16/02/2024
কতটা আপনি বোঝেন নিজের দেশ ছেড়ে প্রবাসে বসবাস করা?
Hvor meget forstår du at bo i udlandet?
Hur mycket förstår du att bo utomlands?
Hvor mye forstår du å bo i utlandet?
Jak bardzo rozumiesz życie za granicą?
Quanto capisci di vivere all'estero?
Kiek tu supranti gyvenimą užsienyje?
Hoeveel begrijp jij van het leven in het buitenland?
आप विदेश में रहना कितना समझते हैं?
Wie viel verstehst du davon, im Ausland zu leben?
Jak moc rozumíte životu v zahraničí?
विदेशमा बसेर कति बुझ्नुहुन्छ ?
নিজ দেশ ছেড়ে এসেছি শুধু নিজের নিরাপত্তার খাতিরে, জীবনের নিরাপত্তার খাতিরে। সবার মনে একটাই ভাবনা - প্রবাসে সবাই খুব সুখে আছে। টাকা, পয়সা, গাড়ি, বাড়ি তো হাত বাড়ালেই চলে আসে তাই না।
আমার মা যখন মারা গেলেন কিংবা তার আগে যখন হাসপাতালে শুয়ে ভাবছিলেন কিংবা হয়তো কাউকে বলেছিলেন, আমার বড় ছেলেটাকে একটু ডেকে দাও, আমার পাঠায় হ্যাট বুলিয়ে দিক বা একবার পা টিপে দিক।
আমি তো আমার মায়ের মুখ শেষবারের মত দেখতে পারিনি।
অনেক কিছু বলতে ইচ্ছে করে আপনাদের। সবাই যা ভাবেন জীবন এখানে তার পুরো উল্টো। ঘরের মধ্যে দেশের পতাকা লাগিয়ে, ছোট একটি কৌটোর মধ্যে দেশের মাটি সাথে করে এসেছি। যে দেশের মাটি বিশ্বাসঘাতকতা করে না, কিন্তু দেশ করে আর নিজের নাগরিককে জীবনের নিরাপত্তা দিতে পারে না শুধু স্বাধীনভাবে, মুক্তভাবে কথা বলার অপরাধে।
আজকে আমার মায়ের ৬২ তম জন্মদিন, যার কবরে নিজ হাতে মাটিটুকু দিতে পারিনি।
শুধু এতটুকুই এখন প্রার্থণা, দোয়া করবেন আমার সেই মায়ের জন্যে।
যারা আমার এই ইমোশনাল লেখা নিয়ে বেশি গবেষণা করার পেছনে সময় নষ্ট করতে চান, নিজের জীবনকে গড়ার পেছনে সময় দিন - এখানে সময় নষ্ট না করে।