HamOnto-হেমন্ত

HamOnto-হেমন্ত 15 March 2024💔মৃত আত্মা💔

আর কখনোই কারো প্রেম এ পড়বো না🙂

সেই আমার না পাওয়া এক -পবিত্র ভালোবাসা🌸

আমি নিজেই এখন পাগল প্রায়😞
17/06/2024

আমি নিজেই এখন পাগল প্রায়😞

17/06/2024

মানুষ শুরুতে যেই টান দেখায়, তা যদি শেষেও থাকতো;
হয়তো গল্পটা অন্যরকম হতো🌸🌸

17/06/2024

মানুষকে নিয়ে এতো ওভার কনফিডেন্স আসলে ঠিক না🙂🙂
মানুষ শুরুতে যেমন দেখায় শেষে তেমনটা থাকে না😞😞

17/06/2024

বিশেষ দিনে বিশেষ মানুষের শূন্যতার অনুভূতি সত্যিই শ্বাসরুদ্ধকর😥😥

সে থাকলে ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যেতো🌸🌸
সে শুধু আমাকে ছেড়ে যায় নাই...বরণ সে আমার জীবনের সব হাসি খুশি আনন্দ কেড়ে নিয়ে গেছে😥😥

16/06/2024

আমার আর কিছুই হারানোর নাই,,যা হারানোর হারিয়ে পেলছি😞😞
এই দিনটায় অনেক সৃতি আছে...কারন এই দিনটায় আমি সব সময় আপনার পাসে ছিলাম তবে ভাগ্যের কি নির্মম পরিহাস আজ আপনি আমার ধরা চোয়ার বাহিরে😞😞

একটা ঈদ তাও মনে কোনো আনন্দ নাই😞😞আসলে বুঝতে পারতেছি আপনিহীন কোনো কিছুতেই আমার আনন্দ নাই😥😥

ঈদুল আযহা'র' শুভেচ্ছা রইলো🌸🌸
ভালো থাকবেন🙂

15/06/2024

যারা বুঝে গেছে ভালোবাসা কি?
তারা আর কখনো ভালোবাসেনি🙂

আসলে সে নিজেও জানে না কতটা কষ্ট দিয়েছে আমাকে🙂🙂

15/06/2024

যে ভালোবাসার মানুষকে বিশ্বাস করে সেতো সম্পর্ক টিকিয়ে রাখবে বলেই তাকে বিশ্বাস করে...
আর যে সম্পর্কে ভাঙ্গার পরিকল্পনায় থাকে সে কখনোই আপনাকে বিশ্বাস করবে না বরং সে ক্ষুত খুজবে-যেটাকে কেন্দ্র করে আপনাকে ছেড়ে যাবে🙂🙂

আমি তাকে ছাড়বো না বলেই চুপ ছিলাম🌸🌸তবে সে যে কাজ গুলো কারছে🙂বার বার ঠকানোর পরে ও তাকে বিশ্বাস করছি - সে এমন কিছু করবে না আমার বিশ্বাস ছিলো🙂🙂

কিন্তু আমি ভুল ছিলাম🙂🙂আমার বিশ্বাস নিয়ে খেলা করছে🙂🙂
যে বার বার বিশ্বাস ভাঙ্গে সে আর কখনোই বিশ্বাসের যোগ্য হতে পারবে না💔আর সেখানে ভালোবাসা? মূল্যহীন🙂

কৃতজ্ঞতা আমাকে এভাবে শেষ করার জন্য🙂

15/06/2024

পুরুষ মানুষ এতটা সহজ সরল না...
সহজ সরল সেজে থাকে শুধু তার শখের মানুষের কাছে🙂

পুরুষ মানুষকে নিঃস্ব করার জন্য এতো বেশি শত্রুর দরকার নেই"
শুধু মাত্র শখের নারীর একটু ছলনাতেই ভেঙ্গে চুরে নিঃস্ব হয় পুরুষ😞😞

নারী তুমি যে ছলনাময়ী এটা এখন বিশ্বাস করি🙂
নারীর প্রতি আমার এক আকাশ পরিমাণ ঘৃণা😞😞
নারী বিশ্বাসের যোগ্য না😞😞ভালোবাসার যোগ্যও না😔😔
পুরুষের জীবন নারীহীনই সুন্দর🌸🌸

✒️SHaon

14/06/2024

সত্যিকারের ভালোবাসা তো সেটাই,, যেখানে হাজার বার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না🌸🌸

14/06/2024

প্রিয় মানুষকে ভীষণ ভালোবাসেন,,তার মানে আপনি ও ভালোবাসা পাবেন এই আাশা ছেড়ে দিন ভাই🙂🙂
মাঝে মাঝে প্রিয় মানুষ মৃত্যুর যন্রণাও দিয়ে যায়😞😞
স্বপ্নেও কল্পনা করতে পারিনি😣😣এতো নিরিহ চেহার পিচনে তার আরেক টা রুপ আছে😞😞

14/06/2024

মানুষ চিরকাল বাঁচেনা😞😞
কিন্তু কিছু মানুষের দেওয়া কথা কখনো ভুলা যায় না😞😞

14/06/2024

পরিস্থিতি তো অজুহাত মাএ…
ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়🌸

14/06/2024

হঠাৎ কিছু হয় না, শুধু প্রকাশ্যে আসে হঠাৎই😥😥
যা ভাঙ্গার আগেই ভেঙ্গেছে, শুধু ফাটলটা চোখে পড়েনি🙂🙂

শখের মানুষের নিখুঁত পরিকল্পনা😞😞
কৃতজ্ঞতা জানাই🌸🌸

14/06/2024

শখের মানুষটার ও অন্য কোথাও শখের কেউ থাকে🙂🙂

14/06/2024

যদি আমার ভালো চাও তাহলে তাকে কিছু বলো না, তাকে কিছু করো না তোমরা🙂

আমি কতটা অসহায় হতে পারি🙂নিজের বউ এর মুখে আরেক পুরুষ এর জন্য মায়া🙂🙂
আর আমি যে ভেতরে শেষ হয়ে গেলাম মানুষটার জন্য-ঐটা দেখলো না😞😞

এটাই হচ্ছে শখের মানুষ🙂🙂

13/06/2024

উপসংহারে যদি বিচ্ছেদই থাকে তাহলে সূচনা কেন এত রঙিন করে শুরু করলে😞

বিশ্বাস করো আমার তোমার সম্পর্কে বিচ্ছেদ হবে এটা আমি কখনোই মাথাতেও আনি নাই🌸🌸

কিভাবে পারলে তুমি?😞😞

নাকি পূর্বপুরুষদের প্রতিশোধ আমার উপর দিয়ে নিলে?🤔🤔

সবাই তো ভালোই আছে আমার সংসার নষ্ট করে🙂
আমি আর আমার মেয়ে কি এমন অপরাধ করলাম?😣সে তো নিষ্পাপ😞😞

13/06/2024

হয়তো আমি তোমার যোগ্য হতে পারি নি😔😔
তবে সাবধানে থেকো- তোমার যোগ্যরা যেন তোমাকে না ঠকায়😞

কারণ-
তুমি ঠকে গেলে আমি সহ্য করতে পারবো না🌸🌸

13/06/2024

যদি পরের জন্মে আবার দুনিয়াতে আসা যেতো..!
তাহলে আমি কোটিপতি হয়ে জন্ম নিতাম🙂
কারণ শুধু টাকার শূন্যতার জন্য আমি আমার শখের মানুষটাকে হারাইছি,,তার শখ পূরন করতে আমি ব্যর্থ ছিলাম🙂🙂

সে বলেছিল আমি তাকে কি দিয়েছি🙂🙂
আসলেই তো আমি তাকে কি দিয়েছি,,সে আমার সাথে কেনো থাকবে?😔😔
পুরুষের সৌন্দর্য প্রেম ভালোবাসা সবি হচ্ছে টাকায়🌸🌸

13/06/2024

বিশ্বাস আর কাকে করবো🙂🙂
বিশ্বাসের যোগ্য এই পৃথিবীতে কেউ নাই অন্তত আমার জন্য😔😔
বিশ্বাস প্রেম ভালোবাসা এগুলা নাটক সিনামাতেই সুন্দর কিন্তু কারো জীবনে না🙂🙂
আমি মনে করি কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসা বোকামি ছাড়া কিছুই না🙂🙂নিজের পায়ে নিজেই কুড়াল মারার সমান🙂🙂

13/06/2024

এমন পূর্ণতার দরকার নাই,,যে পূর্ণতা ভেঙ্গে চুরমার করে দিবে জীবনটাকে...
এমন পূর্ণতার ছেয়ে জীবনে কেউ না আসাই বেটার...

এক সময় বলতাম জীবন অনেক সুন্দর🙂🙂
আর এখন বলি জীবন টা খুবই জঘন্য একটা অনুভূতি🙂
এমন জীবন কারো না হোক🌸

ভেঙ্গে চুরে থাকার চাইতে একা থাকাই ভালো🙂🙂

13/06/2024

আমার আত্মার মানুষটাই আমাকে ধ্বংস করে অন্য কাউকে জিতিয়ে দিছে🙂🙂

আমাকে নিঃস্ব করে অন্য কাউকে পরিপূর্ণ করেছে🙂

আমার কথা একবারও না ভেবে অন্য কারো কথা ভেবেছে🙂🙂

আমাকে কষ্ট দিয়ে অন্য কাউকে খুশি করেছে🙂🙂

আমাকে লাঞ্ছিত করে অন্য কাউকে রাজত্ব করার সুযোগ দিয়েছে🙂🙂

আমার ভালবাসা তার কাছে মূল্যহীন মনে হয়েছে আর অন্য কারো ভালোবাসা তার কাছে মূল্যবান🙂🙂

অধিকারটা ছিল আমার কিন্তু অধিকার খাটাতে সুযোগ দিয়েছে অন্য কাউকে🙂🙂

আমাকে স্বপ্ন দেখিয়ে অন্য করো স্বপ্ন পূরন করতে গেছে🙂🙂

হ্যা এটাই হচ্ছে সত্যিকার ভালোবাসা🙂🙂

13/06/2024

আমি চেয়েছিলাম আমাদের মাঝে কোনো
Third person না আসুক🌸🌸

পরে দেখি আমিই নিজেই তাদের মাঝে Third person🙂💔

12/06/2024

সবার কথা ভাবতে ভাবতে নিজের জন্য আর কিছুই করা হলো না🙂🙂
আর যখনি ভাবছি নিজের ও ছোট একটু শখ পূরন করবো 🏍️ঠিক তখনি কেউ এক জন সব ভেঙ্গে চুরমার করে দিলো🙂🙂

আমি ও হয়তো একদিন তার হাতেগড়া প্রতিষ্ঠিত একজন পুরুষ হতাম🌸🌸সে পাশে থাকলে আমার সাহস দিগুণ হয়ে যায় তবে আপসোস সে আমায় সঙ্গ দিলো না ❤️‍🩹❤️‍🩹

তাকে ভালো রাখবো বলে আমি দিন রাত পরিশ্রম করে ও হাঁপাই নাই🙂কিন্তু আমি ব্যর্থ😥😥একটাই প্রশ্ন - এতো কষ্ট কেন করলাম তাহলে আমি?
সঙ্গ দিয়ে যদি মানুষ রাখা যায় তাহলে আমি তাকে শুধু সঙ্গই দিতাম,, সান্ত্বনা দিতাম,,গুরুত্ব দিতাম,,আর সারা দিন কথা বলতাম ফোন, এস এম এস এ🙂🙂

গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এর আইডি পাসওয়ার্ড নিয়ে আসলেই কোনো লাভ নেই!অন্য ছেলে/মেয়েদের block-unfriend করে একফোঁটাও কাজ হব...
12/06/2024

গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এর আইডি পাসওয়ার্ড নিয়ে আসলেই কোনো লাভ নেই!

অন্য ছেলে/মেয়েদের block-unfriend করে একফোঁটাও কাজ হবে না, ঠকাতে হলে একশো ভাবে ঠকানো যায়!

আসলে যে তোমায় সত্যিই ভালোবাসবে, তার অন্যকারো প্রতি ঝোঁক আসবেই না, তুমি না চাইতেও সে তোমায় priority দিবে! এতো এতো লোকের মাঝেও, ব্যস্ততার মাঝেও তোমার খোঁজ আগে নিবে!

দুনিয়ার যে যাই বলুক সে তোমার হাতটা ধরেই জীবন কাটিয়ে দিবে! তোমার কাঁধে মাথা রেখেই ক্লান্তি দূর করবে🌸

12/06/2024

সুখ,শান্তি আমার সাধ্যের বাহিরে😥

বইটা তো দূরের কথা,,একটা পৃষ্ঠার অনুভূতি মায়া ও তোমার কাছে পেলাম না শেষ মুহূর্তে...আর এত বড় বইয়ের আশা কিভাবে করি আমি🙂🙂আমা...
11/06/2024

বইটা তো দূরের কথা,,একটা পৃষ্ঠার অনুভূতি মায়া ও তোমার কাছে পেলাম না শেষ মুহূর্তে...আর এত বড় বইয়ের আশা কিভাবে করি আমি🙂🙂

আমার ভুল টা কোথায় ছিল জানি না...
যে ভুলের জন্য তুমিও আমায় ছুড়ে ফেলে দিলে❤️‍🩹❤️‍🩹

কিন্তু এই পিক টা ঠিক একদিন তুমি আমায় দিয়েছিলে...সেইদিন সেইম মানুষটাকে নিয়ে প্রথম ভুল করে আমার কাছে মাপ চেয়েছিলে🙂আমি মনে কষ্ট নিয়ে ও মাপ করে দিয়েছিলাম তোমায় ঐদিন,,বাট দ্বিতীয় বার আবার ও মাপ করলাম সেইম ভুলের জন্য সেইম মানুষের জন্য🙂কিন্তুু আমি তোমার সাথে কি এমন ভুল করে পেলছি- যে ভুলের মাপ পেলাম না একটা বারের জন্যও তোমার কাছে🙂🙂

🌸🌸বইটা আমার খুব শখের ছিল🌸🌸

11/06/2024

সে অন্য করো সাথে কথা বলবে😣
অন্য কেউ তাকে দেখবে,তাকে হাসাবে, সান্তনা দিবে🙂
এটা সহ্য করার শক্তি আমার নাই-রে ভাই💔

10/06/2024

তাকে অন্য কারো সাথে দেখা তো দূরের কথা❤️‍🩹
তার মুখে অন্য কারো কথা শুনলে বুকটা কেঁপে উঠে😥😥
তার সাথে কারো ছায়াকে ও আমি সহ্য করতে পরতাম না💔💔

আর সে কিনা😥😥😥

আজকাল সত্যিকার ভালোবাসার দাম নাই,,সততা দিয়ে ভালোবাসা হয় না🌸🌸নির্লজ্জ না হলে আপনি ভালোবাসা টিকাতে পারবেন না,, অশ্লীলতা ছাড়া কি আজকাল ভালোবাসা হয় নাকি🙂🙂মেয়েরা এখন ভালো থাকা ডিজার্ভ করে না,,তারা চায় স্বাধীনতা🙂🙂

09/06/2024

তোমাকে পাওয়ার আগ থেকেই তোমার প্রতি অগাধ বিশ্বাস ছিল আমার,,পেয়ে যাওয়ার পর তো আরো বেড়ে গেলো🌸🌸

তোমাকে হারানোর ভয় কখনোই করি নাই কারন তোমার ভালোবাসায় আমি মুগ্ধ ছিলাম🌸🌸

শেষমেশ তুমিও প্রমান করে গেলে🙂

09/06/2024

সৌন্দর্যে নয়,মায়ায় আটকে যাওয়ার নামই ভালোবাসা🌸🌸
সে আমার মায়ায় আটকায় নি🙂
তবে তার মায়ায় আমাকে আটকিয়ে গেছে💔

তার ছেড়ে যাওয়ার রাতে আমার কতটা কষ্ট হইছে তা যদি সে উপলব্ধি করতে পারতো তাহলে সে নিশ্চয়ই পাগল হয়ে যেত😥যেমনটা আমি হয়ছি😥😥
আমার যতটা কষ্ট হইছে - তার যদি এর বিন্দুমাত্র ও হতো তাহলে সে ঘর থেকে পা বাহিরে দিতে ও বুকটা কেঁপে উঠতো😥😥

এমন নির্মম কষ্ট আর কারো না হোক💔

Address

Cumilla & Laksam
Purba Laksam
3623

Telephone

+8801838256165

Website

Alerts

Be the first to know and let us send you an email when HamOnto-হেমন্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HamOnto-হেমন্ত:

Videos

Share

Category


Other Purba Laksam event planning services

Show All