23/06/2022
ব্যারিষ্টার সুমন কে রাষ্টীয়ভাবে মানবতার ফেরিওয়ালা আর একুশে পদক দিয়ে ভূষিত করা হোক,, এটা বাংলার জনগনের জোরালো দাবী।
#কেন দেবেন???
সুমন একজন সুপার হিরো যুব সমাজের আইডল,বাংলার দুখি মানুষের মুক্তির দূত,,সমুন কোন ব্যক্তি নয় উনি একটা প্রতিষ্টান এবং আমানতদার প্রতিষ্ঠান,,, সিলেট -সুনামগঞ্জে বানবাসী মানুষের সাহায্যে এগিয়ে গিয়েছিলেন নিজের কিছু নিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন বানবাসি মানুষের জন্য,,
#যার ফলশূতিতে উনি মাত্র তিন দিনে সারা পৃথিবীর মানুষের ভালবাসা, বিশ্বাস আর টাকা পেয়েছেন #দের কোটিরো অধিক,, ইতিহাসে বিড়ল এমন কাজ,,যাকে না দেখে না চিনে শুধু বিশ্বাস করে মানুষ কোটি কোটি টাকা দিয়ে দিল,,শুধু কাজ আর কর্মের কারণে তাকে কি আমরা রাষ্টীয় ভাবে মানবতার ফেরিওয়ালা উপাধিতে ভূষিত করতে পারিনা??তার বিভিন্ন সামাজিক কাজ কর্ম আমরা দেখেছি যার বিবরণ দিতে গেলে একটা উপন্যাস হয়ে যাবে,, ছবি করা যাবে কয়েকটা।
যেখানে নোবেল জয়ী প্রতিষ্টানের মত শত শত প্রতিষ্ঠান দেশে পড়ে আছে,যেখানে শত শত রাজনৈতিক অঙ্গ-সংঘটন পড়ে আছে,,
যাকে আপনারা সরকারের দালাল বলেন, যাকে আপনারা অনেক গালাগালি করেন,, সেই ব্যাক্তিটায় কিন্তুু সমাজের সুপার হিরো
আর আপনারা হলেন সুপার জিরো,,
মনে রাখবেন প্রেম কখনো পাগলামি ছাড়া হয় না,,মানুষের প্রেমে পড়তে গেলে পাগলামি করতে হবে,, হ্যাঁ সুমন প্রেমে পড়েছে তবে মানবতার কল্যানে কোন স্বার্থের প্রেমে পড়ে নয়।।