24/04/2023
মানুষটি আজ সর্বোচ্চ অপরাধের কর্মফল ভোগের অপেক্ষার প্রহর গুনছে। প্রায়শ্চিত্তের স্বাক্ষী হয়ে আছে কনডেম সেলের নিথর দেয়ালগুলো। কোন প্রান নেই সেখানে, যাকে ভালবাসার কথা বলা যায়। প্রচন্ড অপেক্ষায় কাটে প্রতিটা মূহুর্ত। দুটোই মাত্র রাস্তা খোলা ছিল ওর সামনে; হয় ভালবাসা, নয় মৃত্যু। মিথ্যে প্রেমের অভিনয়ে মোটেই অভ্যস্ত ছিলো না। স্বাক্ষ্য হিসেবেও কাউকেই দাঁড় করায়নি বিচারিক আদালতের কাঠগড়ায়। ওর স্বাক্ষী শুধু আকাশের ঐ চাঁদ আর হাতে গোনা কয়েকটি তারা মাত্র। ক্যাসিওপিয়ার বাইরেও ওর প্রিয় ছিলো সপ্তর্ষিমণ্ডল। প্রাচীন আরবীয়রা সাতটি তারার ওই কন্সটিলেশনকে "ডটারস্ অফ নাস" বলে ডাকতো। একটি রক্ত জবাও স্বাক্ষ্য ছিলো ওর, তবে বহুকাল আগেই ঝড়ে পড়েছিলো ফুলটি।