24/06/2024
২৩ জুন ১৭৫৭, পলাশির যুদ্ধে মোঘল নবাব সিরাজের পরাজয়ে বাংলার স্বাধীনতার সূর্য ডুবে যায়।ব্রিটিশ উপনিবেশ শাসনের কবলে বন্দি হয় বাংলার মানুষ।তখন সাধারন মানুষের কোন হুশ ছিল না যে কতবড় বিপদের মধ্যে তারা পড়েছে।
২৩ জুন ২০২৪, ইন্ডিয়াকে তাদের রেল করিডোর বানিয়ে সার্বভৌমত্ব দাফন করে অখণ্ড ভারতের পথে আরেক ধাপ আগালো।এখন সাধারণ মানুষের কোনো ধারণাই নাই যে তারা এখন থেকে পরাধীন।
বাংলাদেশ পরোক্ষভাবে আবার ও পরাধীনতা গ্রহন করলো।
দেশটা বিক্রি হয়ে গেলো।ইয়া আল্লাহ! আমাদের দেশকে জালিম শাসকদের কুনজর থেকে রক্ষা করো।
৩০ লক্ষ মানুষের প্রান গেলো।
চার নেতা মরলেন।শেখ মুজিবুর রহমান আজীবন জেল খাটলেন।শেরে বাংলা একএম ফজলুল হক, হোসেন সোহরাওয়ার্দী সহ নেতারা আজীবন সংগ্রাম করে গেলেন।৩ লক্ষ নারী ধর্ষিত হলো।
এক কোটি মানুষ দেশহারা হতে হলো।।
অবশেষে আসলো স্বাধীনতা।
কিন্তু আফসোস আমরা আবার আমাদের স্বাধীনতা হারিয়ে ফেললাম। শেখ মুজিবুর রহমান মৃত্যুর আগে একটা কথা বলে গেছেন "স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। "😭
ইয়া আল্লাহ,আমাদের দেশকে জালিম শাসকদের কুনজর থেকে রক্ষা করো আল্লাহ। জালিমদের যন্ত্রণাদায়ক মৃত্যু দাও।
রাসেল্স ভাইপার্স এর চেয়ে ও বড় সাপ বাংলাদেশের দিকে এগিয়ে আসছে।
(এই পোস্ট কপি করে ছড়িয়ে দিন যাতে বাংলাদেশের মানুষ জানতে পারে যে তারা আবার ও উপনিবেশিক শাসনের ঝালে ফাসতে চলেছে)