Esthetic Flowers

Esthetic Flowers Esthetic Flowers caters needs of flowers for different occasions such as Marriage ceremony, anniversary, birthday party , reception and facilitates gardening.
(1)

21/01/2024

Marvelous

আচ্ছা
31/12/2023

আচ্ছা

Dried Lake Meet Sand DuneDeadvlei, Namibia 🇳🇦 ♥️এতোদিন সাগরের বিষয় টা জানতাম কিন্তু আজ নতুন কিছু জানলাম। অতএব (হে জ্বিন ...
27/12/2023

Dried Lake Meet Sand Dune
Deadvlei, Namibia 🇳🇦 ♥️
এতোদিন সাগরের বিষয় টা জানতাম কিন্তু আজ নতুন কিছু জানলাম।
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

এক সময় থাইল্যান্ডের এমন ছবি দেখতাম আর ভাবতাম আমার কবে এমন গাছ হবে। আল্লাহর রহমতে এবার অনেক চারা করেছি। থাইল্যান্ডের ছবি ...
24/12/2023

এক সময় থাইল্যান্ডের এমন ছবি দেখতাম আর ভাবতাম আমার কবে এমন গাছ হবে।
আল্লাহর রহমতে এবার অনেক চারা করেছি। থাইল্যান্ডের ছবি দেখে আর আফসোস করতে হবে না।

প্রথমে দেখে হয়তো মনে হতে পারে কোনো পুতি/ঝিনুক অথবা ডিম ইত্যাদির মত কোনো কিছু মাটিতে অনেকগুলো পড়ে আছে ! জেনে অবাক হবেন ...
22/12/2023

প্রথমে দেখে হয়তো মনে হতে পারে কোনো পুতি/ঝিনুক অথবা ডিম ইত্যাদির মত কোনো কিছু মাটিতে অনেকগুলো পড়ে আছে ! জেনে অবাক হবেন এটি কিন্তু আসলে এক ধরনের ফুল.....

এই ফুলটির নাম টার্ফি কোপ্রসমা! যদিও অনেকে একে মস হিসেবে বলে থাকেন তবে আসলে কিন্তু এটি এক ধরনের ফুল । এটি আসলে এক ধরনের ফুল তবে পাপড়ি ছাড়া ( পাপরি না থাকলেও এটি ফুল হিসেবে গণ্য)
©️

কিছু এডেনিয়াম কুরিয়ার করলাম
21/12/2023

কিছু এডেনিয়াম কুরিয়ার করলাম

20/12/2023
গাছ টার বয়স ৪০ বছর। গাছ টা একজন মহিলা লাগিয়েছিলেন, তিনি এখন মৃত। গাছ টা এখন তার ছেলের মালিকানাধীন আছে। তবে এতো বড় গাছ থে...
19/12/2023

গাছ টার বয়স ৪০ বছর।
গাছ টা একজন মহিলা লাগিয়েছিলেন, তিনি এখন মৃত। গাছ টা এখন তার ছেলের মালিকানাধীন আছে। তবে এতো বড় গাছ থেকে বর্তমানে ফল পারা কষ্টকর হয়ে গেছে। অনেক ফল গাছেই নষ্ট হয়। তারপরও এমন একটা গাছ থাকা খারাপ না। পাখিদের ভালো একটা খাবারের ব্যবস্থা হয়ে আছে এই গাছের মাধ্যমে। এ বছর আমিও কিছু গাছ তাল গাছের গোড়ায় লাগিয়েছি। গাছ গুলো কত বড় হয় তা দেখার অপেক্ষায় আছি।

কাঠ গোলাপ
17/12/2023

কাঠ গোলাপ

এবার যদি যেতে হয় তো একেবারেই যেয়োপ্রতিবারের মতো ফিরে পাবার আশাদু চোখে দিয়ে যেওনা।বারবার চলে যাবার আঘাতফিরে পাবার থেকে...
15/12/2023

এবার যদি যেতে হয় তো একেবারেই যেয়ো
প্রতিবারের মতো ফিরে পাবার আশা
দু চোখে দিয়ে যেওনা।
বারবার চলে যাবার আঘাত
ফিরে পাবার থেকে ভয়াবহ লাগে এখন।
যদি যেতে হয় সেভাবেই যে
আলকুচে দরজাটা আধ খোলা রেখে নয়
আল্নায় দুই একটা কাপড় হেলানো ছড়িয়ে ছিটিয়ে নয়।
দুটো ব্রাশ তোয়ালে একা করে নয়,
যদি যেতেই হয় ঘরের পর্দাটা টেনে দিয়ে যেও।
যেন নিরাশার ঘুম দিয়ে কেটে দিতে পারি ঘরে খিল দিয়ে।
যদি সত্যিই যেতে চাও ফিরে না আসার মত করে যাও
আমি স্বস্তিতে কাটাতে পারব বাকিটা জীবন।
স্বাধীনভাবে সারাটা শহর ঘুরে দেখব
সকালের সূর্যোদয় দেখতে খুব জানালায় এবং সন্ধ্যার সূর্যাস্ত দেখতে পশ্চিম জানালায়
প্রকৃতি শুধু দেখে যাব দুচোখে শ্রাবণ নিয়ে কারোর আশায় থাকতে হবে না আর।
এবার আমি ছেড়েছুড়ে বাঁচতে চাই
কারো আশায় পথ চেয়ে বসে না থেকে একবারে শিকলটা বন্ধ করে দিতে চাই
তো এবার যদি যেতে চাও তবে সেভাবেই যেও
যেভাবে গেলে আর ফিরে আসা যায় না।
একটা মানুষকে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে হয় না
এবার যদি যেতে চাও একেবারেই যেও।

ড্রাগন
14/12/2023

ড্রাগন

যে ঐতিহ্য এখন হারানোর পথে
13/12/2023

যে ঐতিহ্য এখন হারানোর পথে

টিউশনি বাসায় স্টুডেন্ট এর অভিভাবকরা টিচারের কাছে যেমন টা চায়।
05/12/2023

টিউশনি বাসায় স্টুডেন্ট এর অভিভাবকরা টিচারের কাছে যেমন টা চায়।

Did you know that if you put 100 black ants and 100 red ants in a jar, nothing will happen? But if you shake the jar har...
03/12/2023

Did you know that if you put 100 black ants and 100 red ants in a jar, nothing will happen? But if you shake the jar hard, the ants start killing each other. The red ants consider the black ants their enemies, and the black ants consider the red ants their enemies. The true enemy is the one shaking the jar. The same thing happens in human society. So, before we attack each other, we should think about who is shaking the jar!

- Kurt Vonnegut

আহা স্বপ্ন
03/12/2023

আহা স্বপ্ন

কিভাবে সম্ভব 😒
01/12/2023

কিভাবে সম্ভব 😒

খাইছি আজইকা
26/11/2023

খাইছি আজইকা

এমন একটা বাড়ি বানাতে মোট কত টাকা খরচ হবে আর কি পরিমাণ জবি লাগবে?
25/11/2023

এমন একটা বাড়ি বানাতে মোট কত টাকা খরচ হবে
আর কি পরিমাণ জবি লাগবে?

জাফরানকে অনেকেই ডাকেন ‘মশলার রাজা’ নামে৷ ভারতের কাশ্মীরের বিভিন্ন জায়গায় এই জাফরানের চাষ হলেও সবচেয়ে বেশি তা হয় পুলওয়ামা...
14/11/2023

জাফরানকে অনেকেই ডাকেন ‘মশলার রাজা’ নামে৷ ভারতের কাশ্মীরের বিভিন্ন জায়গায় এই জাফরানের চাষ হলেও সবচেয়ে বেশি তা হয় পুলওয়ামা উপত্যকার পম্পোর শহরে, যা রাজধানী শ্রীনগর থেকে মাত্র আধা ঘন্টার পথ৷ একারণেই এই শহরের নাম হয়ে গেছে ‘জাফরান টাউন’৷ কীভাবে জাফরান চাষ হয় জানতে পারেন মন্তব্যে দেয়া ছবিঘরের লিংক থেকে৷
© DW বাংলা

আরো একটা কাঠ গোলাপ ফুলের বাগান ©
13/11/2023

আরো একটা কাঠ গোলাপ ফুলের বাগান
©

এক মেয়ে ফোন দিয়ে প্রতিদিন জালাতন করে আগের দিন তাকে বললাম তার আম্মুর নাম্বার দিতে। আমাকে জিজ্ঞাসা করলো নাম্বার দিয়ে কি কর...
08/11/2023

এক মেয়ে ফোন দিয়ে প্রতিদিন জালাতন করে
আগের দিন তাকে বললাম তার আম্মুর নাম্বার দিতে। আমাকে জিজ্ঞাসা করলো নাম্বার দিয়ে কি করবো, আমি বললাম তার আম্মুর কাছে বিচার দিবো। কি আজব মেয়েটা সাথে সাথে তার আম্মুর নাম্বার দিয়ে দিলো, এখন প্রতি দিন ফোন করে জিজ্ঞাসা করে আমি তার আম্মুর কাছে বিচার দিয়েছি কি না 😒।
গতদিন দেখি তার আম্মু আমাকে কল দিলো বললো বাবা কেমন আছো, আমার মেয়ে নাকি তোমাকে জালাতন করে, তুমি নাকি আমার কাছে তার নামে নালিশ করবা। কই কোন কল তো দিলা না😑😑।
Utopia রাজ্য থেকে।

বিদেশীদের কাঠ গোলাপ ফুলের বাগান😑
07/11/2023

বিদেশীদের কাঠ গোলাপ ফুলের বাগান😑

আপনি জানেন কি, আমাদের দেশে কোনো লেখক পেশা হিসেবে লেখালেখিকে বেছে নিতে পারেন না। বহু লেখক ঝরে গেছে এ কারণে। অন্য কোনো দেশ...
06/11/2023

আপনি জানেন কি, আমাদের দেশে কোনো লেখক পেশা হিসেবে লেখালেখিকে বেছে নিতে পারেন না। বহু লেখক ঝরে গেছে এ কারণে। অন্য কোনো দেশে লেখকদের এতটা অবমূল্যায়ন হয় বলে জানা নেই।
©

সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন;থাকে শুধু অন্ধকার,—
05/11/2023

সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার,—

Address

Jessore

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801915150130

Website

Alerts

Be the first to know and let us send you an email when Esthetic Flowers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Esthetic Flowers:

Videos

Share

Category