06/08/2022
বাঙালীর সবচেয়ে প্রিয় কাজ কি বলুন তো? জ্বি, ঠিকই ধরেছেন। ঘুমানো। একটু চুপচাপ, হাল্কা ঠান্ডা ঠান্ডা কোথাও একটা নরম বিছানা, বালিশ আর একটা কাঁথা দিয়ে যেকোন বাঙালীকে নিশ্চিন্ত ঘুমের একটা অফার দিন; কেউ ফিরিয়ে দেবে না। যিনি না করবেন, তিনি বাঙালী হতেই পারেন না। ভালো করে খোঁজ নিয়ে দেখুন ওর পূর্বপুরুষ হয় আফগান নয়তো জার্মান।
ঘুমের সাথে তাই কোন প্রতিযোগীতায় যাচ্ছি না আমরা।
ঘুমানো ছাড়া আর কী করতে ভালোবাসে বাঙলী? সন্দেহ নেই, আড্ডা দেওয়াটা প্রিয় কাজের তালিকায় ওপরের দিকেই থাকবে। রণে-বনে-জলে-জঙ্গলে, যেকোন জায়গায় দাঁড়িয়ে-বসে-শুয়ে আড্ডা দিতে পারঙ্গম বাঙালী। আড্ডার আপনি যত রকমফেরই করার চেষ্টা করে দেখুন না কেন, মূল ব্যাপারটা কিন্তু একই থাকবে। মানে একজন বাঙালী আরেকজন বাঙালীর সাথে মহাবিশ্বের যেকোন বিষয়ে গুলতানি না করলে, কি রে তার পেটের ভাত হজম হয় বলুন তো? হবে না।
তাহলে এবার আড্ডা হোক জমিয়ে। রসিয়ে রসিয়ে।
ছবি কৃতজ্ঞতা - অন্তর্জাল