17/05/2024
চলেন একটু ফটোগ্রাফি টিপ্স দেই।
তাসনিয়া ফারিন এর এই ছবিটা দিয়ে এক্সাম্পল দেই।
আপনি ট্রেন্ড ফলো করেন তাই সনি আর ৮৫ এম এম 1.4 কিনে ফেলসেন দেখে, এপার্চার বাড়াইলে আপনার অপমান হবে , অলয়েজ পিছন ঘুলা হইতে হবে এমন না।
ছবির সাব্জেক্ট দুই জন, কিন্তু হাসের বাচ্চাটাই ফোকাসে নেই।
কারন, ম্যাডাম কে ফোকাস করতে গিয়া , হাসের বাচ্চা ব্লার করে ফেলসেন 1.4 এর পাল্লায় পড়ে।
এসব খেত্রে এপার্চার বাড়িয়ে তুলেন,
বিশ্বাস করুন, কেউ মা*রবে না।
বরং সাব্জেক্ট দুইটাই ফোকাসে আসবে, সুন্দর লাগবে,
পিছন অতিশয় ঘোলা অলয়েজ জরুরি না।
তাসনিয়া ক্যাপশান ও দিয়েছেন হাসের বাচ্চা নিয়ে,
অথচ সাব্জেক্ট টাই ফোকাসে নেই ।
এমন দুস্টু কর্বেন না অকে?
দুইটাই ফোকাসে রাখবেন।