20/12/2023
আমাদের #আড়াইহাজারে এই প্রথমবার #ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার ও ফ্রিল্যান্সারদের মিলনমেলার আয়োজন হতে চলেছে যেখানে কথা বলবেন দেশসেরা ্রিল্যান্সার ও আইটি প্রফেশনালগন। যারা যারা সত্যিকারের ফ্রিল্যান্সিং বিষয়ক তথ্য পেতে আগ্রহী তারা এখনি নিচের গুগল ফরমে আপনার তথ্য দিন। যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন ও ইতিমধ্যে ফ্রিল্যান্সিং করছেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ন সেমিনার হতে চলেছে।
সেমিনারের টপিকগুলোঃ
১) ফ্রিলান্সিং ক্যারিয়ার কি, কেনো, কিভাবে শুরু করতে হয় তার সম্পর্কে ক্লিয়ার এবং সঠিক ধারণা।
২) গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ার ও গাইডলাইন।
৩) ওয়েব ডিজাইন ও ডেভলাপমেন্ট ক্যারিয়ার ও গাইডলাইন।
৪) আইটি প্রফেশনাল হিসেবে নিজেকে তৈরি করা সম্পর্কিত গাইডলাইন।
৫) ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার
৬) Web3 & Block Chain Development ক্যারিয়ার
৭) একজন ফ্রিলান্সার সময় ম্যানেজমেন্ট এবং ভালো/খারপ দিকগুলো নিয়ে আলোচনা।
এছাড়াও ফ্রিলান্সিং প্রশ্ন ও উত্তর পর্ব রয়েছে।
অডিয়েন্সদের জন্য যা যা ব্যবস্থা রয়েছেঃ
১) টি-শার্ট
২) আইডি কার্ড
৩) সকালের হালকা নাস্তা
৪) দুপুরের খাবার
৫) কফি এবং অন্যান্য।
টিকিট পাবলিশ হবে আজ বিকেল ৪ টায়।
তারিখঃ ২৪ ডিসেম্বর
স্থানঃ উপজেলা অডিটরিয়াম, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
টিকেট বুকিং নিচের লিংকে যান⬇️⬇️
https://forms.gle/iDaUXQVqGYy1yLSZA
হটলাইনঃ 01865657373