17/03/2022
মানুষকে কথা দিয়ে ফাঁদে ফেলার কিছু উপায় বলবেন কি?
১) ফার্স্ট ইম্প্রেশন টা ভালো রাখবেন। কথা বলার সময় একটু ভালো পোশকে, ভালো লুকে যাওয়ার চেস্টা করবেন। প্রতিটা মানুষ ই অবচেতন মনে বর্ণবাদী। এটা আপনি মানেন আর না মানেন। এজন্য ফার্স্ট ইম্প্রেশন টা সবসময় ভালো রাখার চেস্টা করবেন।
২) নাম ধরে কথা বলুন। ধরলাম সুমন নামের কারো সাথে কথা বলছেন, তো আপনি তাকে কথার মাঝে সুমন বা সুমন ভাই এমন নামে ডাকতে পারেন। প্রথমত নাম ধরে ডাকলে তার নিজেকে একটু স্পেশাল ফিল হবে। আর আপনি কাউকে স্পেশাল ফিল করাতে পারলে আপনিও সেইম ফিডব্যাক পাবেন এটাই স্বাভাবিক। আর সাথে যদি ভাই বা মামা টাইপের বিশেষন এড করে দেওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা।
৩) সবসময় নিজেকে কনফিডেন্ট প্রকাশ করুন। হতে পারে আপনার কোন কনফিডেন্স নেই তবুও প্রচুর কনফিডেন্ট হওয়ার ভান ধরুন। আর হ্যা! হ্যান্ডশেক করার আগে নিজের হাত একটু ঘষে গরম করে নিবেন। এটা আপনার কনফিডেন্স অন্য মানুষকে বুঝাতে অনেক কাজে লাগে। কথা বলার সময় একটু হেসে চোখের দিকে তাকায়ে কথা বলেন।
৪) আপনি যারসাথে ডিল করছেন সে যদি জ্ঞানী মানুষ হয় বা বুদ্ধিমান মানুষ হয় তাহলে তারসাথে সত্য কথা দিয়ে শুরু করুন।পরপর অনেকগুলো সত্য কথা বলে তার বিশ্বাস অর্জন করুন। এরপর চাইলে তাকে ম্যানিপুলেট করতে পারেন।তবে সে বুঝে গেলে নিজের ভুল স্বীকার করে নিবেন। কারণ এরপরেও চালাকি করলে সে বুঝে যাবে। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিবেন। দুঃখিত বিষয়টা আমি জানতাম না বা আমার জানার ভুল তাহলে। এই টাইপের কথা বলতে পারেন।
৫) আপনি যারসাথে ডিল করবেন সে যদি প্রচন্ড ইগোওয়ালা হয় তাহলে তার জন্য রিভার্স সাইকোলজি ব্যবহার করুন। ধরুন আপনি তাকে বুঝাতে চাচ্ছেন একটা কথা। কিন্ত তার এত্ত ইগো যে আপনি দুনিয়ার সব প্রমান এনে দিলেও সে আপনাকে বিশ্বাস করবে না। তারজন্য রিভার্স সাইকোলজি ইউজ করুন। তাকে এভাবে বলবেন যে," আমি জানি তুমি আমার কথা কোনদিন বিশ্বাস করবে না" তাহলে ব্যাপারটা হবে যে আপনাকে ভুল প্রমাণের জন্য হলেও কিংবা তার মস্তিষ্কে ফিট হয়ে থাকা তার ইগোর জন্য হলেও সে আপনাকে বিশ্বাস করা শুরু করবে।
৬) আপনি যার সাথে ডিল করবেন সে যদি অহংকারী মানুষ হয় তাহলে খুব সিম্পল। তেল মারবেন। ভুয়া প্রশংসা করবেন। দেখবেন আপনার স্বার্থ সিদ্ধ করা পানির মতো সহজ হয়ে যাবে।
৭) আপনি যার সাথে কথা বলবেন সে যদি লোভী হয় তাহলে প্রচন্ড কনফিডেন্সের সাথে তাকে লোভ দেখাবেন। ধরুন একজন আপনার কাছে ভালো সাজতে এসেছে আপনার টাকা বা অন্য কোন কিছুর আশায়। আপনি তাকে এভাবে বলবেন," আরে টাকা কোন ব্যাপার না! এটা নিয়ে চিন্তা কইরো না! কাজের কথা বলো!" আপনার কথায় যেন একই সাথে কনফিডেন্স এবং অন্যকে লোভ দেখানো দুইটাই সাধন হয়।
৮) আপনি যার সাথে ডিল করবেন সে যদি প্রচন্ড রাগী হয় তাহলে ব্যাপারটা আরো সহজ। রাগী মানুষদের কনট্রোল করতে হয় বাচ্চাদের মতো। তার সব কথায় সমর্থন দিবেন আর বাচ্চাদের মতো আশ্বাস দিবেন।এমন কোন কথা নেই যে আশ্বাস দিলেই সেটা পূর্ণ করতে হবে।
৯) এবার আসি ধান্দাবাজ বা চতুর টাইপের মানুষ নিয়ে। ধরুন আপনি কোন ধান্দাবাজ বা চতুর টাইপের মানুষের পাল্লায় পড়েছেন।তাদের ক্ষেত্রেও আপনি রিভার্স সাইকোলজি ইউজ করবেন। তারা আপনার থেকে কি আশা করে? কেউ আশা করে আপনি বোকা হবেন, আবার কেউ আশা করে আপনি ধনী হবেন। পরিস্থিতির উপর ডিপেন্ড করে। তো তাদের আশানুরূপ আপনি বোকা একই সাথে ধনী হওয়ার ভান ধরুন। সেইফ থাকবেন। এরপর সুযোগ বুঝে পল্টি মারতে তো দোষ নেই কোন।
মানুষকে কথার ফাদে ফেলা আসলে অতটা কঠিন কিছু না। এজন্য সবার আগে আপনাকে বুঝতে হবে যে মানুষটা আসলে কেমন? এটা বুঝাও খুব সহজ।শুধু আপনাকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। আপনার পর্যবেক্ষণ ক্ষমতা ভালো হলে আপনি খুব সহজেই বুঝে যাবেন মানুষটা আসলে কেমন! মানুষ তো অনেক টাইপের হয় যেমন জ্ঞানী, রাগী, ইগোওয়ালা, চতুর, লোভী, বোকা, মূর্খ, ভালো। মানুষের প্রকারভেদ করলে আসলে অভাব হবে না। কথার ফাদে ফেলা খুব সহজ। যদি আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করে থাকেন তাহলে উপরের স্টেপ ফলো করতে পারেন।
ধন্যবাদ। কিন্ত কারো ক্ষতির উদ্দেশ্যে এসব সাইকোলজি ইউজ করবেন না।কথায় আছে বাপের ও বাপ থাকে। ভুলভাল কাজ করতে গিয়ে ধরা খেয়ে বসে থাকবেন।