
09/10/2024
শরৎ এর আকাশ, শিউলি ফুলের গন্ধ, কাশের দোলা সাথে ঢাকের বাদ্যি সবমিলিয়ে পুজো পুজো গন্ধ আকাশে বাতাসে। মায়ের আগমনকে ঘিরে আবারও একটা বছর সবাই মেতে উঠি আনন্দে। শারদীয়া উপলক্ষে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশাকরি মা তোমার জীবন আনন্দে ভরিয়ে তুলুক।