টুকটুকি

টুকটুকি দুনিয়াতে সবচেয়ে সুন্দর ব্যাপার হল- অন?
(1)

08/11/2023
স্ট্রবেরি ফ্রেভারড কেক 😍
23/01/2023

স্ট্রবেরি ফ্রেভারড কেক 😍

07/09/2022

আমার জীবনে যেটা এসেছিল সেটা ছিল প্রেম আর আমি তাকে যেটা দিতে চেয়েছিলাম সেটা ভালোবাসা।

প্রেমের সংজ্ঞাই হল সেটা আত্মকেন্দ্রিক, কিছুটা নিজের মর্জি চাপিয়ে দেওয়া। আপনার সাথে ভালোবাসার সম্পর্ক কিন্তু মা, বাবা, পশু, পাখি কিংবা কোনো একটা প্রিয় বস্তু যেটা খুব প্রয়োজনীয় সবকিছুর হতে পারে।

প্রেম থাকলে আপনি কোনোদিনো তার স্বপ্নগুলোকে নিজের স্বপ্ন হিসেবে ভালোবাসতে পারবেন না।কিন্তু ভালোবাসা থাকলে সেটাই আপনারও স্বপ্ন হয়ে উঠবে, তার ছোটোখাটো সাফল‍্যের খবরেও আপনি আনন্দিত হবেন।প্রেম শারীরিক উপস্থিতি খোঁজে নিত‍্যদিন কিন্তু ভালোবাসা দূরত্ব যত বাড়ে তত আরও গভীর হয় ।

হুম প্রেম বড় বড় প্রতিশ্রুতি দেয় আর ভালোবাসা বিনা প্রতিশ্রুতিতেই ইচ্ছাগুলো পূরন করে।

প্রেম ন‍্যাকামির আর এক রূপ। বাবু তুমি না খেলে আমিও খাব না, বেবি তুমি আমার জন‍্য মা বাবাকে ছাড়তে রাজি তো বলো? ইত‍্যাদি ইত‍্যাদি। ভালোবাসা মুক্ত চিন্তাভাবনার প্রতীকী। চটপট খাবি এখুন্নি, নিজের মা বাবাকে কোনোদিনো কোনোকিছুর বিনিময়েই ছেড়ে দিও না।

প্রেম বহুজনে নিবেদিত প্রান আর ভালোবাসা একজনে নিবেদিত প্রান।ভালোবাসা মন ভালো রাখে আর প্রেম ভালো থাকা মন নষ্ট করে(সবার ক্ষেত্রে নয়)। প্রেম আবেগচালিত আর ভালোবাসা মস্তিষ্ক আর আবেগ দুই নিয়ন্ত্রিত।

সর্বশেষ প্রেমে বিচ্ছেদ অবশ‍্যম্ভাবি। আর ভালোবাসা মিলন ও বিচ্ছেদ দুই বহনকারি

05/09/2022

যাকে আপনি ভালবাসেন তার সামনে আপনার হার্টবিট বেড়ে যাবে। কিন্তু যাকে আপনার ভাল লাগে তাকে দেখে আপনি খুশি হবেন। যাকে আপনি ভালবাসেন তার সামনে থাকলে শীত কালকে বসন্ত মনে হবে আর যাকে আপনার ভাল লাগে তার সামনে শীতকালকে শুধু সুন্দর শীত বলেই মনে হবে। যাকে ভালবাসেন তাকে আপনার মনের সব কথা বলতে পারবেন না কিন্তু যাকে আপনার ভাল লাগে তাকে বলতে পারবেন। যাকে ভালোবাসেন তার সামনে আপনি লজ্জা পাবেন আর যাকে আপনার ভাল লাগে তার কাছে আপনি নিজেকে উপস্থাপন করতে চাইবেন। যখন আপনার ভালোবাসার মানুষ কাঁদবে আপনি তার সাথে কাঁদবেন। কিন্তু যাকে যাকে আপনার ভাল লাগে সে কান্না থামালে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যাকে আপনার ভাল লাগে তাকে ভুলে যেতে চান তাহলে শুধু আপনার চোখ বন্ধ করে তার থেকে ফিরিয়ে নিলেই চলবে। কিন্তু যদি ভালবাসাকে ভোলার জন্য চোখ বন্ধ করেন, তো আপনার ভালোবাসা কান্না হয়ে ঝড়ে পড়বে। সে আপনার হৃদয়ে থেকে যাবে, সারা জীবন।

05/09/2022

যার প্রতি ভালোবাসা থাকবে তার প্রতি ভালোলাগা থাকতে বাধ্য। আর যাকে ভালো লাগবে তার প্রতি ভালোবাসা নাও থাকতে পারে। এই দুটি শব্দের মধ্যে সূক্ষ্ম অনুভুতির পার্থক্য আছে। এখানেই আমরা প্রত্যেকে ভুল করে ফেলি।

কোন মানুষের সৌন্দর্য দেখে, বা মানুষের মধ্যে কোনো ভালো গুণ দেখে, আমাদের কারোর প্রতি ভালোলাগা তৈরি হয়। কিন্তু ভালোবাসা যখন হয় তখন এগুলো খুব নগণ্য হয়ে যায়। মানুষটাই তখন সবচেয়ে বড় হয়।

ভালোবাসা মানে কোনো মানুষের প্রতিটি গুন ভালো লাগবে। সে ভালোগুন হতে পারে আবার খারাপ গুন ও হতে পারে। কিন্তু ভালো লাগা মানে শুধুমাত্র তার ভালো জিনিসটাকে ভালো লাগবে বা ভাল গুণটাকে ভালো লাগবে।

কোন একজনকে দেখে হয়তো ভালো লাগলো , আবার যখন তার থেকে ভালো কাউকে দেখবো তখন আবার তাকে ভালো লেগে যাবে। ভালোলাগাটা হচ্ছে পরিবর্তনশীল। কিন্তু ভালবাসাটা সেইভাবে পরিবর্তনশীল হয়না।

যে কাউকে আমাদের ভালো লাগতে পারে। সেটা একজন হতে পারে বা একের বেশী হতে পারে। কিন্তু ভালোবাসা যে কোনো একজনের প্রতি হয়ে থাকে।

ভালোলাগাটা ক্ষণিকের। সেটা এক সেকেন্ড হতে পারে এক মিনিট হতে পারে বা এক বছর এর জন্য হতে পারে। কিন্তু ভালোবাসা হলো আপনি তার সাথে না থাকলেও আপনার মনে সারা জীবন থেকে যাবে।

ভালোলাগা জিনিসটা আমরা কিছুদিন পর থেকে ভুলতে আরম্ভ করি একটা সময়ে গিয়ে মনেই থাকেনা। কিন্তু ভালবাসার মানুষের কথা দিনের প্রায় প্রত্যেকটা সময় মনে পড়বেই।

ভালোলাগার মধ্যে একটা হাসিল করার মনোভাব থাকে, পাওয়ার মনোভাব থাকে। কিন্তু ভালোবাসার মধ্যে সেটা থাকেনা। ভালোবাসার মধ্যে ভালো রাখার ব্যাপারটা থাকে।

ভালোলাগার মানুষ যদি কাঁদে তাহলেআমরা সান্ত্বনা দেবো, তাকে বোঝাবো। কিন্তু ভালোবাসার মানুষ কাঁদলে কোথাও গিয়ে আমাদের অজান্তে আমাদের হৃদয়ে গিয়ে লাগে।🖤🖤🖤

20/08/2022

** মেয়েরা বয়স্ক মহিলাদের সাথে তুলনা করাটা পছন্দ করে না। পুরুষেরা বয়স্কদের সাথে তুলনা করলে গর্ববোধ করে।

**মেয়েরা শারীরিক প্রতারণা ক্ষমা করে দিতে পারে কিন্তু আবেগ (ইমোশন) নিয়ে প্রতারণা ক্ষমা করে না। আর পুরুষেরা আবেগ নিয়ে প্রতারণা ক্ষমা করলেও শারীরিক প্রতারণা ক্ষমা করে না।

20/05/2022

আমি ভাবলাম, আমার জীবনে কিছু মানুষ আছে, যারা একান্তই আমার।
তারপর যখন আমি পিছে ঘুরে তাকালাম, দেখলাম, তারা আমাকে পিছের দিকে টেনে ধরে রেখেছে।
আমি কৌতূহল নিয়ে আবার তাকালাম।
তারা বললো, তারা আমার ভালো চায়,
আমিও মনে প্রাণে এটা বিশ্বাস করতাম।
তাই মনের ভুল ভেবে নিজেকে বোকা বানানোর চেস্টা করলাম।
কিন্তু আমার পঞ্চইন্দ্রিয় সেখানে নেগেটিভিটির স্বাদ অনুভব করল।
আর আমি হেসে বললাম, আমি আজো মানুষ কে বুঝতে শিখলাম না ।

25/03/2022

ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে বিবেক-বুদ্ধি দিয়ে কিন্তু কামনা বাসনা ছাড়া। পশুদের সৃষ্টি করা হয়েছে কামনা-বাসনা দিয়ে, কিন্তু বিবেক-বুদ্ধি ছাড়া। আর মানুষ সৃষ্টি করা হয়েছে বিবেক-বুদ্ধি এবং কামনা-বাসনা উভয়টি দিয়ে।

এইজন্য, যার বিবেক-বুদ্ধি তার কামনা-বাসনার উপর বিজয়ী হয়, সে ফেরেশতার চেয়ে উত্তম। আর যার কামনা-বাসনা তার বিবেক-বুদ্ধির উপর বিজয়ী হয়, তখন জন্তু জানোয়াররা হয়ে পড়ে তার চেয়ে উত্তম।

25/03/2022

মানুষকে চিনতে হলে তাকে টাকা ধার দিন।

22/03/2022

মানুষের সাথে মানুষের সম্পর্ক গড়ে ওঠে মায়ার মাধ্যমে। মায়ার সাথে মনের সংযোগ থাকে বলে সম্পর্কের ভিত্তি মজবুত থাকে। অগ্রহায়ণের শেষ রাতে মৃদু শীত অনুভূত হওয়ার পরেও ইলেকট্রিক পাখা বন্ধ করতে মন সায় দেয় না। মনে মনে ভাবতে ইচ্ছে হয়- শেষ রাতের এই নাতিশীতোষ্ণ আবহাওয়া মন্দ লাগছে না। গা হিম করা শীত নাহয় একটু দেরিতেই আসুক।

পৌষের পরে মাঘের শেষে শীতের রুক্ষ হাওয়া যখন বিদায় নেওয়ার পথে ; গাছে গাছে নতুন পত্র-পল্লব,ফুলের সুবাস,পাখিদের কলরব নতুন ঋতুর আগমন জানান দেয়। গায়ে জড়ানো মখমলের চাদর বা উলের সোয়েটার আলমারিতে তুলে রাখার সময় হয়ে এসেছে। কিন্তু মন যেন সায় দেয় না। শীতের এই পরশ আরো কয়েকটা দিন রেখে দিতে ইচ্ছে হয়। পুরো ব্যাপারটা হয় মায়ার কারণে। নিত্যদিনের অভ্যাসের মতো 'মায়া করা' অভ্যাসে পরিণত হয়।
সবটাই অদ্ভুত এক মায়ায় বাঁধা। যতদিন মায়া আছে ততদিন মায়ায় বাঁধা সম্পর্ক আছে, মায়া শেষ আর পাখি নিরুদ্দেশ। এক সময় মায়া কেটে যায়। তারপর আবার নতুন মায়ার সুতো খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠে। এভাবেই সময় চলে যায় সময়ের নিয়মে। মায়া বদলায়,সম্পর্ক বদলায়; বদলায় মানুষ।🖤

18/03/2022

জরুরি না ভালোবাসা পাওয়া।এটা অনেক দামী জিনিস।। পাওয়ার পর জদি প্রাপ্য সম্মান আর ভালোবাসা না দিতে পারি, যদি না হতে পারি তার সুখের কারণ।
আমি লয়াল ছিলাম না, এমন কিছু আমি দুঃস্বপ্নে ও শুনতে চাই না।
- স্বপ্নবিলাসী

17/03/2022

এটা তোমার চয়েস।

তুমি ভালোবাসার জন্য কারণ খুজবে,

না ঘৃণা করার জন্য।

( কোনো টা তেই কারণ এর অভাব হবে না, যদি খোজার মত খোজো)

17/03/2022

মানুষকে কথা দিয়ে ফাঁদে ফেলার কিছু উপায় বলবেন কি?
১) ফার্স্ট ইম্প্রেশন টা ভালো রাখবেন। কথা বলার সময় একটু ভালো পোশকে, ভালো লুকে যাওয়ার চেস্টা করবেন। প্রতিটা মানুষ ই অবচেতন মনে বর্ণবাদী। এটা আপনি মানেন আর না মানেন। এজন্য ফার্স্ট ইম্প্রেশন টা সবসময় ভালো রাখার চেস্টা করবেন।

২) নাম ধরে কথা বলুন। ধরলাম সুমন নামের কারো সাথে কথা বলছেন, তো আপনি তাকে কথার মাঝে সুমন বা সুমন ভাই এমন নামে ডাকতে পারেন। প্রথমত নাম ধরে ডাকলে তার নিজেকে একটু স্পেশাল ফিল হবে। আর আপনি কাউকে স্পেশাল ফিল করাতে পারলে আপনিও সেইম ফিডব্যাক পাবেন এটাই স্বাভাবিক। আর সাথে যদি ভাই বা মামা টাইপের বিশেষন এড করে দেওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা।

৩) সবসময় নিজেকে কনফিডেন্ট প্রকাশ করুন। হতে পারে আপনার কোন কনফিডেন্স নেই তবুও প্রচুর কনফিডেন্ট হওয়ার ভান ধরুন। আর হ্যা! হ্যান্ডশেক করার আগে নিজের হাত একটু ঘষে গরম করে নিবেন। এটা আপনার কনফিডেন্স অন্য মানুষকে বুঝাতে অনেক কাজে লাগে। কথা বলার সময় একটু হেসে চোখের দিকে তাকায়ে কথা বলেন।

৪) আপনি যারসাথে ডিল করছেন সে যদি জ্ঞানী মানুষ হয় বা বুদ্ধিমান মানুষ হয় তাহলে তারসাথে সত্য কথা দিয়ে শুরু করুন।পরপর অনেকগুলো সত্য কথা বলে তার বিশ্বাস অর্জন করুন। এরপর চাইলে তাকে ম্যানিপুলেট করতে পারেন।তবে সে বুঝে গেলে নিজের ভুল স্বীকার করে নিবেন। কারণ এরপরেও চালাকি করলে সে বুঝে যাবে। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিবেন। দুঃখিত বিষয়টা আমি জানতাম না বা আমার জানার ভুল তাহলে। এই টাইপের কথা বলতে পারেন।

৫) আপনি যারসাথে ডিল করবেন সে যদি প্রচন্ড ইগোওয়ালা হয় তাহলে তার জন্য রিভার্স সাইকোলজি ব্যবহার করুন। ধরুন আপনি তাকে বুঝাতে চাচ্ছেন একটা কথা। কিন্ত তার এত্ত ইগো যে আপনি দুনিয়ার সব প্রমান এনে দিলেও সে আপনাকে বিশ্বাস করবে না। তারজন্য রিভার্স সাইকোলজি ইউজ করুন। তাকে এভাবে বলবেন যে," আমি জানি তুমি আমার কথা কোনদিন বিশ্বাস করবে না" তাহলে ব্যাপারটা হবে যে আপনাকে ভুল প্রমাণের জন্য হলেও কিংবা তার মস্তিষ্কে ফিট হয়ে থাকা তার ইগোর জন্য হলেও সে আপনাকে বিশ্বাস করা শুরু করবে।

৬) আপনি যার সাথে ডিল করবেন সে যদি অহংকারী মানুষ হয় তাহলে খুব সিম্পল। তেল মারবেন। ভুয়া প্রশংসা করবেন। দেখবেন আপনার স্বার্থ সিদ্ধ করা পানির মতো সহজ হয়ে যাবে।

৭) আপনি যার সাথে কথা বলবেন সে যদি লোভী হয় তাহলে প্রচন্ড কনফিডেন্সের সাথে তাকে লোভ দেখাবেন। ধরুন একজন আপনার কাছে ভালো সাজতে এসেছে আপনার টাকা বা অন্য কোন কিছুর আশায়। আপনি তাকে এভাবে বলবেন," আরে টাকা কোন ব্যাপার না! এটা নিয়ে চিন্তা কইরো না! কাজের কথা বলো!" আপনার কথায় যেন একই সাথে কনফিডেন্স এবং অন্যকে লোভ দেখানো দুইটাই সাধন হয়।

৮) আপনি যার সাথে ডিল করবেন সে যদি প্রচন্ড রাগী হয় তাহলে ব্যাপারটা আরো সহজ। রাগী মানুষদের কনট্রোল করতে হয় বাচ্চাদের মতো। তার সব কথায় সমর্থন দিবেন আর বাচ্চাদের মতো আশ্বাস দিবেন।এমন কোন কথা নেই যে আশ্বাস দিলেই সেটা পূর্ণ করতে হবে।

৯) এবার আসি ধান্দাবাজ বা চতুর টাইপের মানুষ নিয়ে। ধরুন আপনি কোন ধান্দাবাজ বা চতুর টাইপের মানুষের পাল্লায় পড়েছেন।তাদের ক্ষেত্রেও আপনি রিভার্স সাইকোলজি ইউজ করবেন। তারা আপনার থেকে কি আশা করে? কেউ আশা করে আপনি বোকা হবেন, আবার কেউ আশা করে আপনি ধনী হবেন। পরিস্থিতির উপর ডিপেন্ড করে। তো তাদের আশানুরূপ আপনি বোকা একই সাথে ধনী হওয়ার ভান ধরুন। সেইফ থাকবেন। এরপর সুযোগ বুঝে পল্টি মারতে তো দোষ নেই কোন।

মানুষকে কথার ফাদে ফেলা আসলে অতটা কঠিন কিছু না। এজন্য সবার আগে আপনাকে বুঝতে হবে যে মানুষটা আসলে কেমন? এটা বুঝাও খুব সহজ।শুধু আপনাকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। আপনার পর্যবেক্ষণ ক্ষমতা ভালো হলে আপনি খুব সহজেই বুঝে যাবেন মানুষটা আসলে কেমন! মানুষ তো অনেক টাইপের হয় যেমন জ্ঞানী, রাগী, ইগোওয়ালা, চতুর, লোভী, বোকা, মূর্খ, ভালো। মানুষের প্রকারভেদ করলে আসলে অভাব হবে না। কথার ফাদে ফেলা খুব সহজ। যদি আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করে থাকেন তাহলে উপরের স্টেপ ফলো করতে পারেন।

ধন্যবাদ। কিন্ত কারো ক্ষতির উদ্দেশ্যে এসব সাইকোলজি ইউজ করবেন না।কথায় আছে বাপের ও বাপ থাকে। ভুলভাল কাজ করতে গিয়ে ধরা খেয়ে বসে থাকবেন।

17/03/2022

Alhamdulillah....

গ্রামীণ চেক হাফ সিল্ক শাড়ি 🖤
16/02/2022

গ্রামীণ চেক হাফ সিল্ক শাড়ি 🖤

মূল্য - ১০৫০৳
07/02/2022

মূল্য - ১০৫০৳

06/02/2022
পানপাতা শাড়ি 🌱☘️🌿🍀
04/02/2022

পানপাতা শাড়ি 🌱☘️🌿🍀

04/02/2022
জামদানী পাড় শাড়ি মূল্য -১০৫০৳
03/02/2022

জামদানী পাড় শাড়ি

মূল্য -১০৫০৳

মূল্য -১০৫০৳
31/01/2022

মূল্য -১০৫০৳

মনিকা হাফ সিল্ক শাড়ি
27/01/2022

মনিকা হাফ সিল্ক শাড়ি

মূল্য -৮৫০৳
24/01/2022

মূল্য -৮৫০৳

খেশ শাড়ি
23/01/2022

খেশ শাড়ি

কাটিং জামদানী শাড়ি মূল্য -১২০০৳
11/01/2022

কাটিং জামদানী শাড়ি

মূল্য -১২০০৳

স্টার পাড় মূল্য - ৯৫০৳
31/12/2021

স্টার পাড়

মূল্য - ৯৫০৳

মূল্য ৮৫০৳
31/12/2021

মূল্য ৮৫০৳

গ্লেজি শাড়িবর্তমান সময়ের একটি টপ ক্লাস শাড়ি ❤️🧡 সুতির মধ্যে গোল্ডেন প্যালেক্স।
19/12/2021

গ্লেজি শাড়ি

বর্তমান সময়ের একটি টপ ক্লাস শাড়ি ❤️🧡
সুতির মধ্যে গোল্ডেন প্যালেক্স।

মসলিন থান শাড়ি মূল্য -৪০০৳ মাত্র ইনবক্স ফর অর্ডার
17/12/2021

মসলিন থান শাড়ি

মূল্য -৪০০৳ মাত্র

ইনবক্স ফর অর্ডার

আরামদায়ক এন্ডি কটন শাড়ি।সুন্দর এই সুন্দর কটন শাড়িতে রয়েছে এন্ডি আচঁল। যা শাড়ির সৌন্দর্য বহু গুন বাড়িয়ে দিয়েছে।এ শাড়ি খুব...
11/12/2021

আরামদায়ক এন্ডি কটন শাড়ি।

সুন্দর এই সুন্দর কটন শাড়িতে রয়েছে এন্ডি আচঁল। যা শাড়ির সৌন্দর্য বহু গুন বাড়িয়ে দিয়েছে।এ শাড়ি খুবই কম্ফোর্টেবল।

*এই কটন শাড়িগুলো হ্যান্ডলুম তাঁতে বোনা এবং এন্ডি আঁচল দেওয়া। প্রত্যেকটা কালার এত সুন্দর এবং মার্জিত।

আর শাড়ি গুলো দেখতে ভারী মনে হলেও এগুলো একদমই ভারী নয়, খুবই নরম আর ম্যানেজেবল।কটন কাপড় অন্যান্য কাপড়ের তুলনায় আরামদায়ক বিধায় এর ব্যবহার বহুবিধ।

*এই এন্ডি শাড়িগুলো খুবই ক্লাসি।সামনে থেকে না দেখলে এই শাড়ি গুলোর সৌন্দর্য বোঝানো যাবেনা।

এ শাড়ি গুলো রেগুলার ইউজ এর জন্য একদম পারফেক্ট।

*কর্মজীবি নারীদের রেগুলার ইউজ এর উপযোগী।

*কোয়ালিটি গ্যারান্টি।

ময়ূরপংখী জামদানী শাড়ি
08/12/2021

ময়ূরপংখী জামদানী শাড়ি

Solid color shaal
05/11/2021

Solid color shaal

চলে এলাম শীতের বাহারি শাল নিয়ে🥰🥰
31/10/2021

চলে এলাম শীতের বাহারি শাল নিয়ে🥰🥰

Address

Rangpur
5400

Telephone

+8801517355404

Website

Alerts

Be the first to know and let us send you an email when টুকটুকি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Party Entertainment Services in Rangpur

Show All