20/11/2020
" কবিতা সংকলন " ২০২০
যারা অংশগ্রহণ করতে পারবে -
বয়সঃ ১৮ থেকে ৩০ বছর
কবিতার বিষয়ঃ অনির্দিষ্ট
কবিতার ধরণঃ যে কোন ছন্দে রচিত
কবিতার চরণ সংখ্যাঃ সর্বনিম্ন ৮ চরণ থেকে ৪০ চরণ পর্যন্ত
রেজিস্ট্রেশন ফিঃ ফ্রী
কবিতা জমাদানের সময় শুরুঃ ২১ নভেম্বর, ২০২০, বিকাল ৫:০০ টা ।
কবিতা জমা দেয়ার নিয়মাবলিঃ
১) একজন অংশগ্রহণকারী ২ টি কবিতা পাঠাতে পারবে।
২) কবিতা হাতে লিখে ভালো ক্যামেরা দিয়ে ছবি তুলে pdf ফাইল করে সাবমিট করতে হবে অথবা টাইপ করে pdf ফাইল করে সাবমিট করতে হবে । pdf ফাইলটি ৫ এমবি এর বেশি হওয়া যাবে না।
৩)কবিতা পাঠানোর সময় মেইল বডিতে প্রতিযোগীর নাম, বয়স, শিক্ষা প্রতিষ্ঠান এর নাম ও যোগাযোগ এর নাম্বার দিতে হবে।
৪)ফাইল আপলোড দেয়ার আগে এই পদ্ধতিতে রিনেম করে দিতে হবে –
Participant Name_Institution Name_Contact Number
Example: Mst.Shirin Sultana_Dhaka University_ 017......
কবিতা পাঠানোর ঠিকানাঃ
[email protected]
কবিতা জমা দেয়ার শেষ সময়ঃ ২০ ডিসেম্বর, ২০২০, বিকাল ৫টা । এরপর আর কোন কবিতা জমা নেয়া হবে না ।
বি.দ্রঃ কবিতা অবশ্যই নিজের লিখা হতে হবে, প্রকাশিত (কোন ব্লগ, ওয়েবসাইট বা সোসাল মিডিয়াতে) এবং কোন কবির কবিতা পাঠালে সেই কবিতা বাতিল বলে গণ্য করা হবে ।
ফলাফলঃ ২৫শে ডিসেম্বর, ২০২০ তারিখে রাত ৮ টায় Zoom app এর মাধ্যমে সকলের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হবে ।
পুরস্কারঃ সেরা ৩ টি কবিতা নির্বাচন করা হবে এবং নির্বাচিত ৩ টি কবিতা একুশে বই মেলায় প্রকাশিত হবে।
যে কোন তথ্যের জন্যঃ ০১৬৮৯৪২৭৩২৫, ০১৫২১১১৬৩৫০, ০১৭৬২১৭২৭৯০
আয়োজনেঃ Deem Light
সার্বিক সহযোগিতায়ঃ
Department Of Tourism & Hospitality Management
Faculty of Business Studies
University of Dhaka.