Bidhu Bhusan Biswas

Bidhu Bhusan Biswas BIDHU BHUSAN BISWAS, Hindu Marriage Registrar, Narsingdi Municipality, Its Under Law Ministry of Bangladesh Govt.

Its main purpose to secure every conjugal life by the Law of Bangladesh Govt.

12/06/2023
ভারত থেকে আগত ২০টি WDM-3D লোকোমোটিভ সম্পর্কে অনেকে বিরূপ মন্তব্য করছে।। এটি পড়ার আগে আপনাকে আবেগ সরিয়ে টেকনিক্যাল দিক দি...
27/05/2023

ভারত থেকে আগত ২০টি WDM-3D লোকোমোটিভ সম্পর্কে অনেকে বিরূপ মন্তব্য করছে।। এটি পড়ার আগে আপনাকে আবেগ সরিয়ে টেকনিক্যাল দিক দিয়ে বিষয়টি বুঝতে হবে।।
যারা বলছে যে এই লোকোমোটিভগুলো ভাঙ্গরি, অচল তাই ভারত এগুলো আমাদের দিয়ে দিচ্ছে। আসলে সেটা না। ভারতের কাছে এমন অনেক সচল লোকোমোটিভ আছে যেগুলা তারা স্রেফ বাতিল করে দিবে কারণ তাদের অধিকাংশ রেলপথ বৈদ্যুতিক করা হয়ে গেছে। পলিউশন রোধে এবং উচ্চ গতি পেতে বৈদ্যুতিক ট্রেনের ভূমিকা অনেক। যেহেতু তারা প্রায় সকল রুট ইলেক্ট্রিফিকেশন করে ফেলেছে সুতরাং তারা তাদের ডিজেল চালিত লোকোমোটিভ গুলো স্ক্র‍্যাপ করবে স্বাভাবিক।
কিন্তু এরমধ্যে থেকেই এর আগে ১০টি এবং গতকাল আরো ২০টি WDM-3D লোকোমোটিভ বাংলাদেশকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিলো যেগুলোর একেকটির দাম সেকেন্ড হ্যান্ড হিসেবে ৮-৯ কোটি করে। তাহলে ৩০টি লোকোমোটিভ এর দাম ২৪০ থেকে ২৭০ কোটি টাকা। এটাকে আপনি বাংলাদেশের কূটনৈতিক বিজয় হিসেবে দেখতে পারেন যে এতদামের লোকোমোটিভ একদম ফ্রিতে পেয়ে গেল বাংলাদেশ।
অন্যদিকে আপনারা বলছেন যে এগুলো অচল, বাতিল লোকোমোটিভ। কিন্তু আপনি কি জানেন এগুলোর ইকোনমিক লাইফ হিসেব করলে এরা এখনো শিশুই? সবচেয়ে পুরাতন লোকোমোটিভের কমিশন হয়েছে ২০১১ সালে। সবচেয়ে কম বয়সী লোকোটার কমিশন ২০১৫ সালে। মাত্র ৮-১২ বছর বয়সী লোকো এগুলো। অন্যদিকে বাংলাদেশের স্বাধীন হওয়ার আগের লোকোমোটিভ এখনো চলছে পুরোদমে। ১৯৬৫ সালে আসা ৬০ সিরিজের লোকোমোটিভগুলো এখনো ৫৮ বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে।
ব্রডগেজ লোকোমোটিভের একটা বড় অংশ ভারতের তৈরি করা লোকোমোটিভ। ৬৪ এবং ৬৫ সিরিজের WDM-3A (৬৫০১-৬৫২৬) লোকোমোটিভগুলো ভারত থেকে কিনে আনা। WDM-2B (৬৪০১-৬৪১০) এবং WDM-2CA (৬৪১১-৬৪১৩) লোকোমোটিভগুলো যথাক্রমে ২০০১ এবং ২০০৪ সালে বাংলাদেশ রেলওয়েতে কমিশন প্রাপ্ত হয়। অন্যদিকে WDM-3A (৬৫০১-৬৫২৬) লোকোগুলো ২০১২-২০১৩ সালে বাংলাদেশ রেলওয়েতে কমিশন প্রাপ্ত হয়। সেই হিসাবে দেখলে ভারত থেকে বাংলাদেশের কেনা WDM-3A লোকোমোটিভগুলোর থেকেও অল্পবয়সী লোকোমোটিভ বাংলাদেশকে ভারত দিলো।
বাংলাদেশ রেলওয়ে দিন দিন বড় হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে রেলের রুটের পরিমাণ। সেই সাথে যাত্রীবাহী ট্রেন বৃদ্ধি, ফ্রেইট ট্রেন চলাচলের পরিমাণ। এই WDM-3D লোকোমোটিভগুলো এযাবৎ কালে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী লোকোমোটিভ (৩৩০০ হর্স পাওয়ার)। এই লোকোমোটিভগুলো একেকটা ৫০/১০০ লোডের মালবাহী ট্রেনকে ১০০ কিলোমিটার বা তার বেশি গতিতে চালাতে সক্ষম।
লেখা: আন্তঃনগর মধুমতী এক্সপ্রেস।।
ছবি: Raju Mastan ভাই।।

নরসিংদী পৌরবাসীর অবগতির জন্য জানাচ্ছি যে, অসাধু চক্র কিংবা আপনার স্থানীয় ঠিকানা ব্যাতি রেখে কিছু লোভী, অসাধু বিবাহ নিবন্...
14/05/2023

নরসিংদী পৌরবাসীর অবগতির জন্য জানাচ্ছি যে, অসাধু চক্র কিংবা আপনার স্থানীয় ঠিকানা ব্যাতি রেখে কিছু লোভী, অসাধু বিবাহ নিবন্ধক আপনার কাছে থেকে টাকা নিয়ে বিবাহ রেজিস্ট্রেশন করছেন বিনিময়ে আপনার পেপার পাসপোর্ট অফিস, মন্ত্রনালয় কিংবা দূতাবাস থেকে ফেরত আসছে। তখন কিন্তু পুনরায় হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন করা লাগতে পারে তাই আপনারা যারা না জেনে, না বুঝে রেজিস্ট্রেশন করছেন। তারা আর ঠকবেন না । প্রতারক থেকে সাবধান থাকুন। শুধু নরসিংদী পৌরসভা বাসী যোগাযোগ করুন।
নরসিংদী পৌরসভা,
হিন্দু বিবাহ রেজিস্ট্রার,
বিধু ভুষণ বিশ্বাস
মোবাইলঃ ০১৭১১ ৩৩ ৭৬ ৩৬

নব দম্পতির জন্য শুভ কামনা রইলো।
04/05/2023

নব দম্পতির জন্য শুভ কামনা রইলো।

03/05/2023

কেন ভাইরাল মুক্তা রানী..?
ভিডিওঃ সংগৃহীত

02/05/2023

#নিজের_চেষ্টা_আর_মন_থেকে_চাইলে_সফলতা_আসবেইঃ
রিয়েল স্টোরি... ( Inspiring )
কৃতঞ্জতায়ঃ Dayal Chandra
ভিডিওঃ দয়াল চন্দ্র

30/04/2023
24/04/2023
পঞ্জিকা অনুযায়ী ২০ এপ্রিল বছরের প্রথম সূর্য গ্রহণ সংগঠিত হতে চলেছে। ২০ এপ্রিল সকাল ৭টা ৪ মিনিট থেকে দুপুর ১২টা ২৯ মিনিট ...
19/04/2023

পঞ্জিকা অনুযায়ী ২০ এপ্রিল বছরের প্রথম সূর্য গ্রহণ সংগঠিত হতে চলেছে। ২০ এপ্রিল সকাল ৭টা ৪ মিনিট থেকে দুপুর ১২টা ২৯ মিনিট পর্যন্ত সূর্য গ্রহণ থাকবে। উল্লেখ্য ২০২২ সালের প্রথম সূর্য গ্রহণও হয়েছিল এপ্রিলের ৩০ তারিখ মাঝরাতে।

সূর্য গ্রহণে কী কী সাবধানতা অবলম্বন করা উচিত

১. সূর্য গ্রহণের সময় কোনও নির্জন স্থানে যাবেন না। শ্মশানে যাওয়া থেকেও বিরত থাকুন। গ্রহণের সময় নেতিবাচক শক্তির ক্ষমতা বৃদ্ধি পায়। তাই এ ধরনের স্থান এড়িয়ে চলুন।

২. সূর্য গ্রহণে দেব-দেবীর মূর্তি ঢেকে রাখা উচিত। এমনকি গ্রহণ শেষ না-হওয়া পর্যন্ত মূর্তিও স্পর্শ করবেন না। গ্রহণের সময় ঠাকুরঘরের দরজা খুললে বা মূর্তি স্পর্শ করলে পরিবারের সুখ-সমৃদ্ধি চলে যায়।

৩. সূর্য গ্রহণের সময়ে নেতিবাচক শক্তির প্রভাব চরমে থাকে। তাই এই সময়ে কোনও নতুন কাজ শুরু করা থেকেও বিরত থাকুন। তা না-হলে সেই কাজেও অশুভ প্রভাব পড়বে এবং তা সম্পূর্ণ হবে না।

৪. গ্রহণের সময়ে ঘুমাবেন না। সূচে সুতো পরাতে নেই। আবার যাত্রা করা থেকেও বিরত থাকুন।

৫. সূর্য গ্রহণের সময়ে ভুলেও কোনও দরিদ্র ব্যক্তির অপমান করবে না। এর ফলে সূর্য ও শনি উভয় ক্ষুব্ধ থাকতে পারেন।

18/04/2023

আগের ভিডিওতে নাকি প্রকৃতির চেয়ে আমার চেহারা বেশী দেখা গেছে। এইবার শুধুই প্রকৃতি! পাহাড় আর পাথরের মাঝ দিয়ে বয়ে চলা নদীর স্বাদ নিতে চাইলে অবশ্যই তিন্দু ঘুরে আসুন।

🇧🇩

17/04/2023
14/04/2023
13/04/2023
01/04/2023

নরসিংদী বিভিন্ন পাড়া-মহল্লায় ধর্মীয়, সংস্কৃতি ও অভিনয়ের মাধ্যমে শ্রীশ্রী কালী মাতার লীলা বৈচিত্র্য তুলে ধরছেন শিল্পীরা। আপনাদের সকলকে আমার প্রনাম।

31/03/2023
28/03/2023

রবি চৌধুরী,চন্দন সিনহা,কবির বকুল,বৃন্দাবন দাস,শাহানাজ খুশী,দিব্য,সৌম্য,উদয়,শান্তা,শুদ্ধ ও ইকবাল
আমাদের সৌভাগ্য,আমরা বাংলা গানে নচিকেতা চক্রবর্তীর যুগ স্বচক্ষে দেখেছি।
নচি’দা,কামনা করি তোমার সুস্থতা আর দীর্ঘায়িত হোক তোমার শিল্পী জীবন॥
ভিডিওঃ- চঞ্চল চৌধুরী

Address

Narsingdi
1600

Telephone

+8801711337636

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bidhu Bhusan Biswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bidhu Bhusan Biswas:

Videos

Share