27/03/2022
Post from Bobby Godfrey Purification:
কয়েকদিন আগে পেটে হজমজনিত সমস্যা হয়েছিল। আমাকে আলু+পেঁপে সহযোগে মুরগির সাদা স্টূ খাওয়ার পরামর্শ দেয়া হল। আমি কয়েকদিন জাউ ভাত দিয়ে মাছের সাদা ঝোল খেলাম শুধু। তিন চারদিন পার হওয়ার পর শেফ মালা ফ্রীজ থেকে বের করলো শুকরের মাংস। রান্না করবে শুকরের মাংসের ঝাল ঝাল ভূনা কারি। কিন্তু সেটা তো আমার খাওয়া চলবে না। আমার অর্ধাঙ্গিনীর নির্দেশনা ছিল সেরকমই। তাই বুদ্ধি করে সে পেঁপে+আলু দিয়ে আদা+রশুন মাখিয়ে পরিমাণমত লবণ আর গোলমরিচ গুঁড়া মিশিয়ে আমার জন্য রান্না করলো শুকরের মাংসের সাদা স্টূ। তৃপ্তি নিয়ে খেলাম চিনিগুড়া চাউলের জাউ ভাত দিয়ে মাখিয়ে। মুরগির মাংস হলে একটু বিশ্রী গন্ধ থাকতো এভাবে রান্না করলে কিন্তু শুকরের মাংস হওয়ায় বাজে গন্ধ তো নাইই, বরং খাদ্যের উপযুক্ত ফ্লেভার ছিল এই সাদা ইশ্টূতে। প্রকৃতি যেন শুকর বানিয়েছে মানুষের খাওয়ার জন্যই।