪:১৫
• র‍্যাফেল ড্র + আইস ব্রেকিং + পিঠা উৎসব: বিকেল ৪:১৫ - ৫:০০
• মাগরিব নামাজের বিরতি:বিকেল ৫:০০-৫:৩০

ফেরার সময়সূচী:

• রিসোর্ট থেকে রওনা: বিকেল ৫:৩০
• বাসে নাস্তা: স্ন্যাকস + পানি
• বুয়েটে পৌঁছানো: রাত ৯:৪০

📅 তারিখ: ৫ই ডিসেম্বর ২০২৪
📍 স্থান: Shohag Polli Resort,
Kalampur, Kaliakair, Chandra, Gazipur, Bangladesh

অরণ্য’পুর ২৪-এর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে 𝐆𝐓 (𝐆𝐫𝐞𝐞𝐧 𝐓𝐞𝐜𝐡 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞𝐬)প্রকৌশল শিক্ষার্থীদের দৈনন্দিন ব্যস্ততা এবং প্রকৃতির...
01/12/2024

অরণ্য’পুর ২৪-এর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে 𝐆𝐓 (𝐆𝐫𝐞𝐞𝐧 𝐓𝐞𝐜𝐡 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞𝐬)

প্রকৌশল শিক্ষার্থীদের দৈনন্দিন ব্যস্ততা এবং প্রকৃতির নৈকট্যের অভাবে জীবন হয়ে উঠে একঘেয়েমি। এই চিরচেনা বেড়াজাল থেকে বেরিয়ে একটু মুক্ত বাতাস, প্রকৃতির শীতল ছোঁয়া এবং বন্ধুত্বের উষ্ণতা উপভোগ করার জন্য বুয়েট পুরকৌশল বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে অরণ্যপুর ২৪। এই আয়োজনকে আরও অর্থবহ করে তুলতে টাইটেল স্পন্সর হিসেবে পাশে রয়েছে 𝐆𝐓 (𝐆𝐫𝐞𝐞𝐧 𝐓𝐞𝐜𝐡 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞𝐬)।

𝐆𝐫𝐞𝐞𝐧 𝐓𝐞𝐜𝐡 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞𝐬 একটি অগ্রগামী প্রতিষ্ঠান, যা টেকসই প্রকৌশল এবং পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করে। প্রযুক্তি আর প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষা করে ভবিষ্যতের জন্য দায়িত্বশীল সমাধান তৈরি করার মহৎ উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে 𝐆𝐫𝐞𝐞𝐧 𝐓𝐞𝐜𝐡 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞𝐬।

এই আয়োজনের উদ্দেশ্য শুধু আনন্দ উপভোগ নয়, বরং প্রকৃতির সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার এক সুযোগ সৃষ্টি করা। 𝐆𝐓 (𝐆𝐫𝐞𝐞𝐧 𝐓𝐞𝐜𝐡 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞𝐬)-এর পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনী প্রচেষ্টা এই দিনটিকে আরও অনুপ্রেরণাদায়ক করে তুলবে বলে আমরা আশা রাখছি।

তারিখ:১৯ অগ্রহায়ণ,১৪৩১ ।। ৫ই ডিসেম্বর ২০২৪
স্থান: সোহাগপল্লী রিসোর্ট, গাজীপুর

30/11/2024

T- Scale এর ভারে রাত কাটে নির্ঘুম
কোয়ান্টিটির এস্টিমেশনে খালি হয় ভুল
সার্ভে আর মেকানিক্সে জীবন হলো ছাই
RCC,Steel lab report? মাফ চাই ভাই
Capstone এর প্যারায় লাইফ ভরপুর
Need a break? Let's go to 'অরণ্যপুর'

Department of Civil Engineering and Civil Engineering Students Association presents
'অরণ্যপুর'২৪: BUET CIVIL ENGINEERING PICNIC 2024'

ক্যামেরা হাতে : Md. Ahnaf Islam , Tafsirul Rohan
ভিডিও জোড়া ও পোলিশিং এ : Quazi Raevan
ভুল্ভাল লেখনিতে : Asoat Turjo
পর্দার সামনে Asoat Turjo, Kabbo Mitra, Erfan Riad, Sadman Rihab ও Turja Chowdhury Raj

Event Details : https://www.facebook.com/share/FKupkaQJ5yJfwNa4/

Address

Jamilur Reza Chowdhury Civil Engineering Building, BUET
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when BUET Civil Picnic 2024 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category