Moyna

Moyna কোনো একদিন হঠাৎ করে স্তব্ধ নয়নে বুঝে গেলাম আমি আর নেই🥀

22/11/2024

😅🥀💫
ময়না

20/11/2024

হৃদপিন্ডের প্রাচীর ছুঁয়ে বয়ে গেছে এই আর্তনাদ,
সে নেশাতুর চোখে আলিঙ্গন করে নতুন ঘামের ঘ্রাণ,
খুব অপরিচিত হাত এখন তাঁর খুব পরিচিত মনে হয়,
শীতের শুরুটা দারুণ মজার কাটে তাইনা -?
কোন এক ফ্ল্যাটের বেলকনিতে বসে শীত উপলক্ষে হৃদয় পোড়ানোর গন্ধ তোমার নাকে কখনোই না যাক 🥀

19/11/2024

😅🍁💫
কেউ না জানুক কার স্মরনে 🥀

19/11/2024

সৌন্দর্য একটি আপেক্ষিক জিনিস। সৌন্দর্যের আসলে নির্দিষ্ট কোন ব্যাখ্যা হয় না। আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে তার উষ্কখুষ্ক চুলও মনে হবে ঝর্ণার মত ঝরঝরে, বড় বড় গর্ত হওয়া চোখজোড়ায়ও দেখতে পাবেন মায়ার আতুড়ঘর, কথা বলার সময় তার অগোছালো এলোমেলো বর্ননা শব্দচয়নও মন্ত্রমুগ্ধের মত শুনে যেতে ইচ্ছে করবে, এবং কী তার হাত-পা নাড়ানোর অঙ্গভঙ্গি মুখের ভাবটাও ভালো লাগবে।

কাউকে মন থেকে ভালোবাসলে সে দেখতে যত কুৎসিতই হোক না কেন- তার দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থাকলে আপনি যে নষ্টালজিক অনুভূতি অনুভব করবেন তা পৃথিবীর যাবতীয় ভালো অনুভূতির চেয়ে শ্রেষ্ঠ। সৌন্দর্যের সত্যিকারের মান আসলে চেহারা দিয়ে মাপা যায় না; এটা হৃদয়ের ব্যাপার।

যার প্রতি যার যত বেশী প্রেম- তার কাছে সে তত বেশী সুন্দর।

09/11/2024

🍁🌸🖤

07/11/2024

আমি যে তোমারে কতদিন দেখি না—
এমন অদেখা চোখে নিজের দেখতে গেলে
ভিখারী মত লাগে, লাগে অসহায়।

তোমার উপস্থিতিহীন শুধু মনের বয়স বাড়ে,
বাড়ে অসুখবিসুখ আর চোখের ভিতর মরে পড়ে থাকা ঘুমের লাশের সংখ্যা।

প্রিয় খাবার, প্রিয় ঋতু, প্রিয় সিনেমা, প্রিয় গান, সমস্ত প্রিয় জিনিস অস্বাস্থ্যকর লাগে, অরুচিকর লাগে। ক্লান্তি লাগে, হাজার বছর ধরে পিঞ্জিরায় বন্দি থাকা পাখির মতো লাগে বিষণ্ণ।

মাঝ রাত্তিরি বেড়ে যায় বুকের চিনচিন ব্যথা, তখন নিজের ঘরকে মনে হয় নরক, যেনো তার গভীর অন্ধকারে গিজগিজ করছে আমার সমস্ত পাপ, অনুতাপ। কি যে হাহাকার লাগে, হাউকাউ লাগে তুমি জানোনা। তুমি জানোনা তোমার দেখা না পেয়ে আমার পৃথিবী ক্রমাগত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হচ্ছে।

তুমি জলদি এসে দেখা দাও—
তুমি আসলেই আমার হৃদয় আবারও সতেজ হবে, উর্বর হবে মাটি তার। আমরা সেখানে চাষ করবো মহব্বত। সৃষ্টি করবো পৃথিবীর দীর্ঘতম গোলাপ বাগান..

06/11/2024

নিয়ম করে বৃহস্পতিবার আসে'
তুমি আসো না'

05/11/2024

পৃথিবীর সমস্ত ভালো তোমার হোক🖤🧚‍♀️

Address

Shahzadpur
31517

Telephone

+8801822980583

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moyna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moyna:

Share


Other Shahzadpur event planning services

Show All