30/03/2024
নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সময় টেলিফোনের ভিডিও জার্নালিস্ট সোহেল ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নিউজ টোয়েন্টিফোরের ভিডিও জার্নালিস্ট জুয়েল ইসলাম।
শনিবার সকাল ১১ টায় শুরু হওয়ায় নির্বাচন চলে দুপুর দুইটা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে ১৪ টি ভোটের বিপরীতে ১৩টি ভোট প্রয়োগ করা হয়। এর মধ্যে ১১টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় সোহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএন নিউজের ভিডিও জার্নালিস্ট সাদ্দাম আলী পান দুইটি ভোট।
সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বী করলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে চ্যালেন টোয়েন্টিফোরের মোঃ তাহেরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে বিটিভির মোঃ বাদল, দপ্তর সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের মোঃ রাশেদ ইসলাম, প্রচার সম্পাদক পদে ডিবিসি নিউজের আতিয়ার রহমান ও ক্রীড়া সম্পাদক পদে এনটিভির মোঃ শাহীনুর ইসলাম।
নির্বাচনে দায়িত্বে থাকা পিজাইডিং কর্মকর্তা নুরুল করিম জানান, সকাল থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে দুপুর দুইটা পর্যন্ত। সময় শেষ হওয়ায় ভোটগ্রহণ বন্ধ করা হয়। ভোট গণনা শেষে ১১টি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয় সোহেল ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদ্দাম আলী পায় দুইটি ভোট। একজন সদস্য উপস্থিত না থাকায় ১৩ টি ভোট কাস্ট করা হয়। মোট ভোটারের সংখ্যা ১৪ জন।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মনজুরুল আলম সিয়াম, সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান,
বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আব্দুল বারী, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি সুভাষ বিশ্বাস ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি আব্দুর রশিদ শাহ্ সহ আরো অনেকে।
(বি:দ্র: নামগুলো ঠিক করে নিবেন)