Wedding season 2023/2024
Bangladeshi wedding
পিউলী ও বিরাজ শুভ পরিণয়।। ময়মনসিংহ ।। নভেম্বর : 2022
আমাদের পেকেজ গুলো সম্পর্কে জানতে এবং বুকিং দিতে কল করুন, ময়মনসিংহ : +8801711185358, +8801611103050
অপর্ণা এবং পূষণ ।। রিসিপশান
আপু আর ভাইয়্যা দুজন একী এলাকায় বড় হয়েছে (নিকলী, কিশোরগঞ্জ) কিন্তু কোনদিন দুজন দুজনাকে জানতও না স্কুলের জীবন একী উপজেলায় পার হয়েছে পাশের গ্রামেই কিন্তু পরিচয় ছিলনা।
কলেজ জীবনেও (শহীদ সৈয়দ নজরুল কলেজ,ময়মনসিংহ) একী কলেজের সুবাদে পরিচয় হয় দুজনের। যেহেতু একী এলকার দুজন তাই নিজ এলাকা ছেড়ে যখন ময়মনসিংহে পড়াশুনা করতে আসে তখন বন্ধুত্ব হয় সেই থেকে ভালোলাগা ভালোবাসা।
কলেজ জীবন পার হয়ে বিশ্ববিদ্যালয় জীবন সেখানেই দুরত্ব দুজনের, আপু ঢাকা বিশ্ববিদ্যালয় আর ভাইয়্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়
কিন্তু দূরত্ব তাদের ভালোবাসার বিশ্বাস আর টানের কাছে হার মানে,
তাদের ভালেবাাসা দেখতে দেখতে ৮ বছর পার হয়ে গেলে আজ শুভ পরিণয় হলো।
বেচে থাকুক দুজনের ভালোবাসা বিশ্বাস আর হৃদয়ের টানে সারাটিজীবন
হলুদের ভিডিওতে আমরা তাদের মুখ থেকে গল্পটি শুনবো আজ এই পর্যন্তই থাকুক।
অপর্ণা এবং পূষণ ।।