River view convantion & party centre

  • Home
  • River view convantion & party centre

River view convantion & party centre বিবাহ,ওয়ালীমা,জন্মদিন বা যে কোন অনুষ্ঠানের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।🤲❤️ The River view will make your dream wedding a reality.

Lot of perking space and wandering river side views with garden, colourful lighting in and outside, so far it will be your perfect choice. Our team has the expertise and know how to make your dream a reality. Whether a small intimate wedding or a large 1,000+ guests wedding, our team is ready to assist you.

31/12/2024
30/12/2024

Happy New year
2025

বিয়ের সময় রুপ না দেখে গুণের বিবেচনা করুন।বিয়ের দুইদিন পর জামাই সেই বিউটি পার্লারে গেলো যে বিউটি পার্লারে তার বউকে সাজান...
01/12/2024

বিয়ের সময় রুপ না দেখে গুণের বিবেচনা করুন।

বিয়ের দুইদিন পর জামাই সেই বিউটি পার্লারে গেলো যে বিউটি পার্লারে তার বউকে সাজানো হয়েছিলো!

স্বামী ঐ বিউটি পার্লারের মালকিনিকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে হাতে একটা আইফোন১২ এর প্যাকেট ধরিয়ে দিয়ে চলে আসলো।

বিউটি পার্লারের মালকিনি খুশীতে আত্মহারা হয়ে প্যাকেট খুলে দেখে তার প্যাকেটের ভিতর নকিয়া ১১১০ মডেলের একটা ফোন সেট পড়ে আছে। আর পাশে একটা চিরকুটে লেখা- "এইবার কেমন লাগে?

আমার নতুন বউ হাত মুখ ধোয়ার পর আমারও এই রকম একটা ঝটকা লেগেছিল কলিজাতে" 😜🤣

05/10/2024

love and choice River view convantion & party centre view convantion & party centre.

বাংলাদেশের   বিয়েবাড়িতে  যে  ঘটনাগুলো ঘটবেই:-১. বরযাত্রা শুরু হবে- এসময় দেখা যাবে গুরুত্বপুর্ণ কেউ অনুপস্তিত। খুঁজতে গেল...
13/09/2024

বাংলাদেশের বিয়েবাড়িতে যে ঘটনাগুলো ঘটবেই:-

১. বরযাত্রা শুরু হবে- এসময় দেখা যাবে গুরুত্বপুর্ণ কেউ অনুপস্তিত। খুঁজতে গেলে পাওয়া যাবে শেভ করতে সেলুনে নয়তো জুতা পলিশ করতে গেছে।

২. যথাযথভাবে আমন্ত্রণ করা হয়নি এই অভিযোগে দু'একজন আত্মীয় অনুষ্ঠান বর্জন করবে।

৩. বর/কনের চাচা ও মামা পক্ষের মধ্যে একটা রেষারেষি থাকবেই। বিয়েতে কোন পক্ষের কর্তৃত্ব বেশি হবে সেটা নিয়ে অঘোষিত প্রতিযোগীতাও চলবে।

৪.গুরুত্বপূর্ণ সময়ে বর/কনের দুলাভাই কিংবা মামা টাইপের কেউ অভিমান করবে। তার মান ভাঙাতে অন্য মুরুব্বিরা অক্লান্ত পরিশ্রম করে যাবে।

৫. কনের বাড়িতে গেট দিয়ে ঢোকার সময় টাকা দেয়া নিয়ে ব্যাপক দেনদরবার হবেই। কখনও কখনও এটা মারামারির পর্যায়ে চলে যায়।

৬. বরযাত্রীরা কখনই যথা সময়ে কনের বাড়ি পৌছতে পারবে না। এবং নির্দিষ্ট সংখ্যার চেয়ে বরযাত্রী বেশি হবেই। এটা নিয়ে কনে পক্ষের খোটাও শুনতে হবে।

৭. পাত্র পক্ষের দেয়া শাড়ি কিংবা গহনার মান নিয়ে দুই পক্ষের তর্কবিতর্ক হবে। এক্ষেত্রে সাধারণত কনের খালা/ফুফুরা বেশি ভুমিকা পালন করে।

৮. মেয়ের বাবা কর্তৃক ছেলের যোগ্যতা অনুযায়ি 'খুশি করে দেয়া'(যৌতুক নয় কিন্তু) নিয়েও বাদানুবাদ হবে।

৯.খাবার নিয়ে একটা ঝামেলা হবে, অনেক সময় অতিরিক্ত মেহমানের কারণে কোন একটা নির্দিষ্ট আইটেমের শর্ট পড়বে, আর তাতেই শোরগোল ও হুলস্তূল পড়ে যাবে। অনেকেই গরুর মাংস খায়না অজুহাত দেখিয়ে মুরগির রোস্ট ডাবল নেওয়ার চেষ্টা করবে । পরে আবার গরুর মাংসের ঐ আইটেমটাও নেবে।

১০.কোন তরুণীকে বিরক্ত করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শোরগোল এবং বাক্যবিনিময় হবে।

১১.বর বা কনে যতই সুন্দর হোক না কেন দাওয়াতে আসা মানুষজন খুঁত বের করবেই।

১২. নতুন বউয়ের দোষ প্রথম খুজে পাবে বউ দেখতে আসা পাশের বাড়ির মহিলারা। এটা গ্রামে চাউর হবেও তাদের মাধ্যমে। খাবারের মান নিয়েও এরা প্রশ্ন তুলবে।

১৩. বরের জুতা চুরির ঘটনা ঘটবে, তা থেকে জিম্মি করে টাকাও ভাগিয়ে নেওয়া হতে পারে।

১৪. রং দিয়ে একে অপরকে রাঙ্গানোর নামে হালকা মল্লযুদ্ধ ও হতে পারে!

সব শেষে সবাই সবাইকে বলবে- কিছু মনে করবে না ভাই, বিয়ে-শাদীতে এরকম টুকটাক হয়েই থাকে। আমরা আমরাই তো।

28/06/2024

লিবিয়া থেকে ইতালি যাবার পথে মারা গেছেন
ছাতক ও শান্তিগঞ্জের দুই যুবক।।

ডেস্ক নিউজঃ
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রাণ গেলো সুমামগঞ্জের দুই যুবকের। গেমে উঠে অসুস্থ হয়ে মারা যায় ছাতক উপজেলার রেজাউল ইসলাম (২৩) ও শান্তিগঞ্জ উপজেলার সাহিবুর রহমান মান্না (২৪)।

রেজাউল ইসলাম ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের কৈতক-দৌলতপুর গ্রামের সুন্দর আলীর ছেলে এবং সাহিবুর রহমান মান্না শান্তিগঞ্জের শিমুলবাক ইউনিয়নের
তলেরবন্দ গ্রামের আব্দুল ওয়াহাবের পুত্র।

পরিবারের লোকজন গত বুধবার তাদের মৃত্যু সংবাদ পেয়েছেন।এর আগে শুক্রবার নিজ-নিজ বাড়িতে ফোন
দিয়ে তারা জানিয়েছে, ইতালি যাত্রার গেমে তারা উঠে যাচ্ছে।

বুধবার রেজাউল ইসলামের ফুফাতো ভাই ওমান প্রবাসী মোঃ ইমরান আহমদ তার মৃত্যুর সংবাদ টি নিশ্চিত করে জানান,ছাতক উপজেলা প্রশাসনকে ও এই বিষয়টি জানানো হয়েছে।এদিকে সাহিবুর রহমান মান্নার বড় ভাই শহিবুল ইসলাম জানিয়েছেন,তার ভাই'র মৃত্যু সংবাদ তারা পেয়েছেন। তবে কিভাবে মারা গেছে এই সংবাদটি এখনো পান নি তারা।

পরিবার সুত্র জানায়, ব্রাম্মণ বাড়িয়ার উজ্জ্বল আহমদ নামের এক দালালের মাধ্যমে ১০ মাস আগে সাহিবুর রহমান মান্না লিবিয়া গিয়েছিলো।

রেজাউল ইসলামের পরিবার সুত্র থেকে জানাগেছে এক বছর আগে সে দুবাই যায়। সেখান থেকে মিশর হয়ে সে লিবিয়া গেছে ২-৩ মাস আগে। # #

বর নোরারাই ইউনিয়নের উলুগাও, কনে শ্রীপুর ইউনিয়নের রাধানগর গ্রামের। বৈশাখের প্রথম দিনে শুভ বিবাহ। রিভারভিউ কনভেনশন সেন্টার...
14/04/2024

বর নোরারাই ইউনিয়নের উলুগাও, কনে শ্রীপুর ইউনিয়নের রাধানগর গ্রামের। বৈশাখের প্রথম দিনে শুভ বিবাহ। রিভারভিউ কনভেনশন সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। মঙ্গলময় হোক বর কনের আগামী জীবন। শুভ বাংলা নববর্ষ ও ঈদ মোবারক।

রিভারভিউ কনভেনশন সেন্টার এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আপনাদের যেকোন প...
13/04/2024

রিভারভিউ কনভেনশন সেন্টার এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আপনাদের যেকোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ রাখুন, মেন্যাজার কামাল তালুকদার ০1758424882

আবিদপুর গ্রামের জনাব ইদ্রিস আলী লন্ডিনী সাহেবের ছেলে ও একি গ্রামের কাজী ফয়জুল করিম ভাইয়ের ভাতিজির বিয়েতে মাননীয় এম পি জন...
12/04/2024

আবিদপুর গ্রামের জনাব ইদ্রিস আলী লন্ডিনী সাহেবের ছেলে ও একি গ্রামের কাজী ফয়জুল করিম ভাইয়ের ভাতিজির বিয়েতে মাননীয় এম পি জনাব মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নোমান বক্ত পলিন সহ থানা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ তাদের অসংখ্য আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। বর ও কনের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা। ঈদের আনন্দ কাটতে না না কাটতেই তাদের বিয়েরে এ আনন্দ চিরদিনের জন্য মধুময় স্মৃতি হয়ে থাকোক। রিভার ভিউ কমপ্লেক্স এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

09/04/2024

'On this blessed occasion of Eid-ul-Fitr, may Allah's blessings fill your life with joy, peace, and prosperity. Eid Mubarak!

25/03/2024

আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজকের এই দিনে, আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করি আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।

বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শৌর্য-বীর্যের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, বাঙালি জাতি একসাথে ঐক্যবদ্ধ হয়ে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি।

স্বাধীনতার পর, বাংলাদেশ অনেক উন্নতি করেছে। তবে, আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। আমরা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই লক্ষ্যে, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে।

আশা করি, আমরা সবাই মিলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব।

আজকের বিয়েতে অতিথিরা ইফতারে এসেছিলেন। প্রায় ৬০০ লোকের ইফতারের ব্যবস্তা করা হয়। মাশাল্লাহ সুন্দরভাবে অনুষ্ঠান শেষ হয়েছে।...
25/03/2024

আজকের বিয়েতে অতিথিরা ইফতারে এসেছিলেন। প্রায় ৬০০ লোকের ইফতারের ব্যবস্তা করা হয়। মাশাল্লাহ সুন্দরভাবে অনুষ্ঠান শেষ হয়েছে।
পবিত্র রমজান মাস সবার জন্য বরকত ময় হোক। বর কনের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা।

Front of Riverview center
23/03/2024

Front of Riverview center

খিদ্রাকাপন নিবাসী জনাব ফটু উদ্দিনের মেয়ের বিয়ে মহা ধুমধামে আজ রিভারভিউ এ সম্পন্ন হল। সামাজিক রাজনৈতিক অনেক নেতৃবৃন্দ উপস...
17/03/2024

খিদ্রাকাপন নিবাসী জনাব ফটু উদ্দিনের মেয়ের বিয়ে মহা ধুমধামে আজ রিভারভিউ এ সম্পন্ন হল। সামাজিক রাজনৈতিক অনেক নেতৃবৃন্দ উপস্থিত থেকে বর কনে কে অভিনন্দন জানান।
আমাদেরও শুভকামনা রহিল।

Address

ON
SYLHET3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when River view convantion & party centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to River view convantion & party centre:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share