31/10/2021
#পরিবর্তন_হচ্ছে_ইউরোপের_সময়
প্রতি বছরের ন্যায় এ বছরও ইউরোপের সময় ১ ঘন্টা পরিবর্তন হয়ে আজ মধ্যরাত থেকে শীতকালীন সময় চালু হচ্ছে সেন্ট্রাল ইউরোপে। রাত ৩টার সময় ঘড়ির কাটা ১ ঘন্টা কমিয়ে ২টা করা হবে, অর্থাৎ আগামীকাল থেকে বাংলাদেশের সাথে সেন্ট্রাল ইউরোপের সময়ের পার্থক্য হবে ৫ ঘন্টার। মূলত দিবালোক-কে সঞ্চয় করার লক্ষ্যেই ইউরোপীয় দেশে এই সময়ের পরিবর্তন করা হয়।
পৃথিবীতে সময় নির্ণয়ের জন্য প্যারামিটার হিসেবে পরিচিত গ্রিনউইচ মিন টাইম বা জিএমটির সঙ্গে এ দেশগুলোর সময়ের ব্যবধান এক ঘণ্টায় এসে পৌঁছাবে।
জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, হাঙ্গেরি, স্লোভেনিয়া, পোল্যান্ড, অস্ট্রিয়া, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, বেলজিয়াম অর্থাৎ ইউরোপের বেশির দেশই সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম জোনকে অনুসরণ করে।
এই শীতকালীন সময় চালু থাকবে আগামী বছরের মার্চ মাসের শেষ রবিবার পর্যন্ত।
তারপর আবার এক ঘন্টা সময় বাড়িয়ে গ্রীষ্মকালীন সময় চালু হবে।