Atiar Wedding

Atiar Wedding মো: আতিয়ার রহমান ভিডিও তৈরী কাজ করে থাকি হটলাইন: 01750664000

Photografar Atiar RahmanEdite Atiar RahmanFilm By Atiar Wedding Please call us at 📞 𝗖𝗮𝗹𝗹01750664000 for bookings and que...
02/06/2024

Photografar Atiar Rahman
Edite Atiar Rahman
Film By Atiar Wedding
Please call us at 📞 𝗖𝗮𝗹𝗹01750664000 for bookings and queries Pro Atiar Rahman

Films 📷 Sony
Address SaidPur Plaza Nilfamari

31/05/2024
19/05/2024
শুভ জন্মদিন 🎉🎉🎉 নীলফামারী জেলার একজন সৃজনশীল সাংবাদিক ও শিক্ষক মোঃ জসিম উদ্দিন ভাই💛 "সম্পাদক সিসি নিউজ", দৈনিক আজকের পত্...
27/04/2024

শুভ জন্মদিন 🎉🎉🎉 নীলফামারী জেলার একজন সৃজনশীল সাংবাদিক ও শিক্ষক মোঃ জসিম উদ্দিন ভাই💛 "সম্পাদক সিসি নিউজ", দৈনিক আজকের পত্রিকা নীলফামারী জেলা প্রতিনিধি।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন 💛🥀🎉

প্রথমবারের  মতো সৈয়দপুরে আয়োজিত হলো ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফারদের ইফতার মাহফিল। ফটোগ্রাফার সুজিত ,সিনেমাটোগ্রাফার লি...
09/04/2024

প্রথমবারের মতো সৈয়দপুরে আয়োজিত হলো ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফারদের ইফতার মাহফিল। ফটোগ্রাফার সুজিত ,সিনেমাটোগ্রাফার লিটন এর উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রবিউল আউয়াল রবি , গোল্ডেন , রেজাউল , আতিয়ার, সোহেল , সুমন, লুবিদ সহ আরো অনেকে ।

নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সময় ট...
30/03/2024

নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সময় টেলিফোনের ভিডিও জার্নালিস্ট সোহেল ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নিউজ টোয়েন্টিফোরের ভিডিও জার্নালিস্ট জুয়েল ইসলাম।

শনিবার সকাল ১১ টায় শুরু হওয়ায় নির্বাচন চলে দুপুর দুইটা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে ১৪ টি ভোটের বিপরীতে ১৩টি ভোট প্রয়োগ করা হয়। এর মধ্যে ১১টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় সোহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএন নিউজের ভিডিও জার্নালিস্ট সাদ্দাম আলী পান দুইটি ভোট।

সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বী করলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে চ্যালেন টোয়েন্টিফোরের মোঃ তাহেরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে বিটিভির মোঃ বাদল, দপ্তর সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের মোঃ রাশেদ ইসলাম, প্রচার সম্পাদক পদে ডিবিসি নিউজের আতিয়ার রহমান ও ক্রীড়া সম্পাদক পদে এনটিভির মোঃ শাহীনুর ইসলাম।

নির্বাচনে দায়িত্বে থাকা পিজাইডিং কর্মকর্তা নুরুল করিম জানান, সকাল থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে দুপুর দুইটা পর্যন্ত। সময় শেষ হওয়ায় ভোটগ্রহণ বন্ধ করা হয়। ভোট গণনা শেষে ১১টি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয় সোহেল ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদ্দাম আলী পায় দুইটি ভোট। একজন সদস্য উপস্থিত না থাকায় ১৩ টি ভোট কাস্ট করা হয়। মোট ভোটারের সংখ্যা ১৪ জন।

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মনজুরুল আলম সিয়াম, সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান,
বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আব্দুল বারী, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি সুভাষ বিশ্বাস ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি আব্দুর রশিদ শাহ্ সহ আরো অনেকে।

(বি:দ্র: নামগুলো ঠিক করে নিবেন)

শুভ জন্মদিন  "মুয়াজ" ❤️❤️
12/03/2024

শুভ জন্মদিন "মুয়াজ" ❤️❤️

নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠনজেলা প্রতিনিধি, নীলফামারী:নীলফামারীতে টেলিভিশন ক্যাম...
09/03/2024

নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

জেলা প্রতিনিধি, নীলফামারী:

নীলফামারীতে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের (টিসিএ) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০৯ মার্চ) সন্ধ্যায় জেলা শহরের পাঁচমাথা মোড়ে টিসিএ নীলফামারীর অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির সকল সদস্যদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্যের অনুমতিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে কমিটি বিলুপ্ত ঘোষণার পর তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্তে আহবায়ক কমিটির আহবায়ক হিসেবে, আফরোজ আহমেদ সিদ্দিকী (টুইংকেল) সদস্য সচিব মো. মিঠু মিয়া ও মো: মাহফুজার রহমানকে দায়িত্ব অর্পণ করা হয়। সংগঠনের সাবেক সভাপতি সাদ্দাম আলীর সঞ্চালনায় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠটির সকল সদস্যরা তাদের মতামত প্রকাশ করেন।

সময় টেলিভিশন এর চিত্র সাংবাদিক সোহেল ইসলাম ঢাকা মেইলকে বলেন, যখন নির্বাচন আসে এই সময়টা আমাদের মাঝে আসে এটা একটা উৎসবের মত লাগে। আমি চাই আমাদের সংগঠনের সকলে মিলেমিশে কাজ করবো।

চ্যানেল ২৪ এর চিত্র সাংবাদিক তাহেরুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, নির্বাচন মানেই উৎসব। এই উৎসবের সাথে নিজেকে সামিল করতে পেরে অনেক ভালো লাগতেছে।

সংগঠনের নতুন কমিটির আহবায়ক আফরোজ আহমেদ সিদ্দিকী (টুইংকেল) ঢাকা মেইলকে বলেন, আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা নিদিষ্ট সময়ের মধ্যে কার্যক্রম সর্ম্পুন করবো। # # # # #

আমার মা
09/02/2024

আমার মা

Address

Saidpur Plaza
Saidpur
5310

Telephone

+8801750664000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atiar Wedding posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Atiar Wedding:

Share