
18/03/2025
তামাই ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, শিক্ষা এবং পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান আর্তমানবতার সেবা, স্বল্প বা বিনামূল্যে শিক্ষাসামগ্রী ও স্বাস্থ্যসেবা প্রদান, ত্রাণ বিতরণ, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, সর্বোপরি মৌখিক, লৈখিক ও সকল প্রচার মাধ্যম ব্যবহার করে মানুষকে সত্য ও শান্তির পথে ডেকে এনে একটি আদর্শ কল্যাণ সমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাবে।
তামাই ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য :
১. আর্তমানবতার সেবা।
২. সৎ কাজে উৎসাহ দান ও অসৎ কাজ নিবারণে নানামুখী কার্যক্রম পরিচালনার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন।
তামাই ফাউন্ডেশনের কার্যক্রম সমূহ -
১. অসহায়, দরিদ্র, ভিটে-মাটিহীন, উপার্জনক্ষম ব্যক্তিহীন পরিবারের দায়িত্ব গ্রহণ।
২. বন্যা, ঘূর্নিঝড়, অগ্নিকান্ড, মহামারিসহ যেকোন দুর্যোগকালে ত্রাণ বিতরণ।
৩. দুস্থদের মধ্যে ঈদ উপলক্ষে ফিতরা, পোশাক ও ঈদসামগ্রী বিতরণ।
৪. গৃহহীনদের জন্য গৃহায়ন কার্যক্রম।
৫. সহায়-সম্বলহীন রোগীদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ।
৬. সচ্ছলদের পক্ষ হতে কুরবানীর আয়োজন করে দুস্থদের মধ্যে বিতরণ।
৭. অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
৮. রমাদান মাসে দুস্থ সিয়াম পালনকারীদের মাঝে সাহরি-ইফতার সামগ্রী বিতরণ।
৯. শিক্ষা, সংস্কৃতি ও নানা সামাজিক ও জীবনমুখী বিষয়ের ওপর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন।
১০. উপার্জনক্ষম দুস্থদের স্বনির্ভর করার জন্যে বিশেষ উদ্যোগ গ্রহণ।
১১. দারিদ্র বিমোচনে নানামুখী উদ্যোগ গ্রহণ।
১২. অসহায় এতিম শিশু, কিশোরের মৌলিক চাহিদা পূরণ এবং সর্বোপরি অভিভাবকত্ব গ্রহণ।
১৩. পথশিশু ও প্রতিবন্ধীদের সহযোগিতা ও পুনর্বাসন।
১৪. ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যা সমাধানে কাউন্সেলিংয়ের ব্যবস্থাকরণ।
১৫. রক্তদান কার্যক্রম।
১৬. সবুজ বনায়ন কার্যক্রম।
১৭. তথ্য-প্রযুক্তি, গণমাধ্যম ও ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি ও বিশুদ্ধ চিন্তাচেতনার প্রসার।
১৮. নবীন উদ্যোক্তা তৈরি।
১৯. মাদক ও যৌতুকবিরোধী নানা কর্মসূচি পালন।
২০. সুপেয় পানির সুবিধাবঞ্চিত এলাকায় নলকূপ স্থাপন।
২১. জনকল্যাণ ও সচেতনতা মূলক বিভিন্ন লিফলেট-স্টিকার বিনামূল্যে বিতরণ।
২২. প্রত্যন্ত অঞ্চলের হিফজ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ।
২৩. শিরক, বিদ‘আত, প্রান্তিকতা ও উগ্রপন্থা নির্মূলে উদ্যোগ গ্রহণ।
২৪. ধর্মীয় ও সামাজিক কুসংস্কার দূরীকরণ ও অপসংস্কৃতি প্রতিরোধে নানামুখী ব্যবস্থা গ্রহণ।
অনলাইন ও মিডিয়া:
🔹page - https://www.facebook.com/tamaifaoundation
🔹Facebook Group -
https://www.facebook.com/groups/tamaifaoundation