Sharif Vai

Sharif Vai স্মৃতি সংরক্ষণ চিত্ত বিনোদন,
অন্যের হৃদয়ে জায়গা করে নেয়া,
(4)

06/01/2024

শীতের সৌন্দর্য সরিষা ফুলে লুকায়িত।
চলে ঘুড়ে ঘুড়ে উড়ে উড়ে উপভোগ করা যাক।🌻

লোকেশন : কোঠাবাড়ি বিল, দোহার ঢাকা

05/01/2024

মানুষের ভীড় জমে যায় এখানে
শেষ পর্যায়ে এসেছি আজকে🙆‍♂️
আগে আসলে নাকি আরো স্পেশাল করে বানিয়ে খাওয়াতো🌺

লোকেশন: মেঘুলা বাজারের নদীর পারে, দোহার ঢাকা

05/01/2024

বাকি দেয়া নিষেধ হলেও
ও কিন্তু আমাদের বাকি দিতে একবারও দ্বিধা করে নাই।
টাকা যখন দিলাম তখনো নিতে চায় নাই।💝💝💝

লোকেশন :রাজপাড়া নাহার গার্ডেন রোড, নবাবগঞ্জ, ঢাকা।

31/12/2023

ভাবির হাতের খিচুড়ি ভিন্নরকম স্বাদ।
Thanks Mitu Setu বইনা সুন্দর আয়োজন করার জন্য।

30/12/2023

এইটা কাচা খেতেও বেশ মজাদার।

30/12/2023

এক থাপ্পড়ে চিপস ফাটানোর চ্যালেঞ্জ।
পারে নাই কামরুল।
আমি পারছি🥴🤭🤗🙈🙆‍♂️

30/12/2023

ভাংগাচুড়া লোকাল বাসে মাত্র 8 মিনিটে পদ্মা সেতু পার হওয়া যায়।🌺
বেশ ভালো একটা অভিজ্ঞতা ছিলো।

29/12/2023

নুডলস মানেই হলো ভিন্নরকম স্বাদ।
আবার সেটা যদি হয় বইন Mitu Setu র হাতের
তাহলে তো কথাই নেই।

29/12/2023

উফফফফ সেই স্বাদ।

28/12/2023

কোয়েল পাখির রোস্ট এবং খাসির কলিজা দিয়ে ঝালমুড়ি।
সাথে আছে বোম্বাই মরিচের অসাধারণ ফ্লেভার।
সবমিলিয়ে অসম্ভব মজাদার ছিলো।

লোকেশন : জয়পাড়া ভাস্কর্যের পাশে, দোহার, ঢাকা।

25/12/2023

গভীর রাতে খেজুরের রস কালেকশন।
প্রচন্ডরকম কুয়াশার ভীড়ে আমরা বেড়িয়েছি আমরা।

24/12/2023

বম্বাই মরিচ দিয়ে স্পেশাল ঝালমুড়ি।
ফ্লেবার টাই অন্যরকম।
জাস্ট অসাধারণ 🌺

লোকেশন : জনতা বাজার, পিরোজপুর, বানারীপাড়া, বরিশাল।

) ゚

24/12/2023

গ্রামীণ ঐতিহ্য এটা।
নতুন ধান ঘরে তোলার উৎসব এটা।

23/12/2023

এখানকার মানুষ এই লেটুস পাতা চিনেই না
খাওয়া তো দূর🤣

23/12/2023

ডাইল দিয়ে ডাইলপুরি।
শীতের রাতে একটু ভাজাপোড়া হলে মন্দ কি।🌺

লোকেশন : পবন বাজার, পিরোজপুর, বানারীপাড়া, বরিশাল।

22/12/2023

বাংলাদেশের বৃহৎ ইসলামিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যান্য এটা।
আসলে এখানে কেউ না আসলে এটার সৌন্দর্য উপলব্ধি করতে পারবে না।

21/12/2023

কেওয়া কাঠাল এটার স্থানীয় নাম।
অরিজিনাল নাম কারো জানা থাকলে বলে যাবেন🌺

20/12/2023

আমাদের মিয়ার হাট বাজার
যা ইন্দের হাট নামেই বেশ পরিচিত।

19/12/2023

গরুর ভুড়ি দিয়ে আটার রুটি।
অসম্ভব মজাদার এই খাবার খাওয়া হয় প্রতিযোগিতা করে।

লোকেশন : জনতা বাজার, পিরোজপুর, বরিশাল।

07/12/2023

এই বৃষ্টিতে একটু ভাজাপোড়া হলে সেটা ভালোর থেকেও ভালো মানে অতি উত্তম হয়।
তাইতো আমরা প্রতিকূলতা পেড়িয়ে উপস্থিত।

লোকেশন : ওয়ান ব্যাংকের সামনে, জয়পাড়া দোহার ঢাকা।

05/12/2023

ঐতিহ্যবাহি সাত গম্ভুজ মসজিদ এটা।

লোকেশন: মোহাম্মদপুর।

04/12/2023

প্রাইজ অনেক বেশি এখানে।

03/12/2023

লেবুর পিনিক
ফাস্ট টাইম ট্রাই, বেশ ভালোই ছিলো।

লোকেশন : ইয়ামাহা শো রুম এর পাশেই দোহার, ঢাকা।

28/11/2023

এইগুলা এতো বিখ্যাত কেন রে ভাই,,🤔

আহামরি কিছু না তারপরও নাকি বিখ্যাত।

লোকেশন : পুরান ঢাকা।

24/11/2023

রিজেনেবল প্রাইজে খাসির কাচ্চি।
মাত্র ১৫০ টাকা।

লোকেশন : পুরানা পল্টন, ঢাকা।

22/11/2023

মিল্ক নান।
দেখতে একদম কেক এর মতো।
খেতেও ভারি মজা🌺

লোকেশন : পুরান ঢাকা

21/11/2023

রহিংগা মাছে ভরপুর এই বুড়িগঙ্গা।

19/11/2023

দুইটা ডিম দিয়ে স্পেশাল পিঠা।

লোকেশন : দোহার থানার পাশেই।
জয়পাড়া দোহার ঢাকা।

17/11/2023

বৃষ্টি মানেই এইগুলোর স্বাদ দ্বিগুণ।
এইগুলা আপানাদের কাছেও অতি মাত্রায় মজা লাগবে
যখন কোথাও ঘুরতে যাবেন এবং পেটে ক্ষুধা থাকবে🤣
এটা স্বাস্থ্যের জন্য তেমন একটা উপকারী না বটে
তবে মুখে মজা মানেই খেতে হবে🫣🫣🫣🫣

লোকেশন : জয়পাড়া দোহার ঢাকা।

14/11/2023

মানে ভালো হলেও দামে কম হওয়া চাই
কারণ
খাওয়ার মধ্যে এইগুলাই তো বেশি খাই।🫣🫣

লোকেশন : ফুলতলা দোহার ঢাকা।

11/11/2023

বেহায়া মনের বিরল চাওয়া পূরণ করতে
গ্রামের চাচাতো ভাইরা মিলে যখন
সাপ্তাহিক পার্টি🤣 আয়োজন করা হয়।🤗🤣

লোকেশন : থানার মোড় জয়পাড়া দোহার ঢাকা।

06/11/2023

চলো মন বেসামাল
খেতেই হবে এই বা,ল ছাল🥴
ক্ষতিকর জেনেও শুনিনা বারন
"মুখে লাগে মজা" খাওয়ার এটাই কারণ🫣

লোকেশন: সরকারি পদ্মা কলেজ ফুলতলা দোহার ঢাকা

04/11/2023

খাবার ভালো মানেই
সেখানে আমরা আরো একবার
হতে পারে বহুবার.

লোকেশন : ইসলামপুরের শেষ মাথা আবুল ইটভাটা।
দোহার ঢাকা 🌺

03/11/2023

ইট ভাটায় আগুন দেয়া দেখতে যাওয়া খুব ভোরে
ভালোই লাগলো💝💝

লোকেশন : ইসলামপুর আবুল ভাটা দোহার ঢাকা

31/10/2023

দশ টাকায় এইটুকু😭 মোটেই চয়েজ হয় নাই আমার🤣

লোকেশন : ফুলতলা কলেজ বটতলা দোহার ঢাকা।

31/10/2023

গ্যাসের চুলায় তৈরি হয় এখন তন্দুল রুটি। বাংলা হোটেল মানেই কিন্তু মজাদার খাবার। তবে তোমাকে হতে হবে অনেক বেশি ক্ষুধার্ত🥴🥴🥴

লোকেশন : জয়পাড়া থানার মোরে দোহার ঢাকা।

30/10/2023

বাংলা হোটেলেও যে এতো সুন্দর ও মজাদার নেহারি হালিম পাওয়া যায় সেটা এখানে না গেলে কেউ বুঝতেই পারবে না।
লোকেশন : ইসলামপুরের শেষ মাথায় আবুল বাটার ওখানে।
দোহার ঢাকা

29/10/2023

প্রতিনিয়ত এইগুলা খেতে অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা।
বেমালুম ভুলে গিয়েছি যে এগুলো ক্ষতিকর।

Lc: ফুলতলা পদ্মা কলেজের বটতলা Dohar Dhaka

28/10/2023

জয়পাড়া এসেছো আর এখানে ফুসকা খাও নাই
মিস একটা করেছো সেই লেভেলের।
অসম্ভব মজাদার মামার হাতের ফুসকা।
Lc: জয়পাড়া থানার মোর
ইন ফ্রন্ট অফ অক্সফোর্ড বেবি কেয়ার হোমস।

Address

Dohar

Alerts

Be the first to know and let us send you an email when Sharif Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Dohar event planning services

Show All

You may also like