ayraRahman

ayraRahman ❤️আসসালামু আলাইকুম ❤️
(1)

05/06/2023
04/06/2023

আমি ভালো তার মানে এই নয় আমার সাথে যা
খুশি তাই করা যায়....😊💔

12/04/2023
02/04/2023

রাগ নিয়ন্ত্রণ নিয়ে ছোট একটি দারুণ শিক্ষণীয় গল্প।

16/03/2023

02/03/2023

Follow for follow

31/01/2023

মানুষের কষ্ট কেবল ভালোবাসা নামক চার অক্ষরের মাঝেই আটকে থাকে না। কারো পারিবারিক সমস্যা থাকে, কারো থাকে শারিরীক অসুস্থতা, কারো বা মানসিক জটিলতা।

কেউ জীবন নিয়ে চিন্তিত থাকে, কেউ বা পরিবারকে নিয়ে, কেউ আবার ভবিষ্যৎ গোছানো নিয়ে। তাই কেউ কষ্টে আছে শুনেই, এটা ভেবে বসবেন না, সে বুঝি ভালোবাসা সংক্রান্ত কারণেই কষ্টে আছে।

কেউ খারাপ আছে শুনে নিজের মনগড়া কোনো কারণ তার ওপর চাপিয়ে দেবেন না। আপনার হয়তো অজানাই থাকবে, কিন্তু আপনার সেই ভাবনাটুকু মানুষটাকে আরো আঘাত করে যাবে।

তাই কারো ব্যাথার উপশম না হতে পারেন, কারো ব্যাথা বাড়ানোর কারণ হয়ে দাঁড়িয়েন না।

29/01/2023

Motivational quotes bangla❤️

অনুপ্রেরণা

28/01/2023

অনুপ্রেরণামূলক

কখনও কখনও সম্পর্কের মূল্যটা তারাই আমাদের বুঝিয়ে দেয়, যাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই।

ছেড়ে দিলাম ওই সমস্ত লোকের পিছনে যাওয়া। কারণ, যাকে আমি যত বেশি গুরুত্ব দিয়েছি সেই আমাকে ততো বেশি সস্তা মনে করেছে।

জীবনে তো অনেক অপরাধই করেছিলাম আমি। কিন্তু যেখানে শাস্তি টা পেলাম সেখানে আমি সত্যিই নির্দোষ ছিলাম।

কাউকে আপনি তখনই কথা দিবেন, যখন ওই কথাটা আপনি পুরোপুরি রাখতে পারবেন।

মানুষ অনেক আজব হয়। যখন আপনাকে পছন্দ করবে তখন আপনার খারাপ গুলোও ভুলে যাবে। আর যখন আপনাকে ঘৃণা করবে, তখন আপনার ভালো গুলো ভুলে যাবে।

কখনও কখনও আমরা কারোর কাছে এতো টাও গুরুত্বপূর্ণ হই না, যতটা আমরা মনে করি।

তাকে আপন মনে করে কি লাভ, যার মনে আপনার জন্য কোনো জায়গাই নেই।

আমি ধন্যবাদ দিলাম সেই সমস্ত লোক গুলোকে, যারা খারাপ সময়ে আমাকে একা ফেলে চলে গেছে। কারণ ওদের বিশ্বাস ছিলো, সমস্যার সাথে আমি একাই লড়াই করতে পারি।

সময় একই রকম থাকে না। তাকেও একদিন কান্না করতে হবে, যে আজ অন্য কে কান্না করাচ্ছে।

এতো কাছে এসেও সবাই ছেড়ে চলে যায়। একা ছিলাম আবার একাই হয়ে গেলাম। মনের কষ্টটা কাকে দেখাবো? কারণ, ঔষধ দেওয়ার লোকটিই তো ক্ষত দিয়ে যায়।

জীবনে একটা কথা মনে রাখবেন, কাউকে কাঁদিয়ে নিজে সুখে থাকা যায় না।

একই মানুষ যদি আপনাকে একই কষ্ট দু'বার দেয়। তাহলে ভুল তার নয়, ভুল আপনার। কারণ, আপনি তাকে দ্বিতীয় বার সুযোগ করে দিয়েছেন।

আপনার জীবনের সব থেকে বড় দায়িত্ব হচ্ছে, "সবসময় নিজেকে খুশিতে রাখা"

ধন্যবাদ ❤️

27/01/2023

Address

Sylhet
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when ayraRahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ayraRahman:

Videos

Share


Other Party Entertainment Services in Sylhet

Show All