মানুষ শুরুতে যেই টান দেখায়, তা যদি শেষেও থাকতো;
হয়তো গল্পটা অন্যরকম হতো🌸🌸
তুমি ভালো থাকলে আমার আর কিছু চাই না🌸🌸তোমার খুশিতেই আমার খুশি🙂🌸
এই কথার অর্থ যদি বুঝতো সে❤️🩹
কখনো রেখে যাইতো না🙂🌸
একটা সুন্দর সম্পর্ক নষ্ট করার জন্য শুধুমাত্র একটা থার্ড পারসন ই যথেষ্ট❤️🩹❤️🩹
যে পা দিবে সে শেষ🥀
আর যে নিজের আমানত হেফাজত করবে_আল্লাহ নিজেই তার প্রতিদিন দিবে🌸🌸তার ভালোবাসা এতটাই বরকতময় করে দিবে__ঐটাই প্রকৃতপক্ষে শান্তি যেটা কখনোই শেষ হবে না🌸🌸
যারে ভাল্লাগে তারে ধইরা রাখো। নিজের সবটা দিয়া আগলে রাখো। যত্ন নাও, বুকে চাইপা রাখো। সামান্য ঝড়ে ছাইড়ো না। হাত ফসকে গেলে মানুষখান আর হাতে আসে না।
মানুষটা হারাইলে আর পাইবা না।🖤🥺
পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা..!🥀🥀
কারন আমি ব্যর্থ তাই কষ্টটা বুঝি😥
চাই না এমন নির্মম ভাবে কষ্ট আর কেউ না পাক❤️❤️
আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না😥
একটা মেয়েকে পাওয়ার জন্য -
- এরকম চটপট আমি ও করেছি 💔😥
এ গা ছুয়ে বলো ছেড়ে যাবে না কখনো😥😥
সুড়ঙ্গ মুভি 💔💔 মনে আছে দেখেছিলাম একসাথে😥
ঐ দিন ও বলেছিলে তুমি কখনো ছেড়ে যাবে না🙂
এই গানটার অর্থ আগে বুঝি নাই তবে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি...
হয়তো এই গানে তুমি নতুন করে তোমাকে খুঁজে নিয়েছো,আর অপর পাশের মানুষটার কথা কি একবার ও ভেবেছো?যে তোমাকে তার হ্রদয়ে সারাজীবনের জন্য পুষেছিল😥যার সাথে তুমি সারাজীবন থাকবে বলে প্রতিজ্ঞা করেছিল😥😥
এখন বুঝতে পারছি - তোমার মন থেকে তুমি আমাকে অনেক আগেই মেরে পেলেছো💔শুধু সুযোগ এর অপেক্ষায় ছিলে নিজেকে বাঁচিয়ে কিভাবে চলে যাবে-এবং তুমি সাকসেস ও হয়েছো...
খুবি নিখুঁত ভাবে পরিকল্পনা করেছিলে যেটা ধরা খাওয়ার কোনো কায়দা নেই..
আমি তোমার বিবেক আর বুদ্ধির প্রসংশা করি তুমি খুবি নিখুঁত ভাবে সব করেছিলে💔💔
আমার কষ্ট টা সত্যি তুমি কখনো বুঝো নাই,,,আমি যে তোমাদের জন্য কত কষ্ট করছি তা সত্যি কল্পনার বাহিরে..
কষ্টের ফল- আমার শূন্য হাত নিয়ে ফিরে আসতে হলো😥💔😥
কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয়! ❤️🩹🌸
আমার দূর্বলতা হচ্ছে,
আমি তোমার মায়ায় জড়িয়ে গেছি,,,
নয়তো তোমার মতো অনেকেই ছিলো-
যাদের প্রতি আমি ফিরে ও তাকাইনি😞😞
তোমার বিশ্বাস আর আমার ভালোবাসায় কখনোই আঁচড় লাগতে দেই নাই😥😥কিন্তু দিনশেষে প্রাপ্তি টা বিশ্বাস করো মেনে নিতে পারছি না💔💔
কেন আমাদের সুখের জীবনটা এভাবে শেষ করে দিলে বলতে পারো?😥😥
তোমার দেহের প্রতি যদি আকর্ষণ থাকতো তাহলে হয়তো বছর খানিকেই যথেষ্ট ছিল,তবে আমি তো থাকতে চেয়েছিলাম সারাজীবন এবং মৃত্যুর পরের জীবন টা ও তোমাকে নিয়ে একসাথে থাকতে চেয়েছি,রাখলে না আমায়😥😥
বিশ্বাস করো আমি তো পড়েছি তোমার মায়ায় ভালোবাসায় আর বিশ্বাসে, তোমার কাছে তো আমি কিছুই চাই নাই বরং তোমাকে ভালো রাখতে চেয়েছি সারাজীবন...কিভাবে ভেঙ্গে চুরমার করে গেলে আমার সব স্বপ্ন😥
হ্যা তোমার কাছে একটা জিনিস আমি চাইছিলাম - তোমার শরীরে যাতে কারো স্পর্শ না লাগে কিন্তু তুমি নিজ ইচ্ছায় আমার সে চাওয়াটা গলা চেপে হত্যা করলে😥😥 বরং তার হাতে নিজেকেই দিয়ে দিলে শেষমেশ😥💔
কিভাবে পারলা আমার সাথে এই বিশ্বাসঘাতকতা করতে? এক বার কি মনে হয় নাই সে আমারে অন্ধের মতো আমাকে বিশ্বাস করে?
সামান্য সুখের জন্য তাকে আমি সারাজীবন এর জন্য হারাচ্ছি😥😥একটি বার ও কি মনে করো নাই আমার কথা😥😥
বিষাক্ত করে দিলে আমার
এতো অল্প বয়সে.....
জীবন থেকে মানসিক শান্তি হারিয়ে যাবে
কখনো কল্পনা করি নাই💔😥😥
এই বয়সে অনেক কষ্ট করছি তোমাদেরকে ভালো রাখার জন্য, দিন রাত সমান করে পেলেছি, চোখকে ঘুমোতে বারন করলাম, তবে আপসোস আমি আমার করে রাখতে পারি নাই তোমাকে, ঠিকি ছেড়ে চলে গেলা নিজের কথা চিন্তা করে,অন্যের কথা ধরে,একটা বার ও কি আমার কথা ভাবলে না তুমি😥একটা কথাই বলবো তোমাকে পাওয়ার পরে নিজের কথা একটা বার ও ভাবিনি😥😥
কিভাবে পারলা এভাবে নিঃস্ব করতে💔😥খুবি নির্মম ভাবে নিঃস্ব করছো আমাকে প্লান করে😥😥
তুমি সুখ না হয়ে, দুঃখ হয়ে হলেও সারাজীবন থেকে যাইতা🙂
সত্যি ভালো নেই আমি💔💔
আমাদের তো এমনটা হওয়ার কথা ছিলো না😥😥কেন আসলে তাহলে আমার জীবনে😥💔