Kazi office Sadar,Dinajpur.

Kazi office Sadar,Dinajpur. " Marriage&Divorce Registration"information? Please Call : 01721446805,01752899782 4no.ward.Dinajpur pouroshova.Noyonur. p.s:sadar.Dist.Dinajpur.Bangladesh

09/01/2025
"নব বিবাহিত জীবনের প্রথম পদক্ষেপে একে অপরের পাশে থেকে হেসে-খেলে কাটুক প্রতিটি মুহূর্ত। ভালোবাসা, বিশ্বাস এবং সম্মান দিয়ে...
09/01/2025

"নব বিবাহিত জীবনের প্রথম পদক্ষেপে একে অপরের পাশে থেকে হেসে-খেলে কাটুক প্রতিটি মুহূর্ত। ভালোবাসা, বিশ্বাস এবং সম্মান দিয়ে গড়ে উঠুক তাদের সম্পর্কের ভিত্তি। আল্লাহ তাদের জীবনে সুখ, শান্তি এবং সফলতা দিন।"* 💕🌹

আস্সালামু আলাইকুম,❤️আল্লাহর রহমতে জীবনকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করি। ❤️প্রতিদিন তাঁর কাছে শিখতে এবং তার পথে চলতে চাই।...
09/01/2025

আস্সালামু আলাইকুম,

❤️আল্লাহর রহমতে জীবনকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করি। ❤️

প্রতিদিন তাঁর কাছে শিখতে এবং তার পথে চলতে চাই।"
🌄শুভ সকাল 🌄
---

29/12/2024

স্বামী রাগ করলে, বকাদিলে তর্ক করবেন না।
একটু ধৈর্য্য ধরুন, চুপচাপ থাকুন। জয় আপনারই হবে ইনশাআল্লাহ।

আয়াতুল কুরসি
29/12/2024

আয়াতুল কুরসি

11/12/2024

আসসালামু আলাইকুম আগামী ২২ ডিসেম্বর ২০২৪ রবিবার সকাল ১০ ঘটিকায় রংপুর বিভাগীয় কাজী সম্মেলন রংপুর লালবাগ কলেজ রোড( ওয়াবদার বিপরীতে) পানসি কনভেনশন সেন্টারে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কেন্দ্রীয় সমিতির সভাপতি, নির্বাহী সভাপতি, মহাসচিব সহ আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বিভাগের সকল নিকাহ্ রেজিস্ট্রার যথা সময়ে সম্মেলনে উপস্থিত হয়ে কাজীদের ন্যায্য দাবি আদায়ের সকলে সোচ্চার হব ইনশাআল্লাহ ।

মা, কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই মায়ের মত আপন ত্রিভুবনে নাই।
03/12/2024

মা, কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই মায়ের মত আপন ত্রিভুবনে নাই।

বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি কেন্দ্রীয় কমিটির মোহতারাম সভাপতি ==বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক,  অধ্যক্ষ শাহ...
19/11/2024

বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি কেন্দ্রীয় কমিটির মোহতারাম সভাপতি ==বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, অধ্যক্ষ শাহ মোঃ নেছারুল হক ❤️❤️❤️❤️❤️❤️
ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ- এর বোর্ড অব গভর্নর মনোনীত হওয়ায়
দিনাজপুর জেলা কাজী সমিতি ও নয়নপুর কাজী অফিস এর পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।।
🌹🌹🌹🌹🌹❤️❤️❤️💖

একটুখানি কাজের ফাঁকে, ঘুরে এলাম তিস্তা নদীর বাঁকে।।
19/11/2024

একটুখানি কাজের ফাঁকে, ঘুরে এলাম তিস্তা নদীর বাঁকে।।

13/11/2024

বাল্যবিবাহ বা শিশুবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা, যা অনেক দেশে একটি গুরুত্বপূর্ণ মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখা হয়। এটি কিশোরী এবং কিশোরদের শারীরিক, মানসিক ও সামাজিক উন্নয়নে বাধা সৃষ্টি করে।

বাল্যবিবাহের সুফল
(যদিও এগুলি বাস্তবে অনেক সময় ক্ষতিকর)
বাল্যবিবাহের কিছু সাধারণ "সুফল" হিসেবে কিছু লোক মনে করে যে:

অর্থনৈতিক সুবিধা: কিছু পরিবার এটিকে আর্থিক সমাধান হিসেবে দেখে, কারণ মেয়েটির বিয়ে দিয়ে পরিবারের বোঝা কমানো হতে পারে।
সংস্কৃতি বা ধর্মীয় ঐতিহ্য: কিছু সমাজে এটি ঐতিহ্যগতভাবে গৃহীত হতে পারে এবং এটি পরিবারের সম্মান বা সামাজিক অবস্থান বজায় রাখার একটি উপায় হিসেবে দেখা হয়।
তবে, এই সুফলগুলি আপাতত মনে হলেও, দীর্ঘমেয়াদী প্রভাব সবসময়ই নেতিবাচক।

বাল্যবিবাহের কুফল
বাল্যবিবাহের বাস্তব কুফলগুলি অত্যন্ত গুরুতর এবং দীর্ঘমেয়াদী:

শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ঝুঁকি: বাল্যবিবাহে লিপ্ত মেয়েরা শারীরিকভাবে পূর্ণবয়স্ক না হওয়ায় গর্ভধারণ এবং প্রসবকালীন জটিলতার শিকার হতে পারে। তারা মানসিকভাবেও প্রস্তুত না থাকায় নানা ধরনের মানসিক চাপ এবং সমস্যায় পড়ে।

শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ:
বাল্যবিবাহের ফলে মেয়েরা সাধারণত স্কুল ছেড়ে দেয়, যার ফলে তাদের শিক্ষা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে যায়।
অর্থনৈতিক অবস্থা: পরিবারের জন্য একটি অর্থনৈতিক বোঝা হতে পারে কারণ বাল্যবিবাহের ফলে মেয়েরা কম বয়সে সন্তান জন্ম দিতে শুরু করে, যা ভবিষ্যতের জন্য আরও আর্থিক চাপ সৃষ্টি করে।
মেয়েদের অধিকার লঙ্ঘন: বাল্যবিবাহ মেয়েদের মৌলিক অধিকার যেমন শিক্ষা, স্বাস্থ্য, স্বাধীনতা এবং ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘন করে।
বাল্যবিবাহ প্রতিরোধ
বাল্যবিবাহ প্রতিরোধের জন্য বেশ কিছু কার্যকর উপায় রয়েছে:

আইনগত ব্যবস্থা:
সরকারী স্তরে বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে এবং বাল্যবিবাহের শিকারদের জন্য আইনগত সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
শিক্ষা প্রচার: জনগণকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করা এবং মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ানো। শিক্ষার মাধ্যমে মেয়েরা নিজেদের অধিকারের সম্পর্কে জানতে পারে এবং জীবনে আরো ভাল সুযোগ পায়।

আর্থিক সহায়তা: পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করতে পারে, যাতে তারা তাদের মেয়েদের বাল্যবিবাহে বাধ্য না করে।
সামাজিক সচেতনতা: বাল্যবিবাহ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং সাংস্কৃতিক পরিবর্তন আনা। এটি স্থানীয় সমাজ, ধর্মীয় নেতাদের এবং বিভিন্ন এনজিও-র মাধ্যমে করা যেতে পারে।
বাল্যপ্রেম
বাল্যপ্রেম একটি নতুন সামাজিক চিন্তা যা বেশ কিছু ক্ষেত্রে শিশুদের ও কিশোর-কিশোরীদের জীবনে অতিরিক্ত প্রভাব ফেলছে। তবে, এটি বাল্যবিবাহের সাথে সম্পর্কিত হতে পারে, যা প্রায়ই আবেগজনিত বা অবাধ মেলামেশার ফলস্বরূপ ঘটে। বাল্যপ্রেম বেশিরভাগ ক্ষেত্রে অপরিণত, আবেগপ্রবণ, এবং পূর্ণাঙ্গ সম্পর্কের জন্য প্রস্তুত না হওয়া অবস্থায় ঘটে। এটি শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যেও সমস্যা সৃষ্টি করতে পারে।

সুতরাং, বাল্যপ্রেমের মধ্যে যদি কোনো দায়িত্বশীলতা ও প্রাপ্তবয়স্ক সম্পর্কের বৈশিষ্ট্য না থাকে, তবে এটি ক্ষতিকর হতে পারে এবং তাদের জীবনের ভবিষ্যৎ দিকে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

শেষকথা
বাল্যবিবাহ এবং বাল্যপ্রেম থেকে মুক্তির জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে—গবেষণা, শিক্ষা, আইন, এবং সমাজিক প্রচার আরও বেশি ফলপ্রসূ করতে হবে, যেন ভবিষ্যতে এমন সমস্যাগুলি কমিয়ে আনা সম্ভব হয়।

আসসালামুয়ালাইকুম, আলহামদুলিল্লাহ সবাইকে  🌺🌺শুভ সকাল 🌺🌺
06/11/2024

আসসালামুয়ালাইকুম,
আলহামদুলিল্লাহ সবাইকে
🌺🌺শুভ সকাল 🌺🌺

এবার গন বিয়ের আয়োজন করল ঢাকা বিশ্ববিদ্যালয় বিয়েতে খরচ বহন করবে শিক্ষার্থীরা বিস্তারিত লিংকে ক্লিক করুন https://www.f...
16/09/2024

এবার গন বিয়ের আয়োজন করল ঢাকা বিশ্ববিদ্যালয় বিয়েতে খরচ বহন করবে শিক্ষার্থীরা বিস্তারিত লিংকে ক্লিক করুন
https://www.facebook.com/share/r/ijBnbTHScae51rda/?mibextid=oFDknk

no marriage underge
12/09/2024

no marriage underge

পুতুল বিয়ে দেবার বয়সে মেয়ের বিয়ে নয় 💔 Ar Name ঃ বাল্যবিবাহের সমাপ্তি Video owner ঃ ধন্যবাদ এত সুন্দর নাট...

Address

4no, Ward, Dinajpur Pouroshova, Sadar
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when Kazi office Sadar,Dinajpur. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi office Sadar,Dinajpur.:

Videos

Share