Nawabi Feast

Nawabi Feast A sister concern of S A Organics and S A Apparels. Dedicated to serve the best quality food and beve
(4)

কর্পূর ও মিন্ট তেলের মিশ্রণ: একটি শক্তিশালী প্রাকৃতিক প্রতিকারCamphorMint oil একটি প্রাকৃতিক উপাদান যা বিভিন্ন স্বাস্থ্য...
31/10/2024

কর্পূর ও মিন্ট তেলের মিশ্রণ: একটি শক্তিশালী প্রাকৃতিক প্রতিকার

CamphorMint oil একটি প্রাকৃতিক উপাদান যা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধানে ব্যবহৃত হয়। যখন এই কর্পূর এবং মিন্ট উপাদানকে একত্রিত করা হয়, তখন তা একটি শক্তিশালী প্রাকৃতিক প্রতিকার হিসেবে কাজ করে।

এই তেলটি বুকে জমাট কাশির সমস্যা দূর করতে সাহায্য করে। এটি বুকের উপর মালিশ করলে শ্বাস নিতে সহজ হয় এবং শ্বাসনালী খুলে যায়।

মাথা ব্যাথার ক্ষেত্রেও অনেক উপকারী। এটি কপাল ও কানের পেছনে মালিশ করলে মাথাব্যথা কমে যায়।

পেশী ব্যথা ও জয়েন্ট ব্যথার ক্ষেত্রেও উপকারী। এটি ব্যথাযুক্ত স্থানে মালিশ করলে ব্যথা কমে যায়।

মশার কামড়ের চুলকানি ও জ্বালা কমাতে সাহায্য করে। এটি মশার কামড়ের জায়গায় লাগালে চুলকানি কমে যায়।

শরীরের অপ্রীতিকর দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে। এটি গোসলের পর শরীরে ব্যবহার করলে ফ্রেশ অনুভূতি পাওয়া যায়।

গর্ভবতী ও দুধ খাওয়ানো মহিলারা এই মিশ্রণ ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেবেন।

শিশুদের ক্ষেত্রে এই মিশ্রণ ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেবেন।

#ক্যামফর_মেনথল #প্রাকৃতিক_ব্যাথা_উপশম #ঘরোয়া_প্রতিকার #হোমিওপ্যাথি

আমাদের দেশী গাভীর দুধের সর থেকে তৈরি গাওয়া ঘিতে পাওয়া যাবে এক অনন্য স্বাদের অভিজ্ঞতা। বৃষ্টির এই মৌসুমে, আল্লাহর রহমতে...
17/09/2024

আমাদের দেশী গাভীর দুধের সর থেকে তৈরি গাওয়া ঘিতে পাওয়া যাবে এক অনন্য স্বাদের অভিজ্ঞতা। বৃষ্টির এই মৌসুমে, আল্লাহর রহমতে আমাদের ঘি আরও ঘন ও পুষ্টিকর হয়েছে।

বৃষ্টির পানি মাটিতে মিশে গাছপালাকে পুষ্ট করে, যা গাভীর খাবারের গুণমান বাড়ায়। এই পুষ্টিকর খাবার গাভীর দুধকে আরও ঘন ও পুষ্টিকর করে। ফলে, ঘি তৈরির পরে তা আরও ঘন ও সুস্বাদু হয়।

আমরা ব্যবহার করি শুধুমাত্র দেশী গাভীর দুধ, যা পুষ্টিগুণে ভরপুর এবং প্রতিটি পাত্রে ঘি তৈরি হয় হস্তনির্মিত পদ্ধতিতে, যাতে ঘির মধ্যে কোনো কৃত্রিম উপাদান না থাকে। আমাদের ঘির স্বাদ ও ঘ্রাণ অনন্য, যা আপনার রান্নাকে আরও সুস্বাদু করে তুলবে।

খাঁটি সরের ঘি ভিটামিন, খনিজ এবং অন্যান্য পুষ্টিগুণে সমৃদ্ধ, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী।

আপনার রান্নায় স্বাস্থ্য ও সুস্বাদুতার ছোঁয়া যোগ করতে আজই অর্ডার করুন।

#খাঁটি_ঘি #সরের_গাওয়া_ঘি #পুষ্টিকর_খাদ্য #স্বাস্থ্যকর_খাদ্য #বাচ্চাদের_জন্য_উপকারী #শক্তি_বৃদ্ধি #হজমে_সহায়ক #ত্বকের_যত্ন #বাংলার_স্বাদ #প্রাকৃতিক_পণ্য #বাচ্চাদের_খাবার #বাচ্চাদের_পুষ্টি #দেশী_দুধের_ঘি

SA Organics এস এ অর্গানিক্সের মশলার জগতে আপনাকে স্বাগতম। আমাদের কাছে বিভিন্ন ধরনের গুঁড়ো মসলা পাওয়া যায় যা বাজারের সা...
06/09/2024

SA Organics
এস এ অর্গানিক্সের মশলার জগতে আপনাকে স্বাগতম। আমাদের কাছে বিভিন্ন ধরনের গুঁড়ো মসলা পাওয়া যায় যা বাজারের সাধারণ মসলা থেকে অনেক গুণে উত্তম।

আমাদের মসলাগুলোর বিশেষত্ব হলো এর অসাধারণ রং এবং ঘ্রাণ। প্রতিটি মসলার মধ্যে রয়েছে প্রাকৃতিক উপাদান যা আপনার রান্নায় এনে দেবে অনন্য স্বাদ ও সুগন্ধ। বাজারের প্যাকেট মসলার তুলনায় আমাদের মসলাগুলোতে কোনো প্রকার কৃত্রিম রং বা সংরক্ষণকারী নেই, যা আপনার স্বাস্থ্যের জন্যও উপকারী।

এসএ অর্গানিক্স-এর মসলাগুলো ব্যবহার করে আপনার প্রতিদিনের রান্নায় আনুন নতুন মাত্রা। আমাদের মসলাগুলো শুধু স্বাদে নয়, গুণেও সেরা।

আপনার রান্নার স্বাদ বাড়াতে এবং স্বাস্থ্যকর খাবার উপভোগ করতে আজই আমাদের মসলাগুলো ব্যবহার করুন।

#খাঁটি_মসলা #মসলা #প্রাকৃতিক_মসলা #দেশী_মসলা #বাংলাদেশী_মসলা #অসাধারণ_মসলা #ভেজালমুক্ত_মসলা #গুড়ো #মসলা_গুড়া #সেরা_মসলা #হলুদ_গুড়া #মরিচ_গুড়া #ধনিয়া_গুড়া #জিরা_গুড়া া #শাহী_গরম_মসলা

আমাদের চিংড়ি বালাচাও খেয়ে বলতে হবে ওয়াও আমাকে আরো দাও 😁 আর গুড়ের নারিকেলের নাড়ু খেতে যে কি মজা, আলহামদুলিল্লাহ।It's...
04/09/2024

আমাদের চিংড়ি বালাচাও খেয়ে বলতে হবে ওয়াও আমাকে আরো দাও 😁

আর গুড়ের নারিকেলের নাড়ু খেতে যে কি মজা, আলহামদুলিল্লাহ।

It's like, no one can eat just one 😁

Photo credit goes to our honourable customer.

#বালাচাও #চিংড়ি_বালাচাও #সেরা_বালাচাও #অসাধারণ_বালাচাও #সুস্বাদু_বালাচাও #নাড়ু #নারিকেল #নারিকেলের_নাড়ু #মজাদার_নাড়ু #হেলদি_বালাচাও #বাসায়_তৈরি

03/09/2024

এই ঝুম বৃষ্টির মধ্যে কি আমাদের SA Organics এর সরের ঘি দিয়ে ভাত খাবেন নাকি কোল্ড প্রেসড খাঁটি সরিষার তেল দিয়ে খিচুড়ি? কোনটা??

SA Organics মিষ্টি আমসত্ত্ব কে না পছন্দ করে! আমাদের শৈশবের স্মৃতির সাথে জড়িয়ে থাকা এই মজাদার খাবারটি সবার প্রিয়। আমসত...
01/09/2024

SA Organics মিষ্টি আমসত্ত্ব কে না পছন্দ করে! আমাদের শৈশবের স্মৃতির সাথে জড়িয়ে থাকা এই মজাদার খাবারটি সবার প্রিয়।

আমসত্ত্বের কথা আসতেই শৈশবের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন স্কুলের গেটে আচারওয়ালা মামা নিয়ে আসতেন। কিন্তু তখন তো আর ওতো স্বাস্থ্য সচেতন ছিলাম না। তাই কোনো যাচাই বাছাই ছাড়াই খেয়ে উঠতাম সেই নিম্ন মানের খাবারগুলো।

মিষ্টি আমসত্ত্বের স্বাদ অতুলনীয়। এটি শুধু মুখরোচকই নয়, পুষ্টিকরও বটে। আসল আমসত্ত্বের উপকারিতা অনেক। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, বিটা ক্যারোটিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ফাইবার রয়েছে, যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ, কোষ্ঠকাঠিন্য দূর, হজমে উন্নতি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

#আমসত্ত্ব #খাঁটি_আমসত্ত্ব #দেশি_আমসত্ত্ব #নারিকেলনাড়ূ #গুড় #নারিকেল #সেরা_স্বাদ #সেরাআমসত্ত্ব #বাংলাদেহী_পণ্য

🌿 তালবিনা - স্বাস্থ্যের জন্য প্রকৃতির সেরা সমাধানস্বাস্থ্যবান থাকার জন্য প্রকৃতির সবচেয়ে ভালো উপায় হলো তালবিনা। এটি এক...
10/06/2024

🌿 তালবিনা - স্বাস্থ্যের জন্য প্রকৃতির সেরা সমাধান

স্বাস্থ্যবান থাকার জন্য প্রকৃতির সবচেয়ে ভালো উপায় হলো তালবিনা। এটি একটি প্রাকৃতিক খাদ্য যা আমাদের শরীরের জন্য অপরিসীম উপকারিতা রয়েছে।

তালবিনা প্রাকৃতিক ভাবে প্রোটিন, ভিটামিন, মিনারাল এবং অন্যান্য পুষ্টিকর উপাদান সমৃদ্ধ। এটি আমাদের শরীরের ইমিউন সিস্টেম বৃদ্ধি করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে। সুস্থ জীবন যাপনের জন্য তালবিনা একটি অপরিহার্য উপাদান।

#তালবিনা #স্বাস্থ্য #প্রাকৃতিক

পেটে গ্যাসের সমস্যার প্রধান কারণ হচ্ছে ভোজ্য তেল। তাই সঠিক তেল নির্ণয় করে আমাদের রান্না করা উচিত। তেলের মধ্যে অনেক প্রক...
09/06/2024

পেটে গ্যাসের সমস্যার প্রধান কারণ হচ্ছে ভোজ্য তেল। তাই সঠিক তেল নির্ণয় করে আমাদের রান্না করা উচিত। তেলের মধ্যে অনেক প্রকার আছে, আমাদের দেশের জন্য সবচেয়ে উত্তম ভোজ্য তেল হচ্ছে দেশী সরিষার খাঁটি তেল।

আমাদের তেল টি কোল্ড প্রেসড পদ্ধতিতে করা হয়, যা তেলের পুষ্টিগুণকে অক্ষত রাখে, এবং আপনার স্বাস্থ্যর জন্যও উন্নতি বয়ে আনে।

দেরি নাকরে এখনি অর্ডার করুন।

সেরা মানের একটা জিনিষ এই বালাচাও।একবার খাইবেন, বার বার চাইবেন!!
08/06/2024

সেরা মানের একটা জিনিষ এই বালাচাও।
একবার খাইবেন, বার বার চাইবেন!!

কাতিলা গাম পাচন প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।
07/06/2024

কাতিলা গাম পাচন প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।

GOND KATIRA, যা কাতিলা গাম নামেও পরিচিত, এটি একটি প্রাকৃতিক গাম যা ট্রাগাকান্থ গাছের রস থেকে প্রাপ্ত হয়। এই গাছটি মূলত মধ্য প্রাচ্যের পর্বত অঞ্চলে জন্মে এবং ইরানে এটি বেশি পাওয়া যায়। কাতিলা গাম গন্ধহীন, স্বাদহীন এবং পানিতে ভেজালে জেলির মতো ফুলে যায়। এটি বিভিন্ন রোগের আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয় এবং এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে।

কাতিলা গামের স্বাস্থ্য উপকারিতা:

শীতলতা প্রদান : গরমের দিনে শরীরকে শীতল রাখে আর হিট স্ট্রোক থেকে রক্ষা করে এবং শীতকালে শরীরকে গরম রাখে।

হজম শক্তি বৃদ্ধি : এটি পাচন প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।

ওজন হ্রাস : এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে এবং মেটাবলিজম বৃদ্ধি করে।

ত্বকের যত্ন : এটি ত্বকের জন্য উপকারী, ব্রণ এবং পিগমেন্টেশন কমাতে সাহায্য করে।

চুলের স্বাস্থ্য : চুলের ঘনত্ব বাড়ায় এবং চুল পড়া কমাতে সাহায্য করে।

হাড়ের স্বাস্থ্য : ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের উৎস হিসেবে হাড়ের স্বাস্থ্য উন্নত করে।

#কাতিলাগাম

Yum yum chocolatey,Our homemade Choco Peanut Butter!Every bit a sweet surprise!
07/06/2024

Yum yum chocolatey,
Our homemade Choco Peanut Butter!
Every bit a sweet surprise!

Yum yum chocolatey,
Our homemade Choco Almond Butter!
Every bit a sweet surprise!

এই বালাচাও নয় কোনো সাধারণ,এজে এক অতুলনীয় অসাধারণ,কেড়ে নিবে ছোট বড় সকলের মন,তাই দেরি করবেন না আমার দেশের জনগণ।           ...
05/06/2024

এই বালাচাও নয় কোনো সাধারণ,
এজে এক অতুলনীয় অসাধারণ,
কেড়ে নিবে ছোট বড় সকলের মন,
তাই দেরি করবেন না আমার দেশের জনগণ।

অতুলনীয় সুপার ফুড।
05/06/2024

অতুলনীয় সুপার ফুড।

The ultimate super food for a super you!!
মোরিঙ্গা পাউডার রক্তশর্করের মাত্রা কমাতে সাহায্য করতে পারে, যা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য উপকারী।

খাঁটি সরিষার তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক তেল। এটি সুস্থ থাকার জন্য অত্যন্ত ভালো এবং ভোজ্য তেল। গ্...
04/06/2024

খাঁটি সরিষার তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক তেল। এটি সুস্থ থাকার জন্য অত্যন্ত ভালো এবং ভোজ্য তেল। গ্যাস্ট্রাইটিস এর সমস্যা হতে পারে ভোজ্য তেলের অপব্যবহারের কারণে, তাই সঠিক তেল চয়ন করা গুরুত্বপূর্ণ।

#খাঁটি #ভোজ্যতেল #সরিষার_তেল #বাংলাদেশি_সরিষার_তেল #খাঁটিসরিষারতেল

11/04/2024

SA Organics এ আজ রাত্রির মধ্যেই অর্ডার কনফার্ম করলে পাচ্ছেন ঈদের সালামি অফার ১০% পর্যন্ত। দেরি না করে এখনি অর্ডার করে অর্ডার করুন।

29/03/2024

আমাকে কেউ কোন কিছু প্রমোট করতে বললে আমি তাকে অনেক প্রশ্ন করি।এই প্রশ্ন করার দুইটা উদ্দেশ্য আছে।একটা হচ্ছে আমি নেওয়ার আগে বুঝতে চেষ্টা করি আসলে প্রডাক্টের কোয়ালিটি কেমন হতে পারে।দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে আমি পেইজ ওনারের নলেজ চেক করি তার নিজের প্রডাক্ট সম্পর্কে স্পেশালি যদি সেটা Organic টাইপ কিছু হয়।দেখেন বলার জন্য সবাই বলতে পারে আমার প্রডাক্ট বেস্ট।কিন্তু যদি জিজ্ঞেস করি এক্সপ্লেইন করেন কেন বেস্ট তাহলে আর বেশিরভাগই কোন উত্তর দিতে পারে না।কারণ নিজের প্রডাক্ট সম্পর্কে অনেকেরই নলেজ নাই, আরেকজন থেকে জাস্ট সোর্স করে সেল করে।

এক্ষেত্রে S A Organics এর আপুকে আমি উনার প্রডাক্ট সম্পর্কে যতোবার যতো প্রশ্নই করেছি উনি সাথে সাথে উত্তর দিতে পেরেছেন এবং আমাকে সন্তুষ্ট করেছেন।উনি জানেন আমি এই ধরনের প্রডাক্ট প্রমোট করতে একটু হেসিটেট ফিল করি কারণ এগুলা একটু Controversial হয়।কিন্তু উনি লেগে ছিলেন আমার পিছনে।যেমন উনার এই সরিষার তেলটা উনারা বলেন "প্রিমিয়াম গ্রেড" তো স্বাভাবিকভাবেই আমার প্রশ্ন ছিলো কেন এটাকে প্রিময়াম গ্রেড বলছেন?What is so special in it?তখন উনি আমাকে সব বুঝিয়ে বললেন।এই সরিষার তেলের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে এটা Low RPM এ করা হয়।Low RPM এর করার কারণে হিট কম প্রডিউস হয়,সিড গুলো পুড়ে যায় না, ঝাঝ কম কিন্তু গুণাগুণ বেশি প্লাস এই তেলের ঘনত্বও বেশি।যেসব তেলে High RPM ব্যাবহার করা হয় সেগুলার সিড গুলো পুড়ে পুড়ে যায়,ঝাঝ বেশি লাগে কিন্তু ঐগুলার গুণাগুণ কম থাকে।উনার সাথে কথা বলে আমি সরিষার তেল বিষয়ক মোটামুটি এক্সপার্ট এখন!তাই জানি যে যেকোন তেলের গুণাগুণ নির্ভর করে এটার প্রসেসিং এর স্পিড এর উপর।এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যারা আমার মতো জানেন না অনেক কিছু তারাও যেন জেনে বুঝে একটা জিনিস নিতে পারেন।

এখন আসি প্রাক্টিকাল ইউজের ক্ষেত্রে।উনি মুখে যাই বলুক না কেন বাস্তবে যদি ভালো না হয় তাহলে তো ব্যাবহার করলেই বুঝতে পারার কথা।এটা আমি এজন্য আমার সাথে করে নিয়ে এসেছি।যারা আমার আগের পোস্টের পর এই সরিষার তেল নিয়েছিলেন তারা প্রত্যেকে খুব ভালো ফিডব্যাক দিয়েছেন আলহামদুলিল্লাহ! তাই আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের ফিডব্যাক জানাতে পারেন আমার গ্রুপ Augustine Approves এ।এই সরিষার তেলের পাশাপাশি উনার ঘি,পিনাট বাটার,চকো পিনাট বাটার,বিভিন্ন রকম নাটস আর নানানরকম তেল আছে যেগুলা আপনারা ট্রাই করে দেখতে পারেন।প্রত্যেকটা আইটেমই হাইয়েস্ট কোয়ালিটির!

দাম:
১৬০ টাকা (৫০০ মিলি)
২৯৫ টাকা ( ১ লিটার)

পেইজ: SA Organics

লিংক: https://www.facebook.com/NobleOrganicFoods

31/12/2023

আলহমদুলিল্লাহ, প্রায় প্রতি সপ্তাহই নতুন গুড় বানানো হচ্ছে আর রিস্টক হচ্ছে।
এখনো যারা রাজশাহীর খাঁটি এবং চিনি মুক্ত গুড় ট্রাই করেননি, শীত থাকতে এখনি ট্রাই করুন।
না খাইলে কিন্তু পুরাই মিস। সত্যিই 😁

Address


Alerts

Be the first to know and let us send you an email when Nawabi Feast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nawabi Feast:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share