খ্রীষ্টিয়ান পাত্র পাত্রীর সন্ধান

  • Home
  • খ্রীষ্টিয়ান পাত্র পাত্রীর সন্ধান

খ্রীষ্টিয়ান পাত্র পাত্রীর সন্ধান আমাদের খ্রীষ্টিয়ান সমাজের এখন ঐক্যের খুবই প্রয়োজন তাই আসুন আমরা ঐক্য গড়ি।

18/11/2023

🤣🤣🤣🤣🤣

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যা...
22/09/2023

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।

শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?
ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না- সে আজ এতো মধুর স্বরে ডাকছে কেন?
নিশ্চয়ই কোনো বদ মতলব আছে।
ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না।

শিয়াল এবার ময়ুরীর কাছে গিয়ে বলে- আপুমনি কেমন আছো। দেখতে খুবই মিষ্টি লাগছে।
ময়ুরীও বুঝতে পারে- শিয়ালের মুখে মিষ্টি বচন। নিশ্চয়ই লক্ষণ ভালো না।
সে ও সাড়া দেয় না।

শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে- বাহ! তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে।
এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিলো।
তোমাকে আর কষ্ট করতে হবেনা। রাজার বয়স হয়ে গেছে।
তিনি অবসরে যাবেন। আর তোমাকে রাজা বানাবেন।
চলো আমার সাথে সিংহাসনে চলো।

গাধা খুব খুশি হয়। শিয়ালের সাথে সিংহাসনে আসে।

সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়।
কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে।

শিয়াল গাধার কাছে এসে বলে- এতো বোকা হলে রাজা হবে কিভাবে।
রাজা তোমার মাথায় মুকুট পরাবে। কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে।
তাইতো তোমার কান দুটো তোলে নেয়া হয়েছে।
কিছু বুঝনা অবুঝ প্রাণী- এটাকে গ্রুমিং বলে।
চলো চলো আমার সাথে চলো। দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে।

গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে।
কিন্তু এবারও পালিয়ে বাঁচে।

শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে- আবারও ভুল করলে।
লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে।
তাই তোমার লেজটা খসানো হয়েছে।
অবুঝ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারোনা।
এটা হলো আলট্রা গ্রুমিং। মানে একেবারে ফাইনাল টাচ।
চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো।

গাধা আবারও সিংহাসনে আসে।
এবার আর সে বাঁচতে পারে না।
সিংহের থাবায় তার ক্ষত বিক্ষত দেহ খানা মাটিতে পড়ে আছে।
সিংহের দাঁতে মুখে রক্তের দাগ।

শিয়াল সিংহকে বলে - মহারাজ এতো কষ্ট করে আপনি খাবেন।
মাথাটা আমাকে দেন। সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই।
শিয়াল গাধার ব্রেণটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়।
সিংহ বলে- ব্রেণ কোথায়।
শিয়াল বলে- মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে- আপনি কি মনে করেন তার ব্রেণ বলে কিছু আছে।

গাছের ডালের উপর থেকে ময়ুর বলে-
তার ব্রেণ ঠিকই আছে। কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি।


প্যাঁচা তার সন্তানকে বলে -এই ঘটনা থেকে তোমরা কি শিখলে।

শিখলামঃ

হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দূরভিসন্ধি আছে।
এটাও শিখলাম- যার যে কাজ তাকে সেটাই করতে হয়। অন্যের কু-মন্ত্রণা শুনতে হয়না।
লোভের ফল কখনো মিষ্টি হয়-না।
সাদাসিদা হওয়া ভালো। কিন্তু বোকা হওয়া ভালো-না।
সবচেয়ে বড় জিনিস-টা শিখলাম তা-হলো- প্রতারকদের একবার বিশ্বাস করা যায়। কিন্তু বারবার বিশ্বাস করা যায়-না।
অতি বিশ্বাস করে সে ঠকেছে। আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মন্তুদ পরিসমাপ্তি ঘটেছে।

এটা তুর্কীয় গল্পের ভাবানুবাদ মাত্র।

06/08/2023
আপনারা মানুষকে মূল্যায়ন করতে শিখুন, ফ্রিতে কাজ করি বলে কারো কাছে মাথা বিক্রি করে ফেলিনি, এটা আমার মানবতার সেবা, কোন অমা...
16/07/2023

আপনারা মানুষকে মূল্যায়ন করতে শিখুন, ফ্রিতে কাজ করি বলে কারো কাছে মাথা বিক্রি করে ফেলিনি, এটা আমার মানবতার সেবা, কোন অমানুষের সেবা আমি করিনা।

Big shout out to my newest top fans! 💎 Angela Angela
15/07/2023

Big shout out to my newest top fans! 💎 Angela Angela

04/07/2023

আমি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে32 জন ফলোয়ার পেয়েছি, 27টি পোস্ট তৈরি করেছি এবং 1,211টি প্রতিক্রিয়া পেয়েছি! আপনাদের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া আমি এটা করতে পারতাম না। 🙏🤗🎉

21/06/2023

📢🇸🇴👉সকল যোগাযোগ এই লিংক এর ইনবক্সে দিয়েন, বারংবার ইনবক্স চেঞ্জ করলে ফেসবুক আমাকে অত্যাচার করে কষ্ট দেয় 🙏🙏🙏https://www.facebook.com/richard.halder.357?mibextid=Z
bWKwL

18/06/2023

আম কিনতে গিয়েঃ দোকানীকে জিজ্ঞেস করলাম মামা, পিওর ল্যাংড়া তো ???
দোকানীঃ"দেখছেন না, হাটতে পারে না, তাই ভ্যানে করে ঘোরাচ্ছি!
"গ্রুপ কি এমন-ই চলবে ???

06/05/2023

in this video, we will see how god changes a Muslim life—Nabeel Qureshi's life was changed by Jesus Christ.এই ভিডিওতে, আমরা দেখব কিভাবে ঈশ্বর একজন মুসলিম জীব...

06/05/2023

"বাবা যখন সন্তানদের কাছে অবহেলিত বোঝা।
১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না সন্তানেরা।

২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না সন্তানেরা।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না ??? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
ভালবাসা ও প্রনাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!

হায়রে ঈদ মোবারক তোমায় পালন করতে যেয়ে দুইজন জ্ঞান হারিয়েছে দুইজন বমি করতে করতে বেহুস আর আমি তাদের কর্মদেখে হাসতে হাসতে রা...
22/04/2023

হায়রে ঈদ মোবারক তোমায় পালন করতে যেয়ে দুইজন জ্ঞান হারিয়েছে দুইজন বমি করতে করতে বেহুস আর আমি তাদের কর্মদেখে হাসতে হাসতে রাতপার 😀😀😀😀

20/04/2023

কোনো ফেক নেম এবং নন খ্রীষ্টিয়ান ভাই বোন গ্রুপের সদস্য না হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ !!!

19/04/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

16/04/2023

শেখ যাহিদ ফুয়াদ (Shaikh Zahid Fuad) এর উত্তর: শুধুমাত্র আপনার প্রশ্ন অনুযায়ী ঘটনা সত্য হলে যা করবেন- ১. যে বাহিনী আপনাকে এভাব....

দ্বীন (ধর্ম) এর সাথে থাকাফা (সংস্কৃতি) এর পার্থক্য আছে। দ্বীনে ইসলাম একটি ধর্ম, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই ধর্ম আমরা প...
11/04/2023

দ্বীন (ধর্ম) এর সাথে থাকাফা (সংস্কৃতি) এর পার্থক্য আছে। দ্বীনে ইসলাম একটি ধর্ম, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই ধর্ম আমরা পালন করি। দ্বীন বা ধর্মের কিছু সংস্কৃতি তৈরি হয়, সেগুলো আমাদের মধ্যে যারা মুসলমান তারা পালন করেন। কিন্তু বাঙালী জাতি হিসেবে আমাদের যে সংস্কৃতি আছে, যে রীতিনীতিগুলো পালন বা উদযাপন করে আমরা সংস্কৃতিতে পরিনত করেছি, সেগুলো পালন করলে ঈমানের সাথে সাংঘর্ষিক হওয়ার কোনো কারন নেই! যারা দ্বীন আর থাকাফা মিলিয়ে সংঘাত করতে চায়, তারাই ইসলামের শত্রু! দ্বীনের শত্রু! ঈমানদার মুসলমানের ঈমান বাঙালি সংস্কৃতি উদযাপন বা পালনে দূর্বল হয় না। যাদের দূর্বল হয়, তারা নানান অপকর্মে লিপ্ত এবং সেই দুর্বলতা থেকেই বাঙালি সংস্কৃতিকে ইসলামী করণের চেষ্টা করে এরা। এদের প্রতিহত করতে হবে। এরা বাংলাদেশকে আফগানিস্তানের তালেবান শাসনে নিয়ে যেতে চায়। এদের সহযোগিতায় ইদানীং যুক্ত হয়েছে কিছু পশ্চিমা ইন্ধনদাতাও। ধর্মীয় স্বাধীনতা চর্চার নামে এই সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোকে প্রশ্রয়ও দিচ্ছে এই বিদেশি শক্তি। তাই দ্বীন প্রিয় মানুষ, বাঙালি সংস্কৃতি চর্চার আমরা বেশিরভাগ জনগোষ্ঠী, সবাইকে এক হতে হবে।

ঐক্যের মঙ্গল শোভাযাত্রা শুভ হোক। বাংলাদেশের প্রচলিত এবং প্রাচীন সকল সংস্কৃতি এবং রীতিনীতির বিজয় হোক। দ্বীনের সাথে সংস্কৃতির ফ্যাসাদ লাগানো গোষ্ঠীর পরাজয় হোক!
জয় বাংলা!

04/04/2023
31/03/2023

অনেক পাত্রীর পোস্ট আছে তাও আবার অসম্পূর্ণ, পাত্রীদের পাত্রের কোনো চাহিদা নেই সবাই-তো উচ্চাকাঙ্ক্ষী বা রিজার্ভেশন নিয়ে বসে আছে, জাতপাতের কোনো বালাই নেই মনে হয় ???

17/02/2023

পাশের বাসার ছোটোভাইয়েরা কি ভাল আছে নাকি শুকিয়ে গেছে ???

Address


Telephone

+8801712060212

Website

Alerts

Be the first to know and let us send you an email when খ্রীষ্টিয়ান পাত্র পাত্রীর সন্ধান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খ্রীষ্টিয়ান পাত্র পাত্রীর সন্ধান:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share