Durlov's World

Durlov's World This page is about make Design & Fashion, more specifically how to Entertainment service. All the make photography. Durlov's World OWN this page.

If you're a Youtuber or an aspiring Youtuber then please do check our youtube. Thank you.

পাত্রী দেখতে এসেছি একরকম জোর করেই।কেননা, আমার মায়ের আসার কোনো ইচ্ছাই ছিল না।তার কারন,যেই মেয়েকে দেখতে এসেছি তার নাম গ্...
27/01/2024

পাত্রী দেখতে এসেছি একরকম জোর করেই।কেননা, আমার মায়ের আসার কোনো ইচ্ছাই ছিল না।তার কারন,যেই মেয়েকে দেখতে এসেছি তার নাম গ্লেমা।ঘটকের মুখে গ্লেমা নাম শুনেই আমার মা হকচকিয়ে উঠেছেন।এ আবার কেমন বিচ্ছিরি নাম।অমন নামের মেয়ে দেখতে যাওয়ার প্রশ্নই ওঠে না।তবুও,আমি জোরাজুরি করে নিয়ে এসেছি। পাত্রপক্ষকে যতটা খাতির যত্ন করা উচিত তার বিন্দু পরিমাণও গ্লেমার পরিবার করলো না।শুকনো ধরনের হাসি দিয়ে বসিয়ে রাখলো প্রায় আধাঘণ্টা।এরপর বাড়ির ১জন কাজের লোক চা নিয়ে এলো।সেই চাও আবার ঠান্ডা।মা আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল যেন আমাকে চোখের মধ্যে ঢুকিয়েই ফেলবে।আমারও খানিকটা রাগ হলো।পাত্র হিসেবে কি আমি এতোটাই নগন্য?
যাইহোক, অনেক অপেক্ষার পর গ্লেমার দেখা মিললো।গাঢ় নীল ১ টা শাড়ি পরে সে আমাদের সামনে এসে বসলো।তার চুলে বেলী ফুলের গাঁজরা।আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম।একটা মানুষ এতোটাও সুন্দর হতে পারে! বিশেষ করে ওর চোখ।গাঢ় নীল রঙের। বাঙালিদের চোখ কি অমন হয়?
আমরা চলে আসার সময় ওর বাবা গেইট পর্যন্ত এগিয়ে দিলেন। আন্তরিকভাবে বললেন, দুঃখিত।আসলে আজ বাসায় মেয়েটার মা ছিল না।তাই, আপনাদের আপ্যায়ন করতে পারলাম না ভালো মতো।
আমি বললাম,আরে ঠিকাছে।
বাড়ি ফিরে মা আমার উপর তুমুল চেঁচামেচি করলেন কারন,আমি গ্লেমাকে বিয়ে করার কথা বলেছি তাই।
বড় আপা জিজ্ঞেস করলো,মেয়ে দেখতে কেমন?
আমি বললাম, অপরূপা,নীল-নয়না।
আমার কথা কেড়ে নিয়ে মা বললো,হ্যাঁ, বিড়ালের মত চোখ।দেখলে ভয়ে বুক কাঁপ দেয়।আর মরা লাশের মতো সাদা।সাদা শাড়ি পরলে মানুষ ভাববে কাফন পেঁচানো লাশ।ভদ্রতা-সভ্যতাও নেই।কোনো সালাম-টালাম না দিয়ে ঘরে ঢুকে ধুপ করে বসে পরলো।কি মেয়ে ছিঃ ছিঃ।
মায়ের কথায় আমি খানিকটা আহত হলাম।
মা অন্য মেয়ে দেখার তোরজোর শুরু করলো। কিন্তু, আমি বেঁকে বসলাম।গ্লেমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না।
একমাস পরে আমার ফ্লাইট। মায়ের ইচ্ছা বিদেশে একেবারে বউ নিয়েই যেন যাই । যাইহোক, অনেক চড়াই-উৎরাই পার করে মা'কে রাজি করালাম।
সেই সিদ্ধান্ত যখন গ্লেমার বাবাকে জানালাম, তিনি অবাক হয়ে বললেন,সত্যিই তুমি আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছো?
আমি বললাম,না হলে বলছি কেন....
তিনি আরো অবাক হলেন। বললেন,তাহলে আগামী কালই বিয়ে হয়ে যাক ।কি বলো?
আমি অবাক হয়ে বললাম,এতো দ্রুত?আমি তো এখনো গ্লেমার সাথে আলাদা করে কথাও বললাম না।
তিনি বললেন,শুভ কাজে দেরি করতে নেই।আর বিয়ের পর তো সারা জীবন পরেই রইলো কথা বলার জন্য।
অবশেষে, ঘরোয়া ভাবেই আমাদের বিয়ে হলো।
সবই স্বাভাবিক ছিল। কিন্তু, বিয়ের পর যখন সবাই বললো, এবার বর-বউ এর কয়েকটা সুন্দর ছবি তোলার পালা।তখন গ্লেমা ঘোর আপত্তি করতে লাগলো,সে ছবি তুলবে না। অনেক জোরাজুরি করেও কাজ হলো না।বরং,সে কান্না করে দিল,সে কিছুতেই ছবি তুলবে না।এতে উপস্থিত সবাই খানিকটা বিরক্ত হলো।আমারও অবাক লাগলো,ছবি তুলতে না চাওয়ার কারণ কি?
বিয়ের ২ দিন পর ঘটলো, আরেক অদ্ভুত ঘটনা।
মা আমাকে নিজের ঘরে ডেকে নিয়ে বললেন,শাহীন তোর বউ তো মানুষ না।
মায়ের কথায় আমি বিরক্তির চূড়ান্ত হলাম। বললাম,তবে কি এলিয়েন?
মা মুখ ফ্যাকাশে করে বললেন,ও ১ টা মরা মানুষ।
এবার আমি হেসে ফেললাম।
আমাকে হাসতে দেখে মা আরো ফ্যাকাশে হয়ে গেলেন। বললেন,তোর বউয়ের গ্রামের বাড়ির মেয়ে হলো অমির মা।(অমির মা পাশের বাসার আন্টির বাড়িতে কাজ করে)
আমি বললাম,তাতে কি?
মা বললো,তোর বউয়ের যখন ১২-১৩ বছর বয়স তখন নাকি সে শ্বাসকষ্ট হয়ে মারা গেছিলো।
আমি বললাম,মারা গেলে সে আমার সাথে থাকছে কিভাবে?
অমির মা নামক মহিলার ভাষ্যমতে,গ্লেমা মারা গিয়েছিল।এটা নিশ্চিত হয়ে সবাই যখন কবর -টবর খুড়ে ফেলেছে।এমনকি খাটিয়ার মধ্যে তাকে শোয়ানো হয়েছে তখন সে চিৎকার করে উঠেছিল।
এমন গাঁজাখুরি গল্প শুনে আমি হাই তুললাম।
অমির মা জোর দিয়ে বললো,ওদের গ্রামে গিয়ে অন্যদের জিজ্ঞেস করতে।গ্লেমা নাকি ২য় বার বেঁচে ওঠার পর আকস্মিক ভাবে বদলে গেছে। চুপচাপ হয়ে গেছে। চোখের রংও নাকি বদলেছে।
আমি এসব কিছুই পাত্তা না দিয়ে ফ্লাইটের জন্য প্রস্তুতি নিতে লাগলাম।
চলে আসার দিনও মা কাঁদো কাঁদো হয়ে বললেন,এই মেয়ের গা,হাত পা এতো ঠান্ডা কেন মরা মানুষের মতো...তুই ওর থেকে সাবধানে থাকিস।
আমি হেসে মাকে জড়িয়ে ধরে ফেললাম।কি উদ্ভট দুশ্চিন্তার কারণ।
অবশ্য,এটা সত্যি গ্লেমার শরীরের তাপমাত্রা অনেক কম।
তাই বলে তো আর সে মরা মানুষ না।
আমাদের ২ জনের নিউ জার্সিতে খুব সুন্দর ১টা সংসার হলো।গ্লেমাকে আমি ডাকতাম নীলাঞ্জনা। শুধু তার নীল চোখের জন্য নয় বরং সে সবসময় শুধু নীল রঙের ড্রেসই পরতো।
খুব গোছানো মেয়ে ছিল সে। চুপচাপ,ধীর-স্থির।
ভীষণ ভীষণ ভালোবাসতাম আমি ওকে।
তবে আস্তে আস্তে ওর মধ্যে থাকা কিছু অদ্ভুত অদ্ভুত ব্যাপার আমার চোখে পরলো। সেগুলো একাধারে যেমন অদ্ভুত তেমন ভয়ানকও।
যেমন, একদিন রাতে গ্লেমা আর আমি শুয়ে আছি।বাইরে হঠাৎ ঝড় বইতে শুরু করলো। আমি শুয়ে শুয়ে বই পড়ছি।তো,গ্লেমাকে বললাম,জানালাটা বন্ধ করে দাও ,ঝড় আসছে।
আমার হঠাৎ খেয়াল হলো,গ্লেমা জানালাটা বন্ধ করেছে কিন্তু সে ওঠেই নি।
মানে জানালা খাট থেকে খানিকটা দূরে।খাটে বসে নাগাল পাওয়া যায় না। কথা পেইজ
কিন্তু,গ্লেমা খাট থেকেই জানালা বন্ধ করেছে।
অবশ্য ,এইটা গ্লেমা স্বিকার করলো না।সে বললো,সে খাট থেকে নেমেছে। কিন্তু,বই পড়ার নেশায় আমি খেয়াল করি নি।কে জানে হয়তো তাই।
আরেক টা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম,গ্লেমা আমার মা বা অন্য কারো সাথে অডিও কলে কথা বলে।মা যখন ভিডিও কলে আমার সাথে কথা বলে,গ্লেমা তখন ধারে কাছেও থাকে না।
১ দিন আমি বসে বসে এয়ারফোনে গান শুনছি ।আর গ্লেমা আমার ঠিক পিছনেই দাঁড়িয়ে ফুলদানি পরিষ্কার করছে। তখন,আম্মু ভিডিও কলে আসলো।
কিন্তু,গ্লেমা ব্যাপারটা বুঝে নি বিধায় নড়লো না ওখানে থেকে।
মা,আমাকে জিজ্ঞেস করল,কি লে তোর বউ কই?
আমি বললাম, পিছনেই তো।
মা বললো,কই তোর পিছনে তো কেউ নেই।
আমি ঘুরে তাকিয়ে দেখি গ্লেমা আছে। কিন্তু, ততক্ষণে ও বুঝতে পারল ভিডিও কলে কথা বলছি।
ও দ্রুত সরে গেল।
আমি কিছুই বুঝতে পারলাম না। আসলেই কি ওর মধ্যে প্যারানরমাল কিছু আছে?
আরেক দিন কিচেনে রান্না করতে গিয়ে ওর হাত কেটে গেছে।ও তড়িঘরি করে একটা সাদা রুমাল দিয়ে হাত বাঁধলো।আমি কিচেনে এসে বললাম,আসো এন্টিসেপটিক লাগিয়ে দিই।
আমার কথা শুনে ও ভয়ে এতো টুকু হয়ে গেল।
যেনো আমি খুব ভয়াবহ কিছু বলেছি।
হঠাৎ,ওর হাতের দিকে তাকিয়ে দেখি রুমাল টার বেশ খানিকটা অংশ নীল রঙের হয়ে গেছে।
ও তাড়াতাড়ি হাতটা ওড়নার নিচে লুকিয়ে ফেলল।
আমি অবাক হলাম,কাটা হাতের রক্তে রুমাল লাল হওয়ার কথা, কিন্তু নীল রং এলো কোত্থেকে?
গল্পঃ নিল নয়না
পর্ব:-০১
শাপলা

নতুন পাঠ'কেরা গল্পের পরবর্তী পর্ব'গুলা মি'স না করতে চাইলে সাথেই থাকুন❤️

টাকার গরম যদি অতিরিক্ত হয়ে থাকে, তাহলে বাজি কিনে সেটা আপনার ঘরে ফাটান, মনে রাখবেন এরাও সৃষ্টির জীব, এদের ক্ষতি করে আপনার...
02/01/2024

টাকার গরম যদি অতিরিক্ত হয়ে থাকে, তাহলে বাজি কিনে সেটা আপনার ঘরে ফাটান, মনে রাখবেন এরাও সৃষ্টির জীব, এদের ক্ষতি করে আপনার ইয়ার হ্যাপি হবে না, এদের নিয়েই দুনিয়া, এরা ধ্বংস তো দুনিয়া ধ্বংস সাথে আপনিও ধ্বংস, নিজে বুঝুন অন্যকে বুঝান, নিজে বাঁচুন প্রকৃতি বাঁচান,🖤🥀

জীবনে কিছু করতে চাইলে নাইটকোচ এর ড্রাইভারের মতো হও........হানিফ এন্টারপ্রাইজের একটি বাস জয়পুরহাট-হিলির উদ্দেশ্যে ঢাকা ত্...
22/09/2023

জীবনে কিছু করতে চাইলে নাইটকোচ এর ড্রাইভারের মতো হও........

হানিফ এন্টারপ্রাইজের একটি বাস জয়পুরহাট-হিলির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করল। বাসটির ৪০ টি সিট যাত্রীতে পূর্ণ। বাসের সুপারভাইজার, ড্রাইভার এবং হেলপার বেশ খুশি মনে ‘বিসমিল্লাহ...’ পড়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন।

ড্রাইভারের পিছনের সিটে দু’জন মাঝবয়সী লোক বসেছেন। তাদের একজন আজকের ‘ প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকা পড়তে শুরু করলেন। পত্রিকার পাতাগুলো উদ্দেশ্যহীনভাবে উল্টানোর এক পর্যায়ে তার চোখ দু’টো বিনোদন পাতায় আটকে গেল। হালের উঠতি এক নায়িকা স্বল্প বসন পরিহিত ছবিতে তার নয়ন দু’টি থমকে গেছে। তার নয়নের এরূপ কড়া দৃষ্টি দেখে তার পাশের জনও পত্রিকার পাতার দিকে তাকালেন। তিনিও মোহগ্রস্থ হলেন। তিনি একবার সামনের দিকে তাকান আর একবার আড়চোঁখে পত্রিকায় দৃশ্যমান স্বল্প বসনের সেই নায়িকার দিকে তাকান।

এভাবেই এক সময় বাসটি নবীনগর,চন্দ্রা অতিক্রম করে এখন হাইওয়েতে উঠেছে। মাঝের দিকে বসেছেন দুই তরুন-তরুনী। তারা সম্ভবত নববিবাহিত দম্পতি। যাত্রী ভর্তি এই বাসেও তাদের ভালোবাসাময় দুষ্টামী থেমে থাকে না। এরই ফাঁকে মেয়েটি লজ্জা,শঙ্কা আর খানিকটা ভয়ার্ত দৃষ্টি নিয়ে চারদিকে তাকায়,এই বুঝি কেউ দেখে ফেললো.......

বাসটি যমুনা সেতুতে এসে পড়ল। যমুনা সেতুতে বাসটি আসা মাত্রই বাসের যাত্রীদের মধ্যে হঠাৎ চাঞ্জল্য লক্ষ্য করা গেল। কিন্তু তাদের মধ্যে একজন যুবক জানালায় তার দুই হাত এলিয়ে তার উপর থুঁতনি রেখে, এক দৃষ্টিতে যমুনার কালো জলের যৌবনের জোঁয়ার দেখতে লাগল। দূর নদীতে দেখা যায়, হারিকিনের টিমটিম আলো। হয়তো নৌকার মাঝি, মাছভর্তি নৌকা নিয়ে খুশির চোটে প্রিয়ার আলিঙ্গন পাবার দূর্নিবার ইচ্ছা নিয়ে পাড়ের দিকে ছুটছে। ঠিক তখনই যুবকটির মনে আপনা থেকেই বেজে উঠল আব্বাস উদ্দিনের সেই গান, ‘মাঝি বাইয়া যাও রে...’

এভাবে আরো খানিকটা পথ চলে বগুড়ার শেরপুর পার হবার পর পিছনের দিক থেকে এক বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো। কান্নার শব্দে বাচ্চাটির মায়েরও ঘুম ভেঙ্গে যায়। পিঠে মৃদু থাপ্পড় দিতে দিতে মা বলে,
‘ওরে আমার বাবাটা! স্বপ্ন দেখছো, ভয় পাইছো। এইতো আম্মু তোমার পাশে আছি। ঐ যে দেখ চাঁদ। জানালা দিয়ে চাঁদ দেখ।’

আড়াই বছরের বাচ্চাটি আচমকা কান্না থামিয়ে অবাক হয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকে। তার কান্না থেমে যাওয়ায় আশ্বস্ত হন মা। কিন্তু কিছুক্ষণ বাদেই বাচ্চাটি বলে, ‘দেখছো আম্মু, চাঁদটাও আমাদের সঙ্গে যাচ্ছে। চাঁদটা আমাদের সঙ্গে যাচ্ছে কেন?’
এই ‘কেন’ এর কোনো উত্তর হয় না। একটি বাসে এতোকিছু হচ্ছে কিন্তু তার কোনো কিছুই বাসের ড্রাইভারটিকে স্পর্শ করে না। সে যেমন স্বল্প বসনার সেই মডেলকে দেখতে যেমন নিজ আসন ত্যাগ করে না। ঠিক তেমনি যমুনার কালো জলও তাকে আকৃষ্ট করতে পারে না। আর ঠিক সেকারণেই গভীর রাত পেরিয়ে সবার যখন ঘুম ভাঙ্গে তখন সবাই নিজেদের বগুড়া ছাড়িয়ে মোকামতলা হয়ে জয়পুরহাট বাসষ্ট্যান্ডে আবিষ্কার করতে পারে।

আর সবার মত ড্রাইভার সাহেবও যদি সেই নববিবাহিত দম্পতির দুষ্টামো দেখার জন্য মুখিয়ে উঠতেন, তবে সেই বাসটি আর কখনোই ঢাকা থেকে রওনা করে বগুড়া পেরিয়ে জয়পুরহাট পৌঁছাতো না। হয়তো তা যমুনার অতল খাঁদে হারিয়ে যেত।

জীবন একটি চলন্ত বাসের মত। জীবনে চলতে গিয়ে অনেক মানুষের সাথেই পরিচয় হয়। নানা জন, নানান কথা বলে। কেউবা পিঠ চাপড়ে উৎসাহ দেয়। আর কেউবা ঠোঁটের কোনায় বাঁকা হাসি দিয়ে উপহাস করে। পিঠ চাপড়ানোর মুহুর্তটা যতোটানা অনুপ্রেরণা দেয় , বাঁকা হাসিটা তার চেয়ে সহস্রাধিক গুন বেশি জ্বালা দেয়। সেই জ্বালা স্মরণ রাখলে মুশকিল। আর কখনো জীবনের গন্তব্যে স্থলে পৌঁছানো হবে না। জীবন নামক বাসটি কোন এক খাঁদের কিনারাতেই থমকে থাকবে।

জীবনে কিছু করতে চাইলে নাইটকোচের বাসের ড্রাইভারদের মত হওয়া প্রয়োজন। বাসের ভিতরে যাই ঘটুক ড্রাইভারের যেমন তাতে কোন-ই যায় আসে না। তেমনি আমাদের আশে-পাশের মানুষ যাই বলুক না কেন, সেগুলো গায়ে মাখানো যাবে না। তবেই একদিন দেখবেন, আপনার ‘বাস’ নামক জীবনখানি সঠিক লক্ষ্যে পৌঁছে গেছে।✌️✌️✌️

খাবার দিয়েছিলেন অনেক খুশি হয়েছি 🌚কিন্তু খাবারে বিষ দিবেন বুঝতে পারিনি 🙂ছবি: সংগৃহীত
14/09/2023

খাবার দিয়েছিলেন অনেক খুশি হয়েছি 🌚
কিন্তু খাবারে বিষ দিবেন বুঝতে পারিনি 🙂

ছবি: সংগৃহীত

"বাঁশ বাগানে মাথার উপর চাদঁ উঠছে ওই,,লাইফে শুধু বাঁশটা খাইলাম চাদঁ টা গেলো কোই...🙄🙂🥀
25/06/2023

"বাঁশ বাগানে মাথার উপর চাদঁ উঠছে ওই,,লাইফে শুধু বাঁশটা খাইলাম চাদঁ টা গেলো কোই...🙄🙂🥀

দূলর্ভ প্রজাতির দেশি বিড়ালগোটা বিশ্বে খুব কম সংখ্যক এমন  বিড়াল আছেএক দাদার কাছে প্রথম এমন বিড়াল দেখলাম🙂🥰
17/05/2023

দূলর্ভ প্রজাতির দেশি বিড়াল
গোটা বিশ্বে খুব কম সংখ্যক এমন বিড়াল আছে
এক দাদার কাছে প্রথম এমন বিড়াল দেখলাম🙂🥰

17/01/2023
-যোগাযোগ না থাকলে, ফেরার রাস্তা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায়,- সেটা রাস্তা হোক বা সম্পর্ক💔
16/11/2022

-যোগাযোগ না থাকলে,
ফেরার রাস্তা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায়,
- সেটা রাস্তা হোক বা সম্পর্ক💔

শিউলি ফুল যেন আমাদের প্রকৃতিতে শরৎ ঋতুর এক অনন্য উপহার❤️😍
08/11/2022

শিউলি ফুল যেন আমাদের প্রকৃতিতে শরৎ ঋতুর এক অনন্য উপহার❤️😍

হোক না সে সুন্দরী... ভালোবাসা তাকে দিও... যে বেশী বিশ্বাসী....🤔🥰🖤
06/11/2022

হোক না সে সুন্দরী... ভালোবাসা তাকে দিও... যে বেশী বিশ্বাসী....🤔🥰🖤

১.কেউ যন্ত্রণা দিচ্ছে ? 👤চুপ হয়ে যান। ২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি ? 👤চুপ হয়ে যান। ৩.কোন মানুষ অনেক অপমান করছ...
03/11/2022

১.কেউ যন্ত্রণা দিচ্ছে ?
👤চুপ হয়ে যান।

২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি ?
👤চুপ হয়ে যান।

৩.কোন মানুষ অনেক অপমান করছে?
👤চুপ হয়ে যান।

৪.কেউ ঠকিয়ে গেছে ?
👤চুপ হয়ে যান।

৪.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে ? 👤চুপ হয়ে যান।

৫.কেউ বিশ্বাস ঘাতোকতা করছে ?
👤চুপ হয়ে যান।

👀এমন নিরব হয়ে যান সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে । মৃত হয়ে যান তাদের কাছে।
প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না । শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না । এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস ।
আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি ।
কিন্তু আপনি জানেন কি ? যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি , আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না ।
তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না ।

👀তাই নিজের স্বার্থে বাঁচুন
নিজেকে ভালোবাসুন,,
আপনার একজন "রব" আছেন.!
প্রার্থনায় গিয়ে সকল দুঃখ, কষ্ট, চাওয়া,পাওয়া'র কথা রবকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন।

প্রেম হওয়া আর না হওয়ার মাঝখানে অনিশ্চয়তা'টুকো সুন্দর। মূলত এটাই ভালোবাসার সবচেয়ে সুখকর সময় এবং সবচেয়ে সুন্দর অনুভূতি!❤️🌸...
02/11/2022

প্রেম হওয়া আর না হওয়ার মাঝখানে অনিশ্চয়তা'টুকো সুন্দর। মূলত এটাই ভালোবাসার সবচেয়ে সুখকর সময়
এবং সবচেয়ে সুন্দর অনুভূতি!❤️

🌸 দূলর্ভ বিশ্ব 🥰💗

আমার কিসে ভালো লাগা কিসে খারাপ লাগা,  সেটা আমি কখনো কাউকে বলি না। এসব আমি নিজের ভিতরেই চাপা দিয়ে রাখতে অভ্যস্ত। কিন্তু ...
22/10/2022

আমার কিসে ভালো লাগা কিসে খারাপ লাগা,
সেটা আমি কখনো কাউকে বলি না। এসব আমি নিজের ভিতরেই চাপা দিয়ে রাখতে অভ্যস্ত। কিন্তু মাঝে মধ্যে আপন কেউ এমন ধরনের কিছু বলে যার দরুন অনেক সময় নিজেদের মধ্যে কথা ও দূরত্বের সংঘর্ষ সৃষ্টি হয়ে যায়, যেটা সে তখন বুঝে না।

যদি আপনার ভালোবাসার মানুষ আপনার সবচেয়ে বড় ক্ষতি করে থাকে, তারপর ও ভালোবাসার খাতিরে সেই ক্ষতি পূরণ করা সম্ভব।
তবে এটা তখনই সার্থক, যখন সেই মানুষটি এটা বুঝতে সক্ষম হবে।

- তুমি যদি কাউকে পাওয়ার জন্য  সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে না পাও, তবে মনে করবে; অন্য কেউ তোমাকে পাওয়ার জন্য তার নিকট...
20/10/2022

- তুমি যদি কাউকে পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে না পাও, তবে মনে করবে; অন্য কেউ তোমাকে পাওয়ার জন্য তার নিকট প্রার্থনা করছে, যার প্রার্থনা তোমার চাইতেও শক্তিশালী আর সত্য! 🫠🫡

- উইলিয়াম শেক্সপিয়ার🌚

কি দারুণ দেখতে, তাইনা? 😍বাড়ির পাশে ডোবায় অনেক আছে!বাসায় এনে লা"গা'ই'তে পারতাম...!!! 😊 কিন্তু, বাড়ির লোকেরা পাবনায় দিয়ে আ...
12/10/2022

কি দারুণ দেখতে, তাইনা? 😍
বাড়ির পাশে ডোবায় অনেক আছে!
বাসায় এনে লা"গা'ই'তে পারতাম...!!! 😊 কিন্তু, বাড়ির লোকেরা পাবনায় দিয়ে আসবে, তাই আর সাহস করিনা 🥴

27/09/2022

The real Hero নিজেকে বাঁচিয়ে বোনকে বাচালো।
ভাই বোনের টান,রক্তের বাঁধন।
দীর্ঘজীবী হও।🫡🫡❤️❤️❤️❤️

19/09/2022

সন্ধান চলে রোজ আমার আমি টা আজও নিখোঁজ😏

"আজ আমার চৌকাঠে তোমার আনাগোনা নেয় বলে"           আমার আর সংসারী হওয়া হলো না।“সংসার মানে আসলে কি”?বছরের পর বছর একই ছাদে...
03/09/2022

"আজ আমার চৌকাঠে তোমার আনাগোনা নেয় বলে"
আমার আর সংসারী হওয়া হলো না।

“সংসার মানে আসলে কি”?

বছরের পর বছর একই ছাদের নিচে থেকেও অনেক সময় একজন অন্যজনের ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারে না!

পাশের বালিশে প্রতিরাতে ঘুমিয়েও অনেক সময় অত'টা কাছে আসা যায়না!

অথচ, অনেকেই জীবনের শেষ দিন পর্যন্ত একটা অসহ্য মানুষের শার্টের বোতাম সেলাই করতে করতে সময় কাটিয়ে দেয়!

পৃথিবীতে সবচেয়ে বিস্ময়কর ব্যপার হলো অভ্যাস!
শুধু মাত্র অভ্যাসের দোহাই দিয়েই অনেকে সংসারের ডেফিনেশন বুঝাতে চায়!

সংসার মানে আসলে কি?
সংসার মানে কি রোজ দু বেলা ভাত রান্না করে স্বামীর প্লেটে মাছের মাথাটা তুলে দেওয়া?
সংসার মানে কি বাচ্চা উৎপাদনের প্রসিডিউর?

নাহ, সংসার মানে আসলে একটা নির্ভরশীলতা!
একজনের খারাপ লাগাতে অন্যজনের কষ্ট হওয়া!

সংসার মানে আসলে জীবনের প্রতিকূলতা গুলোকে শেয়ার করা! সংসার মানে জীবনটাকে উপভোগ করা!

সংসার হলো, আরেক জীবন মানুষটার সাথে কাটানোর প্রবল আকাঙ্খা! সংসার মানে অভ্যাস ভাবতে ভাবতে আমরা অনেক সময় ভুলে যাই বিপরীত মানুষটার গুরত্ব!

প্রেমিকার জ্বর হলে, হৃদয় জ্বলে যায়!
সারাদিন খোজ নিতে ইচ্ছে হয়! প্রচন্ড টেনশন হয়!

অথচ স্ত্রীর জ্বর হলে মনে হয় জ্বর খুব স্বাভাবিক একটা বিষয়! এটাকে অত'টা গুরুত্ব দেওয়ার কিছু নেই!

আমি বলছিনা, জ্বরকে খুব গুরুত্ব দেওয়া হোক!
আমি বুঝাতে চেয়েছি প্রচন্ড জ্বরের ঘোরে মানুষটার হাতের আঙুল ধরে তাকে তার গুরুত্বটা বুঝানো হোক!

হুট করে একদিন স্ত্রীর হাত ধরে তাকে জিজ্ঞেস করা হোক তুমি ভালো আছো তো?

অভ্যাস ব্যপারটা মস্তিষ্কে প্রবেশ করানোর পর
আমরা আসলে ভুলে যাই অভ্যাস আর ভালোবাসা এক জিনিস না।

আমরা যারা সংসারকে শুধুমাত্র অভ্যাস বলে চালিয়ে দেই, তারা আসলে নিজেদের চিন্তার গভীরে একটা অসুস্থ চেতনা ধারন করে আছি!

ভালোবাসায় অভ্যাস আসবে ঠিকই, তবে অভ্যাস থাকলেই যে ভালোবাসা আসেনা, এটাও আমাদের মাথায় প্রোগ্রামিং করে রাখা উচিত!

সংসার মানে আসলে, বিপরীত মানুষটার যত্ন নেওয়া!
সে যত্ন নেওয়ার মানুষিকতা যাতে দুজন মানুষের ভেতরই জন্ম নেয়!

সংসার শুধু অভ্যাস না,
মাঝে মাঝে মানুষটার মাথায় হাত রেখে
জিজ্ঞেস করতে হয় "তুমি ঠিক আছো তো?"

যার কারণে আজও সিঙ্গেল,,,,,,🥹
21/08/2022

যার কারণে আজও সিঙ্গেল,,,,,,🥹

_ যান্ত্রিক এই শহরে প্রতিটা ইটে আছে লেখা "ভীড়ঠেলা নগরীতে সবাই দিনশেষে একা"..💔🖤🥀
08/08/2022

_ যান্ত্রিক এই শহরে প্রতিটা ইটে আছে লেখা

"ভীড়ঠেলা নগরীতে সবাই দিনশেষে একা"..💔🖤🥀

"যে ধরে রাখতে জানে, সে শেখর খোঁজে না 😊"যে আঁকড়ে থাকতে জানে, সে ত্রুটি বুঝে না 🙂🥀
04/08/2022

"যে ধরে রাখতে জানে, সে শেখর খোঁজে না 😊

"যে আঁকড়ে থাকতে জানে, সে ত্রুটি বুঝে না 🙂🥀

Josumari 2022🥶🥶
27/07/2022

Josumari 2022🥶🥶

একটা তাজা গাছ যেভাবে মরে যায়, কিংবা-😕গঙ্গা যেভাবে সাহারায় মিশে যায়,নিঃসঙ্গতায়......😴ঠিক সেভাবে আজ আমি নিঃসঙ্গ ভীষণ!🤕নিরু...
16/07/2022

একটা তাজা গাছ যেভাবে মরে যায়,
কিংবা-😕
গঙ্গা যেভাবে সাহারায় মিশে যায়,
নিঃসঙ্গতায়......😴
ঠিক সেভাবে আজ আমি
নিঃসঙ্গ ভীষণ!🤕
নিরুবালা.....
জোছনা যাপনের মতো-
তুই আমার, না পাওয়া আপন।🖤🤔

প্রিয় তুমি পূর্ণতা দেখিয়ে❤️❤️🥀 😭শুন্যতা উপহার দিলা🤕💔💔💔
04/07/2022

প্রিয়
তুমি পূর্ণতা দেখিয়ে❤️❤️🥀
😭শুন্যতা উপহার দিলা🤕💔💔💔

সে কান্না লুকিয়ে হাসি বিক্রি করে বাঁচে!'🖤
23/06/2022

সে কান্না লুকিয়ে হাসি বিক্রি করে বাঁচে!'🖤

একাকিত্ব কে ভালবাসতে শিখুন তবেই, ভাল থাকতে পারবেন 🖤
31/05/2022

একাকিত্ব কে ভালবাসতে শিখুন তবেই, ভাল থাকতে পারবেন 🖤

গুছিয়ে গল্প বলা যায় 🙂 অনুভূতি না 🥀কিছু গল্পের শিরোনাম থাকে না 😐আবার না থাকে অস্তিত্ব 💔
27/05/2022

গুছিয়ে গল্প বলা যায় 🙂 অনুভূতি না 🥀
কিছু গল্পের শিরোনাম থাকে না 😐
আবার না থাকে অস্তিত্ব 💔

কেউ বোঝেনি আমায় ! চেনেনি তো কেউ ! দেখেও কতবার, তবু দেখেনি কেউ!!💔😒
23/05/2022

কেউ বোঝেনি আমায় !
চেনেনি তো কেউ !
দেখেও কতবার, তবু দেখেনি কেউ!!
💔😒

নির্দিষ্ট একজনের মুগ্ধতায় আটকে গেলে আর কাউকেই দেখতে ভালো লাগে না ❤️✨️
18/04/2022

নির্দিষ্ট একজনের মুগ্ধতায় আটকে গেলে আর কাউকেই দেখতে ভালো লাগে না ❤️✨️

Address

Dinajpur
5266

Telephone

+8801751193086

Website

Alerts

Be the first to know and let us send you an email when Durlov's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Durlov's World:

Videos

Share


Other Party Entertainment Services in Dinajpur

Show All