Ziron's Kitchen

  • Home
  • Ziron's Kitchen

Ziron's Kitchen If u believe that any kind of home made food is always safe, tastes heavenly and obviously made with

08/08/2024

ফকরুদ্দিন শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে ২০০৯ সালের ৬ই জানুয়ারি। ছাত্র জনতার অভ্যুত্থানের শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন ৫ই আগস্ট ২০২৪

তিনি ক্ষমতায় থাকেন ১৫ বছর ৬ মাস ৩০ দিন
মোট দিনের সংখা ৫৬৯০ দিন

তার পাচারকৃত টাকার পরিমাণ
৯৩ বিলিয়ন ডলার বা
১১০,০০,০০,০০,০০,০০০
এগারো লক্ষ কোটি টাকা

বছরে পাচারের পরিমাণ
৭,০৯,৬৭,৭৪,১৯,৩৫৫
সত্তুর হাজার নয় শত সাতষট্টি কোটি চুয়াত্তর লক্ষ উনিশ হাজার তিনশত পঞ্চান্ন টাকা

সপ্তাহে পাচার করেন
১৩,৫৪,৬৭,৯৮,০৩০
এক হাজার তিনশত চুয়ান্ন কোটি সাতষট্টি লক্ষ আটানব্বই হাজার ত্রিশ টাকা

তাহলে তার দৈনিক পাচারের পরিমাণ
১,৯৩,৩২,১৬,১৭০
একশত তিরানব্বই কোটি বত্রিশ লক্ষ ষোল হাজার একশত সত্তর টাকা

ঘন্টায় পাচার করেন
৮,০৫,৫০,৬৭৫
আট কোটি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ছয়শত পচাত্তর টাকা

মিনিটে পাচার করেন
১৩,৪২,৫১০
তেরো লক্ষ বেয়াল্লিশ হাজার পাঁচশত দশ টাকা

সেকেন্ডে পাচার করেন
২২,৩৭৫
বাইশ হাজার তিনশত পচাত্তর টাকা

যদি শেখ হাসিনা যদি দৈনিক ১ কোটি টাকা করে বিদেশে পাচার করতেন তাহলে ১১ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করতে তার সময় লাগতো ৩০১৩ বছর

06/08/2024

আমরা সবাই মিলে আজ একটি ছোট পরিবর্তন শুরু করি আমাদের প্রিয় বাংলাদেশকে সুন্দর এবং সুখী করার জন্য। আমাদের দেশকে উন্নয়নশীল থেকে বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত করতে আমরা কয়েকটি সহজ কাজ করতে পারি।

প্রথমত, আজ থেকে আমরা কেউ রাস্তায় ময়লা ফেলব না। এতে আমাদের শহর এবং গ্রামগুলো অনেক পরিষ্কার ও স্বাস্থ্যকর হয়ে উঠবে।

দ্বিতীয়ত, আমরা সবাই বছরে অন্তত একটি গাছ রোপণ করব। গাছ পরিবেশকে সুন্দর ও শীতল রাখে এবং আমাদের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে।

তৃতীয়ত, আমরা পানি সাশ্রয় করব এবং যত্ন সহকারে ব্যবহার করব। পানি একটি অমূল্য সম্পদ, এবং এর সঠিক ব্যবহার আমাদের ভবিষ্যতকে সুরক্ষিত করবে।

চতুর্থত, আমরা আমাদের প্রতিবেশীদের সম্মান করব এবং তাদের সাহায্য করব। এতে আমাদের সমাজ আরও শক্তিশালী ও সহায়ক হবে।

পঞ্চমত, আমরা সবার জন্য শিক্ষার অগ্রাধিকার দেব। প্রতিটি মানুষকে শিক্ষিত করতে পারলে আমরা একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে পারব।

ষষ্ঠত, আমরা স্থানীয় ব্যবসাগুলোকে সমর্থন করব। এতে আমাদের অর্থনীতি শক্তিশালী হবে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে।

সপ্তমত, আমরা বর্জ্য কমানোর জন্য পুনঃব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াকরণ করব। এতে পরিবেশ রক্ষা হবে এবং আমরা একটি টেকসই পৃথিবী গড়ে তুলতে পারব।

এই ছোট ছোট পরিবর্তনগুলো যদি আমরা সবাই মিলে শুরু করি, তাহলে আমাদের দেশ অবশ্যই উন্নতির শিখরে পৌঁছাবে। আসুন, সবাই মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাই।।
Copied

05/08/2024

যে স্বাধীনতার জন্য এত প্রাণ এর রক্ত ক্ষরণ তা যেন বৃথা না যায়।।
দেশ ও দেশের মানুষ সবাই আমরা এক...
করো বিন্দু পরিমাণ ক্ষতি না করা উত্তম...

05/08/2024

Alhumdulillah

03/08/2024

বিজয় এখনো আসেনি জয়ের উল্লাস করা পরাজয়ের লক্ষণ
জয় নিশ্চিত না করে উল্লাস করো না কেউ...
আল্লাহ তুমি সহায় থেকো

30/07/2024

এই মুহুর্তে আপনাদের সাথে আমি খুব গুরুত্বপূর্ন একটা জিনিস শেয়ার করবো। এই পোস্ট এর রিচ বাড়ানোর দায়িত্ব আপনাদের।
পোস্ট টা অবশ্যই শেয়ার করবেন। আর শেয়ার করতে ইচ্ছা না করলে কপি করে নিজের ওয়ালে পোস্ট করবেন। আমি কোন ক্রেডিট চাইছি না।

দেখেন , সব ক্ষমতার ই একটা সীমা আছে। একমাত্র বিধাতা ছাড়া কোন মানুষের ক্ষমতা অসীম না।

১.
সরকার তার সর্বোচ্চ ক্ষমতার ব্যবহার করে ফেলেছে। এর বেশী ক্ষমতা ব্যবহার করা আসলে যায় না।
ওরা নিজেরাও জানে । ইন্টারনেট বন্ধ করে ব্ল্যাক আউট একবার করা গেছে। বারবার করা যাবে না। আর ইন্টারনেট চালু রেখে ওরা গনহ*ত্যাও চালাইতে পারবে না। যার ফলাফল হিসাবে প্রচুর মানুষ রাস্তায় নামবে এবং গদি ছাড়তে তারা বাধ্য হবে।।


এবার আসি পুলিশের গুলি।
পুলিশ যা গুলি চালানোর , চালিয়েছে।
এখন আর ওপেনলি গুলি চালানোর ক্ষমতা ওদের নাই। ইন্টারন্যাশনাল প্রেশার আছে।
ওরা যা করতে পারে তা হলো গ্রেফতার এবং পরবর্তীতে কিছু ক্ষেত্রে গুম।
আন্দোলন বড় হলে এই গ্রেফতারের সম্ভাবনাও কমে যাবে।


গদি নড়ে গেছে , ক্ষমতা হারানোর ভয় প্লাস তীব্র চাপে কোনঠাসা অবস্থা। তাহলে এই পরিস্থিতিতে তারা কি করবে?
উত্তর হলো , আতংক ছড়ানো।

এই যে বাড়ি বাড়ি রেইড দেওয়া। তুলে নিয়ে যাওয়া , রাস্তা দিয়ে বড় বড় গাড়ি টহল দিয়ে সাইরেন বাজানো। আকাশে সশব্দে হেলিকপ্টার ছোটানো এবং দরজায় দরজায় সাস্পেক্ট লিখে যাওয়া সব ই এই কর্মকান্ডের অংশ। ভয় দেখানোর উদ্দেশ্যে করা।
আপনার অভিভাবকদের ভয় দেখানো যাতে তারা আপনাকে বের হতে না দেয়।
কারন তারা জানে একমাত্র গুজব ছড়িয়ে এবং ভয় দেখিয়েই তারা ছাত্রদের ঘরে রাখতে পারে।

খেয়াল করলে দেখবেন , তাদের যা মারার আন্দোলনের প্রথম দমক এ মেরে ফেলেছে। আর মারার উপায় নাই জন্য এখন ভয় ছড়াচ্ছে। আর ইন্টারনেট বন্ধ করা সম্ভব না জন্য গুজব ছড়িয়ে এরেস্ট করছে।

একবার আতংক ছড়িয়ে দিলে লোকবল কমে যাবে এই মন্ত্রেই তারা আগাচ্ছে। তাদের হাতে এর বাইরে আর কিছুই করার নাই।

আন্দোলনে আমাদের আজকের দিন টা সফল ছিল না। সব ই ছিল গুজব।
তবুও দেখেন এই গুজবের উপর ভিত্তি করে রাস্তায় গাড়িতে বোঝাই সেনাবাহিনী নামায় দিসে।
সেনাবাহিনী কিন্তু গুলি করবে না। তাদের অই ক্ষমতা নাই। তবুও নামাইসে।
উদ্দেশ্য?
আবারো বলছি। ভয় দেখানো। যাতে কেউ বাড়ি থেকে বের না হয়।
ইভেন পুলিশ কিন্তু আজকেও গুলি চালাতে পারতো । চালায় নি।
করেছে শুধু এরেস্ট।

স্বৈরাচার বলেন কিংবা জেনোসাইট।
সব ক্ষমতার সীমা আছে।
জয় এর এত কাছাকাছি এসে থেমে যাওয়া যায় না।

বিশ্বাস করেন , আমাদের সফলতার খুব কাছাকাছি।
সরকার জানে , আর একবার ও যদি আন্দোলন শুরু হয় ভালো ভাবে। তারা সামলাতে পারবে না।
তাই স্কুল কলেজ বন্ধ। তাই বিনা কারনে আকাশ দিয়ে হেলিকপ্টার ওড়ে।

আপনাদের উপর আমার অনুরোধ:
অমুক এলাকায় রেইড , অমুক জায়গায় এই হইসে সেই হইসে , হ্যান ত্যান হাবিজাবি বলে গুজব ছড়াবেন না। সাহস দেন। বোঝান আমরা আমাদের উদ্দেশ্য সফলের কত কাছাকাছি চলে এসেছি।

আমার লাইক শেয়ার কিছু লাগবে না।
আপনারা শুধু এই লেখাটা যতটা পারেন , ছড়িয়ে দেন।

যদি আমি ভুল বলে থাকি তার বিপরিতে গঠন মূলক কারন আপনারা কমেন্ট বক্স এ আমাকে দিতে পারেন।

ইনশাল্লাহ , জয় আমাদের আসবেই

(সংগৃহিত)



18/07/2024

পুরো দেশবাসী এই দুআ পড়তে থাকুন-
اللَّهُمَّ إنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
"আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম, ওয়া নাঊযু বিকা মিন শুরূরিহিম।" অর্থাৎ, হে আল্লাহ! আমরা তোমাকে ওদের মুখোমুখি করছি এবং ওদের অনিষ্টতা থেকে তোমার নিকট পানাহ চাচ্ছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন শত্রুদলের ক্ষতির আশঙ্কা করতেন তখন এই দু’আ পড়তেন। (আবূ দাউদঃ ১৫৩৯; সহীহ)

16/07/2024

আমরা জানি রাজাকার শব্দটি বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত শব্দ। তাহলে শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার বলছে কেন?
উত্তর : "কেউ একজন" আন্দোলনরত শিক্ষার্থী সমাজকে রাজাকার বলেছেন সেই প্রতিবাদে

সীমাহীন দুঃখকষ্টে বুকে নিয়ে বেকারত্বের অভিশাপে জর্জরিত, অধিকারবঞ্চিত শিক্ষার্থী সমাজের নিজেদেরকে এই "রাজাকার" বলাটা যে একটা শক্তিশালী আয়রনি, হৃদয়ে রক্তক্ষরণীয় এক প্রতিবাদের ভাষা।এই সামান্য জিনিস বুঝলেন না!

পুরো স্লোগান ছিলো-
"আমি কে,তুমি কে
রাজাকার রাজাকার
কে বলেছে, কে বলেছে
সরকার সরকার "
"আমি নই, তুমি নও
রাজাকার রাজাকার
চেয়েছিলাম অধিকার
হয়ে গেলাম রাজাকার "

Assalamuwalikum...we are back 🔥🔥That was our Friday morning delivery...Pls inbox for any type of home made food
25/05/2024

Assalamuwalikum...we are back 🔥🔥
That was our Friday morning delivery...
Pls inbox for any type of home made food

গাজরের হালুয়া🥕🍽️
15/02/2024

গাজরের হালুয়া🥕🍽️

Address


Telephone

+8801521583368

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ziron's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ziron's Kitchen:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share